FXBD
2020-12-31, 12:42 PM
আর কয়েকদিনের মধ্যেই গুগল আনুষ্ঠানিকভাবে ক্লাউড প্রিন্ট বন্ধ করে দেবে। ২০১৯ সাল থেকেই অবশ্য কথা চলছে সেবাটি বন্ধ করে দেওয়ার। অবশেষে ঘনিয়ে এসেছে সে দিনটি। অনেকেই হয়তো সেবা বন্ধ হয়ে যাওয়ার পর টেরই পাবেন না। কিন্তু সেবাটির কিছু সংখ্যক ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, সমস্যা এড়াতে ক্রোমের প্রিন্ট সেটিংস খতিয়ে দেখতে পারেন ব্যবহারকারীরা। ‘ক্লাউড প্রিন্ট’ সেবাটি গুগল নিয়ে এসেছিল ২০১০ সালে। ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস ব্যবহারকারীরা যাতে সহজে নিজেদের নথি প্রিন্ট করতে পারেন, সে ব্যবস্থা করে দিতেই নিয়ে আসা হয়েছিল সেবাটিকে। পরে ২০১৭ সালে ক্রোমে ‘নেটিভ প্রিন্টিং’ অপশন যোগ করেছে গুগল। নেটিভ প্রিন্টিং অপশনের সাহায্যে সহজেই নিজ ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটি জুড়ে নেওয়া যায় নেটওয়ার্কের মধ্যে থাকা যেকোনো সামঞ্জস্যপূর্ণ প্রিন্টারের সঙ্গে। এজন্য আর ক্লাউড সংযোগের প্রয়োজন পড়ে না।
http://forex-bangla.com/customavatars/1396855969.jpg
http://forex-bangla.com/customavatars/1396855969.jpg