PDA

View Full Version : gbp/usd বর্তমান অবস্থা



anwarForex
2015-08-02, 08:26 PM
1345
বর্তমানে দৈনিক চার্টে সিমেট্রিক্যাল ট্রাইএঙ্গেল গঠিত হয়েছে। সিমেট্রিক্যাল ট্রাইএঙ্গেল গঠিত হলে সাধারণত উভয় দিকে ব্রেক আউট হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রাইস ১.৫৭০৪০ লেভেল অতিক্রম করলে উপরের দিকে এবং প্রাইস ১.৫৫২৮০ লেভেল অতিক্রম করলে নীচের দিকে ব্রেক আউট হওয়ার সম্ভাবনা আছে।

maziz6989
2015-08-02, 10:31 PM
একটা খুব সুন্দর বিষয় শেয়ার করেছেন তবে আগামী কাল মার্কেট খুবই স্ল থাকবে। তাই যারা ট্রেড করবেন বুঝে শুনে ট্রেড করবেন। যদি সম্ভব হয় তবে আগামীকাল ট্রেড করবেন না শুধু মার্কেট দেখবেন। যাই হোক সবার প্রতি শুভকামনা রইল একটা সুন্দর সপ্তাহের।

maziz6989
2015-08-03, 05:04 PM
এই পেয়ারটি খুবই ক্রিটিকাল জোনে অবস্থান করছে। একটা সেল অর্ডার নিলাম টার্গেট ১.৫৩৬৫ পর্যন্ত। দেখি আমাদের কোনটা হিট হয়। এস এল না টিপি। আমার সিস্টেম বলছে এটা আমার টার্গেট পর্যন্ত যাবে। আজকে নাও যেতে পারে তাই এটা হোল্ড করব এই সপ্তাহ পুরোটা।

anwarForex
2015-08-04, 09:04 AM
আমি বিশ্লেষণ করে অনুমান করছি এ পেয়ারটি উর্ধ্বমূখী হবে।তাই ১.৫৫৮৭৭ এ একটা বাই অর্ডার নিলাম টার্গেট ১.৫৬৮০৬ এবং স্টপ লস ১.৫৫৪১৭। দেখা যোক কোনটি ঘটে।

maziz6989
2015-08-05, 09:51 PM
ডেইলি টাইম ফ্রেমে এটা রেন্জ রাউন্ড হয়ে গেছে। রেন্জ টা হল ১.৫৬৬০ এবং ১.৫৫০০ এই লেভেল। আমরা এই লেভেলের ভেতর বেশ ভাল রকম ছোট ছোট ট্রেড করতে পারি। টপ থেকে সেল আবার বটম থেকে বাই। টিপি এবং স্টপ হবে টপ আর বটম লাইন। সবাইকে ধন্যবাদ।

oviice
2015-08-05, 10:14 PM
gbp/usd টাইম ফ্রেম h4 , d1 যাই হোক না কেন , মার্কেট নিয়ম অনুযায়ী চলছে । ডেইলি টাইম ফ্রেমে এটা রেন্জ রাউন্ড হয়ে গেছে। আমরা বেশ ভাল রকম ছোট ছোট ট্রেড করতে পারি। টপ থেকে সেল আবার বটম থেকে বাই। টিপি এবং স্টপ হবে টপ আর বটম লাইন। সবাই ভাল্ভাবে ট্রেডিং করতে পারেন ।

maziz6989
2015-08-05, 10:28 PM
gbp/usd টাইম ফ্রেম h4 , d1 যাই হোক না কেন , মার্কেট নিয়ম অনুযায়ী চলছে । ডেইলি টাইম ফ্রেমে এটা রেন্জ রাউন্ড হয়ে গেছে। আমরা বেশ ভাল রকম ছোট ছোট ট্রেড করতে পারি। টপ থেকে সেল আবার বটম থেকে বাই। টিপি এবং স্টপ হবে টপ আর বটম লাইন। সবাই ভাল্ভাবে ট্রেডিং করতে পারেন ।

নিজের মাথা থেকে কিছু বের হলে লিখুন। চালাকি করে লেখার মাঝখান থেকে কিছুটা কপি পেস্ট করলে ব্যান খাবেন। দয়া করে এই কাজটা করবেন না। আমি আপনার বেশ কয়েকটা লেখা দেখেছি একই ভাবে আপনি চাতুরীর পরিচয় দিচ্ছেন। এত চালাক হওয়া ভাল না।

anwarForex
2015-08-06, 08:46 AM
ছোট ছোট ট্রেড কথাটি পরিস্কার নয়। ছোট ট্রেড বলতে ক্ষুদ্র লটের ট্রেড না কম লাভের ট্রেড বুঝিয়েছেন?

basaki
2015-12-28, 12:25 PM
আজ ফরেক্স মার্কেটে gpb/usd অবস্তা খুবই ভাল। কারন আমি আজ সকালে ঘুম থেকে উঠেই এক লট বাই দিয়েছিলাম যা একন আমার লাভেই আছে আসা করি এই gpb/usd এক লট থেকে কম করে হলে এক থেকে দুই ডলার লাভ করব।

MotinFX
2016-01-13, 07:53 PM
বর্তমানে gbp/usd পেয়ার টা ডাউন ট্রেন্ড আছে যেকোন সময় মার্কেট মুভ করতে পারে। ফরেক্স মার্কেটে ামামাদের কে এই জায়গায় খুব লুজার করে সাবাই মনে করে মার্কেট বিপরীতে যাবে গেমলারেরা বিপরীতে নিয়ে আমাদের মত ছোট ট্রেডার লস বেশি হয়। তার একটা প্রমান আমি নিজে usd/cad ামামার অনেক লস হয়েছে যা ভাবতে পারিনাই।

Md Akter Hossain
2016-01-13, 09:57 PM
“আজ ফরেক্স মার্কেটে gpb/usd অবস্তা খুবই ভাল “ এই কথাটার মানে ঠিক বুঝতে পারলাম না । একটু বুঝিয়ে বললে ভালো হতো । মার্কেট কোন দিকে যাবে বলে আপনি আশা করেন । আমার মতে তো এখনো মার্কেট সেল এ আছে । যেকোন সময় মার্কেট বড় ধরনের সেল হতে পারে ।

yasir arafat
2016-04-02, 04:20 PM
আমি গত কয়েক দিন ধরে এ পেয়ারে ভাল ফলাফল পাচ্ছি ।আশা করি ফলাফল আরো ভাল পাব।আসলো ভাল অ্যানালাইসিস আপনাকে যেকোন পেয়ারে ভাল ফলাফল দিবে।বর্তমান অবস্থার আরেকটি চার্ট আমি নিচে দিলাম

2133

sharifulbaf
2016-05-20, 09:31 AM
ফরেক্স মার্কেটে বর্তমানে কারেন্সি পেয়ার জিবিপি/ উএসডি আপ ট্রেন্ডে আছে,এই পেয়ার দিন দিন উপরে উঠতে থাকবে,ফরেক্স মার্কেটে যে কারেন্সি উপরের দিকে যায়,সে কারেন্সি শুধু উপরের দিকে যেতে থাকে,তাই আমাদের ট্রেডিং করার পুর্বে দেখে নিতে হবে যে মার্কেটের মুভমেন্ট কোন দিকে তার উপরে নির্ভর করে ট্রেডিং করতে হবে।

md mehedi hasan
2016-12-03, 09:56 AM
আমি জিবিপিইউএসডি পিয়ারে ট্রেড করে আমার একাউন্ট হারাতে বসেছি।কিছু দিন এই পিয়ার কনসলিডেড আবস্থার মাধ্যমে মুভ করিল এবং বর্তমানে মা্কেট আপ ট্রেন্ড হচ্ছে।