PDA

View Full Version : বাংলাদেশের আর্থিক অঙ্গনে ২০২০ এ যে ঘটনা গুলো ঘটছে



FXBD
2021-01-12, 03:23 PM
বাংলাদেশের আর্থিক অঙ্গনে ২০২০ এ যে ঘটনা গুলো ঘটছে, তার সাথে ১০ বছর আগে, ২০০৯ সালের ঘটে যাওয়া ঘটনা গুলোর অদ্ভুত মিল আছে। ২০০৯ এর বিশ্ব আর্থিক মন্দার প্রেক্ষাপটে দেশের ব্যাংকিং সেক্টরে অলস অর্থের স্ফীতি ঘটে। অলস অর্থ এক বছরে ১৩৬% বৃদ্ধি পেয়ে , ৩৬ হাজার কোটি টাকায় পৌছায়। অলস টাকা জমে যাওয়ার পেছনেও কারণ ছিল, মন্দার কারণে আমদানি কমে যাওয়া এবং রেমিটেন্সের প্রবৃদ্ধি।বাংলাদ শেও ২০২০ এ মন্দার কারণে আমদানি কমে যাওয়াতে এবং রেমিটেন্স বৃদ্ধি পাওয়াতে, অতিরিক্ত তারল্যে তৈরি হয়েছে। এবং ব্যাংকিং সেক্টরে অলস টাকা বৃদ্ধি পেয়েছে। এবং অর্থ প্রবাহ বৃদ্ধির কারণে, টাকার অতিরিক্ত সাপ্লাইয়ের কারণে, ২০০৯ এর নভেম্বারে বন্ডের সুদের হার ও কল মানির হার ১% এর কাছাকাছি নেমে আসে। ২০০৯ এ সেইটা ছিল একটি বিস্ময়কর ঘটনা। ২০২০ এর নভেম্বারেও ঠিক একই ঘটনাটি ঘটেছে, বন্ডের সুদের হার ১% এর নীচে নেমে আসে যা অনেকের কাছেই অভাবনীয় ঘটনা মনে হয়েছে। কিন্তু, এই বার সেই ঘটনাটি অভাবনীয় মোটেও নয়, মাত্র ১০ বছর আগে একই ঘটনা ঘটেছে ২০০৯ এ বাংলাদেশ ব্যাংক রেপো রেট ৮.৫% থেকে ৪% এ নামিয়ে আনে। দুই ধাপে কমানোর প্রথম দফায় কমায়, মার্চে। তার ফলে অতিরিক্ত তারল্য আরো বৃদ্ধি পায়। ২০২০ এর এপ্রিলেও বাংলাদেশে ব্যাংক রেপো রেট কমিয়ে ৫.৫% এ নামিয়ে আনে। ২০০৯ এ এই অতিরিক্ত তারল্যে শেয়ার বাজারে ধাবিত হয়। যার ফলে, ২০১০ এর শেয়ার বাজারে একটা বুম ঘটে। এবং এই বুমের ফলে ৩০ লক্ষ বিনিয়োগকারির সর্বস্ব ধ্বংস হয়। ২০২০ এ ঠিক সেই ঘটনাই ঘটেছে। কোন ধরনের ফান্ডামেন্টাল পরিবর্তন ছাড়াই ১০% এর নীচে ঋণ প্রবাহ থাকা সত্ত্বেও শেয়ার বাজার হঠাৎ ফুলে ফেঁপে উঠেছে। ২০০৯ সালেও অর্থমন্ত্রী বলেছিল, আওয়ামী লিগ সরকারের উপরে আস্থার কারণে বাজারের এই মূল্য বৃদ্ধি পাচ্ছে। ২০২০ এও অর্থমন্ত্রী তাই বলেছেন, শেখ হাসিনার উপরে আস্থার কারণে শেয়ার বাজারে প্রান ফিরে এসেছে। আজকে দেখলাম। প্রথম আলো নিউজ করেছিল, দারুণ সপ্তাহ গেলো বিনিয়োগ কারিদের। ২০০৯ এ প্রথম আলো এই ধরনের অনেক নিউজ করেছিল। আমি এই মিল গুলো নিয়ে ভাবছি। ২০২০ এর সাথে, ২০০৯ এর বাবল তৈরির প্রেক্ষাপট তৈরির ঘটনা গুলোর কি অবিশ্বাস্য মিল। বিশ্ব আর্থিক মন্দা- আমদানি হ্রাস রেমিটেনস বৃদ্ধি- অতিরিক্ত তারল্য- কল মানি এবং বন্ডের রেট ১% এর কাছাকাছি- রেপো রেট কমানো- সেই অর্থ শেয়ারে ঢোকা এবং শেয়ারের ফটকাবাজি, অর্থমন্ত্রীর দাবী এর সবই শেখ হাসিনার মোজেজা- প্রায় একই সিরিয়ালে একই ভাবেই ঘটছে। আমার মাঝে মাঝে মনে হয়, গোল্ড ফিশের মেমোরিও বোধ হয় এই জাতির চেয়ে ভালো।আপনাদের সুবিধার জন্যে, ২০০৯ এর দুইটা চার্ট দিলাম। সোর্স আইএমএফের ২০১০ এর বাৎসরিক রিপোর্ট।
13382