Log in

View Full Version : ফরেক্স মার্কেট ট্রেড করার পাশাপাশি আমরা কে কি কাজ করি।



md mehedi hasan
2021-01-29, 06:50 AM
ফরেক্স ফোরাম এর সকল সদস্য এর কাছে আমার প্রশ্ন আপনার ফরেক্স মার্কেটে ট্রেড করার পাশাপাশি আর কি কাজ করেন।আমি পড়াশোনা এর পাশাপাশি ফরেক্স শিখি এবং পড়াশুনা শেষ করে নিজেই কিছু করার চেষ্টা করছি।আমি মুলত ছোট আকারে মাছ চাষ ও গরুর ফার্ম করছি।আর এর পাশাপাশি ফরেক্স করছি।

KAZIMAJHARULISLAM
2021-01-29, 06:58 AM
ফরেক্স ট্রেডিং একটি উন্মুক্ত ও স্বাধীন ব্যবসা হওয়ায়, এইখানে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে, আপনাকে প্রতিদিন নূন্যতম এত ঘন্টা কাজ করতেই হবে, নাহলে উপার্জন পাবেন না।যার ফলে আপনি আপনার সুবিধা মত সময়ে কাজ করতে পারেন।আমি ফরেক্সে একজন পার্টটাইম ট্রেডার। ফরেক্স এর পাশাপাশি আমি একজন উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল). সেইসাথে বাংলাদেশ এর একটি বৃহৎ পাওয়ার প্লান্টে(১৩২০ মেঃওঃ ক্ষমতা সম্পন্ন) কর্মরত আছি।তবে বর্তমানে ফরেক্স ট্রেডিং আমার নেশা হয়ে গেছে। একটা দিন ও ফোরাম ফলো, এবং ট্রেডিং ছাড়া থাকতে পারি না।

EmonFX
2021-01-29, 07:10 AM
আমি বর্তমানে একাডেমিক পড়াশোনা শেষ করে চাকরির প্রিপারেশনের পাশাপাশি ফরেক্স ট্রেডিং করছি। ফরেক্স একটি অনলাইনভিত্তিক আন্তর্জাতিক ব্যবসা বিধায় এখানে চাকরি, ব্যবসা কিংবা অন্যান্য যে কোন পেশার পাশাপাশি যে কেউই ফরেক্স ট্রেডিং করতে পারেন। শুধু ইন্টারনেট সংযোগ সহ একটি ডেক্সটপ, ল্যাপটপ অথবা একটি স্মার্ট ফোন হলেই ফরেক্সে ট্রেডিং করা যায়। আসলে আমরা অনেকেই ফরেক্সের পাশাপাশি অন্যান্য কাজ করে থাকি। কেউ চাকরি, ব্যবসা বা অন্য কিছু করে থাকি। অবশ্য এতে করে ফরেক্সে কনসেন্ট্রেশন ব্রেক হয়, পুর্ন কনসেন্ট্রেশন দেয়া যায় না ফলে আমরা ফরেক্সে ভালো দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারি না। আমি যখন একই সাথে দুটি কাজ করবো তখন আমার মনোযোগ ও ব্রেন দু’দিকে কাজ করবে। এতে করে কোনটাই সঠিক ভাবে সম্পাদন করা হয় না।

যদিও আমি বর্তমানে পার্টটাইম হিসেবে ফরেক্স করছি বাট আমার ইচ্ছা আছে যদি ফরেক্সে ভালো অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারি তাহলে ফরেক্সকে ফুলটাইম বা প্রধান পেশা হিসেবে নিতে চাই। আমি মনে করি কেউ যদি এখানে পুর্ন সময় দেয় তাহলে অন্যান্য যে কোন পেশার থেকে এখানে ভালো করার যথেষ্ঠ সুযোগ আছে। আমরা লেখাপড়া শেষ করতে জীবনের অর্ধেক সময় ব্যয় করে ফেলি। সে তুলনায় আমরা যদি পাঁচ বছর ব্যয় করি তাহলে ফরেক্সে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।

jedi1212
2021-01-29, 09:14 PM
যেহেতু ফরেক্স ট্রেডিং একটি উন্মুক্ত এবং স্বাধীন ব্যবসা, তাই আপনাকে প্রতিদিন কমপক্ষে অনেক ঘন্টা কাজ করতে হবে না অন্যথায় আপনি কোনও অর্থ উপার্জন করতে পারবেন না। ফলস্বরূপ, আপনার অবসর সময়ে, আপনি কাজ করবেন। আমি একটি খণ্ডকালীন ফরেক্স ব্যবসায়ী। ফরেক্স ছাড়াও আমি একজন ডেপুটি ইঞ্জিনিয়ারিং সহকারী (বৈদ্যুতিক)। আমি বাংলাদেশের একটি বড় বিদ্যুৎকেন্দ্রেও (1320 মেগাওয়াট ক্ষমতা) কাজ করি। ফরেক্স ট্রেডিং যদিও এখন আমার নেশায় পরিণত হয়েছে। একটি দিন এবং একটি ওয়েবসাইট অনুসরণ করুন এবং ট্রেডিং ছাড়াই আপনি বাঁচবেন না।

Starship
2021-01-29, 11:02 PM
আমার মনে হয় বাংলাদেশে বেশিরভাগ ট্রেডার পার্ট টাইম হিসেবে কাজ করে থাকেন। তবে ফুল টাইম ট্রেডার এর সংখ্যা নিতান্তই একদম কম নয়। আমি একজন ফরেক্স এ পার্টটাইম ফরেক্স ট্রেডার। আমি একটি বেসরকারী কর্পোরেট অফিসে কর্মরত আছি। যেটা বাংলাদেশের কন্টাক্টর কম্পানি লিস্টে অন্যতম। ফরেস্ট আমার কাছে প্রত্যেক সময় সদ্ব্যবহার এর একটি অন্যতম উপায় মনে হয়। আমার সময়কে যথাযথ ব্যবহার করার জন্য আমি ফরেক্স বেছে নিয়েছি। একদিন ফরেক্স ফোরামে লগইন না করলে মনে হয় কিছু একটা মিসিং হয়ে গেছে। তাই ফরেক্স আমার কাছে একটি নিত্ত দিনের সঙ্গী হয়ে গেছে।

Sakib42
2021-01-29, 11:44 PM
ব্যক্তিগত ভাবে বলতে গেলে আমি একজন স্টুডেন্ট এবং ফরেক্স এর পাশাপাশি আমি অন্য কোন মাধ্যমের সাথে যুক্ত নয় যার মাধ্যমে আমি অর্থ উপার্জন করতে পারি। আমার একমাত্র অর্থ হচ্ছে ফরেক্স। যার মাধ্যমে আমি আমার পড়াশুনার যাবতীয় খরচ বহন করে থাকি এবং সুযোগ থাকলে আমি আমার পরিবারকে কিছুটা সাহায্য করে থাকি। কেন চেষ্টা করব ফরেক্স কে ধরে রাখার জন্য।

AMIR1
2021-01-30, 06:54 PM
ফরেক্স ট্রেড করার পাশাপাশি আমরা সাধারণত পড়ালেখা বা ছোটখাটো জব করি, ছোটোখাটো জব করে, তার পাশে যে সময় পাই সেই সময়টুকু আমরা ট্রেড করি,,, কেউ কৃষিকাজ করে কেউ পড়ালেখা করে কেউ চাকরি করে কেউ ছোটখাটো বিজনেস করে,, ফরেক্স ট্রেড করার পাশাপাশি এই টুকটাক কাজ গুলো সাধারণ মানুষ করে থাকি আমরা

samun
2021-02-24, 04:36 PM
প্রথম পর্যায়ে আমি বেকার ছিলাম আমি একজন ছাত্র ছিলামপড়াশোনার পাশাপাশি ফরেক্স করতাম বর্তমানে আমি এখন একটি ছোটখাটো চাকরি করি চাকরির পাশাপাশি ফরেক্স করে থাকে আমার কাজের পাশাপাশি ফরেক্স করতে কোনো রকম কোনো সমস্যা হয় না ফরেক্স করতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত এবং গর্বিত চার্জ করতে পেরে কারণ বর্তমান যুগের প্রেক্ষাপটে একজন মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য অনেক বড় একটি সাপোর্ট করতে পারলে নিজের অতিরিক্ত চাহিদা গুলো খুব সহজে পূরণ করা সম্ভব হয়

Mas26
2021-02-24, 08:44 PM
আমার মনে হয় বাংলাদেশে বেশিরভাগ ট্রেডার পার্ট টাইম হিসেবে কাজ করে থাকেন। তবে ফুল টাইম ট্রেডার এর সংখ্যা নিতান্তই একদম কম নয়। আমি একজন ফরেক্স এ পার্টটাইম ফরেক্স ট্রেডার। আমি একটি বেসরকারী কর্পোরেট অফিসে কর্মরত আছি। ফরেক্স ট্রেড করার পাশাপাশি এই টুকটাক কাজ গুলো সাধারণ মানুষ করে
ফরেক্স করে থাকে আমার কাজের পাশাপাশি ফরেক্স করতে কোনো রকম কোনো সমস্যা হয় না ফরেক্স করতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত এবং গর্বিত চার্জ করতে পেরে কারণ।

mohd.Salahuddin
2021-02-24, 09:36 PM
আমি মূলত একজন ডিপ্লোমা প্রকৌশলী ( মেকানিকাল )।এখন সহকারী প্রকৌশলী হিসাবে আকিজ গ্রুপে আছি।আমি ফরেক্স এ নতুন এসেছি।আশা করি ফরেক্স ও আমার সঙ্গী হবে।