PDA

View Full Version : ফরেক্স শিখতে টাকা লাগে কি



md mehedi hasan
2015-08-04, 08:23 PM
আমাদের দেশে অনেক লোক ফরেক্স শিখানোর জন্য ১০০০০-১৫০০০ টাকা নিয়ে থাকে।প্রকৃত পক্ষে আমার মনে হয় টাকা দিয়ে ফরেক্স শিক্ষা বোকামির মত।তাহলে আপনি বলতে পারেন কোথায় ফরেক্স শিখবো।ভাই ইন্টারনেট থেকে বা সার্চ দিলে ফরেক্স বিষয়ে অনেক কিছু জানতে পারবেন।এছাড়াও ফরেক্স বিষয়ে বিভিন্ন ফোরাম রয়েছে যেখানে আপনি সদস্য হয়ে ফরেক্স বিষয়ে বিস্তারিত সবকিছু জানতে পারবেন।:bravo:

hasanat
2015-08-04, 09:19 PM
আমি মনে করি আপনি যদি টাকা দিয়ে ফরেক্স শিখেন তাহলে আপনার আগ্রহ টা বেশি থাকবে । এটাই বাস্তব যেমন টা হয়েছে আমার । আমার খুব কাছের এক বড় ভাই এর কাছ থেকে ফরেক্স সিখতে যাই । সে টাকার কথা বলে আমিও রাজি হই । ভাই আপনি জেতা ভাল পারবেন সেটা আপনি কেন ফ্রি দিতে জাবেন । সেটাই থেকে আপনার প্রফিট নেয়া উচিত । তাই ফরেক্স মার্কেট আমি টার কাছ থেকে উতসাহিত হই ।অনেক সমসা ছিল কিন্তু খুব কম সময় দেয়া হয়েছে । যদি মেনে নিয়েছিল পরে টাকা দিলে চলবে । তাই আমি মনে করি টাকা দিয়ে ফরেক্স সেখা ভাল ।

sumonyahoo24
2015-08-04, 09:22 PM
ফরেক্স শিকতে টাকা লাগে না। ইন্টারনেট এ এমন অনাকে সাইট আসে যেখান থেকে ফরেক্স সিখা সম্ভব। আর যদি ইন্টারনেট খরচ টা যদি মনে করেন শিকতে খরচ হসচে তাইলে কিছু টাকা লাগে।

BDPEOPLE
2015-08-04, 10:00 PM
ফরেক্স শিখার জন্য অর্থের নই, শিখার আগ্রহ ও আকাঙ্খাই যথেষ্ট । তবে এটি সঠিক নিজে নিজে শিখতে যাওয়া আর কারও গাইড লাইন ফলো করে দ্রুত শিখা এই দুইটির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে । অন্যদিকে আপনি নিজেই চিন্তা করে দেখুন ক্লাস ১ থেকে মাস্টাস পযর্ন্ত বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ কত স্যারের কাছে টিউশান নেবার পরে আপনি ৳১০,০০০/- টাকার একটি জবের জন্য আপনি কত বার আবেদন জমা দেন ! তবে এইখানে দু:খের বিষয় হল আমরা বেশির ভাগ সময়ই যাদের কাছ থেকে অর্থের বিনিময়ে শিখতে যাই তারা নিজেরাই জানে না কিভাবে ফরেক্স থেকে অর্থ আয় করতে হয় ! আমাদের তারা কি জানাবে ? এই সমস্যাটি আমাদের ফরেক্স ক্যারিয়ারে থাকে বলেই আজ কেউ শিখতে চাই না সঠিক ভাবে কারণ সবাই শিখানোর জন্য নই আমাদের মাথায় কাঠাঁল ভাঙ্গতে বসে থাকে । এটিই সত্যি এখন ।

muhim123
2015-08-04, 10:31 PM
আমি মনে করি আপনি যদি টাকা দিয়ে ফরেক্স শিখেন তাহলে আপনার আগ্রহ টা বেশি থাকবে । তবে এটি সঠিক নিজে নিজে শিখতে যাওয়া আর কারও গাইড লাইন ফলো করে দ্রুত শিখা এই দুইটির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে । অন্যদিকে আপনি নিজেই চিন্তা করে দেখুন আমি মনে করি ইন্টারনেট এ এমন অনাকে সাইট আসে যেখান থেকে ফরেক্স সিখা সম্ভব।

maziz6989
2015-08-04, 10:32 PM
না, শিখতে টাকা লাগে না তবে যদি কেউ চায় তার টাকা একটু বেশি আছে তিনি খরচ করতে পারেন। যাই হোক যদি কেউ কোন ভাল ট্রেডারের কাছে সুযোগ পান তবে তার কাছে একটু সিস্টেম শিখে নিতে পারেন কেননা অন্ধের মত হাতড়িয়ে হাতড়িয়ে শেখার মত কষ্টের আর কিছু নেই। পারলে শিখুন তবে কাউকে কপি করে নয়। নিজের স্টাইল অকুণ্ণ রেখে।

pips
2015-08-04, 10:36 PM
আমার মনে হয় ফরেক্স শেখার জন্য কিছু টাকা খরচ করতে হয়। করণ বিনা খরচে কনো কাজে মন বসে না টাকা খরচ করলে সই কাজে মন বসে এবং তরা প্রতি আগ্র বাড়ে । তাই আমার মতে যে কোন কাজ বিনা খরচে করলে তার প্রতি আগ্রহী কমে এবং মন বসে না।এর ফলে সই কাজটি ভাল করে শেখা ও হয় না ।

rafi1
2015-08-06, 01:14 AM
আমার মতে টাকা দিয়ে ফরেক্স ট্রেডিং শেখার কোন দরকার নেই। শিখতে চাইলে নেটে একটু পড়াশোনা লরতে পারেন। নানা সাইট আছে, পি,ডি,এফ আছে আপ্নের জানার জন্য। আমাদের এই ফরেক্স ফরামও কম না। এখানে আপনি প্রস্ন করুন, জানতে পারবেন।

mamun93
2015-08-31, 12:14 AM
আসলে আমি মনে করি ফরেক্স ট্রেডিং শিখার জন্য আপনার ইচ্ছা শক্তিই যথেষ্ট আপনাকে ফরেক্স ট্রেডিং শিখতে হরে হাজার হাজার টাকা ব্যায় করতে হবে বিয়টা আসলে এমন নয় আর আমি মনে করি আপনি যদি ফরেক্স ট্রেডিং বাইরের কারর কাছে শিখতে চান বা আপনার যদি টাকা খরচ করে ফরেক্স ট্রেডিং শিখার অ্যাবেলিটি থাকে তা হলে আপনার উচিত হবে ভাল মানসম্পান্ন ফরেক্স ট্রেডিংয় সেন্টারের সরনাপন্য
হওয়া তা হরে আপনি ভাল ফরেক্স ট্রেডিং কেৌশল শিখতে পারবেন।

Shimul mia
2015-08-31, 12:25 AM
ফরেক্স এমন আক্টা ট্রেড জেটা যে কাও দেখলে পারবে না। এটা শিখতে আমদের দেশে কিছু মানুষ আছে তারা ৫০০০- ৮০০০ হাজার টাকা নিএ থাকে ।আমি মনে করি। ফরেক্স টাকা দিএ শেখাই ভাল কারন টাকা দিএ যদি আমি শিখি তাহলে আমার আক্টা আজ্ঞ্রহ থাকবে।

AbuRaihan
2015-08-31, 12:47 AM
আসলে সবাইতো আর সব কিছু পারেনা । ফরেক্স হল একটা জটিল ব্যবসা । এখানে যে কেউ নতুন আসলে তার কাছে এই ব্যবসাটা অনেক বেশি কঠিন মনে হবে । সবকিছু নেটে সার্চ করে পাওয়া গেলেও সবকিছু বুঝা যায় না । তাই এ জন্য প্রয়োজন একজন দক্ষ ট্রেডারের সান্নিধ্য থেকে ফরেক্স শিখা । ফরেক্স ট্রেড যে কোন কেউ করতে পারবে এটা কোন ব্যাপার নয় । কিন্ত আসল ব্যাপার হল এনালাইসিস করে ফরেক্স এর প্রত্যকটা ট্রেড ওপেন করার এবং সেখান থেকে লাভ বের করে অানার কৌশল শুধুমাত্র দক্ষ ট্রেডাররাই বলতে পারেন ।

Nishat Tasnim
2015-09-17, 02:28 PM
ফরেক্স শিখতে টাকা লাগবে জদি আপনি কোন আউটসোর্সিং সংস্থা থেকে অথবা কোনো দক্ষ ট্রেডাররের কাছ থেকে হাতেনাতে ভালভাবে ফরেক্স শিখেন . আর যদি নিজে ইন্টারনেট থেকে এ বিষয়ে জেনে এবং বাংলা ফরেক্স ফোরামে যোগ দিয়ে ফরেক্স শিখেন তাহলে বিনা পয়সায় ফরেক্স শিখতে পারবেন

Ekram
2015-09-17, 03:07 PM
আমাদের দেশে অনেক লোক ফরেক্স শিখানোর জন্য ১০০০০-১৫০০০ টাকা নিয়ে থাকে।প্রকৃত পক্ষে আমার মনে হয় টাকা দিয়ে ফরেক্স শিক্ষা বোকামির মত।তাহলে আপনি বলতে পারেন কোথায় ফরেক্স শিখবো।ভাই ইন্টারনেট থেকে বা সার্চ দিলে ফরেক্স বিষয়ে অনেক কিছু জানতে পারবেন।এছাড়াও ফরেক্স বিষয়ে বিভিন্ন ফোরাম রয়েছে যেখানে আপনি সদস্য হয়ে ফরেক্স বিষয়ে বিস্তারিত সবকিছু জানতে পারবেন।:bravo:

ফরেক্স বিষয়ে পরাশুনা অত্যাবশ্যক বলে আলি মনে করি। যদিও নেট সার্চ করে আপনি অনেক শিখতে পারেন। তারপর ও হাতে কলমে কিংবা কোন শিক্ষকের তত্ত্বাবধানে শিখতে পারলে অনেক ভাল হয়। তবে আমি মনে করি হাতে কলমে শিক্ষা এবং নেট থেকে শিখা দুইটা ই প্রয়োজন।

Breakout
2015-09-17, 03:14 PM
আমার মতে ,আপনি যদি টাকা দিয়ে ফরেক্স শিখেন তাহলে আপনার আগ্রহ টা বেশি থাকবে । তবে এটি সঠিকন নিজে শিখতে যাওয়া আর কারও গাইড লাইন ফেলা করে দ্রুত শিখা এই দুইটির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে । তাই আমার মতে যে কোন কাজ বিনা খরচে করলে তার প্রতি আগর্হী কমে এবং মন বসে না।এর ফলে সই কাজটি ভাল করে শেখা ও হয় না । এছাড়াও ফরেক্স বিষেয় বিভিন্ন ফোরাম রয়েছে যেখানে আপনি সদস্য হয়ে রফেক্স বিষয়ে বিস্তারিত সবকিছু জানতে পারবেন।

naim
2015-09-17, 04:29 PM
আমি একজন ছাএ। আমি ফরেক্সে নতুন জয়েন্ট করেছি। আমি ফরেক্স শেখার জন্য একটা কোচিং এ ভর্তি হয়েছি। এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছি বলে আমার আগ্রহটা বেশি ।যদি ফ্রিতে শিখতাম তাহলে আমার তেমন আগ্রহ হত না ।ফরেক্স এমন একটি ব্যবসা যেটা শেখার জন্য ধৈর্য ও সময় দেয়া উচিৎ নতুবা এটা শিখব শিখব বলে আর শেখা হয়না। তাই আমার মতে ফরেক্স ভাল ভাবে বোঝার জন্য কোন বড়ভাই অথবা কোচিং এ শিখলে ভাল হয়। তবে এর পাশাপাশি অনলাইনে ফরেক্স সম্পর্কে বিস্তারীত বর্ননা দেয়া আছে সেগুলো ভাল ভাবে পরতে হবে।

azizulhaque
2015-09-17, 04:47 PM
ফরেক্স হল একটা জটিল ব্যবসা । এখানে যে কেউ নতুন আসলে তার কাছে এই ব্যবসাটা অনেক বেশি কঠিন মনে হবে । সবকিছু নেটে সার্চ করে পাওয়া গেলেও সবকিছু বুঝা যায় না । তাই এ জন্য প্রয়োজন একজন দক্ষ ট্রেডারের সান্নিধ্য থেকে ফরেক্স শিখা । ফরেক্স ট্রেড যে কোন কেউ করতে পারবে এটা কোন ব্যাপার নয় । কিন্ত আসল ব্যাপার হল এনালাইসিস করে ফরেক্স এর প্রত্যকটা ট্রেড ওপেন করার এবং সেখান থেকে লাভ বের করে অানার কৌশল শুধুমাত্র দক্ষ ট্রেডাররাই বলতে পারেন ।

Ekram
2015-09-17, 04:54 PM
আমাদের দেশে অনেক লোক ফরেক্স শিখানোর জন্য ১০০০০-১৫০০০ টাকা নিয়ে থাকে।প্রকৃত পক্ষে আমার মনে হয় টাকা দিয়ে ফরেক্স শিক্ষা বোকামির মত।তাহলে আপনি বলতে পারেন কোথায় ফরেক্স শিখবো।ভাই ইন্টারনেট থেকে বা সার্চ দিলে ফরেক্স বিষয়ে অনেক কিছু জানতে পারবেন।এছাড়াও ফরেক্স বিষয়ে বিভিন্ন ফোরাম রয়েছে যেখানে আপনি সদস্য হয়ে ফরেক্স বিষয়ে বিস্তারিত সবকিছু জানতে পারবেন।:bravo:

অনেকে হয়তো তাকা নিয়ে ফরেক্স শিখাতে পারে আবার অনেকে হয়তো তাকা নাও নিতে পারে। ব্যপার টা আসলে পুরোপুরি ব্যক্তিগত। তবে আমি মনে করি যদি এমন কাউকে যদি পয়া যায় যিনি ফরেক্স খুব ভাল বুঝে আর অন্নকে শিখাতেও আগ্রহি এবং তিনি নিজেও ফরেক্স এ ট্রেড করে। তাহলে খুব ই ভাল হবে...

Ekram
2015-09-17, 05:00 PM
আমি একজন ছাএ। আমি ফরেক্সে নতুন জয়েন্ট করেছি। আমি ফরেক্স শেখার জন্য একটা কোচিং এ ভর্তি হয়েছি। এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছি বলে আমার আগ্রহটা বেশি ।যদি ফ্রিতে শিখতাম তাহলে আমার তেমন আগ্রহ হত না ।ফরেক্স এমন একটি ব্যবসা যেটা শেখার জন্য ধৈর্য ও সময় দেয়া উচিৎ নতুবা এটা শিখব শিখব বলে আর শেখা হয়না। তাই আমার মতে ফরেক্স ভাল ভাবে বোঝার জন্য কোন বড়ভাই অথবা কোচিং এ শিখলে ভাল হয়। তবে এর পাশাপাশি অনলাইনে ফরেক্স সম্পর্কে বিস্তারীত বর্ননা দেয়া আছে সেগুলো ভাল ভাবে পরতে হবে।
নিঃসন্দেহে এইটি এক টি ভাল উদ্যোগ বলে আমি মনে করি। ফরেক্স শখানর জন্য কোচিং করান হয় সত্যি অসাধারন এক টি ব্যপার। আমার মনে হয় টাকার বিনিময়ে কোন কিছু শেখা ভাল। তাহলে সেটার এক টা মূল্য থাকে। আর যদি বিনা পয়সায় কেহ শিখতে চায় তাহলে সেটার গুরুত্ত থাকেনা।

Ekram
2015-09-17, 05:05 PM
ফরেক্স শিখতে টাকা লাগবে জদি আপনি কোন আউটসোর্সিং সংস্থা থেকে অথবা কোনো দক্ষ ট্রেডাররের কাছ থেকে হাতেনাতে ভালভাবে ফরেক্স শিখেন . আর যদি নিজে ইন্টারনেট থেকে এ বিষয়ে জেনে এবং বাংলা ফরেক্স ফোরামে যোগ দিয়ে ফরেক্স শিখেন তাহলে বিনা পয়সায় ফরেক্স শিখতে পারবেন

বিনা পয়শায় শিখতে পারবে তবে অনেক দিন লেগে জেতে পারে। কারন ফোরাম যদিও অনেক সাহায্য করে ফরেক্স শিখার ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় হাতে কলমে শিখতে পারলে অনেক অনেক ভাল হবে। পাশাপাশি নেট ও আছে ফরেক্স শিখার ক্ষেত্রে সহায়ক ভুমিকা রাখার জন্য। মুত কথা সবকিছুর ই কক্ম বেশি সমন্নয় লাগবে।

Defender
2015-09-17, 05:06 PM
না বললে মিথ্য বলা হবে কারন এটাতে কাজ করতে হলে টাকা লাগে তবে এটা সরাসরি লাগেনা তবে লাগে এখন অনেক এর মনে প্রশ্ন জাগে তাহলে কিভাবে লগে । ফরেক্স একটি অন লাইন কাজ আর অন লাইণে থাকতে হলে mb কেনা লাগে তাই এটাতে টাকা লাগে আমি মনে করি তাছাড়া এটাতে টাকা লাগে না এটাতে বোনাস এর একটা লিকং আছে সেখানে কাজ করে আয় করা যায়।

azizulfx2
2015-09-17, 05:07 PM
ফরেক্স হল একটা জটিল ব্যবসা । এখানে যে কেউ নতুন আসলে তার কাছে এই ব্যবসাটা অনেক বেশি কঠিন মনে হবে । সবকিছু নেটে সার্চ করে পাওয়া গেলেও সবকিছু বুঝা যায় না । তাই এ জন্য প্রয়োজন একজন দক্ষ ট্রেডারের সান্নিধ্য থেকে ফরেক্স শিখা । ফরেক্স ট্রেড যে কোন কেউ করতে পারবে এটা কোন ব্যাপার নয় । কিন্ত আসল ব্যাপার হল এনালাইসিস করে ফরেক্স এর প্রত্যকটা ট্রেড ওপেন করার এবং সেখান থেকে লাভ বের করে অানার কৌশল শুধুমাত্র দক্ষ ট্রেডাররাই বলতে পারেন ।

shaown
2015-09-17, 05:07 PM
ইন্টারনেট এ এমন অনাকে সাইট আসে যেখান থেকে ফরেক্স সিখা সম্ভব। ফরেক্স শিখার জন্য অর্থের নই, শিখার আগ্রহ ও আকাঙ্খাই যথেষ্ট । ফরেক্স শিকতে টাকা লাগে না। আর যদি ইন্টারনেট খরচ টা যদি মনে করেন শিকতে খরচ হসচে তাইলে কিছু টাকা লাগে।

swadip chakma
2015-09-17, 05:11 PM
ফরেক্স টাকা দিয়ে শিখলে কোন লস নেই।একজন ছাত্র প্রাইভেট পড়ে টিচারের কাছে ভাল কিছু জানার জন্য বা ভাল কিছু করার জন্য ,পরীক্ষায় ভাল করার জন্য ,চাইলে কি সেই ছাত্র ঘরে বসে বই থেকে দেখে দেখে পড়তে পারবে না?নিশ্চয় পারবে তারপর ও ভাল ফলাফল করার জন্য শিক্ষকদের কাছে ছাত্ররা ছুটে যায়।একন কথা হচ্ছে ফরেক্স যদি অনলাইন থেকে শিখলে ভাল কিছু করা যাবে না,আর হাতেনাতে টাকা দিয়ে শিখলে ভাল কিছু করতে পারবে বা ভাল কিছু জানবে।

BD ONLINE
2015-09-17, 05:55 PM
ফরেক্স শিখতে কোন টাকা লাগে না। লাগে শুধু জানার আকাঙ্খা আর আগ্রহ। যদি আপনি কারো কাছ থেকে ফরেক্স বিষয়ে ট্রেনিং নেন, তাহলে সেই ট্রেনিং দাতা বা প্রতিষ্ঠান শুধু আপনাকে ফরেক্স এর বিষয় বস্তু বুঝিয়ে দিবে। কিন্তু তারা আপনাকে ফরেক্স শিখিয়ে দিবে না। ফরেক্স আপনাকেই শিখতে হবে। ফরেক্স শিখতে হলে আপনাকে বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে। আর যখন নতুন কোন আইডিয়া কিংবা কোন বিষয় আপনার জানার ইচ্ছা জাগবে তখন সেই বিষয়ে আপনাকে নেট এ সার্চ দিতে হবে। নেটে আপনি অনেক কিছুই পাবেন। কখনো আপনি যদি ফরেক্স শিখতে গিয়ে কোন বিষয় না বুঝতে পারেন, তাহলে আপনি ফরেক্স সম্পর্কে যে কোন ফোরামে যোগ দিয়ে আপনার না বুঝতে পারা বিষয় নিয়ে আলোচনা করুন।

sumonyahoo24
2015-09-20, 06:52 PM
সবকিছু নেটে পাওয়া গেলেও সবকিছু বুঝা যায় না । তাই এ জন্য প্রয়োজন একজন দক্ষ ট্রেডারের সান্নিধ্য থেকে ফরেক্স শিখা । ফরেক্স ট্রেড যে কোন কেউ করতে পারবে এটা কোন ব্যাপার নয় । কিন্ত আসল ব্যাপার হল এনালাইসিস করে ফরেক্স এর প্রত্যকটা ট্রেড ওপেন করা।তাই আমার মতে ফরেক্স ভাল ভাবে বোঝার জন্য কোন বড়ভাই অথবা কোচিং এ শিখলে ভাল হয়। তবে এর পাশাপাশি অনলাইনে ফরেক্স সম্পর্কে বিস্তারীত বর্ননা দেয়া আছে সেগুলো ভাল ভাবে পরতে হবে।

TselimRezaa
2015-09-20, 07:44 PM
ফরেক্স শিখতে টাকা লাগে না। যারা টাকা দিয়ে ফরেক্স শেখায় তারা সামান্য কিছু শিখিয়েই অনেক টাকা নেয়। আর এটা এমন একটা জায়গা যেখানে অন্যের কাছ থেকে শেখার সুযোগ আছে খুব কম। যা শিখতে হবে নিজে নিজেই এনালাইসিস করেই শিখতে হবে। একারনে আমি বলবো টাকা দিয়ে ফরেক্স শেখা টা হলো বোকামি। এ বোকামি থেকে দূরে থাকা উচিত।

MotinFX
2015-09-20, 07:49 PM
আমি মনে করি টাকা দিয়ে ফরেক্স শিখলে আগ্রহটা বেশি হবে। নিজে শিখা আর কারো গাইড লাইনে শিখা অনেক পার্থক্য রয়েছে। অাপনি কারো মাধ্যমে শিখলে খুব সহজে আপনার আয়ত্বে আসবে। আনলাইন থেকে শিখা যায়।

sopon
2015-09-20, 08:31 PM
ফরেক্স শিখতে টাকা লাগে কারন ফরেক্স সম্পরকে একটি কোর্স করা লাগে আর জারা এই কোর্স করায় তারা কোর্স ফি নিয়ে থাকে এই ফরেক্স করতে টাকা লাগে আর কেউ কন কিছু সঝেখাতে গেলে টাকা ছাড়া কন কাজ শিখায় না তাও ফরেক্স শিখতে গেলে টাকা লাগে ।

sabbir32
2015-09-20, 08:38 PM
আপনি টাকা দিয়ে ফরেক্স শিখবেন কিন্তু কতদিন,টাকা দিয়ে হয়তো শুধু ফরেক্স এর প্রাখমিক ধারনা নেওয়া সম্ভব হতে পারে,কিন্তু ফরেক্স ভালোভাবে শিখতে অনেক সময় নিতে হবে । দুই একদিনে ফরেক্স শিখা সম্ভব নয়, ফরেক্স ট্রেডিং এ ভাল করতে হলে অনেক সাধনা করা লাগবে এই সাধনা নিজে করতে হবে ।

Imran2
2015-09-22, 03:35 PM
আপনি যদি টাকা দিয়ে ফরেক্স শিখেন তাহলে নিশ্চয়ই আপনার আগ্রহটা বেশি থাকবে আমি মনে করি । তবে এটি ঠিক যে নিজে নিজে শিখতে যাওয়া আর কারও গাইড লাইন ফলো করে দ্রুত শিখা এই দুইটির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে । আবার আপনি চাইলে ইন্টারনেটে সার্চ দিয়েও অনেক কিছু শিখতে পারেন ।পাশা পাশি আপনার পরিচিত এমন কেউ (ফরেক্স সম্বন্ধে দক্ষ ) থাকলে তার কাছ থেকেঅ শিখতে পারেন ।

imran3
2015-09-22, 03:51 PM
ফরেক্স শেখার জন্য অবশ্যই আপনাকে কিছু টাকা খরচ করতে হবে । কেননা আপনি কোন কিছুতে ইনভেস না করলে সেই কাজে মন বসবে না আপনি যদি টাকা খরচা করেন তাহলে আপনার সেই কাজে মন বসবে এবং সেই বিষয়ের প্রতি আগ্রহ বারবে । তাই আমার মতে যে কোন কাজে বিনা খরচে করলে তার প্রতি আগ্রহী কমে এবং মন বসে না।এর ফলে সেই কাজটি ভাল করে শেখা ও হয় না ।তাই আমি মনে করি আপনি যদি ফরেক্স সিখার পিছনে অল্প কিছু পরিমান টাকা খরচা করেন তাহলে তা আপনার জন্য ভাল হবে বলে আমি মনে করি ।

FxAhsan
2015-09-22, 07:20 PM
ফরেক্স শেখাতে অনেকই টাকা নিয়ে থাকেন তবে আমার মতে এইভাবে শিখে আপনার তেমন কোন লাভ হবে না,এছাড়া যে আপনাকে শেখাবে সে যদি এতই এক্সপার্ট হয়ে থাকে তাহলে ১০ হাজার টাকার জন্য এত মুল্যবান সময় সে নষ্ট করবে না।তাই নিজে নিজে শেখার চেষ্টা করুন।

Rakhisarker
2015-09-22, 07:33 PM
যদি নিজে নিজে চেস্তা করা হয় তাহলে কন কাজ শিক্তে তাকা লাজে না।
আর যদি অন্নের কাছ থাকে সেখা হয় তাহলে ত অব্বপ্সহই তাকা লাজবে।

fxover
2015-09-22, 08:01 PM
না ভাই ফরেক্স শিখতে হলে আপনার ইন্টারনেট বিল ছাড়া আর কিছুই লাগবে । আর ফরেক্স শিখার জন্য আপনার কোন প্রশিক্ষন কেন্দ্রে যাবার দরকার নাই । আপনি গুগলে সার্চ দেন আপনি সেখান থেকে আপনার পছন্দমত সাইট থেকে ফরেক্স এর বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন । তাছাড়া আপনি ইউটিউবে ফরেক্স বিষয়ক টিউটোরিয়াল পাবেন আপনি সেখান থেকেও ফরেক্স শিখতে পারেন । আর আমি এভাবেই ফরেক্স শিখেছি । তাহলে আপনি টাকা ছাড়াই ফরেক্স শিখতে পারছেন ।

Biplob
2015-09-22, 08:14 PM
আমার মতে ফরেক্স শিকার জন্য কোন টাকার প্রয়োজন নেই। ফরেক্স মার্কেট সম্নদে বাসিক দারনার জন্য অনেক প্রতিঠান আছে।যে গুলোতে কোন টাকা লাগে না।

mohi
2015-09-22, 08:53 PM
ফরেক্স শিখার জন্য টাকা দিয়ে শিখলে, ভালভাবে শেখা যায়। তবে অধিক টাকা দিয়ে শিখে তিন থেকে পাঁচ হাজার মধ্যে শিখতে পারলে ভাল। বিশেষ করে কঠিন বিষয়গুলি।

swadip chakma
2015-09-22, 11:00 PM
আসলে ফরেক্স বলতে না যে কোন কাজ শিখতে গেলে টাকা লাগে কেন না বত্তমানে টাকার কোন বিকল্প নেই।যেকানে টাকা আছে সে কানে সব আছে,তাই আমি বলব ফরেক্স শিখতে গেলে অবসস্যাই টাকা লাগবে ,যদি খুব ঘনিষ্ট বন্দু বা আন্তীয় হয় তাহলে টাকা ছাড়া হয়তো শিখা সম্ভব হবে না হলে এত সুন্দর ব্যবসা কেউ বিনা বিনিময়ে শিখাবে বলে আমার মনে হয় না।

swadip chakma
2015-09-22, 11:12 PM
আমি যতটুকু জানি ফরেক্স একটি মধেল ব্যবসা যা চাইলে একটা মানুষ খুব কম পরিশ্রমে নিজের মেধাকে কাজে লাগিয়ে সুন্দর আয়ে পৌছাইতে পারে যা অন্য কোন ব্যবসা বা চাকরি।তাই এত সুন্দর ব্যবসা টাকা দিয়ে শিখলেও তো আমার মতে কোন লস আছে বলে আমার মনে হয় না।তাই আমি মনে করি ফরেক্স টাকা দিয়ে শিখা ভাল।

FxAhsan
2015-10-13, 06:12 PM
ফরেক্স শেখার জন্য টাকা পয়সার কোন দরকার নাই,কারন ফরেক্স শেখার জন্য অনেক ফোরাম হয়েছে,অনেক ভিডিও টিউটোরিয়াল সাপ্লাই দেয়া ওয়েবসাইট আছে যেখান থেকে ফ্রি আপনি শিখতে পারবেন।

Diction Barua
2015-10-18, 01:21 AM
ফরেক্স যেহেতু অনলাইন মাধ্যমে করা যায় এমন একটি ব্যবসা তাই করো যদি ফরেক্স সর্ম্পকে আগ্রহ থাকে তবে সে ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন সাইট এবং ফোরাম থেকে শিখতে পারবে।আমিও নিজেও অনলাইনের মাধ্যমে ফরেক্স শিখছি। এর জন্য টাকা দিয়ে শেখার প্রয়োজনীয়তা আমি দেখি না।

M M RABIUL ISLAM
2015-10-20, 05:56 PM
আমার মতে যে কোন কাজ বিনা খরচে করলে তার প্রতি আগ্রহী কমে এবং মন বসে না।এর ফলে সেই কাজটি ভাল করে শেখা ও হয় না । যাই হোক যদি কেউ কোন ভাল ট্রেডারের কাছে সুযোগ পান তবে তার কাছে একটু সিস্টেম শিখে নিতে পারেন কেননা অন্ধের মত হাতড়িয়ে হাতড়িয়ে শেখার মত কষ্টের আর কিছু নেই। পারলে শিখুন তবে কাউকে কপি করে নয়।

basaki
2016-01-21, 06:37 PM
না ফরেক্স শিখতে কোন টাকা পয়সা লাগে না। তবে আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান সেই কেত্রে আপনাকে টাকা ইনভেস্ট করে আপনাকে ফরেক্স ব্যবসা করতে হবে। আর আপনি যদি ডেমো একাউন্ট করে প্রেক্টিস করতে চান তাহলে আপনাকে কোন প্রকার টাকা পয়সা লাগবে না।

Sahed
2016-01-21, 07:01 PM
আপনি যদি ফরেক্স ভালভাবে শিখতে চান তাহলে আমার মতে কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষা নেওয়া উচিত । তাছাড়া অনলাইনে ফরেক্স মার্কেট সম্পর্কিত অনেক তথ্য এবং ভিডিও পাওয়া যায় যা দিয়ে আপনি ইচ্ছে করলে ফরেক্স শিখতে পারেন । আপনাকে যদি হেল্প করার মত কেউ থাকে তাহলে ফরেক্স শেখার জন্য অনলাইনই যতেষ্ট অন্যতায় আপনি টাকা খরচ করে শিখতে পারেন ।

Selim BU
2016-01-21, 08:21 PM
মোটেও না। ফরেক্স শিখতে কোনোই টাকা লাগে না। আপনি যদি ফরেক্স শেখার জন্য টাকা ব্যয় করেন তবে সেটা হবে আপনার বোকামী। ফরেক্স শিখানোর জন্য যদি কেউ টাকা নেয় তবে সেটা উচিত নয়। আপনি অনলাইন ঘেটেই ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

Md Akter Hossain
2016-01-21, 10:44 PM
ফরেক্স শিখতে টাকা লাগে কি না সেটা নির্ভর করে আপনি কোথায় থেকে শিখতে চাচ্ছেন তার উপর । আপনি যদি বিভিন্ন ফোরামে ঘুরাঘুরি করেন তাহলে ফরেক্স শিখতে পারেন । তাছাড়া গুগুলেও আপনি ফরেক্স শিখতে পারেন । তবে কোনো পাতিস্ঠানিক ভাবে যদি শিখতে চান তাহলে আপনাকে টাকা খরচ করতে হবে ।

real80
2016-01-21, 11:59 PM
ফরেক্স বিজনেস এ বলা যায় সফল হতে হলে দরকার প্রচুর অভিজ্ঞতা।ফরেক্স বিজনেস এর নিয়ম কানুন কেউ চাইলে দুই ভাবে শিখতে পারে। ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন সাইট আছে যেখানে ফরেক্স নিয়ে অনেক প্রশ্নের উত্তর পাওয়া জায়।আর একটি উপায় হল সিনিয়র কোন অভিজ্ঞ ট্রেডার ভাই এর কাছ থেকে শেখা।এইখেত্রে টাকা লাগতে পারে।

RUBEL MIAH
2016-01-22, 09:47 AM
ফরেক্স শিখতে টাকা লাগে না । শুধু লাগে অভিজ্ঞতা এবং দক্ষতা । যে ট্রেডারগণ এই ব্যবসা করার জন্য অনেক দক্ষতাবান হয়ে ট্রেড করে সে অবশ্যই সফলকাম হবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর করব তাহলে অবশ্যই উন্নতি করা যাবে ।

mim191
2016-01-22, 09:50 AM
আপনি যদি টাকা দিয়ে ফরেক্স শিখেন তাহলে আপনার আগ্রহ টা বেশি থাকবে । এটাই বাস্তব যেমন টা হয়েছে আমার । আমার খুব কাছের এক বড় ভাই এর কাছ থেকে ফরেক্স সিখতে যাই । সে টাকার কথা বলে আমিও রাজি হই । ভাই আপনি জেতা ভাল পারবেন সেটা আপনি কেন ফ্রি দিতে জাবেন । সেটাই থেকে আপনার প্রফিট নেয়া উচিত । তাই ফরেক্স মার্কেট আমি টার কাছ থেকে উৎসাহিত হই ।

Mdalam
2016-01-22, 11:09 AM
ফরেক্স শিখতে সবার টাকা লাগেনা। ফরেক্স ইন্টারনেটের অনেক সাইট থেকে শিখা যাই। যদি আপনি মনে করেন আপনার খরচ হচ্ছে তাহলে শুধু নেটের খরচ মনে করতে হবে।

mmlm
2016-01-22, 11:14 AM
ফ*রেক্স শিখ*তে কত টাকা লা*গে যে বলা যায় যে যদি কার কা*ছে ফ*রেক্স শি*খে তাহ*লে সে যে টাকা নায় সে প*রিমান টাকা লা*গে আর য*দি ব*লেন যে ফ*রেক্স ব্যবসা কর*তেকত টাকা ল*া*গে তাহ*লে বলব যার যত সামর্থ তাই নি*য়ে কাজ কর*তে শুরু ক*রে পরবর্তী*তে বে*শি টাকা নি*য়ে কাজ করাই ভা*লো।

sharifulbaf
2016-01-22, 03:42 PM
ফরেক্স ট্রেডিং শিখতে টাকা লাগেনা,যদি কেউ ফরেক্স ট্রেডিং শিখতে চায় তাকে আমি।বলব যে ফরেক্স শিক্ষার ফরেক্স ইবুক ডাউনলোড করে নিয়ে,তারপরে ফরেক্স শিখার ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড করে নিয়ে যদি তাদেখে,ফরেক্স ট্রেডিং করার জন্য ডেমো একাউন্ট করে তার পরে ফরেক্স শিখা যায়।

oviice
2016-01-22, 05:32 PM
ফরেক্স হল একটা জটিল ব্যবসা । এখানে যে কেউ নতুন আসলে তার কাছে এই ব্যবসাটা অনেক বেশি কঠিন মনে হবে । সবকিছু নেটে সার্চ করে পাওয়া গেলেও সবকিছু বুঝা যায় না । তাই এ জন্য প্রয়োজন একজন দক্ষ ট্রেডারের সান্নিধ্য থেকে ফরেক্স শিখা । ফরেক্স ট্রেড যে কোন কেউ করতে পারবে এটা কোন ব্যাপার নয় । কিন্ত আসল ব্যাপার হল এনালাইসিস করে ফরেক্স এর প্রত্যকটা ট্রেড ওপেন করার এবং সেখান থেকে লাভ বের করে অানার কৌশল শুধুমাত্র দক্ষ ট্রেডাররাই বলতে পারেন ।

raju0000
2016-01-29, 03:13 PM
আসলে ফরেক্স শিকতে টাকা পয়সা তো লাগার কথা না, আমাদের দেশে এখন অনেক প্রথিস্থান রয়েহ্চে, যারা ফরেক্স শিখা দিয়ে থাকে, আমাদের দেশে ইনস্টা ফরেক্স এর বিডি ফরেক্স এর অফিস রয়েছে এখানে থেকেও আপনি চাইলে ফরেক্স এর জ্ঞান নিতে পারেন, ফরেক্স শিকতে পারেন. তবে টাকা ছাড়াই আপনি শ্দারণ ইউটুবে এর সহায়তায় ফরেক্স শিকতে পারেন.

Marufa
2016-02-20, 08:15 AM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং শেখার জন্য কোন টাকা খরচ করার প্রযোজন নেই বলে আমি মনে করি । কারন অনলাইনে হাজার হাজার রিসোর্সরয়েছে ফরেক্স ট্রেডিং শেখার মত । তাই আমি মনে করি আপনি যদি কোন প্রতিষ্ঠানে শিখতে চান টাকা দিয়ে তাহলে সেটি হবে বোকামি । অনলাইনে বিভিন্ন কোর্স মনোযোগ দিয়ে সম্পন্ন করতে থাকুন । তাহলেই যথেষ্ট হবে ।

Vision
2016-02-29, 12:53 AM
আসলে বর্তমানে বাংলাদেশে কোন ধরনের ফরেক্স নিয়ে বা ফরেক্স শিখার মত ভালো কোন প্রতিষ্টান নেই । তাই আমার মনে হয় টাকা দিয়ে ফরেক্স শিখার কোন মানে হয় না । কেননা ফরেক্স মার্কেটকে ঘিরে ইতিমধ্য গড়ে উঠেছে অসংখ্য প্রতারক চক্র । যারা ফরেক্সের অসংখ্য উজ্জল সম্ভাবনাকে কাজে লাগিয়ে সাধারণ ট্রেডারকে ধোকা ও প্রতারণার মাধ্যমে অনেক টাকা ইনকাম করছে । আসলে তারা ফরেক্স না শিখিয়ে শুধুমাত্র টাকাকেই প্রাধাণ্য দেয় । মাঝে একজন সাধারণ ট্রেডার হয়ে যায় ভুক্তভোগি ।

golam0000
2016-02-29, 03:02 AM
ফরেক্স শিকতে কোনো তক লাগেনা.তবে আপনি যদি নিজে কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা নিতে চান তবে প্রতিষ্ঠান আপনার কাছ থেকে শিক্খানোর জন্য টাকা নিতে পারে.কিন্তু ফরেক্স এ ডেমো ট্রেড এর বেবস্থা রয়েছে যার মাধ্যমে ত্রাদের রা বিনে পয়সায় ফরেক্স শিকতে পারে.বরং এইখানে ট্রেডিং করার জন্য ত্রাদের দের মুউল্ধন পর্যন্ত দেয়া হয়.

Fxaziz
2016-02-29, 03:37 PM
ভাই আমাদের ফরেক্স শিখানোর জন্য এখনো তেমন কোন প্রতিষ্ঠান নাই।তাই আপনি চাইলে আপনার পরিচিত কারো কাছ থেকে ফরেক্স শিখতে পারেন যারা ফরেক্স সম্পর্কে ধক্ষ।তারা তাদের মত করে আপনার থেকে টাকা নিবে।তা হতে পারে ১০০০০-১২০০০ হাজার।আমি যার কাছ থেকে ফরেক্স শিখেছি আমি টাকে ১০০০০ হাজার টাকা দিয়েছি।এছাড়া আপনি চাইলে ইন্টারনেট এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারেন।এতে আপনার কিছুটা কষ্ট হবে।তবে আমার মতে কারো কাছ থেকে ফরেক্স শিখা ভালো।

Sakar Sorkar
2016-03-03, 06:51 AM
না ফরেক্স শিখতে কোন প্রকার টাকার প্রয়োজন নেই
তব অধ্যাবসায়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি

Tazul Islam
2016-03-03, 10:53 AM
ফরেক্স শিখতে টাকা লাগেনা। আপনার পরিচিত কেউ না কেউ ফরেক্স ব্যবসা করে । আপনি তার কাছে প্রাথমিক কিছু ধারনা নিতে পারেন বাকি টা শিখবেন ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন ফোরামে পোস্ট পড়ে। পুজিআপনার ব্যবসা আপনার । অন্যর বুদ্দিতে আপনি ফকির হবেন না কি নিজের বুদ্ধিতে। যারা টাকার বিনিময়ে ফরেক্স শেখায় তারা কতটুকু সফল খোজ নিয়ে দেখেন। ফরেক্স শিখতে দরকার ইচ্ছাশক্তি ।

uzzal05
2016-03-03, 10:57 AM
ফরেক্স যদি আপনি টাকা দিয়ে শিখতে চান তাহলে অব্যশই টাকা লাগবে। কেউ আপনাকে ফরেক্স ফ্রি শেখাবে না। কারন যারা শিখেছে তারা অবশই টাকা এবং অনেক পরিশ্রম দিয়ে শিখেছে। আপনি ইন্টারনেট থেকেও শিখতে পারেন। যাতে কোন টাকা পয়সা লাগবে না। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে শিখবেন।

Sakar Sorkar
2016-03-03, 11:04 AM
ফরেক্স শিখতে কোন রকম টাকার প্রয়োজন হয় না। তবে দৃঢ় মনোবল প্রয়োজন।
অনেকে অধ্যাবসায়ের অভাবে এখান থেকে ছিটকে পড়ে।

md samsulhuq786
2016-03-03, 11:44 AM
আমি বলবো আপনি যদি টাকা দিয়ে ফরেক্স শিখেন তাহলে আপনার আগ্রহ টা বেশি থাকবে । তবে এটি সঠিক নিজে নিজে শিখতে যাওয়া আর কারও গাইড লাইন ফলো করে দ্রুত শিখা এই দুইটির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে । অন্যদিকে আপনি নিজেই চিন্তা করে দেখুন আমি মনে করি ইন্টারনেট এ এমন অনাকে সাইট আসে যেখান থেকে ফরেক্স শেখা সম্ভব।

monorom
2016-03-03, 12:09 PM
ফরেক্স ট্রেডিং ইচ্ছা করলে আপনি নিজে নিজেই শিখতে পারেন । এই জন্য আপনাকে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে । এছাড়া আপনি যদি ফরেক্স সম্পর্কে একদম কিছুই জানেন না তাহলে আপনি কোন ভালো ফরেক্স ট্রেনিং সেন্টার থেকে শিখতে পারেন । এছাড়া আপনি ফোরাম পোস্টিং এর মাধ্যমে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারবেন । এবং ইন্টারনেট থেকে আপনি ফরেক্স ট্রেডিং এর বই ডাউনলোড করে তা ভালো ভাবে অনুশীলন করে ফরেক্স ট্রেডিং শিখতে পারেন ।

fatemaakhter
2016-03-03, 12:36 PM
আমার মনে করি ফরেক্স টাকা দিয়েই শেখা ভাল ।কেন না টাকা দিয়ে শিখলে আমরা অতি সহজেই ফরেক্স সম্পরকে ধারনা পাব ।তারপর নেটের মাধ্যমে বা ফরাম থেকেও আমরা ফরেক্স শিখতে পারি ।আমরা এত বড় একটা ব্যবসা শিখব তার জন্য কিছু টাকা খরচ করতে সমস্যা কি ।

imran987
2016-03-03, 02:42 PM
ফরেক্স শেখার জন্য অনেক প্রতিষ্ঠান অথবা অনেক লোক টাকা নিয়ে থাকে। কিন্তু আপনি নিজেই ফরেক্স শিখতে পারবেন। গুগল এ সার্চ দিলে অনেক সাইট পাবেন। সেখান থেকে ভালো ব্রোকার দেখে আপনি শুরু করতে পারেন। প্রথমে আপনাকে ডেমো প্রাকটিস করতে হবে। তাহলে ট্রাড করার আগে ভালো ভাবে শিখতে পারবেন।

sun101
2016-03-03, 05:44 PM
বাংলাদেশে আমার জানামতে কোন ভাল প্রতিষ্টান নেই , যে খানে অপনি ফরেক্স শিখতে পারেন ,,অপনি চইলে ইনন্টারনেট এর মাধ্যমে শিখতে পারেন , তবে সব কিছু অপনি ইনন্টারনেট এ দেখে আপনি বুজবেন না তাই , আপনার কোন পরিচিত লোক থাকলে আপনি তার কাছ থেকে শিখতে পািরেন যার ফরেক্স সর্ম্পেকে ধারনা আছে , সে তার মত করে টাকা নিবে , হতে পারে 7000-9000 হাজার, কিন্তু অমি জার কাছ থেকে শিখেছি সে আমার কাছ থেকে 6000 হাজার টাকা নিছে , তাই ফরেক্স শিখাতে এক এক জন এক এক রকম টাকা নেই !

abdulguffer
2016-03-03, 08:33 PM
টাকা ছাড়া পানিও কেনা যায় না । আর টাকা ছাড়া ফরেক্স কে শিখাবে? কোনো প্রতিষ্ঠান এ ফরেক্স শিখতে চাইলে আপনার পকেট থেকে 10000/15000 টাকা খরচ করতে হবে । তবে যদি টাকা খরচ করতে না চান তাহলে অনলাইন থেকে বাংলা ফরেক্স শিক্ষার বই ডাউনলোড করে নিতে পারেন । ফরেক্স এর এডুকেশন সাইট থেকে বিস্তারিত জানতে ও শিখতে পারবেন।

hkabirshas
2016-03-03, 10:09 PM
ফরেক্স শিখতে তেমন কোন টাকা না হলেও চলবে। তবে এর জন্য ইন্টারনেট ব্যবহার করা জানতে হবে এবং নিজের প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে। তবে ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রতি মাসে সামান্য কিছু টাকা ব্যয় করতে হবে। ইন্টারনেটেই ফরেক্স জন্য অনেক তথ্য জমা আছে যা ডাউনলোড করে ফরেক্স শিখা যায়। এছাড়া কেউ যদি সিনিয়র কারো কাছ থেকে ফরেক্স শিখে সেক্ষেত্রে কিছু টাকা দিতে হতে পারে আবার নাও হতে পারে।

basaki
2016-05-29, 03:15 PM
আপনি যদি কোন প্রাতিষ্ঠানিক কোন কেন্দ্রে যান আর আপনি যদি ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেডদ করতে হয় তা শিখতে চান তাহলে আপনাকে টাকা দিয়েই ফরেক্স ট্রেড শিখতে হবে বলে আমি মনে করি আর যদি আপনি ইন্টারনেটে পড়াশুনা করে ট্রেড করতে পারেন তবে আপনি ভাল জ্ঞান লাভ করতে পারেবন।

Mrs.SaoudiaIslam111989
2016-05-29, 03:33 PM
ফরেক্স ট্রেডিং শিখতে কোন টাকা পয়সা লাগে না আপনার আগ্রহ,অধ্যাবসায়িগুন,ধৈয্য ইত্যাদি থাকলেই আপনি ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন। আর ফরেক্স ট্রেডিং বাস্তব অভিজ্ঞতার সাথে শেখার সব থেকে ভাল জায়গা হল ফরেক্সের ডেমো ট্রেডিং।

Md Sanuwar Hossain Hossai
2016-05-29, 04:05 PM
ফরেক্স সিখার জন্য বাংলা ফোরাম অনেক গুরুতপুরন।। ফরেক্স সিখতে হলে আপনার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা টাই সবচেয়ে বেশি গুরুত্ব পুরন।। ফরেক্স সিখতে আপনি অভিজ্ঞ কারু পরামর্শ নিতে পারেন।। ফরেক্স সিখার সবচেয়ে বড় উপায় হল ডেমো প্রাকটিস করা।। আর ৫,৬ মাস ডেমো প্রাকটিস করতে পারলে ফরেক্স স্টাডি এমনিতেই হয়ে যাবে।।।

DIPANKARSINGH1992
2016-05-29, 04:19 PM
না ফরেক্স ট্রেডিং শিখতে আপনার কোন টাকা প্রয়োজন হবে না বা কোন টাকা পয়সা লাগবে না আপনার ফরেক্স ট্রেডিং আগ্রহই যথেষ্ট বলে আমি মনে করি আপনাকে নিয়মিত ফরেক্সের ডেমো ট্রেডিংয়ে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে ট্রেডিংয়ে দক্ষ এবং অভিজ্ঞ করে নিতে পারলেই আপনি ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে এখান থেকে আয় করতে পারবেন।

Mamun13
2017-06-13, 04:06 PM
আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷ট্রেইনিং সেন্টারে তেমন কিছুই শেখায়না কারণ ট্রেইনার নিজেই ভালো জানে না বা সত্য-সঠিক বলতে চায়না,অনেকেই টাকার জন্য বসে থাকে৷৷ফরেক্স স্টাডির জন্য অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷ফরেক্সের ক খ গ শিখেছি বেশ কিছু দেশী বিদেশী ফোরাম থেকে৷তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷এখানে আমিও শিখছি ও আশা করছি নিয়মিত আমিও লিখবো যা অতীতে শিখেছি৷ইন্সটা ফরেক্সে লাইভ ট্রেডিং ভিডিং রয়েছে৷শেখার জন্য যথেষ্ঠ উপকারী টিওটোরিয়াল৷পাশাপাশি YouTube এ প্রচুর ভিডিও টিওটোরিয়াল আছে,সেগুলো স্টাডি করবেন৷

uzzal05
2017-06-13, 09:33 PM
ফরেক্স একা একা শিখতে টাকা লাগবে না। কিন্তু কার ও কাছে থেকে বার প্রতিষ্ঠান থেকে শীখলে অব্যশোইউ টাকা লাগবে। এবং টাকার পরিমান ও অনেক বেশি। অনেকেই ১৫০০০-২০০০০ টাকা কোর্স ফি নিয়ে থাকেন। আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি অনলাইন থেকে শিখতে পারেন।

Nur Alam
2017-06-13, 09:39 PM
একজন ট্রেডার হিসেবে আমি মনে করে ফরেক্স শেখার জন্য প্রথম অবস্থায় কিছু টাকা খরচ করা দরকার। কারন টাকা খরচ ছাড়া কোনো কাজে তেমন মন বসে না । তাছাড়া আপনি যদি ফরেক্স শিখতে খুবই আগ্রহি হয়ে থাকেন তাহলে আপনি ইউটিউবে কিছু ভাল মানের টিউটোরিয়াল দেখে সব কিছু শিখতে পারেন।

Shadhin
2017-06-13, 10:05 PM
আগ্রহের সাথে আপনি যদি ফরেক্স শিখতে চান তাহলে আমি মনে করে কোনো টাকা লাগবে না । আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখে শিখতে পারেন। তবে আমি মনে করি ফরতেক্স শেখার জন্য কিছু খরচ করার দরকার রয়েছে। কারন টাকা ছাড়া কোনো বিষয় শিখতে তেমন আগ্রহ থাকে না। আপনি যদি টাকা দিয়ে শেখেন তাহলে ফরেক্সে আপনি উন্নতি করতে পারবেন ।

Competitor
2017-06-14, 08:34 PM
ফরেক্স শিখতে টাকা লাগে কি না লাগে না সেটা নির্ভর করে যে শিখবে তার উপরেই । কেননা ফরেক্স শিখানোর জন্য অনেক অভিজ্ঞ ট্রেডার কোর্স করিয়ে থাকে । আবার অনেক সময় দেখা যায় যে অনেক ফেইক ব্যাক্তি ফরেক্স এর নাম দিয়ে সাধারণকে ধোকা দিয়ে লোভ দেখিয়ে তাদের ঠকাচ্চে এবং সর্বপোরী ফরেক্স সম্পর্কে একটা খারাপ মেসেজ দিচ্ছে । তাই আমাদের উচিত হবে নিজেরা সার্চ করে শিখা ।

uzzal05
2017-06-15, 01:37 AM
ফরেক্স শিখতে টাকা লাগে। আপনি যদি কার ও কাছে কোর্স করেন তাহলে অব্যশোই টাকা লাগবে। আর যদি আপনি ইন্টারেন্ট থেকে শিখেন তাহলে আপনার শুধু নেট খরচ হলেই চলবে। ফরেক্স মার্কেট এ আপনি একা একা করতে অনেক সময় লাগবে। তাই কোর্স করা উচিত।

Md_MhorroM
2018-11-18, 02:02 AM
অনেকেই বলে থাকেন ফরেক্স হল একটা জটিল ব্যবসা । এখানে যে কেউ নতুন আসলে তার কাছে এই ব্যবসাটা অনেক বেশি কঠিন মনে হবে । সবকিছু নেটে সার্চ করে পাওয়া গেলেও সবকিছু বুঝা যায় না । তাই এ জন্য প্রয়োজন একজন দক্ষ ট্রেডারের সান্নিধ্য থেকে ফরেক্স শিখা । ফরেক্স ট্রেড যে কোন কেউ করতে পারবে এটা কোন ব্যাপার নয় । কিন্ত আসল ব্যাপার হল এনালাইসিস করে ফরেক্স এর প্রত্যকটা ট্রেড ওপেন করার এবং সেখান থেকে লাভ বের করে অানার কৌশল শুধুমাত্র দক্ষ ট্রেডাররাই বলতে পারেন ।

sr ritu
2018-11-18, 04:48 PM
এখানে যে কেউ নতুন আসলে তার কাছে এই ব্যবসাটা অনেক বেশি কঠিন মনে হবে । সবকিছু নেটে সার্চ করে পাওয়া গেলেও সবকিছু বুঝা যায় না । তাই এ জন্য প্রয়োজন একজন দক্ষ ট্রেডারের সান্নিধ্য থেকে ফরেক্স শিখা । ফরেক্স ট্রেড যে কোন কেউ করতে পারবে এটা কোন ব্যাপার নয় । কিন্ত আসল ব্যাপার হল এনালাইসিস করে ফরেক্স এর প্রত্যকটা ট্রেড ওপেন করার এবং সেখান থেকে লাভ বের করে অানার কৌশল শুধুমাত্র দক্ষ ট্রেডাররাই বলতে পারেন ।

Mahidul84
2018-11-18, 05:09 PM
ফরেক্স শিখতে টাকা লাগে না বরং এখানে টিকে থাকাটাই সবচেয়ে কঠিন ব্যাপার। কারণ ফরেক্স অত্যন্ত একটি ঝটিল ব্যবসা, বিশেষ করে এই মার্কেটের অবস্থান সম্পর্কে বুঝাটা একজন ট্রেডারের কাছে প্রথম অবস্থায় অনেক কঠিন হয়ে দাড়ায়। আর যারা এই মার্কেটের টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল কৌশলগুলোকে ধৈর্য্য সহকারে লোভবিহীন শিখতে পারে তাহল সে ভবিষ্যতে অবশ্যই টাকা ছাড়া জ্ঞান অর্জন করতে পারবে। এছাড়াও আপনি ফ্রিতে ইউটিউব, বিভিন্ন ধরনের ফরেক্স ওয়েব সাইটের মাধ্যমে এই মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন।

TanjirKhandokar1994
2019-01-29, 07:25 PM
আমি যতোদূর জানি যে ফরেক্স একা একা শিখতে কোন টাকা লাগবে না।তবে এতে অনেক সময় প্রয়োজন এবং সেই সাথে ধৈর্য্য। আর যদি অন্য কার ও কাছে থেকে বা কোন প্রতিষ্ঠান থেকে শিখতে অবশ্যই টাকা লাগবে। আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি অনলাইন থেকে শিখতে পারেন।

fxzero
2019-01-29, 07:38 PM
ফরেক্স হল আর্ন্তজাতিক শেয়ার বাজার ।আর এক কথায় বলতে গেলে ফরেক্স শেখার জন্য মূলত কোন টাকা লাগে না । তবে আপনি যদি কোথাও ফরেক্স ট্রেনিং সেন্টার থেকে শিখতে চান তবে ট্রেনিং সেন্টার ট্রেনিং এর জন্য আব্যশই টাকা নিতে পারে আর অনলাইন বেজে শেখার জন্য কোন টাকার প্রয়োজন হয় না। আপনি ফরেক্স বাংলা ফরোম এই ওয়েভ সাইট ফরেক্স সর্ম্পকে অনেক কিছু শিখতে পারবেন ।এছাড়া https://www.bdforexschool.com/ বা https://www.fxbangladesh.com/ এই সকল ওয়েব সাইট থেকে শিখতে পারবেন ।তবে আপনাকে এ সকল শেখার পাশাপাশি ডেমো ট্রেডিং আবশ্যই করতে হবে।

edottc
2019-03-17, 04:12 PM
আমি মনে করি ফরেক্স শিখতে আপনার ইচ্ছাটা হল সবচেয়ে বড় বিষয় ।তবে যদি আপনার টাকা থকে তাহলে আপনি বাইরে থেকে শিখতে পারেন । বর্তমানে ফরেক্স শিখানোর জন্য অনেক ট্রেডিং সেন্টার খোলা হয়ছে ।

MdPiashHasan6080892
2019-03-17, 04:57 PM
ফরেক্স শিখতে যেটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হল ইচ্ছা শক্তি যেটা টাকার চেই বেশি কার্য়কর। অনেকে আছে যারা ফরেক্স সম্পর্কে টাকা দিয়ে ট্রেনিং করে থাকে। আপনি চাইলে ইন্টারনেট থেকে ফরেক্স সম্পর্কে শিখতে পারেন আর অনেক সাইড আসে যেখানে প্রোস্টের মাধ্যমে শেখা যায়। তবে সঠিক গাইডলাইন থাকলে আপনাকে অন্ধকারে সাতরাতে হবে না।
খুব তারা তারি ফরেক্স সম্পর্কে শিখতে পারবেন।তবে আপনার মূখ্য উউদ্দেশ্যে হল ফরেক্স সম্পর্কে শিক্ষা সেটা টাকা দিয়ে হক আর নিজের ইচ্ছে শক্তির মাধ্যমে কস্ট করেই হক।

fardin
2019-03-26, 12:15 PM
না বললে মিথ্য বলা হবে কারন এটাতে কাজ করতে হলে টাকা লাগে তবে এটা সরাসরি লাগেনা তবে লাগে এখন অনেক এর মনে প্রশ্ন জাগে তাহলে কিভাবে লগে । ফরেক্স একটি অন লাইন কাজ আর অন লাইণে থাকতে হলে mb কেনা লাগে তাই এটাতে টাকা লাগে আমি মনে করি তাছাড়া এটাতে টাকা লাগে না এটাতে বোনাস এর একটা লিকং আছে সেখানে কাজ করে আয় করা যায়।

NasirMollah739
2019-03-26, 12:21 PM
ফরেক্স ট্রেডিং শেখার জন্য আসলে টাকার প্রয়োজন নেই।কেউ যদি নিজ আগ্রহে বিভিন্ন ওয়েবসাইট বা যারা ফরেক্স ট্রেডিংয়ে অভিজ্ঞ তাদের সাথে আলোচনার মাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে ফরেক্স ট্রেডিং শিখতে পারেন।এর জন্য কোন নতুন ট্রেডার কে অবশ্যই কোন ইনস্টিটিউট এ গিয়ে কোন প্রকার ট্রেনিং নেওয়ার প্রয়োজন পড়ে না।আসলে যারা ভুলের মধ্যে থাকে তারা এই জাতীয় ধোঁকাবাজিতে পড়ে, নিজের টাকা পয়সা খরচ করে।

bdunity11
2019-03-26, 12:48 PM
ভাই এই টা তে টাকা লাগে আবার না গালার মতন তবে আমার মনে হই টাকা লাগে সুধু এমবি কিনতে যে টাকা খরজ হই টা তা ছাড়া টাকা লাগে না

edottc
2019-03-27, 08:47 AM
ফরেক্স শিখতে আপনি টাকা ব্যায় করতেও পারেন আবার নাও করতে পারেন এটা আপনার ইচ্ছার ওপর নির্ভর করে ।আপনি যদি আপনার কোন বড় ভাই বা বদ্ধু পারে আপনি তার থেকে শিখতে পারেন ।তবে ফরেক্স এ ট্রেড করতে হলে অবশ্যই টাকার প্রয়োজন হয় ।

bdunity
2019-03-27, 10:06 AM
আসলে আমার মতে শিক্ষাতো শিক্ষাই । শিক্ষার কোন শেষ নেই,আর যে শিক্ষাই হোক নিজ অভিজ্ঞতায় শিকতে চাইলেও আপনি শিখতে পারবেন । আর তা না হলে অভিজ্ঞ কারো কাছ থেকে শিকতে পারেন আর বিনিময়ে তাকে কিছু টাকা দিলে আপনার লস হবেনা বরং লাভই হবে । কারন, টাকা খরচ করে কোন কাজ শিকলে তার কদর থাকে আলাদা।

babubd
2019-04-04, 09:39 AM
ফরেক্স শিখতে বেশি যেটা দরকার তাহলো আপনার আগ্রহ । আপনি ফরেক্স শিখতে যদি আগ্রহ হন তাহলে অল্প সময়ে ফরেক্স শিখা সম্ভব । আমি মনে করি ফরেক্স শিখতে কোন টাকার প্রয়োজন হয় না ।এখন ইন্টারনেট থেকে ফরেক্স শিখাযায় ।তাছাড়া আপনার কোন পরিচিত আত্মীয় স্বজন থাকলে সেখান থেকে শিখতে পারেন ।

bdunity
2019-04-04, 11:07 AM
মানুষের জীবনে দুটি দিক খুব মূল্যবান একটি হলো সময় অপরটি অর্থ । আর এদুটিই বিষয় মানুষ খুব গুরুত্ব সহকারে মুল্যয়ন করে ।তাই টাকা দিয়ে কোন কিছু শিখলে তার মুল্যয়ন একটু বেশি থাকে। তাই ফরেক্স টাকা দিয়ে শিখলে এর মূল্যয়ন বেশি থাকবে। তবে আপনি টাকা খরচ ছাড়াও শিখতে পারেন ।সে জন্য আপনাকে বিভিন্ন এ্যাপ্স ফ্লোলো করতে হবে ।

uzzal05
2019-04-04, 05:16 PM
ফরেক্স ট্রেইনিং সবাই করাতে পারে। কিন্তু আসলে ফান্ডমামেন্টাল এর কারনে অনেক ট্রেডার লসে পড়ে যায়। টেকনিক্যাল ভাবে মার্কেট এ ট্রেড করা যায় কিন্তু ফান্ডামেন্টাল না বুঝার কারনে মার্কেট এ একটা ভয়ে থাকতে হয় কখন আমার ট্রেডটি লসে চলে যায়। এটার মূল কারন ফান্ডামেন্টাল না বঝার এই সমস্যাগুলো হয়ে থাকে।

SAGOR_HALDER944
2019-04-04, 07:58 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমি মনে করি ফরেক্স শিখতে কোন টাকার প্রয়োজন হয় না।একজন ট্রেডারের মনে যদি ফরেক্স শেখার একান্ত ইচ্ছা থাকে তাহলে সে নিজের চেষ্টায় ভালোভাবে পড়ে শিখতে পারবে।বর্তমানে সময় ইন্টারনেট এমন এক যুগান্তকারী সিস্টেম যেখানে ফরেক্স সম্পর্কে সার্চ দিলেই অনেক নিউজ পাওয়া যায়।যা থেকে ফরেক্স শেখা একদম সোজা।

RASELRANA562917
2019-04-04, 08:09 PM
ফরেক্স আমার মনে হয় টাকা দিয়ে না শিখে ইচ্ছা শক্তি দিয়ে শেখাই ভাল।ফরেক্স এ আপনি ইচ্ছা শক্তি টা আগে বাড়িয়ে নিলে আপনার ফরেক্স শিখতে সময় বেশি লাগবেনা।আপনি ইউটিউবে দেখে এবং ফোরাম এর পোস্ট দেখেও ফরেক্স শিখতে পারেন।এছাড়া অভিজ্ঞ ভাইদের কাছে সাহায্য নিতে পারেন।আপনি ইচ্ছা করলে আরো বেশি কিছু শিখতে চাইলে টাকা দিয়ে ফরেক্স শিখতে পারেন।টাকা দিয়ে যদি আপনি শিখেন হয়ত আগ্রহ টা বেশি থাকবে।আপনার ইচ্ছা শক্তিটাই বড় ফরেক্স শেখার জন্য।

Hridoy6763
2019-04-04, 09:37 PM
ফরেক্স শিক্ষার জন্য বিভিন্ন মাধ্যম আছে,আপনি ইচ্ছা করলে অনলাইন দিয়েও ফরেক্স শিক্ষতে পারবেন,তাছাড়া বর্তমান সমইয়ে বিভিন্ন ইন্সটিউট ফরেক্স শিক্ষা দিছে আপনি চাইলে ভর্তি হয়ে শিখতে পারেন,আমি অনলাইন এর মারধমে ফরেক্স অনুশীলন করে থাকি,আমি বিভিন্ন সাইট হতে বিভিন্ন টপিক কালেকশন করে ফরেক্স আয়ত্র করি।

SHARIFfx
2019-04-04, 11:31 PM
আমার মতে ফরেক্স টাকা দিয়ে শিখা উচিত। কারন ফ্রিতে কোন কিছুই ভালো নয়। তাই আপনাকে প্রথমেই ভালো মানের ট্রেড্রার অথবা দক্ষ ট্রেডার খুজে বের করে তার শাতে চুক্তি করে ফরেক্স শিখা প্রয়োজন। এতে করে তার মতো আপনিও ফরেক্সে ভালো ট্রেড্রার হয়ে উঠতে পারেন। আর এতে করে আপনেরা প্রতারণার শিকার হবেন না।

AMIRSHIKDER976
2019-04-05, 07:31 PM
ফরেক্স ট্রেড শেখার জন্য টাকার প্রয়োজন হয় না। তার পরও যদি কেউ ইচ্ছা করে তাহলে সে কনো জায়গা থেকে টাকা দিয়ে ফরক্স শিখতে পারে। কিন্তু আমার মনে হয় টাকা দিয়ে ফরেক্স শেখার দরকার হয় না। কারন এখন প্রয় সব কিছু অনলাইনে শেখা সম্বব। এছারা তথ্য সংগ্রহ করা ও প্রয়োজন অনুযায়ী সব পাওয়া যায়। মানুষ চাইলে যে কনো কিছু শিখতে পারে এজন্য টাকা লাগবে এমনটা নয়। ধন্যবাদ

DILIPDKS19571952
2019-04-05, 11:14 PM
ফরেক্স হলো একটি শেয়ার ব্যবসা আর এই ব্যবসা করতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন হয়। কিন্তু এই ব্যবসা শেখার জন্য আপনার কোন টাকা প্রয়োজন হবে না। সর্বপ্রথম আপনাকে
ফরেক্স শেখার জন্য ফরেক্স নিয়ে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনার পাশাপাশি আপনাকে ফরেক্স ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করতে হবে। আপনার ট্রেড এর উপর নির্ভর করবে আপনি রিয়েল মার্কেটে টাকা ইনভেস্ট করার যোগ্যতা অর্জন করতে পেরেছেন কিনা। যদি আপনার ডেমো অ্যাকাউন্টে ট্রেড গুলি সঠিক এবং প্রফিটেবল হয়। তখন আপনি স্বল্প পরিসরে ইনভেস্ট করতে পারেন এবং ইনভেষ্ট থেকে আপনি আপনার ফরেক্স এর ক্যারিয়ার করতে পারেন।

Apu191
2019-09-04, 10:28 PM
আমি মনে করি ফরেক্স হলো একটি শেয়ার ব্যবসা আর এই ব্যবসা করতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন হয়। কিন্তু এই ব্যবসা শেখার জন্য আপনার কোন টাকা প্রয়োজন হবে না। সর্বপ্রথম আপনাকে
ফরেক্স শেখার জন্য ফরেক্স নিয়ে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনার পাশাপাশি আপনাকে ফরেক্স ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করতে হবে। আপনার ট্রেড এর উপর নির্ভর করবে আপনি রিয়েল মার্কেটে টাকা ইনভেস্ট করার যোগ্যতা অর্জন করতে পেরেছেন কিনা। যদি আপনার ডেমো অ্যাকাউন্টে ট্রেড গুলি সঠিক এবং প্রফিটেবল হয়। তখন আপনি স্বল্প পরিসরে ইনভেস্ট করতে পারেন এবং ইনভেষ্ট থেকে আপনি আপনার ফরেক্স এর ক্যারিয়ার করতে পারেন।

Panna1989
2019-09-04, 10:30 PM
আসলে সবাইতো আর সব কিছু পারেনা । ফরেক্স হল একটা জটিল ব্যবসা । এখানে যে কেউ নতুন আসলে তার কাছে এই ব্যবসাটা অনেক বেশি কঠিন মনে হবে । সবকিছু নেটে সার্চ করে পাওয়া গেলেও সবকিছু বুঝা যায় না । তাই এ জন্য প্রয়োজন একজন দক্ষ ট্রেডারের সান্নিধ্য থেকে ফরেক্স শিখা । ফরেক্স ট্রেড যে কোন কেউ করতে পারবে এটা কোন ব্যাপার নয় । কিন্ত আসল ব্যাপার হল এনালাইসিস করে ফরেক্স এর প্রত্যকটা ট্রেড ওপেন করার এবং সেখান থেকে লাভ বের করে অানার কৌশল শুধুমাত্র দক্ষ ট্রেডাররাই বলতে পারেন ।

Mazharul777
2019-09-04, 10:36 PM
আসলে সবাইতো আর সব কিছু পারেনা । ফরেক্স হল একটা জটিল ব্যবসা । এখানে যে কেউ নতুন আসলে তার কাছে এই ব্যবসাটা অনেক বেশি কঠিন মনে হবে । সবকিছু নেটে সার্চ করে পাওয়া গেলেও সবকিছু বুঝা যায় না । তাই এ জন্য প্রয়োজন একজন দক্ষ ট্রেডারের সান্নিধ্য থেকে ফরেক্স শিখা । ফরেক্স ট্রেড যে কোন কেউ করতে পারবে এটা কোন ব্যাপার নয় । কিন্ত আসল ব্যাপার হল এনালাইসিস করে ফরেক্স এর প্রত্যকটা ট্রেড ওপেন করার এবং সেখান থেকে লাভ বের করে অানার কৌশল শুধুমাত্র দক্ষ ট্রেডাররাই বলতে পারেন ।

Rion
2019-09-16, 07:48 AM
ফরেক্স শেখার জন্য অবশ্যই আপনাকে কিছু টাকা খরচ করতে হবে । কেননা আপনি কোন কিছুতে ইনভেস না করলে সেই কাজে মন বসবে না আপনি যদি টাকা খরচা করেন তাহলে আপনার সেই কাজে মন বসবে এবং সেই বিষয়ের প্রতি আগ্রহ বারবে । তাই আমার মতে যে কোন কাজে বিনা খরচে করলে তার প্রতি আগ্রহী কমে এবং মন বসে না।এর ফলে সেই কাজটি ভাল করে শেখা ও হয় না ।তাই আমি মনে করি আপনি যদি ফরেক্স সিখার পিছনে অল্প কিছু পরিমান টাকা খরচা করলে ভাল হয়।

KGF
2019-09-16, 10:21 AM
আমার মনে হয় ফরেক্স শেখার জন্য কিছু টাকা খরচ করতে হয়। করণ বিনা খরচে কনো কাজে মন বসে না টাকা খরচ করলে সই কাজে মন বসে এবং তরা প্রতি আগ্র বাড়ে । তাই আমার মতে যে কোন কাজ বিনা খরচে করলে তার প্রতি আগ্রহী কমে এবং মন বসে না।এর ফলে সই কাজটি ভাল করে শেখা ও হয় না ।

Fxhuman
2019-09-16, 12:50 PM
ফরেক্সে টাকা দিয়ে ট্রেডিং শেখার কোন দরকার নেই। শিখতে চাইলে নেটে একটু পড়াশোনা লরতে পারেন। নানা সাইট আছে, পি,ডি,এফ আছে আপ্নের জানার জন্য। আমাদের এই ফরেক্স ফরামও কম না। এখানে আপনি প্রস্ন করুন, জানতে পারবেন।

reser
2019-09-16, 01:43 PM
বিনা পয়শায় শিখতে পারবে তবে অনেক দিন লেগে জেতে পারে। কারন ফোরাম যদিও অনেক সাহায্য করে ফরেক্স শিখার ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় হাতে কলমে শিখতে পারলে অনেক অনেক ভাল হবে। পাশাপাশি নেট ও আছে ফরেক্স শিখার ক্ষেত্রে সহায়ক ভুমিকা রাখার জন্য। মুত কথা সবকিছুর ই কক্ম বেশি সমন্নয় লাগবে।

souravkumarhazra6763
2019-09-16, 05:07 PM
ফরেক্স শিখতে এখন আর টাকা লাগেনা,আপনার যদি ইচ্ছা থাকে তাহলে বিনা ইনভেস্ট এ ফরেক্স শিখতে পারবেন,এখন অনলাইন এর বিভিন্ন সাইট ফ্রী তে ফরেক্স শিখাছে,আপনি সেই সকল জায়গা থেকে শিখতে পারবেন,তাছাড়া অনলাইন এ ফরেক্স বিষয়ে এখন অনেক বুক আছে,যা দিয়ে আপনি বিনা ইনভেস্ট এ ফরেক্স শিখতে পারবেন।

IFXmehedi
2019-09-16, 06:52 PM
না ভাই , বর্তমানে ইন্টারনেট এর যুগে আমার মনে হয় কোন কিছু শিখতেই টাকা লাগে না , তেমনি ফরেক্স টাকা ছাড়াই শেখা যায় । বর্তমানে আমাদের দেশে কিছু মানুষ প্রাতিষ্ঠানিক ভাবে ফরেক্স শেখায় , এটা তাদের বিজনেস । সেখানে গেলে আপনাকে অবশ্যই টাকা দিয়ে শিখতে হবে , কিন্তু কতটা যে শিখবেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে । কারন ফরেক্স কেউ কখনও টাইম ফিক্সড করে শেখাতে পারবে না । তাই আমার পরামর্শ ইন্টারনেট এ সার্চ করেন অনেক উপায় পাবেন , ঘরে বসে নিজে শেখার চেষ্টা করুন , শিখতে পারবেন ।

KANIZFATEMA1997
2019-09-16, 07:16 PM
বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়।ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙ্গে পড়বেন না,আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়।
বড় অর্জনের জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয়,তোমাকে বড় স্বপ্ন ওদেখতে হবে
ফরেক্স শিখার জন্য অর্থের নই, শিখার আগ্রহ ও আকাঙ্খাই যথেষ্ট । তবে এটি সঠিক নিজে নিজে শিখতে যাওয়া আর কারও গাইড লাইন ফলো করে দ্রুত শিখা এই দুইটির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে । অন্যদিকে আপনি নিজেই চিন্তা করে দেখুন ক্লাস ১ থেকে মাস্টাস পযর্ন্ত বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ কত স্যারের কাছে টিউশান নেবার পরে আপনি ৳১০,০০০/- টাকার একটি জবের জন্য আপনি কত বার আবেদন জমা দেন ! তবে এইখানে দু:খের বিষয় হল আমরা বেশির ভাগ সময়ই যাদের কাছ থেকে অর্থের বিনিময়ে শিখতে যাই তারা নিজেরাই জানে না কিভাবে ফরেক্স থেকে অর্থ আয় করতে হয় ! আমাদের তারা কি জানাবে ? এই সমস্যাটি আমাদের ফরেক্স ক্যারিয়ারে থাকে বলেই আজ কেউ শিখতে চাই না সঠিক ভাবে কারণ সবাই শিখানোর জন্য নই আমাদের মাথায় কাঠাঁল ভাঙ্গতে বসে থাকে । আর শেখার জন্য তো অনেক ভিডিও, পেইজ আরঅনলাইন ও রয়েছে। এখান থেকেও শেখা যায় যদি আপনার ইচ্ছা থাকে।আবার ফোরাম থেকেও শিখতে পারেন।গুগলসার্চ দিয়েও অনেককিছু জানতে পারেন।তবে সবকিছুর আগে আপনার ইচ্ছা শক্তির প্রয়োজন। এটা থাকলেই সবকিছু করতে পারবেন

DJSUMON777
2019-09-16, 11:54 PM
আসলে ফরেক্স শিখার জন্য টাকার দরকার হয় না আপনাকে শেখার আগ্রহ এবং ইচ্ছা থাকতে হবে। ফরেক্স মার্কেটে যত কোশ্চেন আনসার সবকিছুই ফোরাম থেকে পাওয়া যায় আর এখানে আপনি আপনার সব প্রশ্নের অ্যানসার পেয়ে যাবেন আশা করি। এছাড়াও আরো অনেক সাইটে রয়েছে ইউটিউব রয়েছে কিংবা পরিচিত বন্ধুবান্ধব বড় ভাই ব্রাদার এদের কাছ থেকে হেল্প নিয়ে ফরেক্স শিখতে পারেন।

badboy
2019-09-17, 12:29 AM
কিছু টাকাতো লাগবেই আর আপনি যদি টাকা দিয়ে ফরেক্স শিখেন তাহলে আপনার আগ্রহ টা বেশি থাকবে । এটাই বাস্তব যেমন টা হয়েছে আমার । আমার খুব কাছের এক বড় ভাই এর কাছ থেকে ফরেক্স সিখতে যাই । সে টাকার কথা বলে আমিও রাজি হই । ভাই আপনি জেতা ভাল পারবেন সেটা আপনি কেন ফ্রি দিতে জাবেন । সেটাই থেকে আপনার প্রফিট নেয়া উচিত । তাই ফরেক্স মার্কেট আমি টার কাছ থেকে উৎসাহিত হই ।

sofiz
2019-09-17, 12:40 AM
অনলাইনে এমন অনাকে সাইট আসে যেখান থেকে ফরেক্স সিখা সম্ভব। ফরেক্স শিখার জন্য অর্থের নই, শিখার আগ্রহ ও আকাঙ্খাই যথেষ্ট । ফরেক্স শিকতে টাকা লাগে না। আর যদি ইন্টারনেট খরচ টা যদি মনে করেন শিকতে খরচ হসচে তাইলে কিছু টাকা লাগে।

KaziBayzid162
2019-09-17, 03:09 PM
একথা সত্য যে আমাদের দেশে প্রচুর সংখ্যক মানুষ আছে যারা ফরেক্স শেখার জন্য অনেক টাকা ব্যয় করে থাকে, কারণ টাকা দিয়ে কাজ শিখলে সেটার প্রতি একটা আলাদা গুরুত্ব এবং আগ্রহ থাকে।কিন্তু আমার মনে হয় যে ফরেক্সে কাজ শেখার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন হয় না, পরম প্রয়োজন হয় প্রচুর আগ্রহ, ধৈর্য এবং পরিশ্রম,অর্থাৎ কারো ভিতরে যদি ফরেক্স শেখার প্রতি আগ্রহ থাকে এবং সে যদি তার জন্য ধৈর্য সহকারে পরিশ্রম করতে পারে তাহলে সে অনলাইনে বিভিন্ন সাইট থেকে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করে তুলতে পারবে, পাশাপাশি ফোরামে অ্যাকাউন্ট ওপেন করে পোস্টিং এর মাধ্যমে ফরেক্স এর খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে পারবে, এবং সেই ধারণাকে কাজে লাগিয়ে ফরেক্স ডেমো একাউন্ট ট্রেডিং প্রাকটিসের মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবে, এছাড়াও তার পরিচিত কোন বড় ভাই বা রিলেটিভ যে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এমন কারো কাছ থেকে পরামর্শ গ্রহণের মাধ্যমে ফরেক্স সম্পর্কে শিখতে পারবে।তাই আমি মনে করি সঠিক সম্পর্কে সঠিকভাবে শিক্ষা গ্রহণের জন্য টাকার থেকে বেশি প্রচুর আগ্রহ নিয়ে ধৈর্যসহকারে পরিশ্রম করার প্রয়োজন হয়।

kohit
2019-09-17, 05:27 PM
আমি মনে করি না যে ফরেক্স শিখতে কোন টাকা লাগে। বর্তমানে অনলাইনে এমন হাজার হাজার রিসোর্স রয়েছে যেগুলো দিয়ে ফরেক্স সেখা যায়। তবে অনলাইন বা নিজে নিজে ফরেক্স ট্রেডিং শেখার জন্য যে ২টি জিনিস প্রয়োজন সেটি হল ধৈয এবং আগ্রহ। এটি ধৈয এবং আগ্রহ থাকলে যেকেউ অনলাইনে ঘাটাঘাটি করে ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন। হ্যাঁ অনেকে আছেন যাদের ইংরেজি বুঝতে সমস্যা হয়, এখন অধিকাংশ ব্রেকার বাংলাতে কন্টেন্ট দেয়, যেমন ইন্সটাফরেক্স তাদের ওয়েবসাইটটি সম্পূর্ণ বাংলা করা। যাদের ইংলিশ বুঝতে সমস্যা হয় তারা তাদের সাইটটি দেখতে পারেন। আর এখন অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো বেসিক থেকে শুরু করে এডভান্স লেভেলে সম্পূর্ণ বাংলায় টিউটোরিয়াল দেয়। এছাড়াও ফরেক্স শেখার অন্যতম মাধ্যম হতে পারে এই ফোরাম। এই ফোরামটি পড়ে অনেক কিছু শিখতে পারবেন। তাই ট্রেনিং সেন্টার না খুজে আগ্রহ নিয়ে অনলাইনে ফরেক্স শেখা শুরু করে দিন।

SOMARANITHAKUR1995
2019-09-17, 11:33 PM
ফরেক্স শিখতে টাকার প্রয়োজন হয় না। ফরেক্স শেখার বেশকিছু মাধ্যম আছে। ফরেক্সে ট্রেড করার পূর্বে ট্রেডিং শেখার জন্য একজন নতুন মেম্বারকে প্রাথমিক পর্যায়ে ডেমোতে ট্রেড করতে হয়। ডেমোতে ট্রেড করলে আপনি ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই ডেমো ট্রেডিং দীর্ঘমেয়াদি হওয়া উচিত। এছাড়াও আরো কিছু মাধ্যম আছ। যেমন; ইন্টারনেট বা ইউটিউবে ফরেক্স সম্পর্কে সার্চ করলে বেশকিছু টিউটোরিয়াল পাওয়া যায়। এখান থেকেও আপনি অনেক কিছু শিখে নিতে পারেন। নিয়মিত ফোরামে পোস্ট করলেও সেখান থেকে অনেক কিছু শেখা যায়। এই মাধ্যমগুলির মাধ্যমে আপনি ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখতে পারেন। শুধু শেখার জন্য নিজের ইচ্ছাশক্তি ও আগ্রহ থাকতে হবে। তাহলে অবশ্যই এই মাধ্যম গুলির মাধ্যমে খুব সহজেই আপনি ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। এরজন্য আপনার টাকা খরচের প্রয়োজন হবে না।

samirarman
2019-09-18, 12:15 AM
আমি মনে করি, যদি কেউ কোন ভাল ট্রেডারের কাছে সুযোগ পান তবে তার কাছে একটু সিস্টেম শিখে নিতে পারেন কেননা অন্ধের মত হাতড়িয়ে হাতড়িয়ে শেখার মত কষ্টের আর কিছু নেই।

Hredy
2020-02-23, 07:58 AM
ফরেক্স শেখার জন্য অবশ্যই আপনাকে কিছু টাকা খরচ করতে হবে । কেননা আপনি কোন কিছুতে ইনভেস না করলে সেই কাজে মন বসবে না আপনি যদি টাকা খরচা করেন তাহলে আপনার সেই কাজে মন বসবে এবং সেই বিষয়ের প্রতি আগ্রহ বারবে । তাই আমার মতে যে কোন কাজে বিনা খরচে করলে তার প্রতি আগ্রহী কমে এবং মন বসে না।এর ফলে সেই কাজটি ভাল করে শেখা ও হয় না ।তাই আমি মনে করি আপনি যদি ফরেক্স সিখার পিছনে অল্প কিছু পরিমান টাকা খরচা করলে ভাল হয়।

Grimm
2020-02-23, 08:04 AM
আপনি যদি কোন প্রতিষ্ঠান হতে ফরেক্স শিখেন তাহলে তো অবশ্যই তারা একটা চার্জ আপনার কাছ থেকে নিবে আর আপনি যদি নিজে নিজেই ইন্টারনেট ব্যবহার করে শিখতে চান তাহলে আপনাকে কোন টাকা ব্যয় করতে হবে না। আমার মতে আপনার কাছাকাছি যদি কোন ভাল প্রতিষ্ঠান থাকে ফরেক্স শিখার জন্য তাহলে আপনাকে উচিত টাকা খরচ করেই ফরেক্স শিখা। কারণ সেখানে আপনি সঠিক রাস্তায় শিখতে পারবেন। আর যদি আপনি ইন্টারনেট হতে শিখেন তাহলে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে।

fxhazera
2020-02-23, 08:46 AM
পৃথিবীর যেকোন কিছু শিখতে,আপনি যার কাছ থেকে শিখবেন,তাকে কিছু অর্থ প্রদান করতে হবে আপনাকে। ফরেক্স ও তার ব্যাতিক্রম না।তবে ফরেক্স শিখতে হলে অনেকে ১০০০-১৫০০ ডলার দাবি করে।আপনি যত কমে পারেন এমন একজন অভিজ্ঞ ট্রেডার খুজে,তার কাছ থেকে শিখতে পারেন।

MdRubelShaikh
2020-02-23, 08:46 AM
আমি যতটুকু জানি তাতে ফরেক্স ব্যবসা শিখতে কোন টাকা পয়সা লাগেনা।ফরেক্স ফোরামের মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি।তবে আপনি চাইলে কোন চেনিং সেন্টার থেকে কিছু টাকার বিনিময়ে ফরেক্স ব্যবসার টেনিং নিতে পারেন।

saraa
2020-02-23, 12:09 PM
আমাদের পক্ষে কোনও ঝুঁকি ছাড়াই এই বাজারে বাণিজ্য করা সম্ভব নয়। আমাদের যদি এই ব্যবসায় উপার্জন করতে চান তবে আমাদের অবশ্যই আমাদের ট্রেডিংয়ে ঝুঁকি নেওয়া দরকার এবং আমাদের উপার্জন নির্ভর করে যে আমরা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে কতটা ঝুঁকি নিচ্ছি। আমরা যদি আমাদের ট্রেডিংয়ের স্টপ লস এবং পেছনের স্টপ ব্যবহার করি তবে আমরা আমাদের ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করতে পারি। সুতরাং আমাদের এমন চিন্তা করার দরকার নেই যে আমরা কোনও ঝুঁকি ছাড়াই ফরেক্সে বাণিজ্য এবং উপার্জন করতে পারি।

amreta
2020-02-23, 03:56 PM
আমাদের দেশে অনেক লোক ফরেক্স শিখানোর জন্য ১০০০০-১৫০০০ টাকা নিয়ে থাকে।প্রকৃত পক্ষে আমার মনে হয় টাকা দিয়ে ফরেক্স শিক্ষা বোকামির মত।তাহলে আপনি বলতে পারেন কোথায় ফরেক্স শিখবো।ভাই ইন্টারনেট থেকে বা সার্চ দিলে ফরেক্স বিষয়ে অনেক কিছু জানতে পারবেন।এছাড়াও ফরেক্স বিষয়ে বিভিন্ন ফোরাম রয়েছে যেখানে আপনি সদস্য হয়ে ফরেক্স বিষয়ে বিস্তারিত সবকিছু জানতে পারবেন।:bravo:

প্রিয় আপনি ফরেক্স 12 শিখতে আপনাকে কিছু দিতে হবে না, তবে এর জন্য আপনার কাছে বাংলাদেশ ফরেক্স ফার্ম দেওয়ার এবং ডেমো অ্যাকাউন্টটি অনুশীলন করার সময় থাকবে, এখান থেকে আপনি নিখরচায় অনেক কিছু শিখতে পারবেন

Sapna1212
2020-02-25, 02:02 AM
প্রিয় ভাই, স্কুলের জন্য শিখতে আমাদের সময় লাগে, আর মহসিন গফুর যখন তা শিখতে আসেন, তখন আমাদের অনেক সময় এবং পরে আমরা তা শিখি । আমরা কখনোই আমাদের ফরেক্স সফল করবো না, তাই সময় দেওয়া জরুরী ।

KGF3010
2020-03-26, 05:47 PM
ফরেক্স ট্রেডিং শিখতে টাকা লাগেনা,যদি কেউ ফরেক্স ট্রেডিং শিখতে চায় তাকে আমি।বলব যে ফরেক্স শিক্ষার ফরেক্স ইবুক ডাউনলোড করে নিয়ে,তারপরে ফরেক্স শিখার ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড করে নিয়ে যদি তাদেখে,ফরেক্স ট্রেডিং করার জন্য ডেমো একাউন্ট করে তার পরে ফরেক্স শিখা যায়।

Fxxx
2020-03-28, 01:28 PM
আমার মতে যে কোন কাজ বিনা খরচে করলে তার প্রতি আগ্রহী কমে এবং মন বসে না।এর ফলে সেই কাজটি ভাল করে শেখা ও হয় না । যাই হোক যদি কেউ কোন ভাল ট্রেডারের কাছে সুযোগ পান তবে তার কাছে একটু সিস্টেম শিখে নিতে পারেন কেননা অন্ধের মত হাতড়িয়ে হাতড়িয়ে শেখার মত কষ্টের আর কিছু নেই। পারলে শিখুন তবে কাউকে কপি করে নয়।

Jid13
2020-03-28, 01:32 PM
ফরেক্স শিখতে কোন টাকা লাগে না। লাগে শুধু জানার আকাঙ্খা আর আগ্রহ। যদি আপনি কারো কাছ থেকে ফরেক্স বিষয়ে ট্রেনিং নেন, তাহলে সেই ট্রেনিং দাতা বা প্রতিষ্ঠান শুধু আপনাকে ফরেক্স এর বিষয় বস্তু বুঝিয়ে দিবে। কিন্তু তারা আপনাকে ফরেক্স শিখিয়ে দিবে না। ফরেক্স আপনাকেই শিখতে হবে। ফরেক্স শিখতে হলে আপনাকে বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে। আর যখন নতুন কোন আইডিয়া কিংবা কোন বিষয় আপনার জানার ইচ্ছা জাগবে তখন সেই বিষয়ে আপনাকে নেট এ সার্চ দিতে হবে। নেটে আপনি অনেক কিছুই পাবেন। কখনো আপনি যদি ফরেক্স শিখতে গিয়ে কোন বিষয় না বুঝতে পারেন, তাহলে আপনি ফরেক্স সম্পর্কে যে কোন ফোরামে যোগ দিয়ে আপনার না বুঝতে পারা বিষয় নিয়ে আলোচনা করুন।

SR12
2020-03-28, 01:38 PM
ফরেক্স শিখতে টাকা লাগে না সময় লাগে এটাই আমার ধারনা। কারন কোনো প্রতিষ্ঠানে গিয়ে যদি আপনি ফরেক্স শিখতে চান তখন দেখবেন তাদের ভাওতাবাজি। তাই টাকা নষ্ট না করে পরিচিত কেউ ফরেক্স শেখাতে আগ্রহী এমন কেউ নাহলে অনলাইনের বিভিন্ন প্লাটফর্ম থেকে একটু কষ্ট করে ফরেক্স শেখাই ভালো হবে এতে করে কাজের মর্মতা বোঝা যাবে।

Runil
2020-03-28, 02:14 PM
ইন্টারনেট এ এমন অনাকে সাইট আসে যেখান থেকে ফরেক্স সিখা সম্ভব। ফরেক্স শিখার জন্য অর্থের নই, শিখার আগ্রহ ও আকাঙ্খাই যথেষ্ট । ফরেক্স শিকতে টাকা লাগে না। আর যদি ইন্টারনেট খরচ টা যদি মনে করেন শিকতে খরচ হসচে তাইলে কিছু টাকা লাগে।

rakib.r
2020-03-28, 02:16 PM
ফরেক্স শেখানোটা একটা ব্যবসার ভালো মাধ্যম হয়ে গেছে। আমি মাস ছয়েক আগে একজন কে জিজ্ঞাস করেছিলাম যে ভাই আমি তো ফরেক্স শিখতে চাই তাহলে কিভাবে কি আমাকে একটু ডিটেইলসে বলেন। সে বল্লো আমি আগে ফ্রি ই শিখাইতাম কিন্তু এখন টাকা নেই। জিজ্ঞেস করলাম কত নেন? ৩ মাসের কোর্সে নেয় ২৪ হাজার টাকা সপ্তাহে ৩/৪ দিন ২ ঘন্টা করে। ৬ মাসের কোর্স ৩৫ হাজার টাকা সপ্তাহে ৩/৪ দিন ৩ ঘন্টা করে শিখাবে অনেক এডভান্স লেভেলের জিনিস শিখাবে আবার লাইভ ট্রেড করায়া লাভ ও দেখায়া দিবে লাস্টে ।
এই হচ্ছে শিখানোর বিজিনেস। টাকা নষ্ট না করে আপনি ফোরামে, নেটে সার্চ দেন অনেক লিখা পাবেন আশা করি

Kane
2020-03-28, 02:16 PM
আমি মনে করি আপনি যদি টাকা দিয়ে ফরেক্স শিখেন তাহলে আপনার আগ্রহ টা বেশি থাকবে । তবে এটি সঠিক নিজে নিজে শিখতে যাওয়া আর কারও গাইড লাইন ফলো করে দ্রুত শিখা এই দুইটির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে । অন্যদিকে আপনি নিজেই চিন্তা করে দেখুন আমি মনে করি ইন্টারনেট এ এমন অনাকে সাইট আসে যেখান থেকে ফরেক্স সিখা সম্ভব।

martin
2020-03-28, 09:02 PM
আসলে সবাইতো আর সব কিছু পারেনা । ফরেক্স হল একটা জটিল ব্যবসা । এখানে যে কেউ নতুন আসলে তার কাছে এই ব্যবসাটা অনেক বেশি কঠিন মনে হবে । সবকিছু নেটে সার্চ করে পাওয়া গেলেও সবকিছু বুঝা যায় না । তাই এ জন্য প্রয়োজন একজন দক্ষ ট্রেডারের সান্নিধ্য থেকে ফরেক্স শিখা । ফরেক্স ট্রেড যে কোন কেউ করতে পারবে এটা কোন ব্যাপার নয় । কিন্ত আসল ব্যাপার হল এনালাইসিস করে ফরেক্স এর প্রত্যকটা ট্রেড ওপেন করার এবং সেখান থেকে লাভ বের করে অানার কৌশল শুধুমাত্র দক্ষ ট্রেডাররাই বলতে পারেন ।

Mdsofizuddin
2020-03-28, 09:05 PM
ফরেক্স যেহেতু অনলাইন মাধ্যমে করা যায় এমন একটি ব্যবসা তাই করো যদি ফরেক্স সর্ম্পকে আগ্রহ থাকে তবে সে ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন সাইট এবং ফোরাম থেকে শিখতে পারবে।আমিও নিজেও অনলাইনের মাধ্যমে ফরেক্স শিখছি। এর জন্য টাকা দিয়ে শেখার প্রয়োজনীয়তা আমি দেখি না।

black-hill
2020-03-28, 09:22 PM
নাহ৷ ফরেক্স শিখার জন্য কোন টাকা লাগে না। নিজের ইচ্ছেই যথেষ্ট। আর যদি কেউ এক্সট্রা ভাব নিতে চায় যদি কারো টাকা বেশি হয়ে থাকে তাহলে সে আরো ভাল কিছুর জন্য টাকা খরচ করতে পারে। তবে ফরেক্স শিখার জন্য টাকার প্রয়োজন হয় না।

Lubna1212
2020-03-28, 10:46 PM
আমি মনে করি যে ইভেন্টে আপনি নগদ দিয়ে ফরেক্স শিখেন, সেই সময়ে আপনার সুবিধা বেশি হবে। এটি আমার কাছে যেমনটা আসল তেমনি সত্য। আমার অত্যন্ত ঘনিষ্ঠ আরও এক পাকা ভাইবোন ফরেক্স শিখতে গিয়েছিল। আমি নগদ সম্পর্কে তার সাথে একমত। ভাইবোন, পাশাপাশি জয়ের আশাও করা যেতে পারে, আপনি কী কারণে মুক্ত হন? আপনার সুবিধা নেওয়া উচিত সেই জায়গা That ফরেক্স বিজ্ঞাপনটি আমার দ্বারা উত্সাহিত করার কারণ। অনেকগুলি ছিল, তবে পাশে সময় দেওয়া হয়নি। আপনি নগদ পরে দিতে সম্মত হন এমন ইভেন্টে। সুতরাং আমি মনে করি ফরেক্স নগদ দিয়ে আরও ভাল।

DIGITALBABU2020
2020-03-28, 11:58 PM
ফরেক্স শিখতে কোন টাকা লাগে না। শুধু ইন্টারনেট কানেকশনের মাধ্যমে স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে ফরেক্স সম্পর্কিত শিক্ষামূলক কিছু ওয়েবসাইট থেকে আপনি ফরেক্স শিখতে পারেন। ফরেক্স শেখার জন্য সবচেয়ে ভাল মাধ্যম আমি মনে করি ফোরাম। ফরেক্স সম্পর্কে শিখতে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে মুলত ফোরাম। এছাড়াও ইউটিউবে ফরেক্স রিলেটেড বেশ কিছু টিউটরিয়াল আছে এগুলি অনুসরণ করলেও অনেক কিছু শেখা যায়। এগুলোর পাশাপাশি সময় নিয়ে দীর্ঘদিন ধরে ডেমো ট্রেডিং করা উচিত। তাহলে ফরেক্স মার্কেট সম্পর্কে আপনার ধারণা চলে আসবে এবং পরবর্তীতে লাইভ ট্রেডিং করতে আপনার সুবিধা হবে। এভাবেই আপনি টাকা ছাড়াই ফরেক্স শিখতে পারেন।

Fardin02
2020-03-29, 12:01 AM
ফরেক্স শেখার জন্য অবশ্যই আপনাকে কিছু টাকা খরচ করতে হবে । কেননা আপনি কোন কিছুতে ইনভেস না করলে সেই কাজে মন বসবে না আপনি যদি টাকা খরচা করেন তাহলে আপনার সেই কাজে মন বসবে এবং সেই বিষয়ের প্রতি আগ্রহ বারবে । তাই আমার মতে যে কোন কাজে বিনা খরচে করলে তার প্রতি আগ্রহী কমে এবং মন বসে না।এর ফলে সেই কাজটি ভাল করে শেখা ও হয় না ।তাই আমি মনে করি আপনি যদি ফরেক্স সিখার পিছনে অল্প কিছু পরিমান টাকা খরচা করেন তাহলে তা আপনার জন্য ভাল হবে বলে আমি মনে করি ।

Suriya Sultana Hira
2020-03-29, 12:41 AM
আমাদের বাংলাদেশে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো শিক্ষা প্রদান করার কোনো স্কুল বা কোচিং সেন্টার নাই,,, যেখানে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো শিক্ষা প্রদান করা হয়ে থাকে । তবে কিছু কিছু সিন্ডিকেট আছে তারা টাকার বিনিময়ে ফরেক্স সম্পর্কে মানুষদেরকে কিছু নিয়মাবলি শিখিয়ে থাকে । তবে আমি মনে করি যে,,, অন্যের কাছ থেকে টাকার বিনিময়ে ফরেক্স মার্কেট সম্পর্কে শিক্ষা অর্জন না করার চেয়ে নিজের দক্ষতার উপর নির্ভরশীল হয়ে ফরেক্স মার্কেটে একটু বেশি সময় ব্যয় করলে তার থেকে ভালো শিক্ষা অর্জন করা যায় । তাছাড়া ও এখন বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে ভিডিও ফুটেজের মাধ্যমে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছু শেখানো হয় । আমরা চাইলে সেখান থেকে ভালো শিক্ষা অর্জন করতে পারবো এবং সেই সাথে যদি আমরা নিয়মিত পোস্ট করে যেতে পারি ও নিয়মিত ডেমো ট্রেডিং প্রাকটিস করতে পারি তাহলে আমরা এই ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবো,,,,, ধন্যবাদ ।

smbiplob
2020-04-22, 07:38 PM
অনলাইনে হাজার হাজার রিসোর্স রয়েছে ফরেক্স ট্রেডিং শেখার মত তাই আমি মনে করি আপনি যদি কোন প্রতিষ্ঠানে শিখতে চান টাকা দিয়ে তাহলে সেটি হবে বোকামি ইউটিউবে দেখে এবং ফোরাম এর পোস্ট দেখেও ফরেক্স শিখতে পারেন এছাড়া অভিজ্ঞ ভাইদের কাছে সাহায্য নিতে পারেন আপনি ইচ্ছা করলে আরো বেশি কিছু শিখতে চাইলে টাকা দিয়ে ফরেক্স শিখতে পারেন টাকা দিয়ে যদি আপনি শিখেন হয়ত আগ্রহ টা বেশি থাকবে ।

Goearninfo
2020-04-22, 08:42 PM
আমাদের দেশে অনেক লোক ফরেক্স শিখানোর জন্য ১০০০০-১৫০০০ টাকা নিয়ে থাকে।প্রকৃত পক্ষে আমার মনে হয় টাকা দিয়ে ফরেক্স শিক্ষা বোকামির মত।তাহলে আপনি বলতে পারেন কোথায় ফরেক্স শিখবো।ভাই ইন্টারনেট থেকে বা সার্চ দিলে ফরেক্স বিষয়ে অনেক কিছু জানতে পারবেন।এছাড়াও ফরেক্স বিষয়ে বিভিন্ন ফোরাম রয়েছে যেখানে আপনি সদস্য হয়ে ফরেক্স বিষয়ে বিস্তারিত সবকিছু জানতে পারবেন।:bravo:

ফরেক্স এতে আমাদের কোনো কিছুরই প্রয়োজন হয় না শুধুমাত্র একটু দক্ষতা অর্জন করার জন্য আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় তাই ছাড়া আমাদের অন্য কোন কিছুর প্রয়োজন হয় না এবং আমাদের স্বাভাবিক টু ইন্টারনেট এবং একটি হ্যান্ডসেট থাকলেই চলে যাবে আপনিএতোটুকুই নিয়েই পড়ে সম্পর্কে সম্পূর্ণ সব দক্ষতা অর্জন করতে পারবেন এবং ভাল রোজগার করতে পারেন।

Rion83
2020-04-22, 08:52 PM
আপনি যদি ফরেক্স ভালভাবে শিখতে চান তাহলে আমার মতে কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষা নেওয়া উচিত । তাছাড়া অনলাইনে ফরেক্স মার্কেট সম্পর্কিত অনেক তথ্য এবং ভিডিও পাওয়া যায় যা দিয়ে আপনি ইচ্ছে করলে ফরেক্স শিখতে পারেন । আপনাকে যদি হেল্প করার মত কেউ থাকে তাহলে ফরেক্স শেখার জন্য অনলাইনই যতেষ্ট অন্যতায় আপনি টাকা খরচ করে শিখতে পারেন ।

KF84
2020-04-22, 11:21 PM
চাইলে নিজে শিখতে পারেন আবার অন্য জন থেকে শিখে নিতে পারেন । তাই ফরেক্স ট্রেডিং শিখতে আপনার কোন টাকা প্রয়োজন হবে না বা কোন টাকা পয়সা লাগবে না । আপনার ফরেক্স ট্রেডিং আগ্রহই যথেষ্ট বলে আমি মনে করি । আপনাকে নিয়মিত ফরেক্সের ডেমো ট্রেডিংয়ে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে ট্রেডিংয়ে দক্ষ এবং অভিজ্ঞ করে নিতে পারলেই আপনি ভাল অর্থ লাভ করতে পারবেন ।