PDA

View Full Version : বাংলাদেশে এলো Tesla Model 3 Performance!



FXBD
2020-12-23, 05:35 PM
13206
গত ৬ ডিসেম্বর Car House Imports বাংলাদেশে টেসলা মডেল ৩ ফুললি-ইলেকট্রিক গাড়ির প্রথম ইউনিট এনেছে। যেই ইউনিটটি এসেছে, সেটি হলো মডেল ৩ পার্ফরম্যান্স। অর্থাৎ, এটি একটি স্পোর্টস সেডান। আর হ্যাঁ, এটির রেজিস্ট্রেশন ৫০০০ সিসি ক্যাটাগরিতে হবে না। সম্প্রতি জারি করা নিয়ম অনুযায়ী এই গাড়িটি ২০০০ সিসির গাড়ি হিসেবে বিবেচিত হবে।টেসলা মডেল ৩ পার্ফরম্যান্স গাড়িটি দেখলে ‘বেবি মডেল এস’ মনে হয়। গাড়িটি এখনকার জমানার তেলের ইঞ্জিনে চলা সেডানগুলোর পাশাপাশি রাখলে একটু অদ্ভুত দেখাবে, কিন্তু এটাই হলো ফিউচারের ডিজাইন। গাড়িটির ইন্টেরিওর আরও অদ্ভুত, ভিতরে ঢুকে আপনি কোনো বাটন বা স্পিডোমিটার খুঁজে পাবেন না। কারণ, গাড়িটির ড্যাশবোর্ডের সাথে একটি বড় টাচস্ক্রিন আছে, যেটি দিয়ে সবকিছু কন্ট্রোল করতে হয়। এই ডিসপ্লেতে অনেক রকমের অবাক করা ফিচার আছে। গাড়িটির একটি প্র্যাক্টিকাল দিক হলো, যেহেতু এতে সামনে কোনো ইঞ্জিন নেই, তাই গাড়িটির সামনে ও পিছনে ২ জায়গায়ই মাল-পত্র রাখা যায়।মডেল ৩ পার্ফরম্যান্স-এ আছে ২টি মোটর, যেগুলো গাড়িটির 75 kWh-এর ব্যাটারি থেকে শক্তি নিয়ে ৪টি চাকাকে চালায়। এর ব্যাটারি ফুল-চার্জ করতে লাগে ৩২৫ টাকার বিদ্যুৎ, ও এর রেঞ্জ WLTP রিয়েল-লাইফ টেস্ট অনুযায়ী ৫৬৭ কিমি। গাড়িটি শূন্য থেকে ১০০ কিমি/ঘন্টা গতি উঠাতে সময় নেয় মাত্র ৩.৪ সেকেন্ড! এই গতির ঝড় সামলানোর জন্য গ্রিপ প্রদান করে Michelin Pilot Sport 4S টায়ার, ও এতে আরও আছে লোয়ারড সাস্পেনশন এবং পার্ফরম্যান্স ব্রেকস। রেসট্র্যাকে সেরা পার্ফরম্যান্সের জন্য আছে ‘ট্র্যাক মোড’।গাড়িটির দাম ও বিস্তারিত জানতে এবং আরও ছবি দেখতে ক্লিক করুন এই লিংকে :- https://www.facebook.com/109008440922360/posts/176353794187824/?app=fbl&refid=12