Log in

View Full Version : সিগন্যাল ট্রেডিং নিজেকে ধ্বংস করার নামান্তর।



EmonFX
2020-12-19, 08:02 PM
ফরেক্স মার্কেটে সিগন্যাল ক্রয় করে ফরেক্স ট্রেডিংকে আমি কোনভাবেই সমর্থন করি না। যারা সিগন্যাল বিক্রয় করেন তারা শুধু তাদের ব্যবসায়িক উদ্দেশ্যেই সিগন্যাল বিক্রয় করে থাকেন। সিগনাল দিয়ে ট্রেড করে প্রফিট করার হার খুবই নগণ্য। আর অন্যের সিগন্যালের পিছনে না দৌড়িয়ে নিজের ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করার প্রতি গুরুত্ব দেয়া উচিত। অন্যের সিগন্যাল নির্ভর ট্রেডিং নিজের প্রতিভাকে ধ্বংস করার নামান্তর। এর থেকে ভালো হয় নিজের ট্রেডিং স্ট্রাটেজি এবং এনালাইসিস দ্বারা ট্রেড করতে পারলে।
তাতে করে শুরুর দিকে কিছু ট্রেডে লস করলেও ধীরে ধীরে আপনার ট্রেডিং স্ট্রাটেজির যথেষ্ট পরিবর্তন আসবে, যা দ্বারা আপনি পরবর্তিতে ট্রেড করে সফলতা পেতে পারেন। আর যারা সিগনাল বিক্রয় করেন তাদের স্ট্রাটেজি যদি শতভাগ কাজ করতো তাহলে তারা সিগন্যাল বিক্রয়ের পিছনে না দৌড়িয়ে নিজের এনালাইসিস দ্বারা ট্রেড করে অনেক উপার্জন করতে পারতেন। তাই সিগন্যাল নির্ভর ট্রেডিং না করে নিজের স্ট্রাটেজি ডেভলপ করে করতে হবে।

KF84
2020-12-23, 08:41 PM
ফরেক্স মার্কেটে সিগন্যাল ক্রয় করে ফরেক্স ট্রেডিংকে আমি কোনভাবেই সমর্থন করি না। যারা সিগন্যাল বিক্রয় করেন তারা শুধু তাদের ব্যবসায়িক উদ্দেশ্যেই সিগন্যাল বিক্রয় করে থাকেন। সিগনাল দিয়ে ট্রেড করে প্রফিট করার হার খুবই নগণ্য। আর অন্যের সিগন্যালের পিছনে না দৌড়িয়ে নিজের ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করার প্রতি গুরুত্ব দেয়া উচিত। অন্যের সিগন্যাল নির্ভর ট্রেডিং নিজের প্রতিভাকে ধ্বংস করার নামান্তর। এর থেকে ভালো হয় নিজের ট্রেডিং স্ট্রাটেজি এবং এনালাইসিস দ্বারা ট্রেড করতে পারলে।
তাতে করে শুরুর দিকে কিছু ট্রেডে লস করলেও ধীরে ধীরে আপনার ট্রেডিং স্ট্রাটেজির যথেষ্ট পরিবর্তন আসবে, যা দ্বারা আপনি পরবর্তিতে ট্রেড করে সফলতা পেতে পারেন। আর যারা সিগনাল বিক্রয় করেন তাদের স্ট্রাটেজি যদি শতভাগ কাজ করতো তাহলে তারা সিগন্যাল বিক্রয়ের পিছনে না দৌড়িয়ে নিজের এনালাইসিস দ্বারা ট্রেড করে অনেক উপার্জন করতে পারতেন। তাই সিগন্যাল নির্ভর ট্রেডিং না করে নিজের স্ট্রাটেজি ডেভলপ করে করতে হবে।
আমি নিজেও ব্যক্তিগতভাবে সিগন্যাল ট্রেডিং পছন্দ করি না কারন নিজেই যেহেতু বিজনেস করব তাহলে কেন অন্যের উপর নির্ভরশীল হব । তাই নিজেই নিজের বিজনেস পরিচালনা করা শিখতে হবে । তাহলেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া সহজ হবে ।