View Full Version : ডেমো একাউন্টগুলোর একটা ট্রেডিং জার্নাল করার অভ্যাস করুন
786.ariful.islam.bd
2021-01-28, 11:19 PM
অনেকেই তাদের নিজের পোর্টফলিও শেয়ার করে না বলে থাকেন। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। যখন যেখানে দরকার সবাই ঠিকই তাদের পারফরমেন্স শেয়ার করে থাকে। নেগেটিভিটি বেশি ছড়ায় বলে অনেকে দিতে চায় না, অনেকের ড্র ডাউন বেশি চলে আসে বলে শেয়ার করে না। কিন্তু যদি আপনি ভুলগুলো শোধরাতে চান তাহলে তো জানাতে হবে। লজ্জা পাবার ভয়ে যদি ভুলকে আকড়ে পড়ে থাকেন তাহলে দেখবেন দিন, মাস, বছর চলে যাবে কিন্তু কনসিসটেন্ড প্রফিটেবল হতে পারবেন না। নতুনদের বলবো আপনারা আপনাদের ডেমো একাউন্টগুলোর একটা ট্রেডিং জার্নাল করার অভ্যাস করুন এখন থেকেই।
Starship
2021-04-30, 11:52 PM
নতুন ট্রেডারদের জন্য অবশ্যই ডেমো একাউন্টে প্রতিনিয়ত অতন্ত গুরুত্বের সঙ্গে ট্রেড করা উচিত। কেননা ট্রেড করারটা এতটা সহজ বিষয় নয়। এখান থেকে অনুশীলন করার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন অর্জন করলেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন নতুবা অনুমানের উপর ট্রেড করে প্রফিট করা সম্ভব নয়। তাই একজন নতুন ট্রেডার হোক বা পুরাতন ট্রেডার হোক না কেন ডেমো একাউন্টে সিরিয়াস ভাবে অনুশীলন করা উচিত। তাহলে আপনি যখন একসময় ট্রেডিং বিষয়ে এক্সপার্ট হবেন তখন সহজে ট্রেড করে প্রফিট করতে পারবেন।
alamsat
2021-05-01, 03:18 PM
এখানে ট্রেড করে বেশিরভাগ মানুষ লস করে থাকে তাই সেগুলি সবাই শেয়ার করতে চাই না। হ্যা কখনও কখনও ট্রেড করে প্রফিট করতে পারলেও শেষ ধরে রাখতে পারে না। তাই মানুষ যখন ট্রেড করে প্রফিট করতে পারে শুধুমাত্র তখনই সেগুলি শেয়ার করে থাকে কিন্তু যখন লস করে তখন সেগুলি শেয়ার করে না। তাই এখানে নতুন করে কিছু শেয়ার করার নেই। তবে লসের ট্রেড গুলি যদি শেয়ার করে থাকে যে এই কারনে আমার লস হয়েছে তাহলে নতুন অনেক ট্রেডার আছে তারা শিখতে পারবে। তাই প্রফিট কিভাবে হল এবং লস কি কারনে হল সবগুলিই শেয়ার করতে হবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.