PDA

View Full Version : নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে লসের কারন খুজে বের করুন।



md mehedi hasan
2020-12-18, 08:21 AM
ফরেক্স মার্কেটে আমরা প্রতিনিয়ত ট্রেড করি।এক সপ্তাহে বা এক মাসে কতগুলো ট্রেড করি আমরা নিজেরাই জানি না।ট্রেড করছি আর লস বা লাভ করছি।কিন্তু এই ট্রেড গুলো কখনো একটা খাতায় রেকর্ড করে রাখিনি।আপনি যদি ট্রেড রেকর্ড রাখতেন তাহলে আপনি যে ভুলগুলোর করেছেন এই ভুল গুলো দেখতেন এবং পুণরাই ট্রেড করার ক্ষেত্রে এই ভুল আর হত না।এতে করে আস্তে আস্তে আপনার ট্রেডিং স্কীল বৃদ্ধি পেত।আপনি একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারতেন।

EmonFX
2020-12-18, 11:55 AM
ফরেক্স মার্কেটে আমরা প্রতিনিয়ত ট্রেড করি।এক সপ্তাহে বা এক মাসে কতগুলো ট্রেড করি আমরা নিজেরাই জানি না।ট্রেড করছি আর লস বা লাভ করছি।কিন্তু এই ট্রেড গুলো কখনো একটা খাতায় রেকর্ড করে রাখিনি।আপনি যদি ট্রেড রেকর্ড রাখতেন তাহলে আপনি যে ভুলগুলোর করেছেন এই ভুল গুলো দেখতেন এবং পুণরাই ট্রেড করার ক্ষেত্রে এই ভুল আর হত না।এতে করে আস্তে আস্তে আপনার ট্রেডিং স্কীল বৃদ্ধি পেত।আপনি একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারতেন।

ফরেক্স মার্কেটে নিজেকে দক্ষ এবং সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই আগে আপনাকে লসের কারণ গুলো খুজে বের করতে হবে। প্রথমিক পর্যােয়ে ফরেক্স মার্কেটে কিছু লস হতে পারে, তাই বলে ভেঙ্গে পড়া যাবে না। বরং এখান থেকে উত্তরনের পথ খুজে বের করতে হবে। ফরেক্স মার্কেটে লস হলে সর্বোপ্রথমে লসের কারন ও দুর্বলতাগুলো খুজে বের করতে হবে। সে অনুযায়ী ভুলগুলো সংশোধন করতে হবে। আসলে এই ব্যাপারটা আমরা বলার সময় বলি কিন্তু কাজের সময় অনেকেই মেনে চলি না বিধায় লসের বৃত্ত থেকেও বের হতে পারি না। এর জন্য বেশি বেশি ভিডিও ও টিউটোরিয়াল দেখতে হবে। মার্কেট এনালাইসিস করতে হবে। বেশি বেশি ডেমো প্রাকটিস করতে হবে। মার্কেটে এসেই আপনি সফলতা অর্জন করবেন ব্যাপারটা এমন করে ভাবা যাবে না।
প্রথমিক পর্যায়ে আপনি যতগুলো ট্রেড নিবেন দেখা যাবে তার ৫০% আপনি লস করছেন। চেস্টা করে যেতে হবে এই % যেনো ৫৫% বা ৬০% এ উন্নিত করা যায়। ৬০% ট্রেডে ভালো করলে ধরে নিতে পারেন নিঃশন্দেহে আপনি একজন ভালো ট্রেডার। এর পরে ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই % আরো বৃদ্ধি পাবে। তাই হতাশ না হয়ে ধৈর্য ধরে নিষ্ঠার সাথে ট্রেড করে যান, সফলতা একদিন নিশ্চয়ই আসবে।

asfiyarimo5
2020-12-18, 03:19 PM
আমার মতে ,, ফরেক্স মার্কেট এমন একটা জায়গা যেখানে লাভ লস উভয় আছে । আমদের এখান থেকে লাভ করতে হলে অবশ্যই দক্ষ ও অভিজ্ঞ হয়ে কাজ শুরু করতে হবে । লসের মুখোমুখি হলে ভেঙে পরলে চলবে না ধেয ধরে প্রতিটা ট্রেড ওপেন করতে হবে । নিজেকে একজন অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার গরে তুলতে হলে আমি নিজেকে প্রথমে অবশ্যই দক্ষ করে গরে তুলব আমার মতে প্রথমে সবার এটাই করা উচিত । ধন্যবাদ

JoyantyThakur71
2020-12-19, 06:01 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গিয়ে দেখা যায় আমরা কখনো লাভ করি আবার কখনো লস করি। লস করার পর আমরা বুঝতে পারি যে কী কারণে লস হয়েছে। কিন্তু অনেকেরই দেখা যায় যে লস থেকে শিক্ষা গ্রহণ না করে বরং আবার পুনরায় একই ভুল করে থাকে। ফলাফলস্বরূপ পুনরায় তারা লস করে থাকে। আমি মনে করি লসকে পুষে না রেখে বরং লস করার কারণগুলি আমরা যদি তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করে রাখি তাহলে এটার একটা ডকুমেন্ট আমাদের কাছে থেকে যাবে। নিজেকে সতর্ক করার জন্য মাঝে মাঝে লসের এই ডকুমেন্টগুলি দেখা উচিত। যখন লসের কারণগুলি আপনি অনুভব করতে পারবেন তখন অবশ্যই আপনার মধ্যে সর্তকতা কাজ করবে। ফলে পরবর্তীতে সঠিকভাবে ট্রেড করতে আপনার সুবিধা হবে।

KF84
2020-12-24, 04:46 PM
ফরেক্স মার্কেটে আমরা প্রতিনিয়ত ট্রেড করি।এক সপ্তাহে বা এক মাসে কতগুলো ট্রেড করি আমরা নিজেরাই জানি না।ট্রেড করছি আর লস বা লাভ করছি।কিন্তু এই ট্রেড গুলো কখনো একটা খাতায় রেকর্ড করে রাখিনি।আপনি যদি ট্রেড রেকর্ড রাখতেন তাহলে আপনি যে ভুলগুলোর করেছেন এই ভুল গুলো দেখতেন এবং পুণরাই ট্রেড করার ক্ষেত্রে এই ভুল আর হত না।এতে করে আস্তে আস্তে আপনার ট্রেডিং স্কীল বৃদ্ধি পেত।আপনি একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারতেন।
আমি আপনার সাথে পুরোপুরি সহমত । আসলে একজন ট্রেডার তারা দক্ষতা অর্জন করে থাকেন যেমন ট্রেডিং প্র্যাকটিস করে তেমনি তিনি তার ভুলগুলিকেও ক্রমে ক্রমে শুধরিয়ে নিজেকে আরও পরিশীলিত করে গড়ে তুলেন । ফলে তিনি ট্রেড কম ওপেন করলেও মাসে ভাল এমাউন্ট লাভ করে থাকেন । আমি মনে করি ফরেক্স এ যারাই দীর্ঘদিন টিকে থাকতে চান তাদের নিজেদের ভুলকে অতি দ্রুত শুধরিয়ে ফেলা উচিত ।

Sakib42
2020-12-25, 11:03 PM
আমরা যদি প্রতিনিয়ত এই কাজটি করে থাকি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা।কেননা সেই সবচেয়ে বেশি জ্ঞানী যে তার ভুল সংশোধন করে এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে সেটিকে কাজে লাগায়। ফরেক্সে আমরা অনেকসমস্যার সম্মুখীন হই আমাদের অনেক ক্ষতি হয় এবং আমাদের মধ্যে অনেকেই রয়েছে যে ক্ষতি কেন হয়েছে তার কারণ জানতে চায় না,তাই সে পুনরায় আবার নতুন করে ভুল করতে পারে। কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তি কখনো এই কাজটি করে না।সে যখন কোনো ক্ষতির সম্মুখীন হয় সে সেই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করে এবং নিজেকে দক্ষ করে তুলে। তাই দক্ষতা অর্জনের জন্য এই বিষয়টি খুব জরুরী একটি বিষয়।

Starship
2020-12-26, 07:01 PM
ট্রেড করে লস থেকে দূরে থাকতে বা আর্থিক ক্ষতির পরিমাণ কম রাখতে অবশ্যই লসের কারণ খুজে বের করতে হবে। আপনি যদি লসের কারণ খুজে বের করতে না পারেন তাহলে আপনি প্রতিনিয়ত লসের সম্মুখীন হতে হবে। এটি সফল ট্রেডার হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি নিজেও এই বিষয়ে সচেতন। আমি যেসকল কারণে ফরেক্সে লস করি তা ডায়েরিতে লিখে রাখি। পরবর্তীতে সেই ভুল সংশোধনের মাধ্যমে ট্রেড করে থাকি। আমি বেশির ভাগ ক্ষেত্রে অতিরিক্ত লোভের কারনে লস করে থাকি। আমার মনে হয় এটি শুধু আমার ক্ষেত্রেই নয়, বেশির ভাগ ট্রেডার অতিরিক্ত লোভের কারনে লস করে থাকে। তাই লস থেকে শিক্ষা নিতে হবে।

ABDUSSALAM2020
2020-12-26, 11:37 PM
ফরেক্স মার্কেটে আমরা প্রতিনিয়ত ট্রেড করি।এক সপ্তাহে বা এক মাসে কতগুলো ট্রেড করি আমরা নিজেরাই জানি না।ট্রেড করছি আর লস বা লাভ করছি।কিন্তু এই ট্রেড গুলো কখনো একটা খাতায় রেকর্ড করে রাখিনি।আপনি যদি ট্রেড রেকর্ড রাখতেন তাহলে আপনি যে ভুলগুলোর করেছেন এই ভুল গুলো দেখতেন এবং পুণরাই ট্রেড করার ক্ষেত্রে এই ভুল আর হত না।এতে করে আস্তে আস্তে আপনার ট্রেডিং স্কীল বৃদ্ধি পেত।আপনি একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারতেন।
আমি আপনার সাথে পুরোপুরি সহমত । আসলে একজন ট্রেডার তারা দক্ষতা অর্জন করে থাকেন যেমন ট্রেডিং প্র্যাকটিস করে তেমনি তিনি তার ভুলগুলিকেও ক্রমে ক্রমে শুধরিয়ে নিজেকে আরও পরিশীলিত করে গড়ে তুলেন । ফলে তিনি ট্রেড কম ওপেন করলেও মাসে ভাল এমাউন্ট লাভ করে থাকেন। সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

ANIK918
2020-12-27, 12:20 AM
ফরেক্স মার্কেটে আমরা প্রতিনিয়ত ট্রেড ওপেন করি এবং ট্রেড ক্লাস করি। কখনো লাভ হয় কিংবা কখনো লস হয়। আমাদেরকে সফল ট্রেডার হতে হলে আমাদের যে ভুলের কারণে লস হয়েছে সেই কারণগুলো আইডেন্টিফাই করে রাখা উচিত যেন পরবর্তীতে সেই একই ভুল কারণে দ্বিতীয়বার লস না হয়। তাহলে ভবিষ্যতে আপনাদের লস এর হার অনেকাংশে কমে যাবে।একজন সফল ট্রেডার এই বৈশিষ্ট্য থাকা খুবই জরুরী।