PDA

View Full Version : ট্রেড নেয়ার আগে নিজেকে প্রশ্ন করি।



EmonFX
2020-12-23, 06:09 PM
গুরুত্বপূর্ণ নিউজ এর আর্টিকেল গুলো কি আমি মনোযোগ সহকারে পড়ি? নাকি শুধু নিউজ দেখে খুশিতে ট্রেড করি। নিউজ রিলিজ হবার পর যখন আমি সিওর হব কারেন্সি strong or weak তখনি কি আমি ট্রেড করি নাকি না জেনেই এন্ট্রি নিয়ে থাকি?
আমি কি জানি কোন কোন নিউজ এ মার্কেট ট্রেন্ড বদলে যেতে পারে? বেশি মুভমেন্ট করে? জানলে ভাল , না জানলে এর একটা চার্ট আছে কালেক্ট করে রাখি। আর যেই বড় ভাইরা নিউজ এর পরবর্তী পদক্ষেপ ভাল বোঝে তাদের সাথে খাতির করি। এবং শিখার চেষ্টা করি।

আমি কি আমার নিজের মতো করে একটা STRONG ট্রেডিং সিস্টেম তৈরি করতে পেরেছি? পারলে আমার তৈরি সিস্টেম এ আমি কি GAINER নাকি LOSSER? যদি LOSSER হয়ে থাকি তাহলে সিস্টেম টাকে আপডেট করে ফেলি ডেমোতে যতো দিন লাগে লাগুক, ততদিন সময় দিব।

KF84
2021-02-01, 09:10 PM
গুরুত্বপূর্ণ নিউজ এর আর্টিকেল গুলো কি আমি মনোযোগ সহকারে পড়ি? নাকি শুধু নিউজ দেখে খুশিতে ট্রেড করি। নিউজ রিলিজ হবার পর যখন আমি সিওর হব কারেন্সি strong or weak তখনি কি আমি ট্রেড করি নাকি না জেনেই এন্ট্রি নিয়ে থাকি?
আমি কি জানি কোন কোন নিউজ এ মার্কেট ট্রেন্ড বদলে যেতে পারে? বেশি মুভমেন্ট করে? জানলে ভাল , না জানলে এর একটা চার্ট আছে কালেক্ট করে রাখি। আর যেই বড় ভাইরা নিউজ এর পরবর্তী পদক্ষেপ ভাল বোঝে তাদের সাথে খাতির করি। এবং শিখার চেষ্টা করি।

আমি কি আমার নিজের মতো করে একটা STRONG ট্রেডিং সিস্টেম তৈরি করতে পেরেছি? পারলে আমার তৈরি সিস্টেম এ আমি কি GAINER নাকি LOSSER? যদি LOSSER হয়ে থাকি তাহলে সিস্টেম টাকে আপডেট করে ফেলি ডেমোতে যতো দিন লাগে লাগুক, ততদিন সময় দিব।
আপনি আসলেই যদি এভাবে নিজেকে প্রতিটি ধাপে ধাপে এমন সিদ্ধান্ত নিয়ে ফরেক্স শেখার চেষ্টা করেন তাহলে আশা করি আপনি অল্প সময়েই নিজেকে ফরেক্স সম্পর্কে যে খুঁটিনাটি জ্ঞ্যন থাকা প্রয়োজন ট্রেডার এর মধ্যে সেই বিষয়গুলি সম্পর্কে ভাল অভিজ্ঞ হিসেবে গড়ে তুলতে পারবেন । আপনার মত প্রতিটি ট্রেডার যদি নিজেই নিজেকে এমনভাবে প্রশ্ন করে নিজের উদ্যোগেই ফরেক্স শেখে তাহলে সবাই ফরেক্স এ ভাল করতে থাকবে ।

Sakib42
2021-02-01, 11:49 PM
গুরুত্বপূর্ণ নিউজ এর আর্টিকেল গুলো কি আমি মনোযোগ সহকারে পড়ি? নাকি শুধু নিউজ দেখে খুশিতে ট্রেড করি। নিউজ রিলিজ হবার পর যখন আমি সিওর হব কারেন্সি strong or weak তখনি কি আমি ট্রেড করি নাকি না জেনেই এন্ট্রি নিয়ে থাকি?
আমি কি জানি কোন কোন নিউজ এ মার্কেট ট্রেন্ড বদলে যেতে পারে? বেশি মুভমেন্ট করে? জানলে ভাল , না জানলে এর একটা চার্ট আছে কালেক্ট করে রাখি। আর যেই বড় ভাইরা নিউজ এর পরবর্তী পদক্ষেপ ভাল বোঝে তাদের সাথে খাতির করি। এবং শিখার চেষ্টা করি।

আমি কি আমার নিজের মতো করে একটা STRONG ট্রেডিং সিস্টেম তৈরি করতে পেরেছি? পারলে আমার তৈরি সিস্টেম এ আমি কি GAINER নাকি LOSSER? যদি LOSSER হয়ে থাকি তাহলে সিস্টেম টাকে আপডেট করে ফেলি ডেমোতে যতো দিন লাগে লাগুক, ততদিন সময় দিব।

আসলে ঠিক কথা বলেছেন, কিনা যে আমরা এই যুদ্ধে সফলতা লাভ করতে পারব। অনেক বিষয়ে আমরা অনেক সময় না ভেবেচিন্তেই গ্রহণ করে ফেলি কিন্তু আমাদের উচিত সর্বদা কোন কিছু গ্রহণের পূর্বে নিজেকে যাচাই বাছাই করা আছে আসলে আমরা এই ব্যাপার নিয়ে কতটুকু জানে এবং আমরা কতটুকু সামাল দিতে পারব পরিস্থিতি যদি খারাপের দিকে চলে যায়। তাইকাজের উপর কতটুকু বিশ্বাস অর্জন করতে পারছেন তা জানার জন্য নিজেকে প্রশ্ন করুন।

md mehedi hasan
2021-02-02, 06:32 PM
আমি ফরেক্স মার্কেটে লং ট্রেড করি।আর তাই আমি ট্রেড নেওয়ার জন্য যে বিষয়টা আমি প্রথম চিন্তা করি তাহলো ট্রেন্ড।আমি সকালে চার্ট ওপেন করে প্রথমে ট্রেড নির্বাচন করি।এরপর উইকলী ও ডেলি সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করি।এরপর সিগন্যাল খুজি কোন পিনবাব বা ইনসাইডবার বা ফেকি সেটাপ খুজি।এই তিনটি বিষয় মিলে গেল এন্ট্রি নেওযার কথা ভাবি।এরপর মানিমেনেজমেন্ট করে টেক প্রফিট ও স্টাপলস সেট করে ট্রেড সেটাপ দেই।

jedi1212
2021-02-02, 08:27 PM
আমি দীর্ঘদিন ধরে ফরেক্স মার্কেটে লেনদেন করছি। এবং তাই, যখন আমি বাণিজ্য করি, প্রথম জিনিসটি আমার মনে হয় প্রবণতা। সকালে, আমি চার্টটি খুলি এবং প্রথমে বাণিজ্যটি বেছে নিই। তারপরে সমর্থন এবং প্রতিরোধের সাপ্তাহিক এবং প্রতিদিনের হার সন্ধান করুন। বা একটি জাল সেটআপ অনুসন্ধানে। আমি এই তিনটি জিনিসের সাথে মিলে গেলে এন্ট্রি নেওয়ার কথা ভাবছিলাম।

Starship
2021-04-29, 11:42 PM
আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। আমরা যখন ট্রেড নেই তখন আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত এবং ট্রেড নিশ্চিত না করে ট্রেড থেকে বিরত থাকা উচিত। আমার মতে প্রতিটি ট্রেড খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ট্রেড মুল্যবান সহকারে এবং পর্যাপ্ত সময় নিয়ে নিশ্চিত হয়ে তারপর ট্রেড নেওয়া উচিত। তা না হলে লস বহন করতে হবে। তাই মার্কেট এনালাইসিস করে নিউজ ফলো করে অবশ্যই ট্রেড নিতে হবে। তাহলেই আমরা উক্ত ট্রেড থেকে প্রফিট অর্জন করতে সক্ষম হব।