PDA

View Full Version : আসুন নতুন বছরে নিজেকে বদলাই



EmonFX
2021-01-01, 08:18 AM
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আসুন নতুন বছরে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভূলগুলো শুধরে আবার নতুন করে শুরু করি। ব্যর্থতাকে পুঁজি করে শক্তিতে রূপান্তরিত করে সামনের দিকে এগিয়ে যাই। নতুন বছরে মানি ম্যানেজমেন্ট তথা মূলধনের উপর রিস্ক রেশিও নির্ধারণ করে ট্রেডিং শুরু করি। দৈনিক মূলধনের উপর সর্বোচ্চ ২% রিস্ক নিয়ে ট্রেডিং করি। স্টপ লস অর্ডার ব্যবহার করতে কখনোই যেন ভুল না করি। অতীতে যেসব ভুলের জন্য বারবার ব্যালেন্স জিরো করেছি সেই ভুল যেনো আর না করি। সামনে চলার পথ যেনো মসৃণ এবং উজ্জ্বল হয় সেই শুভ কামনায় "হ্যাপি নিউ ইয়ার"।

Joly
2021-01-01, 10:27 AM
আমিও চাই নতুন বছরে নিজেকে বদলাতে। আমি ফরেক্স ফোরামে নতুন।আমি ফরেক্স ট্রেডিং ব্যবসা করে নিজেকে গড়তে চাই।আজ বছরের প্রথম দিন। আজ থেকে শুুরুু করলাম দেখা যাক কতদিন লাগে ফরেক্স ব্যবসা থেকে আয় করতে। মি চাই ফরেক্স ব্যবসা থেকে ভালো মানের আয় করতে।

ABDUSSALAM2020
2021-01-01, 12:45 PM
আসুন নতুন বছরে নিজেকে বদলাই
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আসুন নতুন বছরে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভূলগুলো শুধরে আবার নতুন করে শুরু করি। ব্যর্থতাকে পুঁজি করে শক্তিতে রূপান্তরিত করে সামনের দিকে এগিয়ে যাই। নতুন বছরে মানি ম্যানেজমেন্ট তথা মূলধনের উপর রিস্ক রেশিও নির্ধারণ করে ট্রেডিং শুরু করি। দৈনিক মূলধনের উপর সর্বোচ্চ ২% রিস্ক নিয়ে ট্রেডিং করি। স্টপ লস অর্ডার ব্যবহার করতে কখনোই যেন ভুল না করি। অতীতে যেসব ভুলের জন্য বারবার ব্যালেন্স জিরো করেছি সেই ভুল যেনো আর না করি। সামনে চলার পথ যেনো মসৃণ এবং উজ্জ্বল হয় সেই শুভ কামনায় "হ্যাপি নিউ ইয়ার"।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

md mehedi hasan
2021-01-01, 07:02 PM
নতুন বছরে আবার নতুন করে শুরু করাই উচিত।বিগত বছরে যে ভুলগুলো হয়েছে তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।আর প্রতিজ্ঞা করতে হবে নতুন বছরে এই ভুল গুলো আর না করা।বিগত বছরের ট্রেড রেকর্ড গুলো চেক করে নিজের দূর্বলতা খুজে বের করে সেগুলো সুধরে নিতে হবে।ট্রেডিং স্ট্রেজিতে যা ঘাটতি ছিলো তা পূরণ করে নিতে হবে।

asfiyarimo5
2021-01-01, 07:11 PM
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ,, নতুন বছরের শুরুটা করতে চাই নিজের দক্ষতা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ,, আমি ও চাই নতুন বছরে নিজেকে বদলে দক্ষ ও অভিজ্ঞ হয়ে ফরেক্সে কাজ করতে একজন নতুন ট্রেডার হিসেবে আমার এটাই প্রত্যসা ,, সবাইকে হ্যাপি নিউ ইয়ার ।

Starship
2021-01-02, 09:39 PM
হ্যাঁ আপনি ঠিক বলেছেন নতুন বছর উপলক্ষে আমাদের সকলের নতুন পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হতে হবে যাতে আমরা যে কোন কাজে সফল হতে পারি। আপনাকে মনে রাখতে হবে লাইফে সফল হতে চাইলে পর্যাপ্ত পরিশ্রম করতে হবে। বিশেষ করে ফরেক্সের সফল হতে চাইলে নতুন বছর উপলক্ষে নতুন কৌশল অবলম্বন করতে হবে। ব্যর্থতা থেকে সফল হওয়ার জন্য লস থেকে জ্ঞান লাভ করতে হবে। ইতিপূর্বে আমি অতিরিক্ত লোভের কারণে লস করেছি। নতুন বছর উপলক্ষে আমার নতুন লক্ষ্য হলো অতিরিক্ত নিয়ন্ত্রণ করে সেট করব, বড় লটে ট্রেড করা থেকে বিরত থাকব।

KAZIMAJHARULISLAM
2021-01-06, 03:54 PM
সফলতা আসে অভিজ্ঞতা থেকে,আর অভিজ্ঞতা আসে খারাপ অভিজ্ঞতা থেকে। তাই নতুন বছরে ফরেক্স থেকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বাস্তবায়ন করতে, সকলের উচিত পুরাতন ভুল গুলো থেকে শিক্ষা গ্রহণ করা। এবং ভুলের কারনগুলো বিশ্লেষণ করে এর সমাধান গুলো খুজে বের করা। সেই সাথে নতুন প্রতিবন্ধকতা মোকাবেলা করতে নিজেকে তৈরি রাখা।পুর্ববর্তী অভিজ্ঞতা পুঁজি করে, ফরেক্স সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে, লোভকে নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধারণ করে নিয়মিত ট্রেডিং করলে সফলতা আসবেই, ইনশাআল্লাহ।