PDA

View Full Version : ফরেক্সে সাকসেসফুল ক্যারিয়ার গড়তে চাইলে...



EmonFX
2020-12-31, 06:07 PM
ফরেক্স ট্রেডিং করে সাকসেসফুল ক্যারিয়ার গড়তে চাইলে সর্বপ্রথম দরকার সম্পূর্ণ প্রফেশনাল এবং ব্যবসায়িক একটা মাইন্ড। তারপর আপনার ডেইলি রুটিন ঠিক করতে হবে। আপনার সাইকোলজি কেমন সেটা ঠিক করতে হবে, কারণ আপনার সাইকোলজি এর সাথে ট্রেডিং স্টাইল ম্যাচ না করলে আপনি ভুল ট্রেড করবেন। টোটাল বিষয়টা আয়ত্ত করার পরে আপনি কেমন প্রফিট আশা করেন তার ভিত্তিতে মানি ম্যানেজমেন্ট ঠিক করে রুলস ফলো করে কারেক্ট টাইমে ট্রেড করলে প্রফিট আসবেই।
100 ডলার ইনভেস্ট করেন আর 100000 ডলার ইনভেস্ট করেন ট্রেডিং রুটিন অনুযায়ী আপনাকে মার্কেট অবজার্ভ করে ট্রেডিং করতে হবে, নতুবা ডলার কোনো কাজে দিবে না। 90% ট্রেডার লস করে কারণ তারা তাদের সাইকোলজি মতো স্ট্রাটেজি তৈরি করে না।

asfiyarimo5
2020-12-31, 06:42 PM
আপনার কথার সাথে আমি একমত ,, এমন অ্যাডভাইস দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ,, আসলেই ফরেক্স মার্কেটে সাকসেসফুল হতে হলে নিজের সাইকোলজি মাইন্ডকে আগে ঠিক রেখে প্রতিটা ট্রেড খুব সাবধানে করতে হবে । আর এ মার্কেটে কাজ করার আগে ফরেক্স সম্পর্কে অনেক স্টাডি করতে হবে ,, অনেক পরিশ্রম করতে হবে তাহলেই এখান থেকে ভাল প্রফিট আসবে আপনি সাকসেসফুল হবেন । ধন্যবাদ

ABDUSSALAM2020
2020-12-31, 07:43 PM
ফরেক্সে সাকসেসফুল ক্যারিয়ার গড়তে চাইলে...
ফরেক্স ট্রেডিং করে সাকসেসফুল ক্যারিয়ার গড়তে চাইলে সর্বপ্রথম দরকার সম্পূর্ণ প্রফেশনাল এবং ব্যবসায়িক একটা মাইন্ড। তারপর আপনার ডেইলি রুটিন ঠিক করতে হবে। আপনার সাইকোলজি কেমন সেটা ঠিক করতে হবে, কারণ আপনার সাইকোলজি এর সাথে ট্রেডিং স্টাইল ম্যাচ না করলে আপনি ভুল ট্রেড করবেন। টোটাল বিষয়টা আয়ত্ত করার পরে আপনি কেমন প্রফিট আশা করেন তার ভিত্তিতে মানি ম্যানেজমেন্ট ঠিক করে রুলস ফলো করে কারেক্ট টাইমে ট্রেড করলে প্রফিট আসবেই।
100 ডলার ইনভেস্ট করেন আর 100000 ডলার ইনভেস্ট করেন ট্রেডিং রুটিন অনুযায়ী আপনাকে মার্কেট অবজার্ভ করে ট্রেডিং করতে হবে, নতুবা ডলার কোনো কাজে দিবে না। 90% ট্রেডার লস করে কারণ তারা তাদের সাইকোলজি মতো স্ট্রাটেজি তৈরি করে না।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

KAZIMAJHARULISLAM
2021-01-11, 06:12 AM
গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে, তাহলো যত গুঁড়,ততো মিষ্টি। অর্থাৎ আপনি কোনো খাদ্য দ্রব্যে যত বেশি গুঁড় বা চিনি দিবেন,ঐটা ততোবেশি মিষ্টি হবে। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও তাই। এখানে গুঁড় বলতে, ফরেক্স সম্পর্কে আপনার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বোঝানো হয়েছে। আপনি যত বেশি দক্ষ ও অভিজ্ঞ হবেন, আপনি ততটাই সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে, মার্কেট এনালাইসিস করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।আর সিদ্ধান্ত গ্রহণে আপনার বিচক্ষণতা যত বেশি হবে, আপনার মুনাফার পরিমাণ ও ততটাই বেশি হবে। তাই ফরেক্স থেকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বাস্তবায়নে, সকলের উচিত নিয়মিত ডেমো ট্রেডিং এর পাশাপাশি ফোরাম ফলো করা, এবং ফরেক্স এর প্রতিটি খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপডেট থাকা। কেননা কেবলমাত্র তখনই উপরোক্ত কথাটির মতো, ফরেক্স থেকে সাকসেসফুল ক্যারিয়ার গড়তে পারব।

md mehedi hasan
2021-01-11, 08:29 AM
ফরেক্স মার্কেটে সবাই সফলতার জন্য আসে।কিন্তু কিছু দিন পরে দেখা যায় বেশি ভাগ ট্রেডারা লস করে ফরেক্স মার্কেট কে চিরতরে বিদায় জানাই।এর একটাই কারণ ফরেক্স মার্কেটে সফল হতে পারেনি।ব্যর্থতা কষাঘাতে ফরেক্স মার্কেটে কে বিদায় জানিয়েছে।কিন্তু ফরেক্স মার্কেটে তারাই সফল হতে পেরেছে যারা ব্যর্থতা কে সফলতার সিরি মনে করে ফরেক্স মার্কেটে কাজ করে গেছেন।

EmonFX
2021-01-11, 11:09 AM
আসলে আমরা সবাই সফল হতে চাই। তবে সফল হওয়ার জন্য যে পরিশ্রম ও ধৈর্য প্রয়োজন হয় সেটা না করে সফলতার শর্টকাট রাস্তা খোঁজার চেষ্টা করি। আর এই মানসিকতাই আমাদের সফলতার পথে বড় বাধা, যেটা আমাদের টেনেহিঁচড়ে নিচে নামাতে যথেষ্ট। সফল হওয়ার জন্য অবশ্যই কঠোর পরিশ্রম সময়ানুবর্তিতা ও মেধার প্রায়াস ঘটাতে হবে। আমরা যেটা চাই সেটা মনে প্রানেই চাইতে হবে এবং সেই অনুযায়ী চেষ্টা করে যেতে হবে। আমি যেটা না এবং আমার যেটা নেই সেটা নিয়ে পড়ে না থেকে আমার সাইকোলজির সাথে এডজাস্ট করে এমন কোন কৌশল বা স্ট্র্যাটেজি ডেভলপ করে সঠিক পথ অবলম্বন করা উচিত। তাতে করে সেই পথে সফলতা পাওয়া অনেকটা সম্ভব।

Starship
2021-01-11, 02:15 PM
ফরেক্সে সফল ক্যারিয়ার গড়া যেমন সহজ তেমনি কঠিন। এটা সম্পূর্ণ নির্ভর করে একজন ট্রেডারের উপর। আমরা সবাই জানি ফরেক্সে সফল ক্যারিয়ার গড়ে তুলার জন্য চাবিকাঠি হলো দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করা। যে যত বেশি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে সে তত বেশি সাফল্য অর্জন করতে পারবে। আমরা যদি কোন বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখতে পারি তাহলে উক্ত বিষয়ে সাফল্য পেতে সহজতর হবে। তাই ফরেক্স ট্রেড সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভের জন্য ডেমো একাউন্টে অনুশীলন করে নতুন কৌশল যাচাই করতে হবে। সকল নিয়ম কানুন অনুসরণ করলে ফরেক্সে সফল ট্রেডার হওয়া সম্ভাব।

Devdas
2021-07-30, 03:35 PM
ফরেক্স এ সাকসেসফুল ক্যারিয়ার গড়তে চাইলে ফরেক্স এর অনেক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হয়। ফরেক্স এ অনেক পরিশ্রম করে ধৈর্য্য ধারন করে ফরেক্স এ অনেক সময় দিয়ে ফরেক্স শিখতে হয়। এছাড়া ফরেক্স এর বিভিন্ন প্রকার এনালাইসিস যেমন ফাউন্ডামেটাল এনালাইসিস ও টেকনিক্যাল এনালাইসিস ভাল করে শিক্ষা অর্জন করতে হবে। কোন প্রকার লোভ ও ইমোশনাল হওয়া যাবে না। সবকিছু ঠিকঠাক মত করতে পারলে ফরেক্স থেকে সাফলতা অর্জন করা সম্ভব এবং ক্যারিয়ার ও গড়া সম্ভব।