PDA

View Full Version : বেশি লাভের জন্য বেশি ঝুঁকি নিবেন না।



md mehedi hasan
2021-01-21, 04:32 PM
আমাদের মধ্যে বেশি ভাগ লোভ কাজ করে।বেশিরভাগ ফরেক্স ট্রেডার লাভের আশায় বেশি ঝুঁকি নিয়ে একাউন্ট শূন্য করে এটা কমন ব্যাপার।কিন্তু ফরেক্স মার্কেটে অনেক সময়ে অনেক ভালো ট্রেডার বেশি লাভ এর আশায় একাউন্ট এর উপর বেশি রিক্স নিয়ে ট্রেড করেন।কিন্তু দেখা যাবে তারা অনেক লস করে ফেলেন।কিন্তু তারা আবার সেটা রিকভারি করতে পারে।কিন্তু আমাদের মত সাধারণ ট্রেডারা তা কখনই করতে পারবো না।

Rony1122
2021-01-21, 08:38 PM
ফরেক্স মাকেটে লোভ করা নিষেধ।লোভে পড়ে আমরা হেবি লটে টেড করি এবং সব হারিয়ে ফেলি।

EmonFX
2021-02-24, 09:34 PM
আপনার সাথে আমি একমত পোষণ করছি। লোভ করে বেশি লাভের আশা করতে গিয়ে ব্যালেন্স শেষ করার কোন মানে হয় না। আমাদের সব সময় রিস্ক ম্যানেজমেন্ট করে এন্ট্রি নেয়া উচিত। তাতে করে লস হলেও লসের পরিমাণটা খুব অল্প হবে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদের রিস্ক নিতে হবে, তবে সেটা মানি ম্যানেজমেন্ট তথা মূলধন ঠিক রেখে নিতে হবে। বিজনেস এর ক্ষেত্রে রিস্ক নিতে হবে, অবশ্যই সেটা একটি সহনীয় মাত্রায় হতে হবে। আমি যদি আমার মূল ধনের অনুপাতের বেশি রিস্ক নিয়ে ট্রেড করি তাহলে লস করে যেকোনো সময় ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। মূলধন শেষ হয়ে গেলে পরবর্তীতে আর ট্রেড করার সুযোগ থাকবে না।

আমাদের যদি ১০০ ডলার মূলধন থাকে তাহলে সর্বোচ্চ ১০ শতাংশ রিস্ক নেওয়া উচিত। তাতে করে রিস্ক থাকবে। ১০০ ডলার শূন্য হাতে প্রায় দশটি ট্রেডে আপনাকে লস করতে হবে। মনে রাখবেন একটি ভুল ট্রেড নিয়ে লস করার থেকে মুনাফাবিহীন থাকা অনেক ভালো। এর জন্য যদি আপনাকে একটি ট্রেড নিতে তিন/চার দিন অথবা এক সপ্তাহও অপেক্ষা করতে হয় তবে তাই করুন। আপনার মূলধন থাকলে ভালো ট্রেড অপারচুনিটি একসময় না একসময় অবশ্যই আসবে।

Starship
2021-02-24, 10:23 PM
মেহেদী ভাই আপনি একদম ঠিক বলেছেন আমি ইতিপূর্বে বেশ কয়েক বার বেশি লোভ করে ঝুঁকি নিয়ে আমার ব্যালেন্স হারিয়েছি। পরক্ষণে আমার খেয়াল হয়েছিল অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেড করাটা আমার মোটেও উচিত হয়নি। কেননা ব্যালেন্স যদি টিকিয়ে রাখা যায় তাহলে প্রফিট করা সম্ভব। কিন্তু অতিরিক্ত রিক্স নিয়ে যদি ব্যালেন্স হারিয়ে মাস এসে বসে থাকি তাহলে সেখান থেকে আয় করা সম্ভব নয়। তাই প্রথমে নিজের ব্যালেন্স কে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে। অতিরিক্ত রিক্স এর তুলনায় কম রিক্স নিয়ে ট্রেড করতে হবে।

Sakib42
2021-02-24, 11:12 PM
আমি একজন আপনার সাথে একমত। আমরা অনেকেই বেশি লাভ করার আশায় ঝুঁকি গ্রহণ করে থাকে এরপর দেখা যায় সেখান থেকে লাভ হয়না বরং আমরা ক্ষতির সম্মুখে বেশিরভাগ পড়ি। আমরা লাভ করার জন্য মগ্ন হয়ে থাকি তখন মাকে ভালোমতো এনালাইসিস করি যার ফলে হুটহাট ডিসিশন নিয়ে ফেলি এবং আমাদের ক্ষতি সম্মুখীন হতে হয়। তাই মনে রাখতে হবে কখনোই যেন আমরা এমন টিনা করি সব সময় ভালো মতো যাচাই-বাছাই করে ধীরেসুস্থে যেন প্রতিটি পদক্ষেপ গ্রহণ করে তাহলে এই থেকেই ফলাফল ভালোবাসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই লোভ থেকে এড়িয়ে চলুন এবং ঝুঁকি কে না বলুন।

ENGR:SUZON
2021-02-24, 11:41 PM
আমরা কম বেশি সবাই জানি যে ফরেক্সে একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। এখানে ট্রেড করে অনেকেই লাভ করেন আবার অনেকেরই লস করে ব্যালেন্স শূন্য হয়ে যায়। লস করা বা ব্যালেন্স শূন্য হওয়ার অন্যতম কারণ হল বেশি লাভের আশা করা। ইতমধ্যে বেশি লাভের আশা করে ঝুঁকি বেশি নিয়ে ট্রেড করতে গিয়ে অনেকেরই ব্যালেন্স শূন্য হয়ে গেছে। ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করছি তাদের মধ্যে সবারই মানি ম্যানেজমেন্ট জানার কথা। কিন্তু কিছু কিছু ট্রেডারদের লক্ষ্য করলে দেখা যায় তারা বেশি লাভ করতে গিয়ে মানি ম্যানেজমেন্ট লংঘন করে মাত্রাতিরিক্ত লট নিয়ে ট্রেড করে থাকে। এদেরই ব্যালেন্স শূন্য হয়ে যায় যখন মার্কেট অতিরিক্ত বিপরীতে চলে যায়। তাই সকলের উচিত মানি ম্যানেজমেন্ট মেনে যতটা সম্ভব কম ঝুঁকি নিয়ে ট্রেড করা যাতে মার্কেট বিপরীতে গেলে ব্যলেন্সের ওপর তেমন বেশি প্রভাব না পড়ে।

samun
2021-02-25, 09:27 AM
মেহেদী ভাইয়ের আলোচনাটি অনেক সুন্দর এবং ট্রেডারদের জন্য অনেক সহায়ক একটি আলোচনা আসলে আমরা নতুন ট্রেডাররা অতি লাভের আশায় লোভে পড়ে ওয়েট করে থাকি আবার ঠিকমতন মার্কেট না বুঝে অনেক সময় চেক করে থাকি ফলপ্রসূ তো আমাদের অল্প সময়ের ভিতর ফরেক্স মার্কেট থেকে বিদায় নিতে হয় এজন্য লোভের বশবর্তী হয়ে অবশ্যই কেউ ফরেক্স মার্কেটে অধিক ঝুঁকি নিবেন না এতে করে আপনার ব্যালেন্স এর ক্ষতি হতে পারে ধন্যবাদ

KAZIMAJHARULISLAM
2021-03-02, 05:37 PM
আমাদের সবসময়ই মাথায় রাখতে হবে যে, ফরেক্স মার্কেট এর সাথে লোভের সম্পর্ক দা-কুমড়ার সম্পর্কের মতো। কেননা যখনই আমাদের মাঝে লোভ কাজ করবে,তখন আমাদের মাঝে একটা অস্থিরতা কাজ করবে। যার ফলে,আমরা অধিক লাভের জন্য ওভার লটের ট্রেড,বা ওভার ট্রেড করে বসতে পারি।তখন মার্কেট সামান্য বিপরীতে গেলেও একাউন্ট জিরো হওয়ার ভয় থাকে। একবার লস হলে, রিকভারি করাটা যে কতটা কষ্টকর ও ধৈর্যের ব্যাপার,যিনি একবার লস করছেন, শুধুমাত্র তিনিই উপলদ্ধি করতে পারেন। তাই আমাদের মার্কেটে টিকে থেকে, নিয়মিত উপার্জন করতে, অবশ্যই সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে, নির্দিষ্ট সাইজের লট নির্ধারণ করে,ট্রেডিং করতে হবে। কেননা মার্কেটে টিকে থাকতে পারলে, সফলতা আসবেই।

Mas26
2021-03-02, 07:13 PM
আসলে ফরেক্স মার্কেটের লোভ করলে ক্ষতি বেশি লক্ষ্য করলেই আমরা লসে সম্মুখিন হয়ে আসলে একটা কথাই আছে লোভে পাপ পাপে মৃত্যু আসলে এখানে পাপে মৃত্যু হওয়ার কিছু নাই মনে করেন যে লোক করলে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকে বেশি সে ক্ষেত্রে বুঝেশুনে ছোট ছোট যদি করেন তাহলে ইনশাল্লাহ করার সম্ভাবনা থাকবে আশা করি।

786.ariful.islam.bd
2021-03-02, 07:43 PM
কিছু জিনিস আছে যা শিখলে ইনকামের একটা লাইফটাইম এর সোর্স বনে যাবে, আর বড় কথা হচ্ছে এমকোয়েল বা যে কোন প্রগ্রামিং শিখলে অন্য যে কোন প্রগ্রামিং শিখা আপনার জন্য পানির মতো হয়ে যাবে কারণ প্রগ্রামিং ট্যাগ গুলো প্রায় সেইম আপনি বুঝে যাবেন, আর বড় কথা আপনি কপি করা শিখে যাবেন যখন কপি শিখে যাবেন তখন দুনিয়ার সব পারবেন কারন সার্চ দিলে কোডের অভাব নাই আপনি বুঝে যাবেন কোথায় থেকে কপি করতে হয়, এখানে কাজের অভাব নেই কাজ জানা থাকলে একটা প্রজেক্ট করলে পাচ্ছেন ১০০$ এটা মিনিমাম, তাহলে বুঝুন ডিসিশন নিন আপনার ভাগ্য গড়া আপনার হাতেই যাস্ট দেড়টা মাস সময় দিন পুরো লাইফ আরামে কাটাবেন, বুদ্ধিমানরা স্মার্ট হয়ে থাকে দেড় দুই মাসের পরিশ্রমে যদি পুরো লাইফ ভালো কাটানো যায় তাহলে সেই পথ বেছে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ, বড় কথা হচ্ছে এখানে কোন পেইন নাই যে ট্রেড দিলাম এস এল হলো কিনা টিপি হলো এটা নেই এখানে অনলি টিপির খেলা আপনি কাজ শেষ করেছেন আপনার পেমেন্ট রেডি ভাই আর এটা রুপকথার গল্প ও না এটা বাস্তব ভাই

Devdas
2021-07-29, 03:30 PM
ফরেক্স এ বেশী লাভের আশা করা ঠিক নয়। এতে নিজের লোভ ও লালসা বাড়ায়। ফরেক্স থেকে আয় করতে হলে আস্তে আস্তে ফরেক্স বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে তারপর ফরেক্স থেকে আয় করতে হয়। ফরেক্স এ অনেক ই দেখি যে বেশী লাভে আশায় বেশী লটে একাধিক পেয়ার এ ট্রেড করে থাকেন। এতে অনেক অনেকটা ঝুকি বেড়ে যায়। ফরেক্স একটি রিক্সি মার্কেট। এখানে মার্কেট কখন কোন অবস্থা হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারবে না। তাই বেশী লাভের জন্য বেশী ঝুকি নিবেন না। অল্প অল্প করে আয় করুন দেখবেন আপনি সাফলতা অর্জন করবেন।

Mas26
2021-07-29, 04:08 PM
আসলে ফরেক্সের রুলস আমরা যদি সঠিকভাবে ফলো করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারব। কিন্তু আমরা অনেক সময় যেসকল ভুলগুলোর কারণে আমাদের একাউন্ট জিরো করি তার ভিতরে সবচাইতে বড় ভুল হচ্ছে আমরা অনেক বড় বড় ট্রেড নিয়ে ফেলি যার ফলে আমাদের একাউন্ট জিরো হয়ে যায়। আসলে এটা আমরা অবশ্যই লোভের বসে করে ফেলি কিন্তু আমরা যদি সঠিকভাবে রুলস মেনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারি, এবং ছোট ছোট লটে ট্রেড করি, মানি ম্যানেজমেন্ট ঠিক রাখে তাহলে হয়ত আমরা ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবো ইনশাল্লাহ। ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারলেই ফরেক্স মার্কেট থেকে প্রফেট করা সম্ভব বলে আমি মনে করি।

FRK75
2022-01-26, 10:22 AM
আপনার সাথে একমত। আমরা অনেকেই বেশি লাভ করার আশায় ঝুঁকি গ্রহণ করে থাকে এরপর দেখা যায় সেখান থেকে লাভ হয়না বরং আমরা ক্ষতির সম্মুখে বেশিরভাগ পড়ি। আমরা লাভ করার জন্য মগ্ন হয়ে থাকি তখন মাকে ভালোমতো এনালাইসিস করি যার ফলে হুটহাট ডিসিশন নিয়ে ফেলি এবং আমাদের ক্ষতি সম্মুখীন হতে হয়। তাই মনে রাখতে হবে কখনোই যেন আমরা এমন টিনা করি সব সময় ভালো মতো যাচাই-বাছাই করে ধীরেসুস্থে যেন প্রতিটি পদক্ষেপ গ্রহণ করে তাহলে এই থেকেই ফলাফল ভালোবাসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই লোভ থেকে এড়িয়ে চলুন এবং ঝুঁকি কে না বলুন।