View Full Version : # ফরেক্স মার্কেটে ভবিষ্যতে কত ডিপোজিট করে ট্রেড করার ইচ্ছা আছে।
md mehedi hasan
2021-01-29, 10:07 AM
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করছি আমরা সবাই কমবেশি ডিপোজিট করেছি এবং লসও করেছি।এখন আমার ফোরাম বোনাস নিয়ে ট্রেড করছি।জানিনা এই সুবিধা আমরা কত দিন পাবো।তবে এই বোনাস না পেলে আমরা ফরেক্স মার্কেট কে কবে বিদায় জানাতাম।আমরা একটা টার্গেট আছে ফরেক্স মার্কেট কে নিয়ে।আমি যদি ফরেক্স মার্কেটে ভালো কিছু করতে পারি ৫০০ ডলার ডিপোজিট করবো।
jedi1212
2021-01-29, 08:58 PM
হ্যাঁ, ফরেক্সে যাচাইকরণ গুরুত্বপূর্ণ। যাচাইয়ের জন্য ডকুমেন্টেশন নেই তাদের, তাদের যাচাইয়ের নথি যুক্ত করতে হবে। রেকর্ডগুলি তাদের নিজস্ব হতে পারে না। তাদের জাতীয় পরিচয়পত্র এবং কোনও বিল ফাইল সরবরাহ করে আপনি আপনার যে কোনও অভিভাবককে অনুসন্ধান করতে পারেন। তারপরে, আপনি যদি সেই দস্তাবেজের নাম এবং ঠিকানা ব্যবহার করে কোনও অ্যাকাউন্ট তৈরি করেন এবং সেই নথিগুলি আপলোড করেন, যাচাইকরণটি সঠিক হবে।
samun
2021-02-24, 04:42 PM
ভবিষ্যতে আমি কত ডিপোজিট করতে পারব সেটা এখনো সঠিকভাবে বলতে পারছিনা কারণ ফরেক্স মার্কেটে আমি আরো বেশি দক্ষতা অভিজ্ঞতা অর্জন করে এবং আমার আর্থিক অবস্থার বিশ্লেষণ এর প্রেক্ষিতে আমি বলতে পারব কত ডিপোজিট করতে পারব তবে আশা আছে ফরেক্সে ডিপোজিট করে আমার ফরেক্স প্ল্যাটফর্মকে সুদুরপ্রসারী করার ধন্যবাদ
EmonFX
2021-02-24, 05:31 PM
তাতে কোন সন্দেহ নেই যে ফরেক্স ট্রেডিং শেখার জন্য বোনাস ট্রেডিং সিস্টেম আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। ইন্সটাফরেক্সের বোনাস ট্রেডিং সিস্টেম আছে বলেই অনেকেই ফরেক্স মার্কেটে পদার্পণ করছেন। শুরুতে ডিপোজিট করে ট্রেডিং করার মানসিকতা অনেকের নেই। সে ক্ষেত্রে ফরেক্স ফোরাম এর মাধ্যমে বোনাস ডলার আমাদের জন্য অনেক বড় পাওয়া। তবে বোনাস এর মাধ্যমে যে ডলার পাওয়া যায় সেটা থেকে ফরেক্স মার্কেটে টিকে থাকা কিছুটা কঠিন বটে। ফরেক্স মার্কেটে টিকে থাকা এবং ট্রেড করার জন্য অবশ্যই কিছুটা বড় মূলধনের দরকার রয়েছে। তাছাড়া ব্যালেন্স শেষ হয়ে গেলে পরবর্তী মাসের বোনাস এর জন্য দীর্ঘ প্রতীক্ষা করতে হয়, যেটা আসলেই অনেক পেইনফুল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই 500 ডলার ডিপোজিট করে রিয়েল ট্রেডিং শুরু করব। এবং সেই সিদ্ধান্তের পথে ইতোমধ্যে অনেক দূর এগিয়েছি।
Starship
2021-02-24, 06:18 PM
আপনি ঠিকই বলেছেন মেহেদী ভাই। ফরেক্সে আমরা যে সকল ট্রেডার রয়েছি তাহারা কম বেশি ডিপোজিট করেছি। আবার সেই ডিপোজিট দিয়ে প্রফিট করেছি আবার ব্যালেন্সও হারিয়েছি। আমি অদূর ভবিষ্যতে ফরেক্স ফুল টাইম হিসেবে বেছে নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। তার আগে পার্টটাইম হিসেবে ফরেক্স থেকে জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করছি। সকলেই জানি ফরেক্সে অভিজ্ঞতা ব্যতিত আয় করা ও ব্যালেন্স টিকিয়ে রাখা অসম্ভব। তাই অভিজ্ঞতা নিয়ে ফরেক্সে ডিপোজিট করার চিন্তা ভাবনা আমারও রয়েছে। আমিও ৪০০ বা ৫০০ ডলারের মত ডিপোজিট করার চিন্তা ভাবনা রয়েছে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.