View Full Version : ২০২১ সালে ফরেক্স মার্কেট নিয়ে আপনার পরিকল্পনা।
md mehedi hasan
2020-12-28, 09:01 AM
:elka:
পুরাতন বছরের সকল ব্যর্থতার গ্লানি মুছে ফেলে নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে ফরেক্স মার্কেটে এগিয়ে যাওয়াই আমাদের এক মাত্র লক্ষ্য হওয়া উচিত।২০২০ সালে আমরা ফরেক্স মার্কেট এ যে ভুলগুলো করেছি নতুন বছরে সেই ভুলগুলো আর না করা।নিয়ম মেনে অতিরিক্ত রিক্স না নিয়ে ট্রেড করা।
EmonFX
2020-12-28, 12:20 PM
:elka:
পুরাতন বছরের সকল ব্যর্থতার গ্লানি মুছে ফেলে নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে ফরেক্স মার্কেটে এগিয়ে যাওয়াই আমাদের এক মাত্র লক্ষ্য হওয়া উচিত।২০২০ সালে আমরা ফরেক্স মার্কেট এ যে ভুলগুলো করেছি নতুন বছরে সেই ভুলগুলো আর না করা।নিয়ম মেনে অতিরিক্ত রিক্স না নিয়ে ট্রেড করা।
আমি 2021 সাল কে নিয়ে যে ভাবনা এবং পরিকল্পনা করেছি সেটা আপনার সাথে অনেকটা মিল রয়েছে। 2020 সালে আমার তেমন কোনো সফলতা নেই বললেই চলে। 2020 সালে যে ভুলগুলো করেছি সে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করে 2021 সালে পরিকল্পনা মতো ফরেক্স ট্রেডিং করতে চাই। সবচেয়ে গুরুত্ব দিতে চাই মানি ম্যানেজমেন্ট এর উপরে। সবথেকে কম রিস্ক নিয়ে মূলধন রক্ষা করে ট্রেড করার পরিকল্পনা করছি। মূলধনের ওপর সর্বোচ্চ 2 পার্সেন্ট হারে রিস্ক নিয়ে ট্রেড ওপেন করতে চাই। আমি যতবার লস করেছি তার মূল কারণ ছিল অতিরিক্ত রিস্ক নিয়ে ট্রেডি়ং করা।
:elka:
পুরাতন বছরের সকল ব্যর্থতার গ্লানি মুছে ফেলে নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে ফরেক্স মার্কেটে এগিয়ে যাওয়াই আমাদের এক মাত্র লক্ষ্য হওয়া উচিত।২০২০ সালে আমরা ফরেক্স মার্কেট এ যে ভুলগুলো করেছি নতুন বছরে সেই ভুলগুলো আর না করা।নিয়ম মেনে অতিরিক্ত রিক্স না নিয়ে ট্রেড করা।.
২০২১ সালটা আমার ফরেক্স ক্যরিয়ারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারন আমার এই বছর এর শুরুতেই সকল একাডেমিক পড়ালেখা শেষ হয়ে যাবে । তাই আমি ফরেক্স এ একটি বড় ক্যাপিটাল এর একাউন্ট তৈরি করতে চাচ্ছি । আর সেই ক্যাপিটাল থেকে ধীরে ধীরে লাভ করে লাভক্রিত অর্থের একটি অংশ দিয়ে আমি নতুন একাউন্ট এ ইনভেস্ট করব । কারন অনেক দিন যাবত ফোরামের বোনাস দিয়ে ট্রেড করেছি এখন সময় ইনভেস্ট করার ।
Starship
2021-02-02, 10:33 PM
2021 সালে আমার ফরেক্স নিয়ে যে পরিকল্পনা রয়েছে তা হলো - আমি আমার অতিরিক্ত লোভকে নিয়ন্ত্রণ রেখে ব্যালেন্স টিকেট রেখে ট্রেড করার পরিকল্পনা রয়েছে। কেননা আমি বিগত বছর থেকে অতিরিক্ত লোভের কারণে ব্যালেন্স হারিয়েছি। তাই নতুন বছর উপলক্ষে আমাদের প্রত্যেকেরই যে সকল ভুল রয়েছে তা শুধরিয়ে শুরু করা উচিত। তাহলে আমরা ফরেক্সে প্রফেট অর্জন করতে পারব। অতীতের ভুল থেকে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য তা শক্তিতে রূপান্তর করতে হবে।
samun
2021-02-23, 05:00 PM
2020 সাল আমার সব দিক থেকেই অনেকটা ক্ষতির শরণাপন্ন হয়েছে তাই সেটাকে রিকভার করার জন্য 2021 সাল কি অবশ্যই আমার কাজে লাগাতে হবে ফরেক্স মার্কেট থেকে আমার সুদুরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে ফরেক্স মার্কেট থেকে 2021 সালে আমি 2020-a যেই ক্ষতির সম্মুখীন হয়েছি সেটা রিকভার করার চেষ্টা করব এবং ভালো একটি প্লাটফর্ম তৈরি করব ইনশাআল্লাহ
Mas26
2021-02-23, 09:20 PM
2021 সালে ফরেক্স নিয়ে আমার অনেক চিন্তা চেতনা রয়েছে সেগুলো আমি সবার সাথে শেয়ার করতে চাই না ।কিন্তু 2020 সালে যেটা আমি ব্যর্থ হয়েছি এবং 2021 সালের প্রথম দিকে অামি হালকা ব্যর্থ হওয়ার কারণে আমি আজকে ফর্মে আবার ফিরে আসলাম তাই চাই এই ভুল ভ্রান্তি গুলো দূর করে ফরেক্সে সফল একজন ট্রেডার হতে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন।
এই সালটা আমার ট্রেডিং জন্য অনেক খারাপ এখনও পর্যন্ত। তবে আমি চেষ্টা করছি ভূল গুলো ঠিক করে ঘুরে দাঁড়ানোর। কেননা আমি বিগত বছর থেকে অতিরিক্ত লোভের কারণে ব্যালেন্স হারিয়েছি। তাই নতুন বছর উপলক্ষে আমাদের প্রত্যেকেরই যে সকল ভুল রয়েছে তা শুধরিয়ে শুরু করা উচিত। তাহলে আমরা ফরেক্সে প্রফেট অর্জন করতে পারব।ধন্যবাদ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.