PDA

View Full Version : ইন্ডিকেটর নিয়ে কিছু কথা



EmonFX
2021-01-17, 06:42 PM
আমরা বিভিন্ন সময় দেখি সবাই এই ইন্ডিকেটর সেই ইন্ডিকেটর এসব নিয়ে অসাধারণ লেখালেখি করে। এটা অবশ্যই ভালো কাজ। তবে আমার প্রশ্ন হলো-
✓ ইন্ডিকেটর আপনাকে কি ট্রেড দেখিয়ে দেয়?
✓ Buy দিবেন নাকি Sell দিবেন?

ইন্ডিকেটরের কাজ ইন্ডিকেশন দেয়া বা ধারণা দেয়ার একটা টুলস। এটাকে খুব বড় করে দেখার কিছু নাই।
হতেও পারে নাও হতে পারে। মার্কেট যেদিকে যাবে,
ইন্ডিকেটর সেদিকেই যাবে।
অবশ্যই ইন্ডিকেটরের ব্যবহার জানতে হবে। তাই বলে এটাকে নির্ভর করে ট্রেড করা বোকামি

মার্কেটে ভালো করতে চাইলে ফান্ডামেন্টাল স্টাডির দিকে নজর দিতে হবে। ফরেক্সে কয়েকটা ইন্ডিকেটর আর ট্রেডলাইনের ভিতরে আটকে নাই। মার্কেটের পরিধি অনেক বড় মার্কেট পড়াশোনার অনেক জায়গা। ভালভাবে পড়াশোনা না করে শুধু শুধু শর্টকাটে প্রফিট খুজলে লস হবেই।

ABDUSSALAM2020
2021-01-17, 11:59 PM
ইন্ডিকেটর নিয়ে কিছু কথা
আমরা বিভিন্ন সময় দেখি সবাই এই ইন্ডিকেটর সেই ইন্ডিকেটর এসব নিয়ে অসাধারণ লেখালেখি করে। এটা অবশ্যই ভালো কাজ। তবে আমার প্রশ্ন হলো-
✓ ইন্ডিকেটর আপনাকে কি ট্রেড দেখিয়ে দেয়?
✓ Buy দিবেন নাকি Sell দিবেন?

ইন্ডিকেটরের কাজ ইন্ডিকেশন দেয়া বা ধারণা দেয়ার একটা টুলস। এটাকে খুব বড় করে দেখার কিছু নাই।
হতেও পারে নাও হতে পারে। মার্কেট যেদিকে যাবে,
ইন্ডিকেটর সেদিকেই যাবে।
অবশ্যই ইন্ডিকেটরের ব্যবহার জানতে হবে। তাই বলে এটাকে নির্ভর করে ট্রেড করা বোকামি

মার্কেটে ভালো করতে চাইলে ফান্ডামেন্টাল স্টাডির দিকে নজর দিতে হবে। ফরেক্সে কয়েকটা ইন্ডিকেটর আর ট্রেডলাইনের ভিতরে আটকে নাই। মার্কেটের পরিধি অনেক বড় মার্কেট পড়াশোনার অনেক জায়গা। ভালভাবে পড়াশোনা না করে শুধু শুধু শর্টকাটে প্রফিট খুজলে লস হবেই।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Starship
2021-02-21, 10:44 PM
প্রথমেই বলে রাখি ইন্ডিকেটর উপর পরিপূর্ণ নির্ভর করে আমাদের ট্রেড করাটা মোটেও শুভকর হবে না। তবে ইন্ডিকেটর এর সাহায্যে আমরা মার্কেট সম্পর্কে একটু ধারনা পেতে পারি। ফরেক্স মার্কেটে সফল হওয়ার জন্য ইন্ডিকেটর নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা সঠিক ইন্ডিকেটর নির্বাচন করতে না পারলে আপনি সঠিক ফলাফল পাবেন না। তবে এমন কোন ইন্ডিকেটর নেই যে ইন্ডিকেটর আপনাকে শুধু প্রফিটের নিশ্চয়তা দিতে পারে। তবে নিশ্চিতভাবে কোন ইন্ডিকেটর ফরেক্স এ কাজ করে না। তাই বলা যায় ইন্ডিকেটর এর সম্পর্কে ধারনা থাকতে হবে ও আমাদের পর্যাপ্ত অভিজ্ঞ অর্জন করতে হবে তাহলে ফরেক্স প্রফিট করা সম্ভব।

Mas26
2021-02-22, 12:23 AM
ফরেক্্র সম্পর্কে আপনি যে কথাটা বলছেন তার সাথে আমি পুরোপুরি একমত আপনার অসাধারণ কথার জন্য আপনাকে ধন্যবাদ সত্যিই আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমরা অনেকেই ফরেক্স সম্পর্কে জানিনা বুঝিনা কিন্তু ফরেক্স করে থাকি আমাদের আগে সবার আগে জানা দরকার যে জিনিসটা কেমন কি তাঁর পরিকল্পনা এবং
ইন্ডিকেটরের কাজ ইন্ডিকেশন দেয়া বা ধারণা দেয়ার একটা টুলস। এটাকে খুব বড় করে দেখার কিছু নাই।
হতেও পারে নাও হতে পারে। মার্কেট যেদিকে যাবে,
ইন্ডিকেটর সেদিকেই যাবে।
অবশ্যই ইন্ডিকেটরের ব্যবহার জানতে হবে। তাই বলে এটাকে নির্ভর করে ট্রেড করা বোকামি।

ENGR:SUZON
2021-02-22, 01:53 AM
ইন্ডিকেটর শব্দের অর্থ নির্দেশ। ট্রেডিং সহায়ক টুলস হিসেবে এটি ব্যবহৃত হয়। ফরেক্সে বেশকিছু ইন্ডিকেটর ব্যবহৃত হয়। তবে ইন্ডিকেটর আংশিকভাবে ধারণা দিতে পারে। এটা পরিপূর্ণ ধারণা দিতে সক্ষম নয়। যদি সত্যিই সত্যিই ধারণা দিতে পারত তাহলে কেউ লস করত না বরং সবাই এই ইন্টিগেটর এর ওপরই নির্ভরশীল হত। তাই পুরোপুরি ইন্ডিকেটরের উপর নির্ভরশীল না হয়ে বরং নিজের এনালাইসিসের ওপর গুরুত্ব দেওয়া উচিত।

samun
2021-02-22, 09:35 AM
বরাবরের মতন আমি এভাবে বলতে চাই প্রথম থেকে আমি কখনই কোন ইন্ডিকেটর ব্যবহার করিনি এবং কোন ইন্ডিকেটর দেখিও নি তাই ইন্ডিকেটর সম্পর্কেও আমার তেমন কোন ধারণা নেই আমি ফরেক্স মার্কেটে ট্রেড করি সম্পূর্ণ নিজের দক্ষতা ও অভিজ্ঞতা তাতে ভুল হোক বা ঠিক হোক আমি নিজের দক্ষতা কে প্রাধান্য দিন এবং এভাবে আমি আস্তে আস্তে নিজের ট্রেডিং করে শিখতে চাই

md mehedi hasan
2021-02-22, 03:00 PM
আসলে ফরেক্স মার্কেটে আপনি ইন্ডিকেটর এর ব্যবহার করে ট্রেড করে নিয়মিত প্রফিট করতে পারবেন।কিন্তু আপনাকে প্রথমে ইন্ডিকেটরের ব্যবহার জানতে হবে।আপনি যদি সাতার না শিখে সমুদ্রে নামলে ডুবে তো মারা জাবেন।তবে ফরেক্স মার্কেটে শুধু ইন্ডিকেটরের ব্যবহার করে প্রফিট করতে পারবে এমন কিছু না।এর সাথে আপনাকে আরও কিছু বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।