PDA

View Full Version : ২০২১ সালে প্রথম ট্রেড।



md mehedi hasan
2021-01-05, 08:12 AM
২০২১ সালে আপনি কি প্রথম ট্রেড ওপেন করেছেন।আমি গত কাল ইউএসডি জাপানি পিয়ার এ একটি সেল ট্রেড ওপেন করছি।গতকাল ট্রেড টি ভাল ছিল আজকে দেখি লসে আছে।দেখি নতুন বছরের প্রথম ট্রেড টি লসে যায় না লাভ হয়।লাভ দিয়ে শুরু হলে ভাববো বছর টা ভালই যাবে।আর যদি লস হয় তাহলে অনেক কিছু শিখতে হবে।

Joly
2021-01-05, 10:10 AM
আমি এখুনো ফরেক্স ট্রেডিং ব্যবসা করিনা।আমি শুুধু ফোরেক্স ফোরামে পোষ্ট করি। আমি এখুনো কোন বোনাস পাইনি। যখুন বোনাস পাব তখুন থেকে ফরেক্স ট্রেডিং ব্যবসা করব ইশাআল্লাহ।বন্ধুর সবাই আমার জন্য দুয়া করবেন যাতে আমি ফরেক্স ট্রেডিং ব্যবসা থেকে ভালো কিছু করতে পারি।

EmonFX
2021-01-05, 10:34 AM
আমিও গতকাল 2021 সালের প্রথম ট্রেড ওপেন করেছি। সিলভার মেটালে 2021 সালে প্রথম ট্রেডটি ওপেন করেছিলাম। কিন্তু এখনো লাভের মুখ দেখতে পারিনি। এখনো ট্রেডটি লসে রয়েছে। ধৈর্যের সাথে অপেক্ষা করছি দেখি ভবিষ্যতে কি হয়। 2020 সালে আমার ট্রেডিং হিস্টরি খুব সুখকর নয়। পুরাতন কে পিছে ফেলে 2021 সালে আমার ভুলগুলো সংশোধন করে সামনের দিকে আগাতে চাই। ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে নিয়ে 2021 সাল শুরু করেছি। শুভকামনা সবার জন্য, সফলতায় পরিপূর্ণ হোক 2021।

KAZIMAJHARULISLAM
2021-01-05, 02:50 PM
আমি গতকাল নতুন বছরের প্রথম ট্রেড ওপেন করেছি। মার্কেটের পরিবর্তনের কারণে যেইগুলো এখন পর্যন্ত লসে রয়েছে।২০২০ এর ডিসেম্বর মাস ব্যতিত সারা বছরের ট্রেড এন্ট্রি মোটামুটি আমার পক্ষেই ছিল।যেইখান থেকে আলহামদুলিল্লাহ একটা ভালো মাপের উপার্জন করেছি*।গত মাসের ট্রেড এন্ট্রি গুলো আমার বিপরীত দিকে চলে যাওয়ায়, একটা ভালো মাপের এমাউন্ট লসে রয়েছে।তবে আমি বিশ্বাস করি এই বছর,ঐ লস গুলো কাটিয়ে,গত বছরের থেকে বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে পারবো, ইনশাআল্লাহ।

DEARMUM100
2021-01-05, 07:16 PM
ভাই আমি খুব হতাশার সাথে বলছি যে আমার গতবছরের ট্রেডগুলো এখনও ক্লোজ হয়নি।লস চলছে। প্রফিট হওয়ার কোনো খবর নাই তাই নতুনবছরে নতুন কোনো ট্রেড ওপেন করতে পারিনি এখনও।তবে আল্লাহ ভরসা ভালো কিছু হবে আশা করি।

NEWVISION2020
2021-01-05, 08:21 PM
2021 সালের নতুন করে কোন ট্রেড ওপেন করার মতো সুযোগ আমার এখনো হয়নি। কারণ 2020 সালে ওপেন করা বেশ কিছু ট্রেড আমার অনেক বিপরীতে চলে যায় যার ফলে আমার একাউন্ট অনেকটা হুমকির মুখে পড়ে যায়। কিন্তু আল্লাহর অশেষ রহমতে 2021 সালের প্রথম সপ্তাহ থেকে মার্কেট আমার অনুকূলে যাচ্ছে তাই বর্তমানে নতুন করে কোন ট্রেড ওপেন করার থেকে পূর্বের ওপেন করা ট্রেডগুলো প্রফিট সহকারে ক্লোজ করার কথা ভাবছি। এবং এই ট্রেড গুলো যদি প্রফিট সহকারে ক্লোজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ 2020 সালের তুলনায় 2021 সালে অনেক বেশি পরিমাণে প্রফিট করতে পারব।

Tapujyoti
2021-01-17, 10:20 AM
শুভ কামনা আপনার নতুন বছরের সকল ট্রেডের জন্য।

Tapujyoti
2021-01-17, 11:31 AM
আমি ২০২০ এর শেষের দিকে ফরেক্সে আসি। এতে করে শুরুতেই লোকসানে পড়ি। আর এতে আমার একাউন্ট জিরোর কাছাকাছি চলে যায়। তবে ফোরামের পোস্টিং বোনাস দিয়ে এ বছর তিনটি ট্রেড ওপেন করি যার মধ্যে প্রথম দুটিতে কিছু লাভ পেয়ে ক্লোজ করি। কিন্তু তৃতীয়টিতে এখনো লোকসানে থাকায় ক্লোজ করতে পারছি না। আশা করি ২০২১ আমাদের সবার জন্য পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে।

Rony1122
2021-01-17, 12:50 PM
২০২১ সালের ১ তাটিখে আমার একাউন্টটি ইন্সটাফরেক্স ব্লক করে দিয়েছে।৪৫ ডলার উইড্রো দেওয়ার পর ব্লক করে দেয়।ফোরাম এর রুলস ব্রেক করার অপরাধে।