PDA

View Full Version : ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ বাড়ছে!



Tofazzal Mia
2021-01-06, 06:23 PM
পুঁজিবাজার ঊর্ধ্বমুখী থাকায় বাড়ছে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার এবং ইউনিটদর। বেশ কিছু দিন এ ধরনের শেয়ারদর বৃদ্ধি পাওয়ার কারণে এখন কম দরের শেয়ারে বিনিয়োগ বাড়তে দেখা যাচ্ছে। বিনিয়োগকারীরা পোর্টফলিতে যুক্ত করছেন এ ধরনের শেয়ার। ফলে লেনদেনেও এগিয়ে থাকছে এ দুই খাতের কোম্পানি। গতকালের বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, অন্যান্য খাতের তুলনায় এগিয়ে ছিল ব্যাংক এবং আর্থিক খাতের কোম্পানি। যে কারণে লেনদেনের শুরু থেকেই এসব শেয়ারের চাহিদা সৃষ্টি হয়। যার জের ধরে বাড়তে থাকে শেয়ারদর। দিন শেষে বাড়তে দেখা যায় খাত দুটির সিংহভাগ কোম্পানির শেয়ারের। ফলে গতকাল দিন শেষে মোট লেনদেনে ব্যাংকিং খাতের কোম্পানির একক অবদান দেখতে পাওয়া যায় প্রায় ১৪ শতাংশ। অন্যদিকে গতকাল দিন শেষে মোট লেনদেনে আর্থিক খাতের কোম্পানির একক অবদান চোখে পড়ে ১২ শতাংশ।
এদিকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য কোম্পানির শেয়ার চাহিদায় বৃদ্ধি পাওয়ায় পিছিয়ে গেছে বিমা খাত। সম্প্রতি এ খাতের কোম্পানির শেয়ারদর হ্রাস পাওয়ার পাশাপাশি মোট লেনদেনেও এর অবদান কমে আসছে। গতকালও এর ব্যতিক্রম দেখা যায়নি। গতকাল দিন শেষে মোট লেনদেনে বিমা খাতের একক অংশগ্রহণ চোখে পড়ে ৯ দশমিক ৮৭ শতাংশ।
অন্যদিকে গতকাল বছরের দ্বিতীয় কার্যদিবসেও সূচক এবং লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গতকাল দিন শেষে ডিএসই’র প্রধান সূচক ৩৩ পয়েন্ট বেড়ে স্থির হয় পাঁচ হাজার ৬৫২ পয়েন্টে। অন্যদিকে গতকাল ডিএসইতে মোট দুই হাজার ১৯৩ কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হতে দেখা যায়। এদিকে গতকাল ব্লক মার্কেটে লেনদেন হয় ১৯ কোটি টাকার শেয়ার। এ মার্কেটে অংশগ্রহণ করে ৩১টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৩০ লাখ ৬৯ হাজার টাকার রবির এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। এছাড়া বিডি ফাইন্যান্সের ১ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকার, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২২ লাখ ৭২ হাজার টাকার, অ্যাকটিভ ফাইনের ৪৩ লাখ ৫৩ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
13332