PDA

View Full Version : নিজেকে আর কত ধোকা দিবো।



md mehedi hasan
2021-01-11, 08:37 AM
ফরেক্স মার্কেটে প্রায় সারে পাচ বছর ধরে আছি।এখন মোটামুটি ফরেক্স মার্কেট বিষয়ে অনেক কিছু জানি।কোথায় ট্রেড করলে প্রফিট হবে আর কোন ট্রেড গুলো লস দিবে তা সমন্ধে মোটামুটি ধারণা হয়েছে।কিন্তু এত সব সত্ত্বেও আমি আজেবাজে ট্রেড করে লস করছি।নিজেকে নিয়ন্ত্রন করতে পারছিনা।গত বছরে আমি প্রায় ৫০০ ইউএসডি লাভ করেছিলাম আর আজেবাজে ট্রেড এর জন্য ২৫৪ ডলার লস করেছি।আমি জেনেশুনে বারবার নিজেকে ধোকা দিচ্ছি।আর নিজেকে ধোকা দিবো না।আর তাই নতুন বছরে নতুন কমিটমেন্ট নিয়ে ফরেক্স শুরু করছি।ইনশাল্লাহ আমি সফল হবো।

EmonFX
2021-01-11, 10:45 AM
আপনি একদম ঠিক কথা বলেছেন। আসলেই আমরা বলার সময় অনেক কিছুই বলি। কিন্তু কাজের ক্ষেত্রে তার যদি কিয়দাংশ করতাম তাহলে সফলতা অনেকটাই সম্ভব ছিল। অনেক সময় মার্কেট এনালাইসিস করে ভালো ট্রেডিং পয়েন্ট না পাইলেও আবেগি হয়ে উল্টাপাল্টা ট্রেড নিয়ে বসি, আর এটাই লস করার বড় কারন। আমাদের উচিত ভালো ট্রেডিং পয়েন্ট না পেলে ট্রেড থেকে দূরে থাকা। একটি ট্রেড নিতে যদি ৩/৪ দিন এমনকি এক সপ্তাহ অপেক্ষা করতে হয় তবে তাই করা উচিত। একটি ভুল ট্রেড নিয়ে লস করার থেকে ট্রেড না নিয়ে প্রফিট বিহীন থাকা অনেক ভালো। আমরা বারবার যে ভুলের জন্য লস করি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করে আগামীর জন্য প্রস্তুত হওয়া উচিত।

KAZIMAJHARULISLAM
2021-01-11, 04:04 PM
আসলে ভাইয়া আপনি সম্পূর্ণ সঠিক এবং সত্য কথা বলেছেন।কেননা অভিজ্ঞতা দিয়ে, আপনি আমার অনেক সিনিয়র।আমরা যতই বলি যে লোভ করবো না,বা ধৈর্য ধারণ করব, কিন্তু যখন দেখি মার্কেট আমাদের বিপরীত দিকে যাচ্ছে, তখন আমাদের মধ্যে একটা চাপা উত্তেজনা ও একটা লোভও কাজ করে।যার ফলে আমরা আবেগের বশবর্তী হয়েই, ট্রেডে এন্ট্রি নিয়ে থাকি।যা দেখা যায়, আমাদের অ্যাকাউন্টের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমি গত বছর ৪৪৬ ডলারের মত লাভ করেছিলাম। যা ভুল সিদ্ধান্ত এর জন্য লস করতে করতে,বর্তমানে খুবই কম একটা এমাউন্টে চলে এসেছে।তাই আমিও আপনার মত প্রতীজ্ঞা করছি যে, নতুন বছরে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে, কোন ট্রেডে এন্ট্রি নিব না।কেননা একবার লস করে, রিকভারের বিষয়টা অনেক কষ্টসাধ্য এবং ধৈর্যের ব্যাপার।তাই নতুন করে কোন ট্রেড নেয়ার আগে অবশ্যই নিশ্চিত এবং মার্কেট সম্পর্কে পর্যাপ্ত ধারণা রেখেই ট্রেডে এন্ট্রি নেব।

Starship
2021-01-13, 08:03 AM
ফরেক্স মার্কেটের সফলতা একটি অন্যতম চাবিকাঠি হলো অতিরিক্ত লোভ থেকে নিজেকে নিয়ন্ত্রন করা। আমিও আপনার মত ইতিপূর্বে অনেক বার অতিরিক্ত লোভের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। যার পেছনে মূল কারণ ছিল অতিরিক্ত লোভ করে বড় লটে ট্রেড নেওয়া। তাই আমাদের নিজেদেরকে অতিরিক্ত লোকপাড়া থেকে যত দ্রুত নিয়ন্ত্রণ করা যাবে ততই আমাদের মঙ্গল। হ্যাঁ আপনার মত আমিও নতুন বছরে অতিরিক্ত লোভ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আশা করি এসব করলে নতুন বছরে নতুন নতুন কৌশল অবলম্বন করে সফল হবেন।

NEWVISION2020
2021-01-13, 08:16 AM
সত্য কথা বলতে আপনি আমার মনের কথাগুলোকে তুলে ধরেছেন কেননা আমরা সবকিছু জানা সত্বেও নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারি না যার ফলে যতটুক লাভ করি তার অধিকাংশ টাই লস করে ফেলে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি নতুন করে আবার আপনার ভুলগুলো বুঝতে পেরেছেন এবং নতুন কমিটমেন্ট করেছেন। তবে আশা রাখছি এবার আপনি আপনার অতীতের ভুলগুলোকে এড়িয়ে সঠিক পদ্ধতিতে ট্রেডিং করবেন এবং খুব ভাল প্রফিট করার মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন।