PDA

View Full Version : ২% মানি ম্যানেজমেন্ট নীতি মেনে চলুন



anwarForex
2015-08-04, 04:16 PM
অনেকেই ২% মানি ম্যানেজমেন্ট নীতি অনুসরন করেন। এ নীতিতে একজন ব্যবসায়ী তার মূলধনের ২% এর বেশী একটি ট্রেডে ক্ষতি দেন না। ।অর্থাৎ কোন ব্যাক্তির মূলথন যদি ১০০০ ডলার হয় তবে ১০০০এর ২%=২০ ডলার এর বেশী তিনি একটি ট্রেডে ক্ষতি দেবেন না।তাই তিনি স্টপ লস এমন জায়গায় সেট করবেন যেন ২০ ডলারের বেশী লস না হয়। নতুন ট্রেডারদের জন্য ১% নীতি অনুসরন করা উত্তম।

hmnayem
2015-08-04, 04:37 PM
ফরেক্স এ ২% নীতি হল একটি মানি ম্যানেজমেন্ট নিতী । এই নিতী ব্যবহার করে ট্রেড করলে ট্রেডিং এ লস খুব সামান্য হয় । কারণ একজন ট্রেডার স্টপ লস এমন ভাবে ব্যবহার করে থাকেন যে কোন ভাবেই তার লস তিনি তার মুল ব্যালেন্স এর ২% এর বেশি লস গ্রহণ করবেন না । আমাদের সবারই এই নীতি মেনে চলা উচিত ।

shihab
2015-08-04, 11:29 PM
নতুন ত্রেদার যে ভুলতি করে থাকে তা হল তারা তাদের একাউন্ত খুব তারাতারি দাবল করতে চায়, অনেক নতুনদের ক্ষেত্রে দেখা জায় যে তারা অনেক সময় এক্ষেত্রে সফলও হয় কিন্তু তারা তাদের এই সফলতা বেসিদিন ধরে রাখতে পারে না এবং এর মুল কারন হল তারা তাদের প্রতিটি ত্রেদ এ অতিরিক্ত ঝুকি নিচ্ছে, তাই তাদের একাউন্ত ও তারাতারি জিরো হয়ে যাচ্ছে। তাই তাদের উচিত তাদের মানি মেনেজমেন্ত অনুশরন করে ত্রেদ করা।

rakib22
2015-08-05, 02:43 PM
ফরেক্স মার্কেটে মানিমেনেজমেন্ট মানতে হবে ভাল করতে হলে ফরেক্স মার্কেটে মানিমেনেজমেন্ট ফল করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে উন্নতি করা যাবে তাই মানি মেনেজমেন্ট ২% মানলে ভাল হয় তাই মানিমেনেজমেন্ট মানলে সফল হতে ভাল হয়।

rafi1
2015-08-06, 12:28 AM
আমি এটার বেপারে খুব কম জানি । তবে উপরের লেখা গুল পরে মনে হচ্ছে এটা খুবই যুক্তি সম্মত এক্তা ট্রেডিং পলিছি। আমি এতা সম্পরকে আর জানতে চাই। কেও আমাকে জানালে খুশি হব। এভাবে ট্রেডিং করতে পারলে খুসি হব। দয়া করে জানান কেও।

samrat
2015-08-06, 08:37 PM
ফরেক্স এ ২% নীতি হল একটি মানি ম্যানেজমেন্ট নিতি। এই নিতী ব্যবহার করে ট্রেড করলে ট্রেডিং এ লস প্রাই খুব কোমই হয় । কারণ একজন ট্রেডার স্টপ লস এমন ভাবে ব্যবহার করে থাকেন যে কোন ভাবেই তার লস তিনি তার মুল ব্যালেন্স এর ২% এর বেশি লস গ্রহণ করবেন না । আমাদের সবারই এই নীতি মেনে চলা উচিত । কাননা নৈতিকতা মানুষের উন্নতম।

Zakariea
2015-08-06, 10:06 PM
মানিম্যানেজমেন্ট এর ক্ষেত্রে আমরা অনেকেই স্টপ লস ও টেক প্রফিট দিই ১:১(অনুপাত) অাবার কেউ কেউ দেয় আবার ৪:২। তবে মানিম্যানেজমেন্ট মেনে স্টপ লস ও টেক প্রফিট দেওয়ার একটা ইন্টারনেসনাল রুল আছে আর সেটা হলো ২:১। মানে আপনার টেকপ্রফিটের অর্ধেক দিন আপনার স্টপ লস।তবে আপনার প্রফিটেবল স্ট্রাটিজি নিয়মে আপনি স্টপ লস এবং টেক প্রফিট দিতে পারেন।সেই ক্ষত্রে কোনো সমস্যা নেই।

oviice
2015-08-06, 10:09 PM
ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট একটি বড় বিষয় । অনেকে মাইন ম্যানেজমেন্ট এর দিকে খেয়াল না রাখায় অনেক বড় লস খায় । ফরেক্স এ ২% নীতি হল একটি মানি ম্যানেজমেন্ট নিতি। এই নিতী ব্যবহার করে ট্রেড করলে ট্রেডিং এ লস প্রাই খুব কোমই হয় । কারণ একজন ট্রেডার স্টপ লস এমন ভাবে ব্যবহার করে থাকেন যে কোন ভাবেই তার লস তিনি তার মুল ব্যালেন্স এর ২% এর বেশি লস গ্রহণ করবেন না ।

md.israfil
2015-08-06, 10:53 PM
আমার মতে ফরেক্স ট্রেডের মাঝে মানি ম্যানেজমেন্ট পদ্দতি হচ্ছে, প্রতি ১০০ ডলারে এক সেন্ট (0.01) অর্থাৎ ১% মানি ম্যানেজমেন্ট করা উচিৎ, তাহলে কিছুতেই ফরেক্স এর মাঝে লস হতে পারেনা, বা লস হওয়ার সম্ভাবনা খুবই কম, এর উপরে আমার জানা মতে আর কোন মানি ম্যানেজমেন্ট হতে পারেনা, এ ছাড়াও বিভিন্ন ট্রেডার বিভিন্ন ধরণের মানি ম্যানেজমেন্ট দিতে পারে।

mamun93
2015-08-07, 02:29 AM
আমি ও আপনার সাথে একমত কারন কোন ট্রেডে লসের ক্ষেত্রে মানিম্যানেজমেন্ট-এর হার হওয়া উচিত খুবই অল্প কারন এতে করে যেমন বড় ধরনের লসের মুখ থেকে বাচা যায় পাশাপাশি লসের পরিমানও হয় খুবই সমান্য পরিমান যা অ্যাকাউন্ট ব্যালেন্স ও ফ্রি মার্জিনের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে না।

roni11
2015-08-08, 01:17 PM
ফরেক্স মার্কেটে মানিমেনেজমেন্ট যে কি গুরুত্ব পূর্ণ বিষয় সবাই জানে জারা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে মানিমেনেজমেন্ট ছাড়া ফরেক্স মার্কেটে তিকে থাকা যায় না তাই অবশ্যি ফরেক্স ট্রেড করতে গেলে ২% মানিমেনেজমেন্ট মানতে হবে হবে যদি ফরেক্স মার্কেটে তিকে থাকতে চাই।

maziz6989
2016-01-14, 03:04 PM
আসলে আমি আজ পর্যন্ত কখনও শুনি নি যে ২% বা এত % মানি ম্যানেজমেন্ট নীতি। সাধারণ ভাবে এর মানে দাড়াবে আপনি আপনার একাউন্টের ২% ব্যালান্স এর উপর মানি ম্যানেজমেন্ট করবেন বাকিটা যা তা করে বেড়াবেন।
আসলে মানি ম্যানেজমেন্ট এর একটা ফর্মলা হল ২% রিক্স টেকিং । অর্থাৎ কোন ট্রেডে আপনি আপনার ব্যালান্সের ২% এর অধিক রিক্স নেবেন না। এটাই আপনি বোঝাতে চাইছেন। এটাকে বলতে পারতেন ২% রিক্স ম্যানেজমেন্ট নীতি। যাই হোক ভাল লাগল আপনার থ্রেড পড়ে।

basaki
2016-01-14, 05:29 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ভাল ট্রেডারে যে জিনিষটা জানা দরকার সেটা হচ্ছে আপনার মানি মেনেজমেন্ট। মানি মেনেজমেন্ট যদি আপনি ভাল করে করতে পারেন তবে আপনার একাউন্টে ভাল প্রফিট করতে হবে। ২% মানি মেনেজমেন্ট করতে পারলে অনেক ভাল করা যাবে।

sharifulbaf
2016-01-16, 10:26 PM
ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে হলে আমাদের মানি ম্যানেজমেন্ট নিতি অনুসরন করে ট্রেডিং করতে হবে তাহলে ফরেক্স মার্কেট এ ট্রেডিং করলে অনেক প্রফিট করা যাবে তাই আমাদের ফরেক্স মার্কেট এর এনালাইসিস করে ট্রেডিং করতে হবে প্রতি ট্রেডিং করতে স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে।

amiami
2016-01-17, 12:08 AM
মানি ম্যানেজমেন্ট মন একটা বিষয় যেটা আপনাকে ফরেক্স মার্কেটে টিকে থাকতে সাহাজ্য করবে। আপনি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড ওপেন করেই যান তবে একদিন না একদিন ধরা খাবেনই।

Realifat
2016-01-17, 07:21 AM
আমি মনে করি ২% মানি ম্যানেজমেন্ট নীতি ফরেক্স ট্রেডারদের জন্য অনেক কার্যকরি বিশেষ করে নতুদের জন্য এটা অনেক ভালো। আমরা যদি ২% মানি ম্যানেজমেন্ট নীতি অনুসরন করে ট্রেড করি তবে টিকে থাকার জন্য এটা খুবই সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এজন্য আমিও এটা অনুসরন করার চেষ্টা করবো।

Marufa
2016-02-08, 08:38 PM
আমি মনে করি একজন আদর্শ ট্রেডার যে মানিম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করতে চায় তার প্রতিটি ট্রেডে ২ ভাগ লাভের অথবা লসের কথা বিবেচনা করে ট্রেড করা উচিত । অতিরিক্ত রিস্ক নিয়ে ট্রেড করা উচিত নয় বলে আমি মনে করি । অতিরিক্ত রিস্ক নিয়ে ট্রেড করলে তার ফলাফল কখনওই ভাল হয় না ।

MotinFX
2016-02-08, 11:23 PM
ভাই আমার কাছে খুব খারাপ লাগছে মানি মেনেজম্যেন্ট সম্পর্কে পড়ার পর আমি ট্রেড করতাম মানি মেনেজম্যেন্ট ছাড়া তার ফলাফল জিরো হয়েছে। ফরেক্স মার্কেটে সব নিয়ম মেনে ট্রেড করতে হবে তাহলে আমাদের ফরেক্স থেকে সফলতা আশা কররা যায়। আমাদের মত নতুন ট্রেডার দের ১% রিস্কি নিয়ে ট্রেড করলে ভাল। তাহলে আমাদের লস হলে টেনশনে থাকা লাগবেনা।

Vision
2016-02-09, 12:07 PM
মানি ম্যানেজমেন্ট ফরেক্স্ মার্কেটের জণ্য সবসময় অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় । কারণ মানিম্যানেজমেন্ট বিষয়টাকে যদি আপনি ব্যাখ্যা করেন তবে দেখতে পাবেন যে এখানে বোঝানো হয়েছে যে আপনার বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবস্থাপনাই হল মানিম্যানেজমেন্ট । আর সঠিক ব্যবস্থাপনা করার জন্য আপনাকে কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে অর্থের সুষ্ট কাজে লাগাতে না পারলে লুজার হওয়ার সম্ভাবনা বেশি থাকে ।

md mehedi hasan
2016-02-09, 11:21 PM
ভাই আপনি অত্যন্ত মূল্যবান বিষয় আমাদের সাথে শিয়ার করেছেন।যা আমাদের মত বেশিভাগ ট্রেডার এই মানিম্যানেজমেন্টের বিষয় টি বোঝেনা।আমি একটি ট্রেডের পিছনে আমার একাউন্টের ৩% রিক্স নিয়ে থাকি।অনেক ট্রেডার আছে যারা একটি ট্রেডের জন্য ১০% পর্জন্ত বা তারও বেশি রিক্স নিয়ে থাকে।ফলে অল্পদিনের মধ্যে একাউন্টট শূন্য করে ফেলে।

RUBEL MIAH
2016-02-11, 03:36 PM
আমাদের সকলকে এই নীতি অবশ্যই পারন করতে হবে যে , ফরেক্স ব্যবসা করে সফলতা অর্জন করে আমরা খুবই খুশি । কিন্তু তারপরও যদি কোন ব্যক্তি এই ব্যবসা করে মানি ম্যানেজমেন্ট করতে না পারে সে সফলকাম হতে পারবে না ।

syed_rana
2016-02-11, 03:56 PM
২% রিস্ক বলতে সাধারনত প্রতি ট্রেডে ২% রস্ক কেই বুঝায় । কিন্তু মূলত এই অর্থে আপনি এক একসাথে ০১ টি ট্রেডই ওপেন করছেন ।আপনি যদি ২% রিস্ক নিয়ে আলাদা ১০ ট ট্রেড ওপেন করেন,তাহলে আপনার টোটাল রিস্ক হয়ে যাবে ২০% , যেটা অনেক বেশি । আমি পছন্দ করি প্রতি ট্রেডে ১% রিস্ক নিয়ে সর্বোচ্চ ০৫ ট ট্রেড ওপেন করা, সেক্ষেত্রে টোটাল রিস্ক হয় ৫%

abdulguffer
2016-02-11, 04:54 PM
২% এর বেশী রিস্ক নেয়া ঠিক না এবং অবশ্যই নেয়া উচিত না। ২% রিস্ক নিলে আপনি ট্রেড করতে পারবেন ৫০ টি। অন্যদিকে ২০% রিস্ক নিলে আপনি ট্রেড করতে পারবেন মাত্র ৫ টি। যদি ২০% রিস্ক নেন তবে আপনার এই ৫ টি ট্রেড এ সফল হওয়ার সম্ভাবনা কতটুকু ? আর যদি ২% রিস্ক নেন তবে ৫০ টি ট্রেড এ সফল হওয়ার সম্ভাবনা কতটুকু। আবার যদি ১% রিস্ক নেন, তবে ১০০ টি ট্রেড এ সফল হওয়ার সম্ভাবনা কতটুকু ?

Moon
2016-06-07, 12:19 AM
মানিম্যানেজমেন্ট করার মাধ্যমে একজন ট্রেডার প্রকৃত পক্ষে তার নিজের বিনিয়োগকৃত মুলধনেরই সুরক্ষা করে থাকে । কেননা একজন ট্রেডার যদি মানিম্যানেজমেন্ট করে তবে সাথে সাথে আরো অনেক বিষয় সে বিবেচনায় নিয়ে কাজ করে । যার কারণে মানিম্যানেজমেন্ট এর সাথে একাউন্ট সুচারুরুপে পরিচালনারও একটা গভীর সম্পর্ক রয়েছে । তাই আমাদের উচিত হবে রিস্ক ও মানিম্যানেজমেন্ট নীতির বাস্তবায়ন করা ।

dwipFX
2016-06-07, 10:56 AM
ফরেক্স মার্কেটে দীর্ঘ মেয়াদে টিকে থাকতে হলে আমাদের কে মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে আমরা কাজ করতে পারব।আমি মনে করি ২% মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করলে ফরেক্স মার্কেটে তার কোন প্রভাব পড়বেনা তার লাভ এবং লস কম হবে সেই তার অভিজ্ঞাতা দিন দিন বাড়তে থাকবে।

amin rabby
2016-06-10, 01:42 AM
ফরেক্স ট্রেড করার জন্য যত কম রিস্ক নেওয়া যায় ততই ভালো। কারন রিস্ক কম নিয়ে লস হলে তা পরবর্তী ট্রেড করে রিকভার করা সম্ভব। যদি রিস্ক বেশি নিয়ে ট্রেড করা করা হয় সে ক্ষেত্রে লস রিকভার করা কষ্ট সাধ্য বেপার। নতুন ট্রেডারদের জন্য ১% রিস্ক নিয়েই ট্রেড করা ভালো। তবে রিস্কের পরিমাণ কখনো ৪% এর বেশি নেয়া ঠিক নয় বলে মনে করি।

Rahat015
2016-06-10, 03:27 AM
আমাদের সবার মানি মেনেজমেন্ট নীতি মেনে চলা উচিত।। যদি আমরা আমাদের একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রক্ষা করতে চায়। এখন ২% নীতি ফলো করা যায় প্রতি ট্রেড এর জন্য। এক্ষেত্রে মূল ব্যালেন্স এর ২% হারে প্রতিটা ট্রেড এ বিনিয়োগ করতে হবে।। যদি মূল ব্যালেন্স ১০০ ডলার হয় তাহলে ২ ডলার বিনিয়োগ করতে হবে।

MD ALAMIN ARIF
2016-06-11, 03:27 AM
অনেকেই ২% মানি ম্যানেজমেন্ট নীতি অনুসরন করেন। এ নীতিতে একজন ব্যবসায়ী তার মূলধনের ২% এর বেশী একটি ট্রেডে ক্ষতি দেন না। ।

HKProduction
2016-06-11, 02:19 PM
ফরেক্স মার্কেটে ট্রেডাররা যাতে লসের মুখোমুখি কম হন সে জন্য মানি ম্যানেজমেন্ট রুল রয়েছে। এই রুল মেনে একজন ট্রেডারের পক্ষে ট্রেড করা খুবই কঠিন। সে কারনে তারা প্রায়ই লস গুনে থাকেন। একজন নতুন ট্রেডারকে অবশ্যই এই রুল মেনে ট্রেড করতে ও শিখতে হবে।

foysalahmed
2016-06-11, 02:50 PM
মানি ম্যানেজমেন্ট মেনে না চললে আপনি যে কোন মুহর্তে আপনার মুল একাউন্ট ধসে যেতে পারে,কারন আপনি বিনিয়োগ করেছেন ১০ ডলার ইনকাম করতে চান ১৫ ডলার সেটা ত আর আলাদিনের চেরাগ না। অতএব ২% হারে আপনাকে ট্রেড করা উচিৎ।

Tazul Islam
2016-06-11, 02:59 PM
২% মানি ম্যানেজমেন্ট নীতি না মেনে গত কাল আমার একাউন্টের ৬০% শেষ হয়ে গেছে। স্টপ লস ছাড়াই ট্রেড ওপেন ছিল । রাত ১২ টায় জিবিপি উএসডি ১৬০ পিপস নামছে। আমার একাউন্ট প্রায় শেষ । এখন থেকে মানিম্যনেজমেন্ট নিতি মেনে চলতে হবে।

mithunsarkar
2016-10-28, 08:56 PM
নতুন ত্রেদার যে ভুলতি করে থাকে তা হল তারা তাদের একাউন্ত খুব তারাতারি দাবল করতে চায়, অনেক নতুনদের ক্ষেত্রে দেখা জায় যে তারা অনেক সময় এক্ষেত্রে সফলও হয় কিন্তু তারা তাদের এই সফলতা বেসিদিন ধরে রাখতে পারে না এবং এর মুল কারন হল তারা তাদের প্রতিটি ত্রেদ এ অতিরিক্ত ঝুকি নিচ্ছে, তাই তাদের একাউন্ত ও তারাতারি জিরো হয়ে যাচ্ছে। তাই তাদের উচিত তাদের মানি মেনেজমেন্ত অনুশরন করে ত্রেদ করা।

RUBEL MIAH
2016-11-06, 08:51 PM
আমাদের সকলেরই মানি ম্যানেজমেন্ট বেশী বেশী করে করব । যে ট্রেডার যত বেশী মানি ম্যানেজমেন্ট করবে সে তত বেশী লাভবান হতে পারবেন । আমরা সকল ট্রেডারই এই মানি ম্যানেজমেন্ট করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আপনারাও এই ব্যবসা ধৈর্য্যের সহিত এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।

Competitor
2016-12-10, 05:06 PM
মানিম্যানেজমেন্ট তথা অর্থ ব্যবস্থাপনা বিষয়টা অনেক বেশি গরুত্বপূর্ণ । কেননা আমরা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে পরিশ্রম ও সাধনা একসাথে চালিয়ে যেতে হবে । ফরেক্সে ট্রেডিং করে লাভবান হতে হলে অনেক বেশি পরিমাণে বিশ্লেষণী ক্ষমতা তথা নিজস্ব ট্রেডিং সিস্টেমের উন্নতির জন্য কাজ করতে হবে । ফরেক্সে যে যত বেশি পরিমাণে এনালাইসিস করতে পারবে সে তত বেশি সফলতা লাভ করতে পারবে ।

atiquefx
2016-12-10, 05:34 PM
ফরেক্সে সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করা উচিত । ২% মানি ম্যানেজমেন্ট নীতি খুব জনপ্রিয় ও কার্যকর । ২% নীতি হচ্ছে আমাদের মূলধনের ২% সমপরিমাণ মূলধনের ঝুঁকি নেবো আমরা । যেমন আমাদের মূলধন যদি ১০০০ ডলার হয় তবে ২% হরে আমাদের ঝুঁকি নিতে হবে ২০ ডলার । তাই আমরা আমাদের স্টপ লস এ ২০ ডলার এর বেশি দেব না । তার মানে আমাদের ট্রেড যদি বিপরিধে যায় তবে আমাদের মাত্র ২০ ডলার লস হবে । ২% মানি ম্যানেজমেন্ট পদ্ধতিতে আমরা আমাদের লসের পরিমান কমাতে পারি ও অনেক দিন ফরেক্স এ টিকে থাকতে পারি ।

Skfarid
2016-12-13, 01:58 PM
আমি মনে করি এটি ইনভেস্ট এর উপর নির্ভর করে আমি কত % রিস্ক নিব আমার ইনভেস্ট যদি বেশি হয় তাহলে ২% কেন ১০ % রিস্ক নিলেও সমস্যা নাই, এতে লসের চেয় লাবের সম্ভাবনা বেশি। আর যত কম রিস্ক তত লসের সম্ভাবনা বেশি। কারণ আপনি হয়ত ১০ বা ২০ পিপ পর স্টপ লস বসিয়েছেন, এই রকম মার্কেট উঠা নামা করা টা স্বাভিক। তহলে মার্কেট একটু ডাউন্ট করলেই আপনার লসের সম্ভাবনা খুব বেশি আর আপনি যদি রিস্ক বেশি নিয়ে ৫০ বা ১০০ পিপস পর স্টপ লস বসান তাহলে। মার্কেট একান্ত এক্সিডেন্ট না করলে হঠাত করে এত বেশি ডাউন্ট হয় না। তবে শর্ত ব্যালেন্স বেশি হওয়। আর ব্যালেন্স কম হলে আপনি. ৫% থেকে ১% রিস্ক নেন।

nbfx
2016-12-13, 02:41 PM
মানি ম্যানেজমেন্ট নীতি একেক জনের কাছে একেক রকম ঠিক আছে। তবে নতুনদের খুব কম রিস্ক নেয়া ভাল।আমার মতে মানি ম্যানেজমেন্টের এর দিকে নজর না দিয়ে লিভারেজের দিকে মন দিন। অর্থাৎ লিভারেজ না নিয়ে ট্রেড করুন একাউন্ট কখনো জিরো হবে না।

ONLINE IT
2016-12-13, 06:31 PM
আমার কাছে এই ২% মানি ম্যানেজমেন্ট নীতি টা অনেক ভাল লাগে। আমি চেষ্টা করি এই নীতির উপর ভিত্তি করে ট্রেড করতে। কারন- আর যাই কোন খুব বেশি লাভ না হলেও আমার লস কম হবে এবং আমার এ্যাকাউন্ট কখনোই জিরো হবে না। আসলে ফরেক্স আমার কাছে একটি পার্ট টাইম জব। এখান হতে যতটুকু আয় হবে তা হবে আমার বাড়তি আয়। সবারই উচিত কোন কোন মানি ম্যানেজমেন্ট নীতি মেনে চলা।

cool razu
2016-12-13, 07:06 PM
আমার মতে ফরেক্স এ ২% নীতি হল একটি মানি ম্যানেজমেন্ট নিতী । এই নিতী ব্যবহার করে ট্রেড করলে ট্রেডিং এ লস খুব সামান্য হয় । কারণ একজন ট্রেডার স্টপ লস এমন ভাবে ব্যবহার করে থাকেন যে কোন ভাবেই তার লস তিনি তার মুল ব্যালেন্স এর ২% এর বেশি লস গ্রহণ করবেন না । আমাদের সবারই এই নীতি মেনে চলা উচিৎ।

nazib72
2016-12-13, 07:33 PM
ফরেক্স ত্রেডার দের জন্য মানি ম্যানেজমেন্ট খুবি গুরুত্ত্বপূর্ন।অনেকেই মানি ম্যানেজমেন্ত করতে যেয়ে স্টপ লস টেক প্রফিট ব্যাবহার করে থাকে,এখানে ত্রেডার কোত ভাগ লাভ বা লস নিবেন তা নির্ধারিত করে দিতে পারেন।এখানে অনেক ট্রেডার ২ ভাগ লস নিতে প্রস্তুত থাক২ ভাগ লস হল ১০০ ডলারে ট্রেড দেয়া থাকলে আপনার ২ ডলার ক্ষতি হবার পর ট্রেড কেটে যাবে এবং আপনার আর লস হবে না ।

uzzal05
2016-12-14, 12:12 PM
আমি ও মানি মেনেজমেন্ট কে টিকে থাকার মুল চাবিকাঠি মনে করি ফরেক্স এ। আমি ও সাজেশন দেই ২-৫ % রিস্ক নিতে। তবে যত কম নেওয়া যাইয় ততি ভালো। আপনি ও যত কম পারুন তত রিস্ক কম নিয়ে ট্রেড করুন। এতে আমাদের একাউণট এর জন্য ভালো।

real razu
2017-01-29, 07:09 PM
আমরা জানি ফরেক্স এ ২% নীতি হল একটি মানি ম্যানেজমেন্ট নিতী । এই নিতী ব্যবহার করে ট্রেড করলে ট্রেডিং এ লস খুব সামান্য হয় । কারণ একজন ট্রেডার স্টপ লস এমন ভাবে ব্যবহার করে থাকেন যে কোন ভাবেই তার লস তিনি তার মুল ব্যালেন্স এর ২% এর বেশি লস গ্রহণ করবেন না । আমাদের সবারই এই নীতি মেনে চলা উচিৎ।

hasan019
2017-01-29, 07:18 PM
ভাই মুখে বলা সহজ কিন্তু আসলে আমরা জখন ট্রেড করি তখন আমাদের মাঝে যে কি হয় তা আমরা জারা ট্রেড করি তারাই জানি। ২% অনেক কম আমাদের যেখানে বেলেন্স কম সেখানে ২% আসলে খাটে না। জাই হোক আমি ২০% এর নিতি তে আস্তা রাখি। আমি মনে করি নিয়ম মেনে ট্রেড করলে ২০% কোন বেপার না।

Peace
2017-01-29, 08:15 PM
২% মানি ম্যানেজমেন্ট নীতি আমার অনেক ভাল লাগে। কেননা এ নীতির কারনে মার্জিনের উপর বড় ধরনের কোন প্রভাব পড়েনা। তাই ঝুঁকিও কম থাকে। বড় ধরনের কোন লসের সম্ভাবনা থাকেনা। এতে ভালই ফল পাওয়া যায়। মানি ম্যানেজমেন্ট ফরেক্সের একটি গুরুত্বপুর্ন অংশ। যা না করলেই নয়। ফরেক্স ট্রেডিং করতে হলে যে বিষয় গুলি খুব গুরুতকপুর্ন তার মধ্যে মানি ম্যানেজমেন্ট অন্যতম। এই গুরুত্বপুর্ন ইস্যুটি প্রত্যেককে খেয়াল রাখা উচিত। তাহলে সফল হওয়া সহজ হয়ে উঠে।

riponinsta
2017-02-13, 03:57 PM
আমার মতে ফরেক্স মার্কেট এ ২% মানি ম্যানেজমেন্ট অনেক ভাল কারন হল খুব সহজ এ আপনার অ্যাকাউন্ট ০ হবে না আবার ভাল লাভ ও করতে পারবেন বেশি রিস্ক নিলে যেমন আপনি বেশি লাভ করবেন তেমন আপনি বেশি লস করবেন আপনার অ্যাকাউন্ট ০ হয়ে জাইতে পারে আর আপনি যদি ২% মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন তা হলে আপনার ৫০ টা ট্রেড লস করার পর আপনার অ্যাকাউন্ট ০ হবে বেশির ভাল ফরেক্স ট্রেডার ২% মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করে

ucall
2017-02-13, 04:40 PM
আমার মতে ফরেক্স এ ২% নীতি হল একটি মানি ম্যানেজমেন্ট নিতী । এই নিতী ব্যবহার করে ট্রেড করলে ট্রেডিং এ লস খুব সামান্য হয় । কারণ একজন ট্রেডার স্টপ লস এমন ভাবে ব্যবহার করে থাকেন যে কোন ভাবেই তার লস তিনি তার মুল ব্যালেন্স এর ২% এর বেশি লস গ্রহণ করবেন না । আমাদের সবারই এই নীতি মেনে চলা উচিৎ।

lemon777
2017-02-13, 04:49 PM
আমি মনে করি ফরেক্স এ ২% নীতি হল একটি মানি ম্যানেজমেন্ট নিতী । এই নিতী ব্যবহার করে ট্রেড করলে ট্রেডিং এ লস খুব সামান্য হয় । কারণ একজন ট্রেডার স্টপ লস এমন ভাবে ব্যবহার করে থাকেন যে কোন ভাবেই তার লস তিনি তার মুল ব্যালেন্স এর ২% এর বেশি লস গ্রহণ করবেন না । আমাদের সবারই এই নীতি মেনে চলা উচিত ।

RUBEL MIAH
2017-02-19, 05:56 PM
আমরা যারা ফরেক্স ব্যবসা করি তারা যেন নীতি করে নেই যে আমরা মানি ম্যানেজমেন্ট করব । আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় মার্কেট এ্যানালাইসিস করে তারপর কাজ করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা মানি ম্যানেজমেন্ট বেশী বেশী করে করব তাহলেই অামরা আর লসে পড়ব না ।

Peace
2017-02-19, 10:18 PM
ফরেক্স ট্রেডিং সফল ভাবে করতে হলে প্রয়োজন সঠিক ভাবে মানি মযানেজমেন্ট করা। সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলে লসের স্মমুক্ষিন হতে হয়না। আমাদের উচিত মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা। আবেগকে প্রশ্রয় না দিয়ে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারলে প্রফিট করা খুনই সহজ।

siddiquecec
2017-02-20, 11:29 AM
বুঝলাম ভাই আমি এতো দিন যাবত ট্রেড করি কিন্তু কোন মানি ম্যানেজমেন্ট রুল এবং কোন প্রকার স্টপ লস বা স্টপ প্রফিট মেনে চলতাম আর তাই মনে হয় আমার এতো ক্ষতি হয়েছে। আমার মনে হয় আপনি একজন ভাল ট্রেডার। আপনাকে অনেক ধন্যবাদ বস....

Nur Alam
2017-03-06, 01:59 PM
মানি ম্যানেজমেন্ট ফরেক্সে একটি অনেক বড় বিষয়। ফরেক্সে অনেক ট্রেডার আছেন যারা মানি ম্যানেজমেন্ট এর দিকে খেয়াল রাখেন না। যার ফলে তারা অনেক বড় বড় লস খান। আমার মতে মানি ম্যনেজমেন্ট এর দিকে খেয়াল রেখে দক্ষতার সাথে ট্রেড করলে লস হবার সম্ভাবনা অনেক কম থাকে। সুতরাং বলা যায় যে, ফরেক্সে মানি ম্যানেজমেন্ট অনেক গুরুত্তপূর্ন বিষিয়। যার দিকে খেয়াল না রাখলে আপনি আনায়াশেই লস খাবেন।

Md Masud
2017-03-21, 06:59 PM
শতকরা ২% মানি ম্যানেজমেন্ট করার চেষ্টা করতে হবে । অামরা যদি এই নিয়ম মেনে চলি কখনোই লসে পড়ব না । অামরা ভালোভাবে মার্কেটে মানি ম্যানেজমেন্ট করব তাহলেই লাভবান হতে পারব । অামরা অনিয়ম করব না কোন সময়েই তাহলেই অামরা লসে পড়ে যাব ।

Mamun13
2017-03-21, 10:14 PM
একদম নতুন ট্রেডারদের জন্য 2/3 % মানি ম্যানেজমেন্ট ফলো করা উচিত৷আর এক্সপার্ট ট্রেডারগণ 10% পর্যন্ত রিস্ক নিয়ে ট্রেড করে থাকেন৷তাই দীর্ঘদিন 100% রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে সঠিক ভাবে মনি ম্যানেজমেন্ট আয়ত্ত্ব করে নিতে হবে৷মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্ত্বপূর্ণ বিষয়৷

BDFOREX TRADER
2020-07-07, 05:59 PM
চোখের সামনে একটা ৭০০০+ ডলারের একাউন্ট জিরো হয়ে যেতে দেখলাম। জিরো হবার কারন কি জানেন? মানি ম্যানেজমেন্ট না মানা। আপনি স্টপ লস দিবেন কি দিবেন না এটা একান্তই আপনার নিজের ব্যাপার। স্টপলস দিলেই যে প্রপার রিস্ক ম্যানেজ হবে আর না দিলে হবে না এমনটাও কিন্তু না। হাজারো ট্রেডিং সিস্টেম আছে যেগুলো স্টপলস ছাড়া। কিন্তু যদি আপনি প্রপার লট সাইজিং না করতে পারেন, অভারট্রেড করেন তাহলে কোনভাবেই একাউন্ট বাঁচিয়ে রাখতে পারবেন না। একটু আগে হোক আর পরে একাউন্ট জিরো হবেই হবে। যিনি এই বড় ফান্ডটি আজ জিরো করলো তিনি কিন্তু মোটেই নতুন ট্রেডার না। অনেক পুরাতন একজন ট্রেডার। আমরা কথাচ্ছলে অনেক সময় বলে থাকি আমি অমুক সাল থেকে আছি, অনেক কিছু দেখেছি। আচ্ছা সেই অনেক সাল থেকে দেখে দেখে কতটুকু গ্রহণ করতে পেরেছেন! আপনি ১৯৫৩ সাল থেকে আছেন বলেই যে আপনি অনেক ভালো ট্রেডার আর একজন গতবছর থেকে পরিশ্রম করছে বলে যে তার ভ্যালু দিতে চাই না এমনটা কি ঠিক? অনেক ৬-৭ মাস ট্রেড জানা ট্রেডারদের দেখেছি যাদের চিন্তা করার ক্ষমতা, সাইকোলজি অনেক ৫-৭ বছরের ট্রেডারের থেকেও উন্নত। এই সকল ভাইদের দেখে আশা জাগে, হয়তো সামনের দিনগুলোতে ভালো ভালো কিছু ট্রেডার এই দেশ থেকেও বের হবে। ট্রেডার ভাইটি একটু ভেঙ্গে পড়েছে। দেশের এই মুহুর্তে এই এমাউন্ট অনেক কিছু। এখন শান্তনা দেয়া ছাড়া আর কিছুই করতে পারলাম না।

Rokibul7
2020-07-11, 11:16 AM
কোন টেড এ sl ব্যাবহার না করার মানে হচ্ছে ঝুলে থাকা।আমরা অনেকেই sl ব্যাবহার করি না এর মানে আমরা টেড টি আদশ রুপে পরিচালনা করছি না।তাই ব্যালেন্স অনুশারে প্রতিটা টেডে আমরা ২% রিক্স নিবো এবং অবশ্যই sl/tpব্যাবহার করবো

Pavel66
2020-07-17, 10:56 PM
২% রিস্ক বলতে সাধারনত প্রতি ট্রেডে ২% রস্ক কেই বুঝায় । কিন্তু মূলত এই অর্থে আপনি এক একসাথে ০১ টি ট্রেডই ওপেন করছেন ।আপনি যদি ২% রিস্ক নিয়ে আলাদা ১০ ট ট্রেড ওপেন করেন,তাহলে আপনার টোটাল রিস্ক হয়ে যাবে ২০% , যেটা অনেক বেশি । আমি পছন্দ করি প্রতি ট্রেডে ১% রিস্ক নিয়ে সর্বোচ্চ ০৫ ট ট্রেড ওপেন করা, সেক্ষেত্রে টোটাল রিস্ক হয় ৫%।মানি ম্যানেজমেন্ট মেনে না চললে আপনি যে কোন মুহর্তে আপনার মুল একাউন্ট ধসে যেতে পারে,কারন আপনি বিনিয়োগ করেছেন ১০ ডলার ইনকাম করতে চান ১৫ ডলার সেটা ত আর আলাদিনের চেরাগ না। অতএব ২% হারে আপনাকে ট্রেড করা উচিৎ।

FREEDOM
2020-08-23, 12:28 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ভাল ট্রেডারে যে জিনিষটা জানা দরকার সেটা হচ্ছে আপনার মানি মেনেজমেন্ট। মানি মেনেজমেন্ট যদি আপনি ভাল করে করতে পারেন তবে আপনার একাউন্টে ভাল প্রফিট করতে হবে। ২% মানি মেনেজমেন্ট করতে পারলে অনেক ভাল করা যাবে।