PDA

View Full Version : ফান্ডামেন্টাল এনালাইসিস তথা নিউজ ট্রেডিংয়ে গুরুত্ব দিতে হবে।



EmonFX
2021-01-16, 09:26 AM
ফরেক্সে প্রতিনিয়ত আমরা কত ইন্ডিকেটর শিখছি, কত এনলাইসিস শিখছি, প্রাইস একশন বলেন বা ফিভোনাচ্চি বা মানি ম্যানেজমেন্ট এসব মুখস্থ করছি, কিন্তু এগুলো আমাদেরকে ট্রেডে সাহায্য করেনি। এসব শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ, ট্রেডে কাজে লাগেনা সেখানে আপনি আমি একা যা প্রচন্ডভাবে ট্রেডিংকে প্রভাবিত করে।

আসলে যে বিষয়টা আমরা কোনদিন শিখিনি সেটাই ছিল আমাদের লসের একমাত্র কারণ। তা হচ্ছে মার্কেট সম্পর্কে পড়াশোনা না করা, বিষয়টা এমন যে আমি আমার বিল্ডিং এ নতুন ডেকোরেশন দিচ্ছি, নতুনভাবে সাজাচ্ছি কিন্তু খুটি শক্ত না, তাহলে কীসের উপর দাড়িয়ে থাকবে যার কোনো ভিত্তি নাই।

ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল এনালাইসিস এমন একটা বিষয়, যেটা কে বাদ দিয়ে ফরেক্স ট্রেডিং অনেকটাই অসম্ভব। আমরা যারা অন্ধের মত এভাবে ট্রেড করছি, ফরেক্স মার্কেটে শর্টকাট খুজছি, তাদের অবশ্যই বোঝা উচিত ফরেক্সে শর্টকাট বলতে কিছু নেই। তাই শর্টকাট না খুজে আর অন্ধের মত ট্রেড না করে ফান্ডামেন্টাল পড়াশোনা করে একটা কিছুর উপর দাড়িয়ে ট্রেড করা উচিত।

Starship
2021-01-16, 05:10 PM
ফরেক্সের শুধু ফান্ডামেন্টাল এনালাইসিস নয়, টেকনিক্যাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস ও গুরুত্বপূর্ণ। ফরেক্সের যে যত বেশি সঠিকভাবে এনালাইসিস করতে পারে বা করার দক্ষতা রয়েছে, সে তত বেশি সফল ট্রেডার হিসেবে পরিচিত হয়। তাই ফরেক্সে জ্ঞান লাভের পাশাপাশি আমাদের অ্যানালিসিস করার পর্যাপ্ত সময় ও মনোযোগ দিতে হবে। আর ফরেক্সে লসের কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অ্যানালাইসিসের জন্যই হয়ে থাকে। তাই আমাদের লস করা থেকে নিজের ব্যালেন্স রক্ষা করার জন্য অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস গুরুত্ব দিতে হবে।

ABDUSSALAM2020
2021-01-16, 11:25 PM
ফান্ডামেন্টাল এনালাইসিস তথা নিউজ ট্রেডিংয়ে গুরুত্ব দিতে হবে।
ফরেক্সে প্রতিনিয়ত আমরা কত ইন্ডিকেটর শিখছি, কত এনলাইসিস শিখছি, প্রাইস একশন বলেন বা ফিভোনাচ্চি বা মানি ম্যানেজমেন্ট এসব মুখস্থ করছি, কিন্তু এগুলো আমাদেরকে ট্রেডে সাহায্য করেনি। এসব শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ, ট্রেডে কাজে লাগেনা সেখানে আপনি আমি একা যা প্রচন্ডভাবে ট্রেডিংকে প্রভাবিত করে।

আসলে যে বিষয়টা আমরা কোনদিন শিখিনি সেটাই ছিল আমাদের লসের একমাত্র কারণ। তা হচ্ছে মার্কেট সম্পর্কে পড়াশোনা না করা, বিষয়টা এমন যে আমি আমার বিল্ডিং এ নতুন ডেকোরেশন দিচ্ছি, নতুনভাবে সাজাচ্ছি কিন্তু খুটি শক্ত না, তাহলে কীসের উপর দাড়িয়ে থাকবে যার কোনো ভিত্তি নাই।

ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল এনালাইসিস এমন একটা বিষয়, যেটা কে বাদ দিয়ে ফরেক্স ট্রেডিং অনেকটাই অসম্ভব। আমরা যারা অন্ধের মত এভাবে ট্রেড করছি, ফরেক্স মার্কেটে শর্টকাট খুজছি, তাদের অবশ্যই বোঝা উচিত ফরেক্সে শর্টকাট বলতে কিছু নেই। তাই শর্টকাট না খুজে আর অন্ধের মত ট্রেড না করে ফান্ডামেন্টাল পড়াশোনা করে একটা কিছুর উপর দাড়িয়ে ট্রেড করা উচিত।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

KAZIMAJHARULISLAM
2021-01-17, 03:43 PM
ফরেক্সে একজন ট্রেডারের দক্ষতা ও অভিজ্ঞতা যত বেশি হবে, তার সিদ্ধান্ত গ্রহণের বিচক্ষণতা ততবেশি হবে। সেই সাথে সে সঠিকভাবে এবং দক্ষতার সাথে মার্কেট এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস করতে পারবে। এবং আপনি যতটা সঠিকভাবে এই এনালাইসিস গুলো করতে পারবেন,আপনি ততটা বিচক্ষণতার সাথেই মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ধারণা রাখতে পারবেন*।এবং বুঝতে পারবেন যে কোন সময় আপনাকে ট্রেডে এন্ট্রি নেয়া উচিৎ।কেননা আপনি নিয়মিত ফান্ডামেন্টাল এনালাইসিস করলে, আপনি আপনার লস এর কারণগুলো বুঝতে পারবেন।এবং সেইসাথে এর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে, পুনরায় উদ্যমী হয়ে ট্রেডিং শুরু করতে পারবেন।তাই আমাদের একাউন্টটি নিরাপদে রেখে, কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়ন করতে অবশ্যই নিয়মিত ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করতে হবে।