PDA

View Full Version : অ্যামাজন ইন্ডিয়ার ক্লাউড ব্যবসা বিভাগের আয়ে উল্লম্ফন



kohit
2020-12-20, 04:33 PM
বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ব্যবসা বিভাগ হলো ‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)’। বিভাগটির আওতায় ভারতে ডাটা প্রসেসিং, হোস্টিং এবং ডাটা সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ২০১৯-২০ অর্থবছরে অ্যামাজন ইন্ডিয়ার ক্লাউড ব্যবসা বিভাগের আয় ৪ হাজার ২১৬ কোটি রুপিতে পৌঁছেছে, যা আগের অর্থ বছরের চেয়ে ৫৪ শতাংশ বেশি। খবর ইটি টেলিকম।

গত অর্থবছর ক্লাউড ব্যবসা বিভাগ থেকে রাজস্ব আয়ে উল্লম্ফন দেখা গেলেও অ্যামাজন ইন্ডিয়া ২০ লাখ রুপি নিট লোকসানের তথ্য দিয়েছে। গত অর্থবছরজুড়ে দেশটিতে প্রতিষ্ঠানটির ব্যয় ৪ হাজার ১৭৮ কোটি রুপিতে পৌঁছানোয় রাজস্ব আয় বাড়লেও নিট মুনাফা কমেছে।

ভারতীয় স্টার্টআপ এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলো এখন ক্লাউড প্রযুক্তির সহায়তায় ব্যবসা জোরদারের চেষ্টা চালাচ্ছে। দেশটির প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্লাউড প্রযুক্তি গ্রহণের প্রবণতা উল্লেখযোগ্য বেড়েছে। এ পরিস্থিতিতে দেশটিতে বড় ধরনের ব্যবসায় সুযোগ দেখছে অ্যামাজন। এছাড়া প্রতিদ্বন্দ্বী গুগল নিজেদের ‘গুগল ক্লাউড’ এবং সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট নিজেদের ‘অ্যাজুর’ ক্লাউড সার্ভিসেসের মাধ্যমে ভারতে ব্যবসা জোরদারের চেষ্টা চালাচ্ছে।

নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে জমা দেয়া এক নথিতে এডব্লিউএস জানায়, ভারতের তেলেঙ্গানায় নিজেদের একগুচ্ছ ডাটা সেন্টার স্থাপনে তারা ২০ হাজার ৭৬১ কোটি রুপি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেলেঙ্গানার তথ্যপ্রযুক্তিমন্ ্রী কেটি রামা রাও। তিনি বলেন, দক্ষিণ ভারতের রাজ্যটিতে এডব্লিউএসের পরিকল্পিত বিনিয়োগ এযাবতকালের মধ্যে সর্বোচ্চ সরাসরি বিনিয়োগ হতে চলেছে। প্রতিষ্ঠানটির একাধিক ডাটা সেন্টারে রাজ্যটির কয়েক হাজার মানুষের কাজের সুযোগ সৃষ্টি হবে।

বণিক বার্তা