PDA

View Full Version : বৈদ্যুতিক গাড়ি নির্মাণে চুক্তি করবে অ্যাপল-হ্যুন্দাই।



EmonFX
2021-01-12, 11:13 AM
13379

বৈদ্যুতিক গাড়ি নির্মাণের জন্য আগামী মার্চে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। রোববার (১০ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে কোরিয়ার স্থানীয় গণমাধ্যম কোরিয়া আইটি। সংবাদ মাধ্যমটি বলছে, এই দুই কোম্পানি ২০২৪ সাল নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি নির্মাণ কাজ শুরু করতে চায়। এজন্য আগামী বছরই বৈদ্যুতিক গাড়ির একটি বেটা ভার্সন রিলিজ দিতে প্রস্তুত তারা।
গত শুক্রবার হুন্দাইয়ের দেয়া বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, যৌথ উদ্যোগে গাড়ি নির্মাণের চুক্তি করতে তারা আগে থেকেই আলোচনা চালিয়ে আসছে।

হুন্দাইয়ের সঙ্গে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের যুক্ত হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত হওয়ার পরপরই শুক্রবারই হুন্দাইয়ের শেয়ারের দাম বেড়েছে ২০ শতাংশ। গত মাসে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক খবরে জানানো হয়েছিল, নিজস্ব প্রযুক্তিতে প্রস্তুত করা ব্যাটারি দিয়েই ২০২৪ সাল নাগাদ বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করতে চায় অ্যাপল।

বৈদ্যুতিক গাড়ির বাজারে তরতর করে বেড়ে ওঠা বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে পেছনে ফেলতে চায় অ্যাপল। শুধু তাই নয়, টয়োটা, ভক্সওয়াগন, ফোর্ড ও জেনারেল মোটরের বাজরও দখল করতে চায় প্রতিষ্ঠানটি।