View Full Version : আপনার পছন্দের কারেন্সি পিয়ার কোন টি।
md mehedi hasan
2020-12-20, 05:41 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কিছু নির্দিষ্ট কারেন্সি পিয়ার এ ট্রেড করতে হয়।কেউ মেজর কারেন্সি পিয়ার এ ট্রেড করে আবার কেউ ক্রস কারেন্সি পিয়ার এ ট্রেড করে কেউ বা গোল্ড এ ট্রেড করে।এতো সব কারেন্সি পিয়ার এর মধ্যে একটা না একটা পিয়ার এর প্রতি সবার দূর্বলতা থাকে বা পছন্দ থাকে।এই পছন্দ টা বিভিন্ন কারণে হতে পারে।বেশি লাভ করার কারনে হতে পারে বা রেগুলেশন ভালো থাকার কারনে ভাল লাগতে পারে।আমি সব চাইতে ইউরোইউএসডি পিয়ার পছন্দ করি।
TanjirKhandokar1994
2020-12-20, 06:44 PM
আসলে ফরেক্স মার্কেটে অনেক গুলো কারেন্সি পেয়ার আছে আর একেক জনের একেকটা কারেন্সি পেয়ার পছন্দের তেমনি করে আমি বিশেষ করে eur/usd,gbp/usd,& usd/cad এই কারেন্সি পেয়ার গুলোতেই বেশি ট্রেড করে থাকি। এখানে অনেকে আছেন যারা গোল্ড, বা আরও হাইলি কারেন্সিতে ট্রেড করে থাকেন।
Sakib42
2020-12-20, 11:44 PM
আমার সবচেয়ে পছন্দের কারেন্সি পেয়ার হচ্ছে জিবিপিইউএসডি পেয়ার। আমার কাছে মনে হয় এই প্লেয়ারের মাধ্যমে সবচেয়ে বেশি ডলার উৎপাদন করা যায়, এই পেয়ার সব চেয়ে বেশি মুভমেন্ট দেয় তাই আমার কাছে এটি বেশি পছন্দনীয়। আরো অনেক সদস্য আছেন যারা আমার মত gbpusd পেয়ার কে পছন্দ করেন এর দ্রুত চলাচল এর কারণে। যদি মেটাল এর কথা বলি তাহলে আমার সব চেয়ে ভাল লাগে গোল্ড এ ট্রেডিং করতে!
ABDUSSALAM2020
2020-12-20, 11:51 PM
আপনার পছন্দের কারেন্সি পিয়ার কোন টি।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কিছু নির্দিষ্ট কারেন্সি পিয়ার এ ট্রেড করতে হয়।কেউ মেজর কারেন্সি পিয়ার এ ট্রেড করে আবার কেউ ক্রস কারেন্সি পিয়ার এ ট্রেড করে কেউ বা গোল্ড এ ট্রেড করে।এতো সব কারেন্সি পিয়ার এর মধ্যে একটা না একটা পিয়ার এর প্রতি সবার দূর্বলতা থাকে বা পছন্দ থাকে।এই পছন্দ টা বিভিন্ন কারণে হতে পারে।বেশি লাভ করার কারনে হতে পারে বা রেগুলেশন ভালো থাকার কারনে ভাল লাগতে পারে।আমি সব চাইতে ইউরোইউএসডি পিয়ার পছন্দ করি।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
Tapujyoti
2020-12-21, 01:01 AM
আপনার ইউরো ইউএসডি পেয়ারটিতে ট্রেড করার কারণটি যদি দয়া করে আমাদের মতো নতুন ফরেক্সারদের জানান তাহলে আমরাও হয়তো একটা দিক নির্দেশনা পেতাম। যেহেতু আমি নতুন কাজেই কোন পেয়ারে কোন ধরণের সুবিধা বা অসুবিধা তা জানা নাই। দয়া করে বলবেন কি?
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কিছু নির্দিষ্ট কারেন্সি পিয়ার এ ট্রেড করতে হয়।কেউ মেজর কারেন্সি পিয়ার এ ট্রেড করে আবার কেউ ক্রস কারেন্সি পিয়ার এ ট্রেড করে কেউ বা গোল্ড এ ট্রেড করে।এতো সব কারেন্সি পিয়ার এর মধ্যে একটা না একটা পিয়ার এর প্রতি সবার দূর্বলতা থাকে বা পছন্দ থাকে।এই পছন্দ টা বিভিন্ন কারণে হতে পারে।বেশি লাভ করার কারনে হতে পারে বা রেগুলেশন ভালো থাকার কারনে ভাল লাগতে পারে।আমি সব চাইতে ইউরোইউএসডি পিয়ার পছন্দ করি।
বিগত তিন মাস যাবত আমি শুধু গোল্ডেই ট্রেড করেছি তাই গোল্ড এ ট্রেড করতেই আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি । যদিও এই গোল্ড থেকেই আমি অনেকবার মার্জিন কল পেয়েছি কিন্তু তা শুধু আমার ভুলের কারনেই । এর জন্য মার্কেটের অস্বাভাবিক মুভমেন্ট কে দায়ি করব না । কারন আমি আমার স্ট্রেটেজি অনুযায়ী ট্রেড করি নি এবং সঠিক সময়ে ভুল সিদ্ধান্ত নিয়েছি । ফলে আমি মার্জিন কল পেয়েছি ।
Devdas
2021-07-30, 07:52 PM
আসলে আমার কাছে যে কারেন্সি থাকুক না কেন সব কারেন্সি আমার কাছে ভাল লাগে। আমার কাছে যে কারেন্সি হোক আমার যখন ট্রেড করার উপযুক্ত সময় হয় বা ট্রেড করার মত কোন সুযোগ পেলেই আমি ট্রেড করে ফেলি এবং আয় করে থাকি। তবে কিছু কিছু ব্যাক্তিগত ভাবে কারেন্সি পছন্দ ও অপছন্দ আছে। আমার কাছে eur/usd, gbp/usd, aud/usd, jpy/usd & gold এই পেয়ার কারেন্সি গুলো বেশী ভাললাগে। আমি বেশীর ভাগ ই এই পেয়ার ও কারেন্সি বেশী ফলোে করে থাকি।
EmonFX
2021-07-30, 07:58 PM
আমার পছন্দের কারেন্সি পেয়ার গুলো হলো- eurusd, gbpusd, usdjpy, gbpjpy ইত্যাদি। আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন। আমরা অনেকে শুরুতেই বেশি প্রফিট করার আশায় মেজর কারেন্সি বাদ দিয়ে বিভিন্ন ধরনের মেটাল, যেমন- গোল্ড, সিলভার অথবা অয়েলে ট্রেড নিয়ে বসি। আর এটাই অতি দ্রুত ব্যালেন্স হারানোর এবং মার্কেট থেকে ছিটকে পড়ার মূল কারণ। বিশেষ করে নভিস ট্রেডাররা এই কাজগুলো করে থাকেন। ফরেক্স ট্রেডিং এর শুরুতে মেজর কারেন্সি, যেমন- eurusd, usdeur, gpbusd, usdjpy ইত্যাদি কারেন্সিতে ট্রেড করা উচিত। এসব কারেন্সিতে ট্রেড করলে আপনি প্রফিট কম করলেও বড় ধরনের লস করার সম্ভাবনা খুবই কম থাকে। হাই ভলাটাইল কারেন্সিতে ট্রেড করার জন্য অনেক অভিজ্ঞতা এবং মূলধনের দরকার রয়েছে। কমপক্ষে 2/3 বছরের ট্রেডিং অভিজ্ঞতা ছাড়া এসব হাই ভোলাটাইল পেয়ারে ট্রেড করা উচিত নয়। ট্রেডিং সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারলে তখন অন্যান্য কারেন্সিতেও ট্রেড করা যেতে পারে।
Mas26
2021-07-30, 08:23 PM
ফরেক্স মার্কেটে আমার পছন্দের পেয়ার অনেক গুলোই আছে কিন্তু এর ভিতরে সবচেয়ে প্রিয় পেয়ার হচ্ছে আমার ইউরো ইউএসডি এবং জিবিপি ইউএসডি গোল্ডে মাঝেমাঝে ট্রেড করি তবে ইউরো ইউএসডি তে আমি বেশী কমফরট্যাবল করি কারন এটাই আমি অনেক বেশি প্রফিট করেছি।
Starship
2021-07-30, 09:03 PM
ফরেক্সে আমরা একেকজন একেক ধরনের পেয়ারে ট্রেড করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি বা পছন্দ করে থাকি। কেউ কারেন্সি পেয়ারের ট্রেড করতে পছন্দ করি আবার কেউ মেটাল পেয়ারে ট্রেড করতে পছন্দ করে। আমার সবচেয়ে প্রিয় পেয়ার হলো সিলভার এবং গোল্ড। গোল্ড পেয়ার তুলনামূলক একটু এক্স প্লেয়ার একদম নতুন ট্রেডারের এক্ষেত্রে। তাই এ পেয়ারে ট্রেড করার জন্য অবশ্যই পর্যাপ্ত সময় নিয়ে এনালাইসিস করে দীর্ঘ সময় ডেমো একাউন্টে অনুশীলন করে ট্রেড করা উচিত। এছাড়াও ইউএসডি পেয়ারেও ট্রেড করে থাকি।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.