PDA

View Full Version : লাভ ট্রেড দীর্ঘায়িত করা ঠিক না।



md mehedi hasan
2021-01-23, 08:16 AM
ফরেক্স মার্কেটে যদি আপনি ট্রেড করেন তাহলে একটি নিয়ম বা রুল মেনে আপনাকে ট্রেড করতে হবে।একটি ট্রেডে কতটুকু লস নিবেন কতটুকু লাভ নিবেন তা ট্রেড ওপেন করির আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। অনেক সময়ই আমরা লোভে পড়ে লাভ ট্রেড গুলো দীর্ঘ করে ফেলি বেশি লাভ এর আশায়।টার্গেট পূরণ হওয়া সত্ত্বেও ট্রেড লং করি।কিন্তু দেখা যায় যে ট্রেড টি পুণরাই আপনার বিপক্ষে চলে যায়।আর আপনি উপযুক্ত প্রফিট পান না।এমন কি ট্রেড টি লস হয়ে যায়।

KAZIMAJHARULISLAM
2021-01-23, 09:05 AM
আসলেই ভাইয়া কথাটা সম্পূর্ণ সঠিক। কেননা ফরেক্স মার্কেট প্রতিনিয়ত পরিবর্তিত হয়।যার ফলে আমরা যদি পরিকল্পনা ছাড়া ট্রেড করি, তাহলে মার্কেট আমাদের বিপরীত দিকে যেতে বেশি সময় নিবে না।আর তখন মার্কেট পরিবর্তনের ফলে, আমাদের মাঝে সবসময় একটা হীনমন্যতা ও খচখচানি কাজ করবে,যা পরবর্তী ট্রেডগুলোতে প্রভাব ফেলবে। কেননা আমার ফরেক্সগুরু আমার বড় ভাই, সবসময় বলেন যে, ফরেক্স থেকে সবসময় মাছের মাঝের অংশ খাওয়ার মতো প্রফিট নিবে। কেননা তুমি যদি মাঝের অংশের সাথে মাথা ও লেজ খেতে যাও, তাহলে নিশ্চিত লস করবে। তাই আমাদের পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে, লাভের ট্রেড ক্লোজ করে চিন্তা মুক্ত থাকা উচিত।

EmonFX
2021-01-23, 10:50 AM
মেহেদী ভাই আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত। কখনোই লাভের থাকা ট্রেডটি বেশি লাভের আশায় দীর্ঘায়িত করা ঠিক নয়। তাতে করে যেকোন সময় মার্কেট আপনার বিপরীতে চলে গেলে লাভের অংশের সাথে সাথে মূলধন থেকেও লস হয়ে যেতে পারে। আমাদের টার্গেট পূরণ হয়ে গেলে অবশ্যই ট্রেডটি ক্লোজ করে দেয়া উচিত। তা না হলে চরম মূল্য দিতে হতে পারে। যেমনটি হয়েছে আমার সাথে গত দুদিন আগে। একটি ট্রেডে আমার 48 ডলার প্রফিটে ছিলো। কিন্তু আরও লাভের আশায় ট্রেড ক্লোজ করিনি। কিন্তু এর পরেই ধীরে ধীরে মার্কেট আমার বিপরীত দিকে যেতে শুরু করে। আবার মার্কেট ব্যাক করতে পারে এই আশায় ট্রেড ক্লোজ করিনা। এভাবে করে একসময় দেখা গেল প্রফিট ব্যালেন্স শেষ হওয়ার পরেও আমার মূলধন থেকে আরো 50 ডলার লস হয়ে গেলো। পরে মূলধন বাঁচাতে সেখানেই ট্রেডটি ক্লোজ করে দেই। এভাবেই বেশি প্রফিটের আশা করার মূল্য চরমভাবে আমাকে দিতে হয়েছে। তাই অবশ্যই আমাদের লাভে থাকা ট্রেড বেশি দীর্ঘায়িত না করে ক্লোজ করে দেয়া উচিত।

samun
2021-02-25, 11:05 AM
মেহেদী ভাই অসাধারন একটি আলোচনা আমি প্রতিদিন এভারেজ 6 থেকে 7 ডলার লাভ করতে পারি আমি কখনো অধিক লাভের আশায় ট্রেন রেখে দেই না আর এই শিক্ষা হয়েছে আমি বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হওয়ার পর এমনকি এই ক্ষতির ফলে আমার অ্যাকাউন্ট শূন্য পর্যন্ত হয়ে গেছে যার ফলে আমি প্রতিদিন নির্দিষ্ট একটা সমীকরণ এর ভেতর লাভ রেখে ব্রেক কেটে দিই এর থেকে লাভ কম হলেও আমার একাউন্ট ব্যালেন্স যুক্ত থাকে

mohd.Salahuddin
2021-02-25, 02:24 PM
আমরা সকলেই কিছু লাভের আসায় ট্রেড ও ফরেক্স করি।কিন্তু যদি বেশি খাইতে চাই তবে গলায় বাঁধবে।তাই আমরা হিসাব করে ট্রেড করি ।

Starship
2021-02-25, 11:47 PM
আমি নিজেও ট্রেড করার ক্ষেত্রে খুব বোশি দীর্ঘায়ীত করি না। তবে ট্রেড যদি লসে থাকে তাহলে অপেক্ষা করি প্রফিটে আসার পূর্ব মহুর্ত ধৈর্য সহকার অপেক্ষা করি। ট্রেড যখন প্রফিটে আসে তখন উক্ত প্রফিট বেশি দীর্ঘায়ীত করি না। কম প্রফিটে ট্রেড ক্লোজ করি। তবে ক্লোজ করার পূর্বে অবশ্যই ইনডেক্স অনুসরণ করে থাকি। এছাড়াও ফরেক্স নিউজ ক্যালেন্ডার অনুসরন করি। যখন বড় ধরনের কোনো নিউজ থাকে তখন মার্কেট মুভমেন্ট বেশি হয় সে ক্ষেত্রে প্রফিত লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি প্রফিটকৃত ট্রেড দীর্ঘস্থায়ী করিনা।

Devdas
2021-07-29, 08:55 PM
হ্যা ভাই, আপনি ঠিক বলেছেন। লাভ ট্রেড বেশী দীর্ঘায়িত করা ঠিক নয়। আমি নিজেই বাস্তবে অভিজ্ঞতা। আমি কয়েকবার প্রফিট করা ট্রেড ক্লোজ না করে চালু রেখেছিলাম। এতে হঠাৎ করে লাভ করা ট্রেডটি বিপরীত মূখী এসে লসে পরিনত হয়েছিল। তারপর লসে আমার সেই ট্রেডটি ক্লোজ করা দিতে হয়েছে। তাই লাভ ট্রেড দীর্ঘায়িত করা আসলেই ঠিক নয়। আপনার সঠিক টার্গেট ও মোটামাটি প্রফিট হলেই আপনি ট্রেডটি ক্লোজ করে দিয়ে আবার সঠিক টার্গেট ও ট্রেড করে পুনরায় লাভ করার চেষ্টা করুন।

Sakib42
2021-07-29, 11:54 PM
আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা এই বিষয়টি মাথায় নেয় না যার ফলে অনেক সময় দেখা যায় তারা লাভ করতে করতে সবকিছু হারিয়ে বসে। ফরেক্স মার্কেটে যখন আমাদের কোন লাভ হয় তখন আমাদের উচিত সেই লাভ কে লুফে নেওয়া, কেননা সব সময় আমরা লাভের সম্মুখীন হই না অনেক সময় দেখা যায় যে আমাদের বেশির ভাগ সময়ই ক্ষতি হচ্ছে তাই আমাদের উচিত যখন কোন লাভ এর সম্মুখীন হব তখনই ট্রেড ক্লোজ করে দিব এতে করে আমাদের ব্যালেন্স সুরক্ষিত থাকবে এবং আমরা কিছু প্রফিট অর্জন করতে পারবো সেই সাথে সাথে। অনেকেই লোভের কারণে অপেক্ষা করে এবং দেখা যায় যে তখন হিতের বিপরীত হয়ে যায় যার ফলে তার লসের সম্মুখীন হতে হয়। আপনি যদি চান কিছু প্রফিট করার পাশাপাশি আপনার ব্যালেন্স কে টিকিয়ে রাখবেন তাহলে অল্প লাভ ট্রেড ক্লোজ করুন।