View Full Version : লসে হতাশ না হয়ে শিক্ষা গ্রহণ করে, পুনরায় দ্বিগুণ উদ্যমে ঝাঁপিয়ে পড়ুন।
KAZIMAJHARULISLAM
2021-01-28, 09:33 AM
প্রতিটা ব্যবসার মতোই ফরেক্স ট্রেডিং ও একটি ব্যবসা।আর ব্যবসার শুরু লগ্ন থেকেই এর সাথে লাভ লস ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু তারপরও লস হলে আমাদের মাঝে একটা হীনমন্যতা ও খচখচানি কাজ করে। তাই লসে হতাশ না হয়ে,আমরা যদি লসের কারণ গুলো বিশ্লেষণ করে, উপযুক্ত সমাধান খুঁজে বের করতে পারি, তাহলে আমরা অন্য যেকোনো ট্রেডার এর তুলনায় আরো বেশি আত্মবিশ্বাস ও দক্ষতার সাথে ট্রেডিং করে, উপার্জন এর পরিমাণ বাড়াতে পারবো। আপনার কি মনে হয়??
EmonFX
2021-01-28, 10:56 AM
ফরেক্স লস হলে হতাশ না হয়ে বরং শিক্ষা গ্রহণ করে নতুন উদ্যমে শুরু করতে হবে। ফরেক্স যেহেতু একটি বিজনেস সেহেতু লাভ-লস থাকরবেই। দু’একটি ট্রেডে আপনি ব্যর্থ হতে পারেন তাই বলে ভেঙ্গে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। একটি ট্রেডে ব্যর্থ হলে বুঝতে হবে আপনার ট্রেডিং সাইক্লোজিতে যথেষ্ঠ ভুল আছে। নিজের ভুল গুলো খুঁজে খুঁজে নোটডাউন করতে হবে। ভুলের কারন অনুসন্ধান করতে হবে। পরবর্তি ট্রেডে যাওয়ার আগে পূর্বতর্তী ভুলের কারন অনু্সন্ধার করে সেই অনুযায়ী সংশোধন আনতে হবে। এতে করে দেখা যাবে পুর্ববর্তী ভূল আর করেছেন না। এর পরেও যদি আপনি প্রতিনিয়ত লস করেন তাহলে বুঝতে হবে আপনার স্ট্রাটেজিতে যথেষ্ঠ ভুল রয়েছে, আপনাকে আরো আপগ্রেড করতে হবে। এরপরে আপনাকে আবার চেস্টা করতে হবে। মনে রাখবেন, আপনি যখন প্রথম হাটা শিখেত শুরু করেছেন বার বার হোচট খেয়ে পড়ে গেছেন, আবার উঠে দাড়িয়েছেন আবার হোচট খেয়েছেন আবার দাড়িয়েছেন। এভাবে করেই আজ আপনি ভালো ভাবে হাটতে শিখেছেন। ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
Mkhan0924
2021-01-29, 10:09 PM
ব্যবসায় লস হলে আমরা সবাই কম বেশি ব্যথিত হই কারন আমরা মানুষ জাতি বলতেই শুধু পেতে চাই কিন্তু কোন কিছু হারাতে চাই না। কিন্তু আমাদের এই বিষয় ভুলে গেলে চলবে না যে ব্যবসাতে লাভ লস থাকবেই। তাই আমাদের লস কে সহজেই গ্রহন করার মন মানসিকতা তৈরি করতে হবে।
Starship
2021-01-29, 10:46 PM
ফরেক্সে লস হলে হতাশায় না হয় আমাদের উচিত সেই লস এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফরেক্স ট্রেডিং কৌশল পরিবর্তন করে তা নতুন উদ্যমে নতুন কৌশল সৃষ্টি করে ট্রেড করা। হতাশার কোন সমস্যার সম্মুখীন হতে পারে না। ফরেক্স ট্রেড করে লস হওয়ার কারণ তা খুঁজে বের করে সমাধান করতে হয়। তাই আমাদের সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে। ফরেক্সপ যে যত দ্রুত লস শুধরে নিতে পারবে সে তত দ্রুত সফলতা পাবেন। তাই আমাদের সকলের উচিত ফরেক্সে নতুন কৌশল অবলম্বন করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া অভিজ্ঞতা অর্জন করা।
samun
2021-02-24, 03:37 PM
আমরা বেশিরভাগ ট্রেড আর্গন লস করে অতিরিক্ত হতাশ হয়ে পড়ি এবং আবেগবশত আবার পুনরায় টাইপ করে সব থেকে বড় ভুল করে থাকি তাই সকল ট্রেডার ভাইদের কাছে আমার অনুরোধ লস হলে কখনো হতাশ হবেন না এবং আবেগে পড়ে কোন ভুল করবেন না লস হলে লস কেটে দিন একটু সময় নিন নিজেকে ঠান্ডা করার জন্য পরবর্তীতে ধীর-স্থিরভাবে মার্কেটটা দীর্ঘসময় এনালাইসিস করে পরবর্তীতে আপনি সিলেট ধরুন দেখবেন আপনি ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন আর যদি তাড়াহুড়ো করেন তাহলে ফল ভালো হবে না
Mas26
2021-02-24, 04:32 PM
ফরেক্সে আমরা লস করার পরে অনেকেই ভেঙে পরি ফরেক্স থেকে বিদায় নেই ফরএসকে বিদায় জানায় ফরেক্স থেকে চলে যায় এগুলো আসলে ভুল। ফরেক্স একটা ব্যবসা ব্যবসায় লাভ লস আছে ।সেটা মাথায় রেখে কাজ করতে হবে একবার না পারিলে দেখো শতবার একটা কথাই আছে ,,কিন্তু ফরেক্্র একবার না পারলে সতবার দেখার দরকার নাই আপনি শুধু বুঝেশুনে ট্রেড নিলেই হবে আর কিছু শিক্ষা আছে সেগুলো পূরণ করলেই হবে আপনি যদি শিক্ষা গ্রহণ না করেন তাহলে তো হবে না আপনার লস হওয়ার পরে কি কারনে লস হইলো এইটা খুঁজে বের করতে হবে এবং একটা ট্রেড করার আগে সবসময় আপনার ফরেক্স এনালাইসিস করে দেখতে হবে যে কোন দিকে মার্কেট আপডাউন করবে সেদিকে আপনার buy-sell নেয়া উচিত।
md mehedi hasan
2021-02-24, 07:03 PM
ব্যবসা লাভ লস থাকবেই।তেমনি ফরেক্স মার্কেটে এর বিপরীত নয়।আমরা ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত লস করে চলছি।আর ভবিষ্যতে আরো লস করবো।আপনি যদি মনে করেন লস করা মানে একাউন্ট ধংস করা।আমি বলবো না লস করা মানে নতুন কিছু শেখার সুযোগ পাওয়া।আপনি কি কারনে ফরেক্স মার্কেটে ট্রেড করে লস করছে এই লসের কারন গুলো খুজে বের করেন।দেখবেন এই লস করার কারন গুলো সমাধান করবেন দেখবেন আপনি নিয়মিত প্রফিট করছেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.