View Full Version : বোনাস একাউন্টের লিভারের পরিবর্তন করা যায় কি?
EmonFX
2020-12-26, 06:26 PM
আমি যতোদূর জানি, ইন্সতাফরেক্সে বোনাস একাউন্টের লিভারেজ পরিবর্তন করা যায় না। ফোরাম কর্তৃক বোনাস একাউন্টের জন্য লিভারেজ ১:৫০ নির্ধারণ করে দেয়া হয়েছে। বোনাস একাউন্টের জন্য এটাই সর্বোচ্চ লিভারেজ। আপনি চাইলেও এর বেশি নিতে পারবেন না। ফোরামের রুলস অনুযায়ী আপনি একাউন্ট ওপেনিং এর সময় যে তথ্য দিয়েছেন তার কোনটিই পরিবর্তন করতে পারবেন না। কোন কিছু পরিবর্তন করতে চাইলে ফোরাম অথরিটির কাছে মেইলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার ভাবে ইনফর্ম করতে হবে। ফোরাম অথরিটি যাচাই-বাছাই করে যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন। নতুবা আপনি কোন তথ্যই পরিবর্তন করতে পারবেন না। তবে রিয়েল একাউন্টের ক্ষেত্রে লিভারেজ পরিবর্তন ও পরিমার্জন করা যায়।
habibi
2020-12-27, 05:16 PM
ফোরাম বোনাস অ্যাকাউন্টে লিভারেজ পরিবর্তন করতে পারবেন না। বোনাস ফোরাম অ্যাকাউন্ট যুক্ত করতে চাইলে অ্যাকাউন্টের লিভারেজ অবশ্যই ১:৫০ এর মধ্যে রাখতে হবে। আর এটি ফোরামের নীতিমালার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে। এছাড়া অ্যাফিলিয়েট কোড বক্সে অবশ্যই “portalforum” বসাতে হবে। মুলত এই দুটি বিষয় ফোরাম বোনাস অ্যাকাউন্ট খোলার জন্য আবশ্যক। এই দুটির যে কোন একটি বাদ পড়লে ফোরামে ট্রেডিং অ্যাকাউন্ট যুক্ত হবে না।
আর আপনার অ্যাকাউন্ট যদি লিভারেজ ১:২০০ চলে আসে তাহলে আপনি ইন্সটাফরেক্সের ক্লাইন্ট ক্যাবিনেটে লগইন করে লিভারেজ কমিয়ে ১:৫০ সেট করুন। তারপর আবার ফোরাম অ্যাকাউন্টে যুক্ত করার চেষ্টা করুন।
ABDUSSALAM2020
2020-12-27, 11:52 PM
বোনাস একাউন্টের লিভারের পরিবর্তন করা যায় কি?
আমি যতোদূর জানি, ইন্সতাফরেক্সে বোনাস একাউন্টের লিভারেজ পরিবর্তন করা যায় না। ফোরাম কর্তৃক বোনাস একাউন্টের জন্য লিভারেজ ১:৫০ নির্ধারণ করে দেয়া হয়েছে। বোনাস একাউন্টের জন্য এটাই সর্বোচ্চ লিভারেজ। আপনি চাইলেও এর বেশি নিতে পারবেন না। ফোরামের রুলস অনুযায়ী আপনি একাউন্ট ওপেনিং এর সময় যে তথ্য দিয়েছেন তার কোনটিই পরিবর্তন করতে পারবেন না। কোন কিছু পরিবর্তন করতে চাইলে ফোরাম অথরিটির কাছে মেইলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার ভাবে ইনফর্ম করতে হবে। ফোরাম অথরিটি যাচাই-বাছাই করে যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন। নতুবা আপনি কোন তথ্যই পরিবর্তন করতে পারবেন না। তবে রিয়েল একাউন্টের ক্ষেত্রে লিভারেজ পরিবর্তন ও পরিমার্জন করা যায়।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
আমি যতোদূর জানি, ইন্সতাফরেক্সে বোনাস একাউন্টের লিভারেজ পরিবর্তন করা যায় না। ফোরাম কর্তৃক বোনাস একাউন্টের জন্য লিভারেজ ১:৫০ নির্ধারণ করে দেয়া হয়েছে। বোনাস একাউন্টের জন্য এটাই সর্বোচ্চ লিভারেজ। আপনি চাইলেও এর বেশি নিতে পারবেন না। ফোরামের রুলস অনুযায়ী আপনি একাউন্ট ওপেনিং এর সময় যে তথ্য দিয়েছেন তার কোনটিই পরিবর্তন করতে পারবেন না। কোন কিছু পরিবর্তন করতে চাইলে ফোরাম অথরিটির কাছে মেইলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার ভাবে ইনফর্ম করতে হবে। ফোরাম অথরিটি যাচাই-বাছাই করে যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন। নতুবা আপনি কোন তথ্যই পরিবর্তন করতে পারবেন না। তবে রিয়েল একাউন্টের ক্ষেত্রে লিভারেজ পরিবর্তন ও পরিমার্জন করা যায়।
আমিও এটাই জানি তবে ১ঃ৫০ লিভারেজের নিচে আরেকটি লেভারেজ আছে তা হল ১ঃ৩৩ । এটাই সর্বনিম্ন লেভারেজ বোনাস একাউন্ট করার ক্ষেত্রে । আমার মনে হয় যে লেভারেজ ইচ্ছা করলে সর্বনিম্ন টাতেও চেঞ্জ করা যাবে ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.