PDA

View Full Version : কারেন্সির প্রাইস হ্রাস-বৃদ্ধির কারণ কি?



EmonFX
2021-01-10, 06:47 PM
আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন দেশের কারেন্সির মূল্য হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। আর এই থিউরি এপ্লাই করেই ফরেক্স মার্কেটের উদ্ভব হয়েছে। তবে এই কারেন্সি প্রাইস উঠানামার কারণ কি? কোনো দেশের কারেন্সি প্রাইস হ্রাস বৃদ্ধি পাওয়ার মূল কারণ ওই দেশের সমসাময়িক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা। কোন দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে সাধারণত সেসব দেশের কারেন্সি মূল্য বৃদ্ধি পেয়ে থাকে। আবার রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা খারাপ থাকলে কারেন্সি মূল্য হ্রাস পেয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নররা বার্ষিক অর্থনৈতিক ব্রিফিং করলেও অনেক সময় কারেন্সি মূল্য হ্রাস বৃদ্ধি পেয়ে থাকে।

alamsat
2021-01-10, 09:48 PM
১০ সপ্তাহের ডেমো কনটেস্ট এ ১০০০ জনকে সর্বমোট ১,৩৩,০০০ ডলার পুরস্কার দেওয়া হবে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন-
https://sites.google.com/.../forex-rebate/study/demo-contest

KAZIMAJHARULISLAM
2021-01-11, 04:54 PM
বিশ্ব অর্থনৈতিক বাজারে টিকে থাকতে,প্রতিনিয়ত একটি দেশের কারেন্সি মানের পরিবর্তন হয়। অর্থাৎ এর মূল্যমান বৃদ্ধি পায় বা দরপতন হয়ে থাকে।মূলত এই হ্রাস-বৃদ্ধি ওই দেশের ভৌগোলিক অবস্থা,আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয়ের উপর নির্ভর করে। সেই সাথে ওই দেশের খনিজ সম্পদের পরিমাণ এবং দক্ষ জনশক্তির উপরও নির্ভর করে থাকে।তাই কোন দেশের কারেন্সির হ্রাস-বৃদ্ধি, কোন একটি একক বিষয়ের উপর নির্ভর করে না।এটি নির্দিষ্ট কিছু বিষয়ের সমন্বয়ে হয়ে থাকে।

habibi
2021-01-12, 05:29 PM
আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন দেশের কারেন্সির মূল্য হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। আর এই থিউরি এপ্লাই করেই ফরেক্স মার্কেটের উদ্ভব হয়েছে। তবে এই কারেন্সি প্রাইস উঠানামার কারণ কি? কোনো দেশের কারেন্সি প্রাইস হ্রাস বৃদ্ধি পাওয়ার মূল কারণ ওই দেশের সমসাময়িক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা। কোন দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে সাধারণত সেসব দেশের কারেন্সি মূল্য বৃদ্ধি পেয়ে থাকে। আবার রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা খারাপ থাকলে কারেন্সি মূল্য হ্রাস পেয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নররা বার্ষিক অর্থনৈতিক ব্রিফিং করলেও অনেক সময় কারেন্সি মূল্য হ্রাস বৃদ্ধি পেয়ে থাকে।

কোন মুদ্রা উঠানামা কারণ কি এই প্রশ্নের এক মাত্র উত্তর হল চাহিদা এবং যোগানের নীতি। কিন্তু কি কারনে এই চাহিদা এবং যোগানের উত্থান এবং পতন হয় সেটি জানাতে পারলে ফরেক্স ট্রেডিং অনেকটা সহজ হয়ে যায়। কোন দেশের মুদ্রার চাহিদা এবং যোগানের উত্থান এবং পতনের অনেক কারণ রয়েছে তার মধ্যে হল- কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূলধন প্রবাহ, মূল্যস্ফীতি, পণ্যদ্রব্য বাণিজ্য, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি। মুদ্রার কেনা বেচার চাপ কেন্দ্রীয় ব্যাংকগুলির সুদের হার পরিবর্তন থেকে আসে। বাজারের অংশগ্রহণকারীরা নিয়মিতভাবে প্রকাশিত অর্থনৈতিক পরিসংখ্যান যেমন এনএফপি, সিপিআই ইত্যাদি ব্যবহার করে এই পরিবর্তনটির নিজস্ব প্রত্যাশা তৈরি করে এবং সে অনুযায়ী কেনা বেচা করে তার ফলে চাহিদা এবং যোগান বৃদ্ধি পায়। ছারাচ তারা রাজনৈতিক অর্থনৈতিক প্রভাবও বিবেচনা করে।

উদাহরণ স্বরূপ- ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাংক তার সুদের হার বৃদ্ধি করেছে এর ফলে সবাই ডলার কিনবে তখন ডলারের চাহিদা বৃদ্ধি পাবে।
যদি বাজারে ডলারের চাহিদা বেশী থাকে তাহলে ডলারের দাম বাড়বে। অর্থাৎ ১ ডলার কিনতে আরো বেশী অর্থ ব্যয় করতে হবে।
যদি বাজারে ডলারের চাহিদা হ্রাস পায় তাহলে ডলারের দাম কমবে। অর্থাৎ ১ ডলার কিনতে আরো কম অর্থ ব্যয় করতে হবে।

Starship
2021-01-12, 10:42 PM
আমরা এ বিষয়ে সকলেই জানি বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বা কারেন্সির মান হ্রাস বা বৃদ্ধি ঘটে। এই মুদ্রার বা কারেন্সির মানের হ্রাস বা বৃদ্ধি বিভিন্ন কারণ রয়েছে। এগুলো হলো উক্ত দেশের অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে কারেন্সি মান হ্রাস বৃদ্ধি ঘটে। রাজনীতিক অবস্থা উপর নির্ভর করে এটি অনেকটা পরিবর্তন হয়। একটি দেশের রাজনীতির অবস্থা চটি নিখুঁত ও স্বচ্ছ হয় তাহলে উক্ত দেশের অর্থনৈতিক উন্নয়নে দ্রুত সম্ভব হয়। জনগণের জীবনযাত্রার মান কেমন তার ওপর নির্ভর করে। জনগণের জীবন যাপনের মান যদি উন্নত হয় সেক্ষেত্রে উপর ভিত্তি করে কারেন্সি নাম কম বেশী হয়ে থাকে।