PDA

View Full Version : আর্লি বার্ড টেডিং কৌশল



anwarForex
2015-08-01, 08:07 PM
আগের দিনের ক্যান্ডেল স্টিকের ধের্ঘ্য যদি ৮০ পিপসের উপরে হয় তবে ভোরে উক্ত ক্যান্ডেল স্টিকের ৫ পিপ্স উপরে বাই স্টপ অর্ডার এবং ৫ পিপ্স নীচে সেল স্টপ অর্ডার দেয়া। যেটি আগে কার্যকরী হবে তার বিপরীতে যেটি আছে তা মূছে ফেলতে হবে এবং ৬০ পিপ্স দুরত্বে স্টপ লস অর্ডার সেট করতে হবে। লাভের লক্ষ্য ১০০ পিপ্স। লক্ষ্য অর্জিত হলে ১০০ পিপ্স লাভ ।ব্যর্থ হলে ৬০ পিপ্স ক্ষতি। এক্ষেত্রে লাভ ও লোকসানের অনুপাত=১০০/৬০ যা ১ এর অধিক। এভাবে ১০ টি ট্রেডের ৫টিএ লাভ এবং ৫টিএ লোকসান হলেও মোটের উপর ২০০ পিপ্স লাভ।

maziz6989
2015-08-02, 04:56 PM
ভাই কিছু মনে করবেন না , এই সিস্টেম টা কি নিজে এল্পাই করছেন কখনও নাকি আমাদের কাছে শুধু শুধু প্রকাশ করলেন। যদি নিজে ট্রেড করে থাকেন তবে এর উইন রেশিও কত তা স্ক্রিন শট সহ দেখাবেন। আর সব থেকে বড় কথা হল আমার কাছে বিষয়টা এখনও ক্লিয়ার না।

fxover
2015-09-15, 06:54 AM
ভাই আপনার এই আর্লি বার্ড টেডিং কৌশল টা এখনও আমার কাছে স্পষ্ট নয় । আপনি যদি আর একটু স্পষ্ট করে বলেন তাহলে আমি সহ আরও অনেকের সুবিধা হয় । আর আমি এই আর্লি বার্ড টেডিং কৌশল কখনও শুনি নাই আর ব্যাবহারও করি নাই । আর এই আর্লি বার্ড টেডিং কৌশল ব্যাবহার করব কি করে এটা তো আমি এখনোও বুঝি নাই ।

MotinFX
2016-01-20, 06:28 PM
ভাই আপনার ট্রেডিং সিসটেম টা আমার কাছে স্পস্ট মনে হয় নাই কারন এইটা ফরেক্স আপনার নিজেস্ব ট্রেডিং টুরস হতে পারে কখন কোথায় সেটা আপনি স্পস্ট করে বলেন নাই। আপনি গ্রাপটা স্কিন শর্ট দিয়ে আমাদের কে দেখালে আমরা অনেক উপকৃত হব।

Marufa
2016-01-20, 07:03 PM
এসব সিস্টেম কোন কাজে লাগে না । এর একটি বড় কারন হচ্ছে মার্কেট এমন ভাবে মুভ করবে আপনার বাই স্টপ এবং সেল স্টপ দুটোই ওপেন হয়ে যাবে । অর্থাৎ বাই স্টপ ওপেন হবার পর আবার সেল স্টপ এর দিকে মার্কেট মুভ করবে । যে কোন ট্রেডিং পদ্ধতিই হোক কমপক্ষে ছয় মাস পরীক্ষা না করে সাকসেস রেট সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না ।

yasir arafat
2016-04-07, 01:29 AM
আগে এটা তেমন ট্রাই করিনি ।জানিনা ফলাফল কেমন হবে।এটা ডেমোতে ট্রাই করে দেখা যাক।আসলে একেকজন একেক পদ্ধতি ট্রেড করতে আব্যস্থ। তাই আমরা এটার একটা সঠিক ব্যবহার করতে পারি।এজন্য আমাদেরকে আরেকটু ব্যাপারটা বুঝিয়ে বললে ভাল হয়।

dwipFX
2016-05-16, 06:59 PM
আপনি ভাই যে ভাবে ট্রেড করতে বলছেন আমার কাছে সেটা রিস্কি মন হচ্ছে কারন ফরেক্স মার্কেটে আপনি এই ভাবে লাভ বা লস করা আমার কাছে মনে হচ্ছে।ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হতে হলে আপনাকে ট্রেন্ড ধরে ট্রেড করত হবে।

sharifulbaf
2016-05-17, 08:55 AM
আর্লি বার্ড একটি ট্রেডিং কৌশল আমি মনে করি এই ভাবে ট্রেডিং করাকে আমরা স্কেল্পিং ট্রেডিং বলতে পারি,ফরেক্স মার্কেটে নেক ট্রেডার অনেক ধরনের ট্রেডিং করার কলাকৌশল ব্যাবহার করে থাকে,সব কলাকৌশল এর কারন হল ফরেক্স মার্কেট হতে প্রফিট করা ফরেক্স মার্কেটে বিভিন্ন কলাকৌশল করার পরেও আমরা লস করে ফেলি।

md mehedi hasan
2016-11-10, 08:48 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে হাজার হাজার ট্রেডিং স্ট্রেজি তৈরি করে থাকে ফরেক্স ট্রেডাররা।একএকজন ফরেক্স ট্রেডার একএক ধরনের ট্রেডিং স্ট্রেজি ব্যবহার করে ফরেক্স মার্কেটে লাভ করে থাকে।আপনি যে ট্রেডিং কৌশল অবল্বমন করে প্রফিট করবেন অন্য জন ট্রেডার একই ট্রেডিং কৌশল ব্যবহার করে লস করে।আসলে এখানে দক্ষতাই আসল জিনিশ।

riponinsta
2017-01-26, 12:42 PM
আপনি যেই সিস্টেম এ টেড করছেন আমি সেই সিস্টেম এ কোন দিন টেড করি নাই আমি আপনার এই সিস্টেম তা পরে অনেক ভাল লাগছে আমি আপনার এই সিস্টেম ডেমো তে টেস্ট করে দেখব যদি ভাল লাভ করতে পারি তা হলে আমি আপনার এই সিস্টেম এ টেড করব ফরেক্স মার্কেট এর নতুন টেড আর দের এই সিস্টেম টা ভাল কাজে লাগবে আপনি আরও ভাল টেড ইং সিস্টেম সেয়ার করবেন আশা করি

shohanjacksion
2017-02-04, 04:43 PM
খুব সুন্দর একটি ট্রেডিং কৌশল। এই পদ্ধতিটি খুবই কার্যকরী। অনেকগুলো পেয়ার এ এই ধরনের ক্যান্ডেল স্টিক খুজে থাকি এবং বেশিরভাগ ট্রেড ই সফল হয়। তবে কোন নিউজ টাইমে এই রকম ক্যান্ডেল হলে নউজ রিলিজ হওয়া পর অন্ততপক্ষে পনের মিনিট পর ট্রেড ওপেন করাই ভাল।এইক্ষেত্রে আমি cci ইন্ডিকেটরটি ব্যবহার করি।

abdulguffer
2017-02-11, 12:22 AM
আর্লি বার্ড ট্রেডিং কৌশল টা আমার কাছে নতুন । বুঝতে পারছি না । তবে এর রিস্ক রিওয়ার্ড রেশিও 1 : 5 অনুপাত । এই কৌশল অবলম্বন করলে সত্যিই কি 200 পিপস প্রফিট হবে? আরো ভালো করে বুঝতে চাই।

RUBEL MIAH
2017-03-07, 11:15 AM
আর্লি বার্ড টেডিং কৌশল অামাদের সবাইকে করতে হবে । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্সে মার্কেটে কাজ করতে হবে । আর্লি বার্ড ট্রেডিংয়ের মাধ্যমে আমরা দক্ষতা অর্জন করতে হবে । আমরা বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Mamun13
2017-03-27, 10:14 PM
আমার গত সারে তিন বছরের নিয়মিত গবেষনা ও প্র্যকটিসে কখনোও এধরনের সিস্টেমের নামও শুনি নাই আবার দেখবো তো দুরের কথা৷হতে পারে এটা আপনার নিজের সৃষ্টি করা সফল মেথড৷আমরা দেখতেছি ফরেক্স ট্রেডিং এ বহু পদ্ধতি রয়েছে৷যার বুদ্ধি,ব্রেইন যেই পদ্ধতিতে সহজে কাজ করে সে সেই পদ্ধতিই ব্যাবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন৷এখানে আমার একটা ছোট প্রশ্ন হলো -ফরেক্স ট্রেডিং এর অন্যতম সফল স্ট্র্যাটেজী ই হচ্ছে প্রাইস একশান যা বিশ্বব্যাপী সর্বাধিক সমর্থিত ও সমাদৃত৷অথচ আপনার এই আর্লী বার্ড মেথড কী তবে প্রাইস একশান স্ট্রাটেজীকেও পেছনে ফেলে দিল ? বিস্তারিত বললে হয়তো সবাই খুশি হতাম৷

mahbubhb
2017-08-11, 03:50 AM
আপনি যেভাবে লিখেছেন তাতে বুঝা যাচ্ছে আপনি এই ব্যাপারে ভাল অভিজ্ঞতা নিয়েই প্রাকাশে করেছেন। কিন্তু এখানে একটি ব্যাপারে পরিস্কার না। ব্যাপারটা কি এরকম যে একই কারেন্সি তে একটি বাই আরেকটি সেল দিয়ে এরকম করা নাকি শুধুই বাই অথবা শুধুই সেল দিয়ে এসএল/ইটিপি দিয়ে রাখা? যদি একটি স্ক্রিনশট দিয়ে দিতেন তাহলে ভাল হত।