PDA

View Full Version : ট্রেডের বাস্তব অভিজ্ঞতা



anwarForex
2015-08-02, 03:26 PM
সকল সদস্য যদি তাদের ট্রেডের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে লিখেন- তাহলে ট্রেডের ভূল থেকে শিক্ষা গ্রহন করে সকল সদস্য নিজেদেরকে সংশোধন করার *সুযোগ পাবেন। এতে ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পাবে। এখানে টেড্রের কৌশল, ট্রেড করার পিছনের যুক্তি, লস হলে তার পিছনের সম্ভাব্য কারণ উল্লেখ পূর্বক লিখুন।

maziz6989
2015-08-02, 05:01 PM
ভাল বলেছেন। নিজে শুরু করুন এবং আপনার দেখাদেখি অন্যরাও শেয়ার করবে। আমি দেখেছি অনেক ট্রেডার আছে তার একাউন্ট হিস্টোরী শেয়ার করতে ভয় পায় পাছে যদি তার সিস্টেম প্রকাশ হয়ে পড়ে। অনেকে মনে করে আপনি লাভ করলে তার লস হতে পারে। ট্রেডারদের প্রতিবেদন অপশনে একটা থ্রেড ওপেন করুন আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করব।

Md. Ridoy parvej
2015-08-13, 11:43 AM
আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে ট্রেড করতে চাই। কারন ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা না থাকলে ট্রেড করা যায় না।অভিজ্ঞতা ব্যতিত ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস হওয়ার সম্ভবনা বেশি থাকে।অতএব আমাদে উচিত এই মার্কেট সম্পর্কে ধারনা নিয়ে ট্রেড করা।

MotinFX
2015-08-13, 12:05 PM
প্রত্যেক সদস্য তাদের বাস্তব অভিজ্ঞাতা সম্পর্কে লিখেন নতুন ট্রেডাররা ভুল থেকে শিক্ষা গ্রহন করে নিজেদের সংশোধন করার সুযোগ পাবেন । এতে ট্রেডিংয়ে অভিজ্ঞা বাড়বে । এখানে ট্রেডের কৌশল সম্পর্কে জানা ঝাবে ।

Taleb Mahmud
2015-08-13, 12:28 PM
এতে প্রত্যেক সদস্য নিজেদেরকে সংশোধন করার
*সুযোগ পাবেন। এতে ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পাবে।
এখানে টেড্রের কৌশল, ট্রেড করার পিছনের যুক্তি, লস
হলে তার পিছনের সম্ভাব্য কারণ উল্লেখ পূর্বক লিখুন।

Zakariea
2015-08-14, 02:58 PM
আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, ফরেক্স এর প্রাইস কখনো গেস করতে যাবেন না,যেমন : "আমার মনে হচ্ছে প্রাইস নামবে"। এই খানে মনের কথা না শুনে ব্রেনের কথা শুনতে হবে। মারকেট এনালাইসিসেস করতে হবে।আরেক টি বিষয় হলো কোনো স্ট্রাটিজি ভালো ভাবে ডেমোতে ট্রেডে প্রাকটিস না করে রিয়েল ট্রেড করা উচিত নয়। আর যে স্ট্রাটিজি নিয়মিত প্রফিট করছেন সেই স্ট্রাটিজি আপডেট করার আগে ডেমো ট্রেড করুন। আর স্ট্রাটিজি নিয়ম মেনে চলুন।

maziz6989
2015-08-14, 04:57 PM
ভাই , বাস্তব অভিজ্ঞতা আর কি বলব এই সপ্তাহে একটা একাউন্ট জিরো করলাম। জিরো করে এখন হাত পা গুটিয়ে বসে আছি আগামী মাসের অপেক্ষায়। কখন ডলার জমা হবে এবং আবার ট্রেড করতে পারব। দেখা যাক লেগে আছি মার্কেটের পিছনে। পিছু ছাড়া ছাড়ি নাই।

Momen
2015-08-15, 08:22 PM
আমি আমার বাস্তব অভিজ্ঞতা নিয়েই ট্রেড করতে চাই। কারণ আমি কারো উপর নির্ভরশীল হতে চাই না। নিজে নিজে সব কিছু মেইন্টেইন করে ট্রেড করে দেখছি, তাতে অবশ্য লাভ/লস কম বেশি দুটুই হইছে। তারপরও হাল ছারি নি, ইচ্ছে আছে আরো ভাল কিছু কৌশল অবলম্বন করে ট্রেড শুরু করবো।

kamrulhasanjames3
2015-08-16, 04:26 PM
আমি বর্তমানে আমার নিজস্ব অভিজ্ঞতার মধ্যে ট্রেড করছি। সাথে সুমন ভাই আমাকে সহযোগীতা করছেন। উনি একজন ভালো ফরেক্স এক্সপার্ট

muhim123
2015-08-17, 01:28 AM
আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, ফরেক্স এর প্রাইস কখনো গেস করতে যাবেন না,যেমন : "আমার মনে হচ্ছে প্রাইস নামবে"। এই খানে মনের কথা না শুনে ব্রেনের কথা শুনতে হবে। আর আমার মনে হয় কারন ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা না থাকলে ট্রেড করা যায় না।অভিজ্ঞতা ব্যতিত ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস হওয়ার সম্ভবনা বেশি থাকে।অতএব আমাদে উচিত এই মার্কেট সম্পর্কে ধারনা নিয়ে ট্রেড করা।

anwarForex
2015-08-17, 07:49 PM
আমার কয়েকটি এ্কউন্ট আছে। তার মধ্যে একটি একাউন্টে ব্যালেন্স বেশী। এবং একাউন্টটি আমি মানি ম্যানেজমেন্ট নিয়ম নীতি অনুসরণ করি। একাউন্টটি এখনো টিকে আছে এবং পরিমানে কম হলেও লাভেে আছে। প্রতিদিন ট্রেড করেতে না পারলে-কেমন যেন মনে হয়। তাই কম ব্যালেন্সের একাউন্ট দিয়ে পরিকল্পনা এবং মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করে কয়েকবার একাউন্ট ফাকা করেছি। এ অবস্থা থেকে পরিত্রান পেতে অভিজ্ঞজনের পরামর্শ চাই।

nasir
2015-08-17, 11:49 PM
আমি দেখেছি অনেক ট্রেডার আছে তার একাউন্ট হিস্টোরী শেয়ার করতে ভয় পায় পাছে যদি তার সিস্টেম প্রকাশ হয়ে পড়ে। যে স্ট্রাটিজি নিয়মিত প্রফিট করছেন সেই স্ট্রাটিজি আপডেট করার আগে ডেমো ট্রেড করুন। আর স্ট্রাটিজি নিয়ম মেনে চলুন।

Defender
2015-08-18, 01:40 AM
কিছু কিছু জায়গা আছে যেখানে ট্রেড করতে ভয় লাগে কারন সেটা সম্পকে ধারনা কাম আছে তাই।

Talha
2015-08-19, 12:14 AM
অবশ্যই অামি মনে করি বাস্তব অ্যাকাউন্টে ট্রেড করলে বাস্তব অভিজ্ঞতা অর্যন হয় ডেমো অ্যাকাউন্টে ট্রেড করলে এই অভিজ্ঞতা সব সময় অবাস্তবতা এখানে সবচেয়ে বেশি কাজ করে তাই আমি বলব লাইভ অ্যাকাউন্টে ট্রেড প্রাক্টিস করার মধ্যে সফলতার হার সবচেয়ে বেশি বলে মনে করি এখানে ট্রেড করলে লস হবে আমি মানি কিন্তু দক্ষতা অর্যন করতে কিছু লস ত অবশ্যই হবে।

FxAhsan
2015-09-06, 08:25 PM
আমার প্রথম ট্রেড ভালোই চলছে,মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করছি,যদিও ২ ডলার লসে আছি কিন্তু এটা আমার দোষ দেয়া যায়না কারন শেষ এনএফপি নিউজটাই যত নষ্টের মুল, আর আমি ট্রেড ক্লোজ করতে গিয়েও ক্লোজ হয়নি।যারফলে প্রফিটে থেকেও শেষ পর্যন্ত ২ ডলার লসে চলে যাই।আমার ভুল হল আমি টেক প্রফিট চালু করিনি যদি করতাম তাহলে লসে যেতাম না।

swadip chakma
2015-09-08, 08:28 PM
আমিও আপনাদের সাথে একমত পোসন করি বলতে চাই যে যদি আমি ট্রেড করি থাকি তাহলে আমার বাস্তব অভিজ্ঞতা হবে এবং আমি বুজতে পারব্*,মারকেত এ কিভাবে করলে ভাল আয় করার সুযোগ তেরি হবে।সেজন্ন্য যদি বাস্তব ভাবে ট্রেড করা হয় তাহলে অভিজ্ঞতা বাড়বে ভাল ফল আসবে।

Marufa
2015-09-13, 06:34 AM
বাস্তব অভিজ্ঞতার কথা বলি । ফরেক্স মার্কেট সম্পর্কে অতি উৎসাহী হয়ে প্রথম দিনই ৫০ ডলারের একটি একাউন্ট জিরো করেছিলাম । তারপরই প্রতিজ্ঞা করি, নিজের ভুলগুলো লিখে রেখেছিলাম । এখন মোটামুটিভাবে এগিয়ে যাচ্ছি ।

fxover
2015-09-13, 12:42 PM
সকল সদস্য যদি তাদের ট্রেডের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে লিখেন- তাহলে ট্রেডের ভূল থেকে শিক্ষা গ্রহন করে সকল সদস্য নিজেদেরকে সংশোধন করার *সুযোগ পাবেন। এতে ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পাবে। এখানে টেড্রের কৌশল, ট্রেড করার পিছনের যুক্তি, লস হলে তার পিছনের সম্ভাব্য কারণ উল্লেখ পূর্বক লিখুন।

আসলে ডেমো ট্রেড করা আর বাস্তবে ট্রেড করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে । আমরা যখন ডেমো ট্রেড করি তখন আমাদের অনেক ব্যালেন্স থাকে ফলে দেখা যায় আমরা অনেক লাভ করতে পারছি বাঁ লস হলেও কিছু মনে হয় না । কিন্তু আমরা যখন রিয়াল ট্রেড করি তখন আর এ অবস্থা থাকে না । আমাদের রিয়াল একাউন্টে ব্যালেন্স খুব অল্প থাকে তাই আমাদের ট্রেড অনেক সাবধানে করতে হবে যেন কোন ভুল না হয় । নাহলে আমাদের ফরেক্স ট্রেডিং এ সফল হওয়া যাবে না।

swadip chakma
2015-09-25, 12:55 AM
আমি আপনাদের সাথে একটা বাস্তব ঘটনা শেয়ার করতে যাচ্ছি আমি একনও ডেমেতে প্রাক্টিচ করি প্রথম অবস্তায় ৫০০০ডলার থেকে ৩২০০ডলার এ নিয়ে গেছি তবে চিন্তা করলাম ভাল করে ট্রেড করতে হবে না হলে যে কোন মুহূত্তে একাউন্ট জিরো হয়ে যাবে,তারপর আসতে আসতে ট্রেড করে দুই সপ্তাহে ১০০০ডলার আয় করে,আবার হঠাৎ করে ১০০০ ডলার লস হয়ে গেছে তবে লস স্টপ করি পাশে আর ও অন্য ট্রেড ওপেন করে ৫০০০ডলার ব্যলেন্স করতে চেস্টা করতেছি আশা করি পারব এবং ৫০০০ডলার উপরে নিয়ে যাব।

Imran2
2015-09-27, 01:57 AM
বাস্তব অভিজ্ঞতা আর কি বলব এই সপ্তাহে একটা একাউন্ট জিরো করলাম । জিরো করে এখন হাত পা গুটিয়ে বসে আছি আগামী মাসের অপেক্ষায় । কখন ডলার জমা হবে এবং আবার ট্রেড করতে পারব । দেখা যাক ধৈর্য ধরে ত বসে আসি দেখা যাক কি হয় ।

Jobless
2015-09-27, 11:44 AM
আমারা যারা ট্রেড করি তাদের সকলের উচিত আমাদের ট্রেডিং কৌশল সম্পর্কে লেখা যাতে করে নতুন রাও আমাদের নিতিমালা ফলো করতে পারে,কিভাবে কেমন কি করলে আমাদের লাভ লস হয় ইত্যাদি আমাদের লেখা উচিত বলে আমি মনে করি তাহলে বাস্তবের ট্রেড এর অনেক কিছু তারা জানতে পারবে।

HELPINGHAND
2015-09-27, 12:00 PM
কেউ কেউ বলে- ভাল ব্রোকার তারাই, যারা কোনও ধরনের বোনাস অফার দেয় না! ভাল ব্রোকারের বোনাস দেয়া লাগেনা, ট্রেডাররা এমনিতেই তাদের প্রতি আকৃষ্ট হয় এবং লয়াল থাকে।

কিন্তু এর বিপরীতে আবার কেউ কেউ বলেন ভাল ব্রোকার স্বাভাবিকভাবেই বেশি ট্রেডার পায় এবং বেশি ট্রেডার পাওয়ার কারনে তাদের মুনাফাও বেশি হয়! আর যাদের মুনাফা বেশি হয় তাদের বোনাস দিতে সমস্যা কই? বরং বোনাস অফার না দিলেই তখন রাগ লাগে!

AbuRaihan
2015-09-28, 11:18 PM
খুব ভালো একটা আইডিয়া ভা্ইয়া । ফরেক্স ফোরামে রয়েছে অসংখ্যা জ্ঞানী দক্ষ েএবং অভিজ্ঞ ট্রেডার । তারা যদি তাদের অর্জিত অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন তবে আমাদের অনেক বেশি জ্ঞান অর্জন হবে পাশাপাশি আপনাদের ভুল হতে আমরা শিখে উপকৃত হব । তাই সবার নিকট আমরা নবিণ ট্রেডারদের রিকোয়েস্ট থাকবে এই যে প্লিজ আপনারা আপনাদের ট্রেডিং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন এবং আমাদেরকে ভালমানের ট্রেডার হওয়ার সুযোগ প্রদান করুন । ধন্যবাদ ।

HELPINGHAND
2015-09-29, 09:33 AM
নেতিবাচক চিন্তা ছাড়ুন- আত্মবিশ্বাসী হবেন।
আত্মবিশ্বাসী হোন- কর্মঠ হবেন।
কর্মঠ হোন- সাহস জোগাবে।
সাহস করুন- ভয় চলে যাবে।
ভয় চলে গেলে- সম্ভাবনা দেখতে পাবেন।
সম্ভাবনা দেখুন- সফলতাকে খুঁজে পাবেন!!
"সফলতা - এটা এমন একটা জিনিস যার জন্য সকল কিছুর মায়া ত্যাগ করে একটা কিছুর পেছনে ছোটা আর একটা কিছুর জন্য ছুটলে অবশ্যই তার নাগাল পাবেন- বনের বাঘ এমনি করেই শিকার পায়, পাখিরাও এমনি করেই খাবার পায়, শিকারিও এমনি করেই শিকার করে"।
----উইলফ্রেড পিটারসন

"বুদ্ধিমত্তার থেকেও চিন্তা শক্তির প্রখরতা আরও বেশি গুরুত্বপূর্ণ এবং এটিই সফল হবার হাতিয়ার"- কথাটি বলেছিলেন আলবার্ট আইনস্টাইন !
একাডেমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারেননি বলে আপনার মেধাশক্তি কম এমনটা ভাবার কোনও কারণ নেই। সফল হবার শর্ত "আসলে কি করতে হবে" তাই খুঁজে বের করা যা আপনার দ্বারাও সম্ভব, শুধু প্রয়োজন আপনার একটুখানি সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা!!

মনে মনে শুধু বিশ্বাস রাখুন- "আপনি পারবেন" ! কেননা খুব কম সংখ্যক ব্যক্তিই আছেন যারা সত্যিই "পারবো" কথাটি বিশ্বাস করে, অথচ মুল বিশ্বাসীরাই পায় সফলতার স্বাদ !

TselimRezaa
2015-09-30, 10:45 AM
ফরেক্সে ট্রেড করার সময় বাস্তব অভিজ্ঞতা খুবই কার্যকরি। আমরা যদি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগাই তবে অবশ্যই এখানে ভালো করতে পারবো। আমাদের মনে রাখতে হবে ট্রেডের ক্ষেত্রে আমাদের হতে হবে রিয়েলিস্টিক। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে যদি আমরা ট্রেড করি তবে অবশ্যই ভালো করবো। ভুল ত্রুটি কম হবে।

RUBEL MIAH
2015-12-19, 05:08 PM
কথাটা আসলে ও সত্য । যে ট্রেডারগণ বাস্তব অভিজ্ঞতা দিয়ে ট্রেড করে থাকেন সে বাস্তব অভিজ্ঞতা পেয়ে থাকেন । আর আমাদের তো এই বাস্তব অভিজ্ঞতারই প্রয়োজন । সুতরাং আমরা সকলে এই বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে চেষ্টা করি । তাহলেই সফলকাম হওয়া যাবে । আর বাস্তব অভিজ্ঞতা থাকলে লসের পরিমান ও কমে যায় । অতএব , আমরা এই অঙ্গিকারবদ্ধ হই যে , যখনই রিয়েল ট্র্র্রেড করব তখনই বাস্তব অভিজ্ঞতার অনুসরণ করব ।

Realifat
2015-12-20, 10:12 AM
ফরেক্স মার্কেটে আমি একজন পার্ট টাইম ট্রেডার। ফরেক্সের পিছনে অত্যাধিক সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না বলেই পার্ট টাইম ট্রেডার আমি। কিন্তু তারপরও বাস্তব ট্রেডের অভিজ্ঞতা তো রয়েছেই। আমি আমার অভিজ্ঞততা থেকে বলছি, নিজের মনকে বিশ্বাস না করে মার্কেটের সঠিক অ্যানালাইসিস যা বলে সেভাবে ট্রেড করাই ভালো। কারন বাস্তবের ফরেক্স মার্কেট কারও মনের কথায় চলে না। ফরেক্স মার্র্কেট নিজের নিয়মেই চলবে।

basaki
2016-03-25, 01:54 PM
ফরেক্স মার্কেটে আপনি প্রথমে যদি বাস্তব ট্রেড করতে যান তবে আমি মনে করি সেটা আপনার অনেক বড় ভুল হবে তবে আপনি যদি কয়েক মাস ডেমো ট্রেড করে অবিজ্ঞতা অর্জন করার পর আপনি ট্রেড করেন তবে আপনি লস খুব কম করবেন বলে আমি মনে করি।তাই আগে ডেমো তারপর বাস্তব।

dwipFX
2016-05-14, 12:21 PM
আমার এই মাসে কিছু ডলার আমার একাউন্টে আসে সেটা দিয়ে আমি কেডে ট্রেড করে কিছু লাভ করি এবং জাপানি ইয়েনে কিছু লাভ করি আবার কেডে কিছু লস করে পেলি। এই ভাবে আমাদের কে ট্রেড করতে হয় ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে বাস্তবে কিছু অবিজ্ঞাতা লাগে কারন বাস্তবে যে বেশি অবিজ্ঞতা অর্জন করতে পারবে সে কিছুটা হলেও নিজেকে সফরতা করতে পারবে।

sharifulbaf
2016-05-17, 04:06 PM
ফরেক্স মার্কেটে আমরা যখন ডেমো ট্রেডিং করে থাকি সেই সময় অভজ্ঞতা আমাদের না হলেও কিছু ধারনা পাওয়া যায়,যদি সেই ধারনা নিয়ে আমরা যখন রিয়েল একাউন্ট করে তাতে ডিপোজিট করে ট্রেডিং করে প্রফিট করতে পারলে ভাল হয়,আর যদি লস হয় তাহলে কি জন্য লস হল তার জন্য আমাদের ট্রেডিং অভিজ্ঞতা বাড়ে।

md mehedi hasan
2016-11-09, 02:25 PM
ফরেক্স মার্কেটে বাস্তব ট্রেডের অভিজ্ঞতা ডেমো ট্রেডের চেয়ে ভিন্ন।আমি যখন ডেমো ট্রেড করি তখন একটি ট্রেড সরাসরি ওপেন করি।কিন্তু রিয়েল ট্রেডে এসে বেশি ভাগ ট্রেড আমি পেন্ডিং অর্ডার দিয়ে করি।বাস্তব ট্রেডে আমরা অনেক ভুল করে থাকি এবং এই ভুলগুলো শুধরে নিয়ে সামনে এগিয়ে যাই।

RUBEL MIAH
2016-11-12, 04:56 PM
আমরা সব সময় ফরেক্স ট্রেড করার জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব । যে ট্রেডার বেশী বেশী অভিজ্ঞতা অর্জন করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা সব সময় বাস্তব অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা বাস্তব ট্রেডার করতে পারব । সুতরাং আপনারাও সব সময় এই ব্যবসা করার জন্য বাস্তব ট্রেড করার চেষ্টা করেন ।

sohrab
2016-11-12, 06:56 PM
ফরেক্স শূরুতে যে যতই স্বপ্ন কখক না কেন বাস্তব ট্রেডের অভিজ্ঞতাই ফরেক্স ট্রেডে সফল হতে বেশী জরুরী । যার যত বেশী বাস্তব অভিজ্ঞতা থাকে সে ততবেশী দক্ষতা অর্জন করে । বাস্তব অভিজ্ঞতা আপনাকে লাভ লসের সঠিক কারন গুলো উঠে আসবে এবং ট্রেডিং পলিসি জানতে সাহায্য করবে ।এখানে ইচ্ছা করলেও অনেক কিছুই করতে পারবেন না ।কেননা আপনার লাভ লসের বিষয় গুলো হাতে কলমে শিখতে পারছেন ।

shimul77ss
2016-11-15, 12:28 PM
বাস্তব অভিজ্ঞতার কথা কি আর বলব আমি ইউ এস এ নির্বাচনের দিন আমার একাউন্ট ০ করে ফেলি।দোষ আমারই কারন ঐ দিনে আমি আমার লোভ ও ইমোশনকে কন্ট্রল করতে পারিনি। আমি মনে করি মার্কেটে কাজ আগে নিজের ইমোশন ও লোভ কে কন্ট্রল করা উচিত।

nbfx
2016-11-16, 08:28 PM
আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি চলতি সপ্তাহে আজ পর্যন্ত আমার ৩০০ পিপস লাভ হয়েছে। আর বোর্ডে লস আছে ১২০ পিপস। অথাৎ আমি লাভে আছি। তহলে আমার ট্রেডের কৌশল বলছি। আমি মুভিং এভারেজ ব্যবহার করি। ইএমএ ১৪/৫০। টাইমফ্রেম ৪ঘন্টা ও ১ ঘন্টা । আমি লাভ করেছি দুটি পেয়ারে gbpnzd বাই ট্রেড। এবং euraud সেল ট্রেড।

Mamun13
2017-03-25, 10:53 PM
ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা ৷পরিবারের কেউ শিক্ষিত গৃহিনী, কেউ আছেন অবসর প্রাপ্ত শিক্ষিত বয়স্ক, কেউ ছাত্রছাত্রী আবার অনেকেই বিভিন্ন পেশাজীবী৷শিক্ষিত সকলেই ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে পরিবারকে আর্থিকভাবে আরোও সচ্ছ্বল ও উন্নত করতে পারেন৷ ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে তবেই ট্রেড করতে হয়৷এখানে গোরামীর বা আবেগের প্রশ্নই আসেনা৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷

Md Masud
2017-05-25, 06:19 PM
ট্রেডারদের প্রতিবেদন অপশনে একটা থ্রেড ওপেন করুন আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করব । ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা না থাকলে ট্রেড করা যায় না।অভিজ্ঞতা ব্যতিত ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস হওয়ার সম্ভবনা বেশি থাকে।অতএব আমাদে উচিত এই মার্কেট সম্পর্কে ধারনা নিয়ে ট্রেড করা ।

Tabassum Den
2017-06-02, 08:10 PM
ফরেক্স ট্রেড হিসেবে আমি একটা কথায় সুধু বলব সেটা হচ্ছে . ফরেক্স ট্রেড এ অভিংতা ব্যতিত কোন কিছু করলে লস হয়ার সম্ভবনা থাকে . তাই আমদের ফরেক্স ট্রেড বিষয়টা ভাল্ভাবে জানতে হবে.

Nur Alam
2017-06-11, 11:51 PM
ফরেক্সে আপনি সাধারনত যত বেশি বেশি ট্রেড করবেন আপনার তত অভিজ্ঞতা বারবে। আপনি পতিনিয়ত ট্রেডিং এর মাধ্যমে আপনার ট্রেডীং অভিজ্ঞতা বাড়াতে পারেন। আপনি যদি ফরেক্সে বাস্তব ট্রেড করেন তাহলে আপনার ফরেক্স সপম্পর্কে বাস্তব অভিজ্ঞতা হবে। সুতরাং বলা যায় যে, ফরেক্সে বাস্তব ট্রেড আর বাস্তব অভিজ্ঞতা।

Shadhin
2017-06-12, 12:41 PM
ফরেক্সে ট্রেড করার জন্য অভিজ্ঞতা অনেক গুরুত্বপুর্ন। আপনি যদি ফরেক্সে সঠীক ভাবে ট্রেড করতে পারেন তাহলে ফরেক্স আপনাকে এনে দেবে সফলতা। আর আপনি ফরেক্সে বাস্তব ট্রেডিং এ বাস্তব অভিজ্ঞতা পাবেন। আপনি ফরেক্সে যত বেশি ট্রেড করবেন আপনার তত অভিজ্ঞতা বারবে। সুতরাং বলা যায় যে ফরেক্সে বাস্তব ট্রেড আর বাস্তব অভিজ্ঞতা।

Shadhin
2017-06-13, 11:06 PM
ফরেক্সে অভিজ্ঞতা অনেক গুরুত্ব পুর্ন বিষয়। ফরেক্স নিয়মিত ট্রেড করার মাধ্যমে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আপনি যদি ফরেক্সে আপনার অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে সুন্দর ভাবে ট্রেড করতে পারেন তাহলে ফরেক্স আপনাকে সফলতা এনে দেবে। বাস্তব ট্রেড করে আপনি বাস্তব অভিজ্ঞতা পেতে পারেন। সুতরাং বলা যায় যে ফরেক্সে অভিজ্ঞতার গুরুত্ব অনেক।

Srabon
2017-06-14, 12:53 PM
আমি অভিজ্ঞতা ছাড়া কোন ট্রেড করতে চাই না ।তাই আমি বস্তব অভিজ্ঞতা অরজন করতে চাই,তাছাড়া এই ফরেক্স মারকেট এ টিকে থাকা সম্ভব নয় বলে আমি মনে করি ।আতি আমাদের ফরেক্স এ অনেক জ্ঞান থাকা দরকার আছে বলে আমি মনে করি ।এই জন্য ফরেক্স মারকেট শিখতে জ্ঞান থাকতে হবে ।

Rahat015
2017-06-16, 11:31 AM
আমি ট্রেড করতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুক্ষিন হইয়ছি। তবে অনেক ক্ষেত্রে লাভ তুলেছি আবার অনেক ক্ষেত্রে লস করেছি। আবার লস করে একাউন্ট জিরো ও করেছি। লস এর পেছনে মূল কারন হিসেবে এনালাইসিস না করে ট্রেড করাকে আমি প্রধান কারন হিসেবে বিবেচনা করেছি। আর একাউন্ট জিরো করার জন্য দায়ী মূলত আমার অজ্ঞতা, লোভ ও স্টপ লস ব্যবহার না করা। আশাকরি নতুনরা এসব থেকে দূরে থাকবে।

mahbubhb
2017-08-13, 01:20 PM
ফরেক্স একটি ব্যাবসা। এখানে ব্যাবসায়ীক মনোভাব নিয়ে কাজ করা উচিৎ। এখানে লোভের কোন স্থান নেই। ফরেক্সের বাস্তব অভিজ্ঞতা বলতে আমারটা খুবই কস্টের। আমি ২০১২ সালে ফরেক্সে কাজ শুরু করেছিলাম। তাতে করে অল্প অল্প করে ভালই লাভ আসছিল। কিন্তু কিছুদিন পরে আমাকে লোভে পেয়ে বসে যেখানে বেশী লাভের আশায় গোল্ড এ ট্রেড দিয়েছিলাম। সাথে সাথেই উল্টো যাওয়া শুরু করা আর ডিপোজিট কম থাকার কারনে একাউন্ট ক্লোজ হয়ে যায়। তার পর থেকে অনেকে দিন পরে ২০১৬ সাল থেকে আবারো ফরেক্সে শুরু করি। লাভ খুবই কম করার চেষ্টা করি।

Zubaer54
2017-08-15, 03:22 PM
ফরেক্স বিজনেসকে গেম না ভেবে পেশা হিসেবে নিলে ভালো হবে। কারন ফরেক্স ব্যবসা ধৈর্য ও বুদ্ধির ব্যাবসা। আর সব ফরেক্স ট্রেডারদেরই উচিত নিজের ট্রেডের অভিজ্ঞতা নিয়ে সকলের সাথে শেয়ার করা যাতে করে সবাই লাভ বা লসের বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারে আর তার পাশাপাশি ট্রেডিংয়ে নিজের ভুলগুলোও শুধরে নিতে পারে কেননা রিয়েল অভিজ্ঞতা ছাড়া আমরা কেউই ফরেক্স ব্যবসা থেকে লাভবান হতে পারব না। তাই সকল অভিজ্ঞ ট্রেডারদের উচিত তাদের লাভ বা লস সকল নতুন পুরাতনদের সাথে শেয়ার করা।

Rokibul7
2020-07-17, 03:41 PM
বাস্তব অভিজ্ঞতা বলতে আমার নেই একেবারে।আমি বিভিন্ন টেলিগ্রাম গ্রপের সিগনালে টেড করি।লাভ যা হয় তার চেয়ে ঝুলেনথাকি দিগুন।লসে ঝুলে থাকলে লস ক্রমশ বাড়তেই থাকে।তাই একটা কতা বলতে পারি প্রতিটা টেডে sl ব্যাবহার করা উচিৎ।কেননা লসে কেটে গেলেও ঝুলে থাকতে হয় না,নতুন টেড এর সুজোগ পাওয়া যায়।

Pavel66
2020-07-18, 11:57 PM
ফরেক্স ফোরামে রয়েছে অসংখ্যা জ্ঞানী দক্ষ েএবং অভিজ্ঞ ট্রেডার । তারা যদি তাদের অর্জিত অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন তবে আমাদের অনেক বেশি জ্ঞান অর্জন হবে পাশাপাশি আপনাদের ভুল হতে আমরা শিখে উপকৃত হব । তাই সবার নিকট আমরা নবিণ ট্রেডারদের রিকোয়েস্ট থাকবে এই যে প্লিজ আপনারা আপনাদের ট্রেডিং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন এবং আমাদেরকে ভালমানের ট্রেডার হওয়ার সুযোগ প্রদান করুন । ধন্যবাদ ।

Md.shohag
2020-07-24, 10:51 AM
আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে ট্রেড করতে চাই। কারন ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা না থাকলে ট্রেড করা যায় না।অভিজ্ঞতা ব্যতিত ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস হওয়ার সম্ভবনা বেশি থাকে।অতএব আমাদে উচিত এই মার্কেট সম্পর্কে ধারনা নিয়ে ট্রেড করা।

FREEDOM
2020-07-25, 12:56 PM
আসলে ডেমো ট্রেড করা আর বাস্তবে ট্রেড করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে । আমরা যখন ডেমো ট্রেড করি তখন আমাদের অনেক ব্যালেন্স থাকে ফলে দেখা যায় আমরা অনেক লাভ করতে পারছি বাঁ লস হলেও কিছু মনে হয় না । কিন্তু আমরা যখন রিয়াল ট্রেড করি তখন আর এ অবস্থা থাকে না । আমাদের রিয়াল একাউন্টে ব্যালেন্স খুব অল্প থাকে তাই আমাদের ট্রেড অনেক সাবধানে করতে হবে যেন কোন ভুল না হয় । নাহলে আমাদের ফরেক্স ট্রেডিং এ সফল হওয়া যাবে না