PDA

View Full Version : বাংলাদেশে ইলেকট্রিক কার



BDFOREX TRADER
2021-01-11, 07:34 PM
Porsche Taycan! বাংলাদেশের ভবিষ্যৎ ফেমাস ইলেকট্রিক কার হতে যাচ্ছে যে গাড়িযদিও ইলেট্রিক গাড়ি হিসেবে Tesla অনেক ভালো করেছে কিন্ত Taycan মার্কেটে আসার পর ব্যাপারটা অন্য লেভেলে চলে গেছে। লঞ্চ হওয়ার প্রথম বছরই ৩টা টাইকান দেশে চলে এসেছে এবং আরো আসবে। এর কারন টাইকানের অস্থির পার্ফমেন্স আর আর টেসলার মতো বোরিং ইন্টেরিয়র না হওয়া। আর পোর্শার ব্রান্ড ভ্যালু তো আছেই। সিসি হিসেবে এটা মাত্র 2000cc, বছরে AIT ৫০,০০০ টাকা মাত্র। দাম ও অন্যান্য সিমিলার পার্ফমেন্স গাড়ির তুলনায় অনেক এগ্রেসিভ, ২.৪ কোটি টাকা। সবকিছু মিলিয়ে Taycan দারুণ সাড়া ফেলেছে বাংলাদেশের ইলেকট্রিক কার মার্কেটে।
13376

DhakaFX
2021-01-25, 06:45 PM
প্রযুক্তির উৎকর্ষ সাধনের নতুন মাত্রা ইলেকট্রিক প্রাইভেটকার। পরিবেশ বান্ধব-খরচ কম থাকায় পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছে এটি। শীঘ্রই বাজারে আসছে বাংলাদেশে তৈরি ইলেকট্রিক কার! বাংলাদেশের গাড়ি শিল্পকে আরেকধাপ এগিয়ে নিতে এবার দেশেই তৈরি হতে যাচ্ছে ইলেকট্রিক কার। ইতিমধ্যে নিটল মটরস এবং তার পার্টনার হিসেবে দুইটি চাইনিজ কোম্পানি এবং একটি যুক্তরাষ্ট্রের কোম্পানির সমন্বয়ে, পাবনায় ১০ একর জায়গার উপর এই প্রজেক্টের কাজ শুরু হয়েছে।
http://forex-bangla.com/customavatars/1760368152.jpg

Tofazzal Mia
2021-01-27, 06:07 PM
13553
এতদিন Tesla একা মাঠে খেলে যাচ্ছিলো, বর্তমানে ইলেক্ট্রিক গাড়ি নিয়ে অনেক কোম্পানিই এসে গেছে মার্কেটে।আলরাইট মার্সিডিজ তাদের প্রথম ইলেক্ট্রিক গাড়ি নিয়ে এসেছে! ইনক্লুডিং AUDI, VW আর জাপান থেকে নেমেছে Nissan। মার্সিডিজ এটার নাম দিয়েছে Mercedes EQC; সাইজ আর প্ল্যাটফর্ম দেখে Tesla Model Y এর কম্পিটিটর লাগছে। বাই দা ওয়ে এটা এখন আর আগের মতো 5000cc হিসেব করা হবেনা। এখন BRTA ব্যাটারি কাপাসিটি দেখেই ট্যাক্স নেয় যেটা 2000সিসি ক্যাটাগরিতে পড়ছে। 0-100 kmh 5.1 সেকেন্ড, পুরা টানটাই আপনি ইনস্ট্যান্ট ফিল করতে পারবেন কারণ মোটর ফুল টর্ক দিবে। এছাড়া একবার চার্জ করলে রিয়েল লাইফে 400km এর মতো রেঞ্জ পাবেন। ফাস্ট চার্জিং ক্যাপাবিলিটি আছে যেটা দিয়ে 10%-80% চার্জ ৪০ মিনিটে হয়ে যাবে। তবে আমাদের দেশে 7/8 ঘণ্টা বা পুরা রাত চার্জে দিয়েই রাখতে হবে।
এটার আনতে গেলে দাম পড়তে পারে ১.৫০ কোটির মতো। হাইয়ার ট্রিমে গেলে দাম আরো বাড়বে। বাকি ট্যাক্স টোকেন, AIT সব দিবেন 2000cc গাড়ির মতোই।
তবে যারা ইমপোর্ট করার চিন্তা করছেন চার্জিং এর কথাটা মাস্ট মাথায় রাখবেন। প্রথমতো কোথাও গেলে চার্জে শেষ হয়ে গেলে প্রচুর টাইম নিবে নরমাল হোম চার্জার দিয়ে চার্জ নিতে। এটা শুধু এই গাড়ির জন্যই না, বর্তমানে সব ইলেকট্রিক গাড়ির জন্য একই অ্যালার্ট।