PDA

View Full Version : অন্যান্য পেশায় ফরেক্স এর প্রভাব।



EmonFX
2020-12-20, 11:35 AM
আমি মনে করি না যে চাকরি কিংবা ব্যবসার পাশাপাশি ফরেক্ম করলে অন্য পেশায় এর প্রভাব পড়তে পারে। ফরেক্স অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক স্বাধীন ব্যবসা হওয়ায় যে কোন পেশার পাশাপাশি ফরেক্স কন্টিনিউ করা সম্ভব। বর্তমানে বাংলাদেশে কর্মক্ষেত্রের তুলনায় শিক্ষিত যুবকের সংখ্যা অনেকগুন বেশি। আর এই কারনে চাকরির বাজারে তুমুল প্রতিযোগিতা হয়ে থাকে, যার ফলে চাকরি প্রত্যাশিতদের অনেক কম বেতন অফার করা হয়ে থাকে। যার কারনে চাকরি দ্বারা উপার্জিত অর্থ দিয়ে মানুষর মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খেতে হয়।
সেক্ষেতে একটু ভালো ভাবে জীবন ধারন করার স্বপ্ন দেখা বিলাসিতা ছাড়া আর কিছুিই না।

সুতরাং, চাকরির পাশাপাশি যদি বাড়তি ইনকামের উৎস পাওয়া যায় সেটা খুবই কার্যকর হবে। সেক্ষেত্রে আমি মনে করি ফরেক্স একটি যথাপোযোক্ত প্লাটফর্ম। তাছাড়া বেকার যুবকদের জন্যও ফরেক্স হতে পারে উপার্যনের একটি গুরুত্বপুর্ন মাধ্যম। চাকরি কিংবা ব্যবসার পাশাপাশি ফরেক্স ট্রেডিং করলে নিজের অর্থনৈতিক স্বচ্ছলতা আনয়নের পাশাপাশি পরিবার তথা দেশের অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জিত হয়।

KF84
2020-12-23, 09:59 PM
আমি মনে করি না যে চাকরি কিংবা ব্যবসার পাশাপাশি ফরেক্ম করলে অন্য পেশায় এর প্রভাব পড়তে পারে। ফরেক্স অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক স্বাধীন ব্যবসা হওয়ায় যে কোন পেশার পাশাপাশি ফরেক্স কন্টিনিউ করা সম্ভব। বর্তমানে বাংলাদেশে কর্মক্ষেত্রের তুলনায় শিক্ষিত যুবকের সংখ্যা অনেকগুন বেশি। আর এই কারনে চাকরির বাজারে তুমুল প্রতিযোগিতা হয়ে থাকে, যার ফলে চাকরি প্রত্যাশিতদের অনেক কম বেতন অফার করা হয়ে থাকে। যার কারনে চাকরি দ্বারা উপার্জিত অর্থ দিয়ে মানুষর মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খেতে হয়।
সেক্ষেতে একটু ভালো ভাবে জীবন ধারন করার স্বপ্ন দেখা বিলাসিতা ছাড়া আর কিছুিই না।

সুতরাং, চাকরির পাশাপাশি যদি বাড়তি ইনকামের উৎস পাওয়া যায় সেটা খুবই কার্যকর হবে। সেক্ষেত্রে আমি মনে করি ফরেক্স একটি যথাপোযোক্ত প্লাটফর্ম। তাছাড়া বেকার যুবকদের জন্যও ফরেক্স হতে পারে উপার্যনের একটি গুরুত্বপুর্ন মাধ্যম। চাকরি কিংবা ব্যবসার পাশাপাশি ফরেক্স ট্রেডিং করলে নিজের অর্থনৈতিক স্বচ্ছলতা আনয়নের পাশাপাশি পরিবার তথা দেশের অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জিত হয়।

সত্যিকার অর্থে আমিও মনে করি না যে ফরেক্স অন্যান্য পেশায় কোন প্রভাব ফেলবে । কারন ফরেক্স ব্যবসাটি করতে খুব একটা সময়ের প্রয়োজন হয় না । তাই যে কেউ যে কোন কাজের পাশাপাশি সময় দিয়েও ফরেক্স করতে পারেন । তবে ফরেক্স ব্যবসাটি শিখতে হলে প্রথম দিকে অল্প অল্প করে সময়ে দিলেই হয়ে যায় । আর এই কাজটি নিয়মিত করতে পারলে আপনি অবশ্যই ফরেক্স থেকে ভাল লাভ করবেন যার জন্য বেশি সময়ের প্রয়োজন নেই ।

Devdas
2021-07-30, 08:17 PM
হ্যা ভাই ঠিক বলেছেন। আমি নিজেই অন্যান্য কাজ করার পাশাপাশি ফরেক্স করে যাচ্ছি। আমি অন্যান্য কাজ করার পাশাপাশি এই ফরেক্সকে আমি আমার ক্যারিয়ার হিসেবে গড়ে তোলেছি। আমি আমার লাইফ এ যে কাজ করি বা যে কাজের উপর প্রফেশন হই না কেন আমি ফরেক্স করেই যাব। ফরেক্স এ অনেক কষ্ট ও পরিশ্রম করে আমি ফরেক্স শিখে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার গড়ে তোলতে চেষ্টা করে যাচ্ছি। আমার বিশ্বাস যে আমি ফরেক্স থেকে ভাল একজন ট্রেডার হব এবং আমি সব সময় ফরেক্স করে যাব।

Starship
2021-07-31, 02:21 PM
আমি মনে করি নিঃসন্দেহে ফরেক্স অন্য পেশার পাশাপাশি করা যায়। আমি মনে করি ফরেক্স করার ক্ষেত্রে অনন্য পেশার কোনো প্রভাব পড়বে না বরং ফরেক্সের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতার একটি পথ। আমার জানামতে এমন অনেক ফরেক্স ট্রেডার রয়েছে যারা চাকরির পাশাপাশি ফরেক্স করে থাকেন। আমি নিজেও পার্ট টাইম হিসেবে কাজ করি। কেননা আমি যখন একজন দক্ষ ট্রেডার হব তখন ফুলটাইম হিসেবে বেছে নিব। যেহেতু ফরেক্স শিখতে দীর্ঘ সময়ের প্রয়োজন সেটা তো আপনি চাকরির পাশাপাশি ফরেক্স করতে পারেন।

Mas26
2021-07-31, 07:32 PM
আসলে আমার কাছে মনে হয় না যে ফরেক্স করার কারণে অন্য অন্য পেশার কাজ করতে খুব একটা বেশি সমস্যা হয়। আসলেই ফরেক্স টা এমন ভাবে আপনি করতে পারেন যে আপনার কাজের কোন ক্ষতি হবেনা। ফরেক্স রাতদিন 24 ঘন্টা সপ্তাহে 5 দিন খোলা থাকে আপনি ওই সময়ের ভিতরে 24 ঘন্টার ভিতরে আপনি যে কোন সময় ফরেক্স এ সময় দিয়ে কাজ করতে পারবেন। এবং আপনি যদি লং ট্রেড করেন তাহলে তো আরো সুবিধা আপনি সারাদিনে না ঢুকলেও তেমন কোন সমস্যা হবেনা ইনশাল্লাহ।এবং ফরেক্সে অল্প পরিশ্রমে বেশি প্রফিট করাও সম্ভব। শুধু আপনার অভিজ্ঞতা খাটিয়ে কাজ করতে পারলেই প্রফিট করতে সক্ষম হবেন।

md mehedi hasan
2021-08-01, 05:40 AM
আপনি অন্য পেশা বা জব এর পাশাপাশি ফরেক্স মার্কেটে কাজ করলে আপনার উপর প্রভাব একটু হলেও পরবে।যেহেতু ফোরাম এর ট্রেডাররা বোনাস নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে।তবুও নিজের বিনিয়োগ করা ডলার না হলেও আপনি যদি লস করেন তাহলে আপনার পেশার উপর একটা মানষিক প্রভাব পরবে।আপনার মেজাজ খারাপ থাকবে এমন কি আপনি ঠিক ভাবে অন্য কাজ করতে পারবেন না।