PDA

View Full Version : গোপনীয়তা নীতিমালা হালনাগাদ স্থগিত করল হোয়াটসঅ্যাপ



kohit
2021-01-17, 05:44 PM
গোপনীয়তা নীতিমালা সংক্রান্ত পরিবর্তন নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছে হোয়াটসঅ্যাপ। এ পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরই মধ্যে অসংখ্য ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ছেড়েছেন। চাপের মুখে ফেসবুকের সঙ্গে বৃহৎ আকারে ডাটা বিনিময় সম্পর্কিত প্রাইভেসি হালনাগাদ আপাতত তিন মাসের জন্য পিছিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। গত শুক্রবার প্রতিষ্ঠানটির এক ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস ইনসাইডার।

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি ছিল তথ্য বিনিময় সংক্রান্ত হালনাগাদ গ্রহণের শেষ সময়সীমা। ফেসবুক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাধারণ ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপত্তা বিষয়ে ভুল ধারণা ভাঙানোর জন্য বিষয়টি আপাতত স্থগিত রাখা হলো।

ব্লগ পোস্টে ফেসবুক অধীকৃত ক্রস-প্লাটফর্ম মেসেজিং ও ভয়েস ওভার আইপি সেবাদাতা অ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সাম্প্রতিক গোপনীয়তা নীতিমালা সংক্রান্ত পরিবর্তন নিয়ে অসংখ্য মানুষের বিভ্রান্তির কথা আমরা শুনেছি। এ নীতিমালা হালনাগাদ ফেসবুকের সঙ্গে তথ্য বিনিময় করার ক্ষমতা আমাদের দিচ্ছে না। আগামী ১৫ মে নতুন অপশন আসার আগে এ নীতিমালা নিয়ে ক্রমে ব্যবহারকারীদের কাছে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

হোয়াটসঅ্যাপের নতুন গোপনীয়তা নীতিমালার যে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে তা হলো ব্যবহারকারীর চ্যাট-সংক্রান্ত যাবতীয় তথ্য ফেসবুকের সঙ্গে বিনিময় করবে হোয়াটসঅ্যাপ। বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শনের জন্যই নাকি এটি করা হচ্ছে। কিন্তু ব্লগ পোস্টে এমন অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করে দেয় প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীদের উদ্দেশে তারা বলেন, না আমরা আপনাদের ব্যক্তিগত মেসেজ দেখতে পারি, না আপনাদের ফোনকল শুনতে পাই। আপনার বিনিময় করা অবস্থানও আমরা দেখতে পাই না। ফেসবুকও এসব তথ্য পায় না। তাদের প্লাটফর্মে লোকেশন বা অবস্থান-সংক্রান্ত সব তথ্য এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকে বলে দাবি করে হোয়াটসঅ্যাপ।

ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য বিনিময় করবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এ নিয়ে চলমান বিতর্কের মধ্যে হোয়াটসঅ্যাপের বিকল্প সেবা হিসেবে প্রাইভেসি-ফোকাসড সিগন্যাল ও টেলিগ্রাম অ্যাপের ডাউনলোড উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বণিক বার্তা