PDA

View Full Version : ২০২১ সালে আপনার প্রতিটি ট্রেড হক ট্রেন্ড এর সাথে।



md mehedi hasan
2021-01-24, 01:04 PM
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি আমরা সবাই ট্রেন্ড কি তা জানি।কিন্তু এর নিয়ম মানি না।আমরা সবাই বুঝি যে ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করা মানে একাউন্ট ধংস করার সামিল।কিন্তু তারপরও বেশি ভাগ আমরা ট্রেড সেটাপ দিই ট্রেন্ড এর বিপরীতে।এর মানে হল জেনে বুঝে নিজের ক্ষতি করা।আর তাই আমাদের ২০২১ সালে কমিটমেন্ট হল ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করবো না।

KF84
2021-01-26, 08:04 PM
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি আমরা সবাই ট্রেন্ড কি তা জানি।কিন্তু এর নিয়ম মানি না।আমরা সবাই বুঝি যে ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করা মানে একাউন্ট ধংস করার সামিল।কিন্তু তারপরও বেশি ভাগ আমরা ট্রেড সেটাপ দিই ট্রেন্ড এর বিপরীতে।এর মানে হল জেনে বুঝে নিজের ক্ষতি করা।আর তাই আমাদের ২০২১ সালে কমিটমেন্ট হল ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করবো না।
আসলে ট্রেন্ড এর বিপরীতে কে ট্রেড করতে চায় বলুন । কিন্তু ট্রেন্ড চেনার ব্যপারে আমাদের অভিজ্ঞতা অনেক কম থাকায় আমরা না বুঝে ট্রেন্ডের বিপরীতে ট্রেড ধরে রাখি এই আশায় যে যদি আবার মার্কেট ফিরে এসে লস পুষিয়ে দেয় । আর এই চিন্তাই আমাদের লস বাড়িয়ে দেয় । তাই আগে ট্রেন্ড ভাল করে চেনার চেষ্টা করতে হবে তারপর স্টপ লস অবশ্যই ব্যবহার করতে হবে । স্টপ লস টুলটি ব্যবহার করা সবচেয়ে নিরাপদ ট্রেন্ডের বিপরীতে যাতে বেশি লস না হয় ।

Starship
2021-03-06, 05:54 PM
আমাদের নতুন বছর উপলক্ষে ট্রেডিং কৌশল পরিবর্তন, পরিবর্ধন পরিমার্জন করা উচিত যদি পূর্বের কৌশল যথাযথ কাজ না করে। ট্রেন্ডের সাথে ট্রেড করার জন্য প্রথমে মার্কেট এনালাইসিস বিষয়ে পর্যাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে। ট্রেন্ড সম্পর্কে পরিপূর্ণ এডভান্স লেভেলের জ্ঞান থাকতে হবে। ট্রেন্ড সাধারণত তিন প্রকার- আপার ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইড ওয়েট'স ট্রেন্ড। মার্কেট মুভমেন্ট সম্পর্কে ধারনা থাকলে আপনি সঠিক ট্রেন্ডে ট্রেড করতে পারবেন।

EmonFX
2021-03-06, 06:54 PM
জনৈক ট্রেডার বলেছিলেন, 'ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড'। ফরেক্স মার্কেটে ট্রেন্ডের মতো ভালো ফ্রেন্ড আমাদের আর দ্বিতীয়টি নেই। আমাদের সব সময় ট্রেন্ডের দিকে ট্রেড করা উচিত। ট্রেন্ড এর বিপরীতে গিয়ে ট্রেড করা একেবারেই ঠিক নয়। তাতে করে যেকোন সময় আপনার ব্যালেন্স জিরো করে দিতে পারে। সঠিক সময়ে সঠিক এন্ট্রি নেয়া এবং সঠিক সময়ে মার্কেট থেকে বের হয়ে আসা স্মার্ট ট্রেডিং এর একটি অংশ। আপনি ট্রেন্ডের সময় ঠিক পয়েন্টে এন্ট্রি নিতে না পারলে অপেক্ষা করা উচিত কখন ট্রেন্ড তার দিক পরিবর্তন করে স্ট্রং হবে ঠিক তখনই আবার ট্রেড নেয়া উচিত। ট্রেন্ডের দিকে থেকে আমরা যদি ট্রেডিং করতে পারি তাহলে একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত হওয়া সম্ভব।

KAZIMAJHARULISLAM
2021-03-08, 12:01 PM
আমরা সকলেই ফরেক্সে এসেছি, ফরেক্স থেকে নিয়মিত উপার্জন করতে।আমাদের স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়ন করতে।আর এই বিষয়টি তখনই বাস্তবায়ন হবে,যখন আপনি অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে, মার্কেট ট্রেন্ড এর প্রতি খেয়াল রেখে, সঠিকভাবে ট্রেডে এন্ট্রি নিতে পারবেন। কেননা মার্কেট ট্রেন্ড সম্পর্কে আমরা সকলেই জানি, এবং এ ও জানি যে,ট্রেন্ড এর বিপরীতে ট্রেডিং মানে,নিজ হাতে একাউন্ট ঝুঁকির মুখে ফেলা। তাই একাউন্ট নিরাপদে রেখে, ট্রেডিং করতে আমাদের সকলেরই উচিত, মার্কেট ট্রেন্ড এর প্রতি খেয়াল রেখে,ট্রেডে এন্ট্রি নেয়া।

samun
2021-03-08, 12:12 PM
2020 সালে আমার সাথে যা হয়েছিল সেটা সম্পূর্ণ একটি দুঃস্বপ্ন মাত্র নতুন বোনাসের আশায় দীর্ঘ সময় কাটিয়ে যখন বোনাস পেলাম তখন নতুন বছর আসবে আসবে মনে করেছিলেন 2021 সাল কে সুন্দর করে গড়ে তুলে নিজেকে একটি সুন্দর স্বপ্নে আবদ্ধ করব ফরেক্স নিয়ে কিন্তু তা আর হলো না জানুয়ারি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আমি ভুলবশত ট্রেড ওপেন করে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায় তাই নিজেকে নতুন উদ্যমে গড়ে তোলা এবং প্রস্তুত করার জন্য পরবর্তী বোনাসের জন্য অপেক্ষা করে বসে আছি