PDA

View Full Version : ইউরোজিবিপি



maziz6989
2015-08-05, 11:47 PM
আমাদের ইউরো জিবিপি পেয়ারে বর্তমান ক্যান্ডেল আগের দুটি ক্যান্ডেল কি নামে পরিচিত , কারো জানা থাকলে শেয়ার করুন । সাথে ট্রেডিং স্টাইল এবং টার্গেটও শেয়ার করুন। ৪ ঘন্টার টাইম ফ্রেমে দেখুন তার পরে কমেন্ট করুন। সবাইকে অংশ গ্রহন করার জন্য অনুরোদ করা গেল। জিএমটি ১২০০ এবং ১৬০০ এর সময় তৈরী হওয়া ক্যান্ডেল।

anwarForex
2015-08-06, 10:15 AM
ক্যান্ডেল ২ টি doji মানে মার্কেটের গতি অনুমানযোগ্য নয়। এর পরবর্তী ক্যান্ডেল দেখে অনুমান করা যেতে পারে। পরের ক্যন্ডেলটি বুলিশ । তাই ৪ ঘন্টার চার্টে মার্কেট উর্দ্ধমুখী হওয়ার কথা।কিন্ত এর পরের ক্যান্ডেলটি আবার doji। সুতরাং মার্কেটের গতিবিধি অনুমানযোগ্য নয়। তবে দৈনিক চার্টে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তাই পুল ব্যাক হয়ে মার্কেট নিম্নমূখী হওয়ার সম্ভাবনা আছে।

maziz6989
2015-08-06, 11:34 AM
এনজেডডি পেয়ারে ডাবল বটম তৈরী হয়েছে। টার্গেট হল ০.৬৬১০ এবং ০.৬৭২০। স্টপ লস ডেইলি লো। আশা করা যাচ্ছে এটা স্ট্রং রির্ভাসাল সিগন্যাল। যারা ট্রেড এ এন্ট্রি নিতে চান নিতে পারেন। এখন পর্যন্ত এই সিগন্যাল টা ভ্যলিড আছে। তবে স্টপ একটু ছোট ব্যবহার করবেন কারণ মার্কেট রিটেস্ট করতে পারে।

maziz6989
2015-08-06, 12:14 PM
গো্ল্ডে যারা ট্রেড করেন তাদের জন্য । প্রাইস এখন ডেইল পিভটের কাছাকাছি অবস্থান করছে। যে কোন সময় যে কোন দিকে মুভ করতে পারে। তাই যারা এই পেয়ারে ট্রেড করেন তারা একটু সাবধানে ট্রেড করবেন কারণ মার্কেট ইজ অলমোস্ট ডাইং। সবাইকে ধন্যবাদ।

maziz6989
2015-08-07, 12:30 PM
আমরা এবার আমাদের পজিশান চেন্জ করেছি। আমরা এবার শর্ট নেব এই পেয়ারে। আমাদের টার্গেট হল ০.৬৯৮৫। আশা করছি মার্কেট এতটুকু রিটেস্ট করবে। যারা এন্ট্রি নিতে চান দেরী করবেন না। ফিবোনাচ্চি ৩৮.২% থেকে মার্কেট রিটেস্ট করে নিচে নামছে। দেখা যাক আমাদের পক্ষে যায় কিনা। স্টপ হবে গত কালের সুইং হাই।

maziz6989
2015-08-08, 12:40 PM
এই পেয়ারটা লং টার্মে এখনও সেল এ আছে। আমরা মনে হয় আগামি সপ্তাহে সুন্দর দু একটা এন্ট্রি লেবেল পেতে পারি। দেখা যাক সপ্তাহটা কোথা থেকে শুরু হয়। আমি আশা করব আর যাই হোক আমরা যেন কনসটেন্ট লসের মধ্যে পড়ে না থাকি। সবাই একটু সময় দিয়ে পড়াশুনা করুন আর নিজের সিস্টেম তৈরী করুন্।

maziz6989
2015-08-21, 10:44 AM
এই পেয়ার অতপর আমাদের ১০০% লেভেল কে ব্রেক করে উপরের দিকে উঠছে। আমাদের নেক্সট টার্গেট হল ০.৭৩১৮ । মনে হচ্ছে আজ অথবা আগামি সপ্তাহে আমাদের প্রেডিকশান অনুযায়ী মার্কেট যাবে। সবাই ট্রেড করুন মানি ম্যানেজমেন্ট ফলো করে।

maziz6989
2015-08-23, 12:12 PM
এবার পুল ব্যক করতে পারে এবং এই পেয়ারের সাধারন সুত্র অনুসারে যত দ্রুত লং সাইডে যায় তার চেয়ে তিনগুন দ্রুত শর্ট সাইডে নামে। তাই এই সপ্তাহে পারত পক্ষে এই পেয়ারে ট্রেড করবেন না। যদি জিবিপি ইউএসডি লং এ যায় এবং স্টেবল করে তবেই আমরা এই পেয়ারে ট্রেড নেব।

MotinFX
2015-09-02, 01:02 PM
ভাই পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার এরকম ক্যান্ডেলস্টিক সম্পর্কে ধারনা ছিলনা। আপনাদের পরামর্শ কাজে লাগাব।

anwarForex
2015-09-02, 07:41 PM
ভাই এ সপ্তাহে একটি সেটআপও পেলাম না। মার্কেট কেমন যেন আচরন করছে? কোন ফ্রেমে মার্কেটকে আটকানো যাচ্ছে না। যারা ট্রেড করতে চান। সাবধান?