PDA

View Full Version : Eur/usd এর বর্তমান অবস্থা



anwarForex
2015-08-06, 09:11 AM
1359

দৈনিক চার্টে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল গঠিত হয়েছে। প্রাইস এর চলাচল নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। বর্তমান প্রাইস ১.০৯০৬০। যদি প্রাইস ১.০৭৮০০ লেভেল অতিক্রম করে তবে তা শক্তিশালী ডাউন ট্রেন্ড তৈরী করবে বলে অনুমান করা হয়।

maziz6989
2015-08-06, 03:23 PM
গোল্ড মনে হয় এবার বাইতে যাবে। দেখি কি হয় , আমার তিনটা ট্রেড রানিং আছে বেশ লসে। আশা করছি আমরা আজকে পিভট ব্রেক করে আর ২ পর্যন্ত যেতে পারব। যারা ট্রেড করেন খুব সাবধানে ট্রেড করবেন কেননা এই পেয়ারটা এই মুহুর্তে খুবই কনফিউজিং অবস্থায় আছে। ব্রেক আউট হতে পারে যে কোন দিকে। সেল এ গেলে টার্গেট ১০৭৬ এবং বাইতে গেলে ১১০৬ পর্যন্ত। এটা হল ১ম টার্গেট এবং ২য় টার্গেট আপনার নিজের পছন্দ মত ।

anwarForex
2015-08-06, 09:48 PM
গোল্ড ট্রেডিং এ আমি নতুন। একটি *সেল অর্ডার নিয়েছি ১০৮৮.৩৫ এ। স্টপ লস ১০৯১.৬১ এবং প্রফিট টার্গেট ১০৭৩.৬৪। দেখা যাক কোনটি হিট করে।

oviice
2015-08-06, 10:06 PM
যারা ট্রেড করেন খুব সাবধানে ট্রেড করবেন কেননা এই পেয়ারটা এই মুহুর্তে খুবই কনফিউজিং অবস্থায় আছে। ব্রেক আউট হতে পারে যে কোন দিকে। সেল এ গেলে টার্গেট ১০৭৬ এবং বাইতে গেলে ১১০৬ পর্যন্ত। এটা হল ১ম টার্গেট এবং ২য় টার্গেট আপনার নিজের পছন্দ মত ।

anwarForex
2015-08-06, 10:17 PM
দৃৃপৃর ১২ঃ০০ টার দিকে gpbusd দৈনিক ক্যান্ডেল স্টিক বুলিশ ছিল। ভেবেছিলাম মার্কেট আপ হবে। তাই ০.০১ লটের বাই অর্ডার নিলাম। দিনশেষে মার্কেট উল্টোদিকে ধাবিত হল। লসের কষ্ট সহ্য করা ছাড়া আর গতি ছিল না।

Taleb Mahmud
2015-08-08, 11:43 AM
বর্তমানে ট্রেড় করার জন্য সবচেয়ে ভাল পেয়ার হল eur/usd.এ পেয়ার নিয়ে একটু সতর্ক হয়ে ট্রেড় করলে ভাল profit করতে পারবেন।তাছাড়া নতুনদের জন্য এটি হল আদর্শ পেয়ার।

Mosfiq123
2015-08-12, 03:57 PM
যারা ট্রেড করেন খুব সাবধানে ট্রেড করবেন কেননা এই পেয়ারটা এই মুহুর্তে খুবই কনফিউজিং অবস্থায় আছে।

Mosfiq123
2015-08-12, 04:07 PM
দৃৃপৃর ১২ঃ০০ টার দিকে gpbusd দৈনিক ক্যান্ডেল স্টিক বুলিশ ছিল। ভেবেছিলাম মার্কেট আপ হবে। তাই ০.০১ লটের বাই অর্ডার নিলাম।

Defender
2015-08-12, 04:16 PM
কথাই আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও নাহ ।তাই বলছি এখানে ট্রেড করতে হ্য় ভাবিয়া ,তা হলে অনেক বেনি ফিট পাওয়া জাই

maziz6989
2015-08-12, 05:16 PM
ইউরো ইউএসডি বাই সাইডে যাওয়ার চেষ্টা করছে। এখন পর্যন্ত মার্কেট বাই সাইডে আছে তবে তা শর্ট টার্মের জন্য। মার্কেট আরও ডিপে যাওয়ার জন্য শক্তি সঞ্চয় করছে বলে এক্সপার্টদের ধারনা। অল্প সময়ের জন্য বাই নিতে পারেন তবে যত দ্রুত সম্ভব প্রফিটে এক্সিট হওয়ার চেষ্টা করুন।

Ekram
2015-08-18, 11:26 AM
1359

দৈনিক চার্টে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল গঠিত হয়েছে। প্রাইস এর চলাচল নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। বর্তমান প্রাইস ১.০৯০৬০। যদি প্রাইস ১.০৭৮০০ লেভেল অতিক্রম করে তবে তা শক্তিশালী ডাউন ট্রেন্ড তৈরী করবে বলে অনুমান করা হয়।
বিশ্বে সব চেয়ে শক্তি শালি কারেন্সি হল এই দুটি। এই কথা নিশ্চয় সবাই এক বাক্যে স্বীকার করবে বলে আমি মনে করি। আর ট্রেড ও সবচাইতে বেশি হয় এই দুইটা কারেন্সি তে। তাই বিস্বের বেশির ভাগ ট্রে ডার রা তাকিয়ে আছে এই দুইটা কারেন্সির দিকে। মিলিওন বিলিয়ন ট্রেড হয় শুধু এই দুইটা কা্রেন্সি তে।

sima
2015-08-18, 05:19 PM
বর্তমানে ইউরো ইউএসডি একটি নির্দিষ্ট প্যারালাল মাধ্যমের ভিতরে রয়েছে। অর্থাত দেখতে গেলে দেখো যাবে যে মার্কেটের রেশিএ মোটামুটি ৯০০ থেকে ১৫/১৬০০ এর মধ্যে ঘোরাঘুরী করছে তবে লং টাইমে টার্ণ দেখলে দেখা যাবে যে এটি ডাউনট্রেন্ডএ ছিলো এবং কিছুদুর প্যারালাল করে তা আবার আগের দিকে ফিরে যেতে পারে। অর্থাত ইউরো উইকক হয়ে যেতে পারে।

smartroni1996
2015-08-18, 05:51 PM
এর অবস্থা খুবই খারাপ.যে দিকে যায় আর থামে না।তাই ভাল
করে দেখে শুনে ট্রেড করা উচিৎ।

maziz6989
2015-08-20, 12:31 PM
আজকের পিভট সাপোর্ট এবং রেজিসটেন্স।
eu p- ১.১০৮৯ , r1- ১.১১৬২ r2- ১.১২০৫ r3 ১.১২৭৮ s1- ১.১০৪৫ s2- ১.০৯৭৩ ,s3- ১.০৯২৯

Ekram
2015-08-20, 12:40 PM
এর অবস্থা খুবই খারাপ.যে দিকে যায় আর থামে না।তাই ভাল
করে দেখে শুনে ট্রেড করা উচিৎ।
uro /usd হল সবচাইতে গুরুত্ব পূর্ণ কারেন্সি । এই কারন্সি পেয়ার এ অনেক বেশি ট্রেড হয় আর লাভ করার সম্ভবনা ও বেশি থাকে । যেহেতু এই কারেন্সি খুব বেশি গুরুত্ব বহন করে তাই আমাদেরকে খুব বেশি সচেতন ভাবে ট্রেড করতে হবে। পাশাপাশি অন্যান্য কারেন্সি কে ও গুরুত্ব দিতে হবে।

maziz6989
2015-08-22, 08:37 AM
আগামী সপ্তাহ পুরোটা এই পেয়ারের তাই যারা এখানে ট্রেড করবেন আগে ভাল ভাবে এনালাসিস করবেন। কেননা কিছুটা রিট্রেস করতে পারে বুলিশ বিয়াস কন্টিনিউ করার জন্য। কেউ যেন পুলব্যক এ এন্ট্রি না নেন। কেননা পুলব্যক এ এন্ট্রি নিলে অনেক সময় বেশ লস করতে হয়। আগামী সপ্তাহে এই পেয়ার ১.১৪-১.১৬ পর্যন্ত যেতে পারে বলে আমার ধারণা।

maziz6989
2015-08-23, 12:08 PM
আমাদের নেক্সট প্রজেক্টেড টার্গেট হল ১.১৮ তবে হয়ত বা আমাদের আগামী সপ্তাহ এমনকি দুই সপ্তাহও লাগতে পারে। কিছুক্ষন আগে দেখলাম এজন প্রেডিকশান্ দিছে সেল এবং তার টার্গেট দেখিয়েছে ১.০৯ পর্যন্ত। আমি ও এই মুহর্তে কিছুটা কনফিউজ হয়ে আছি যে কোন সাইডে চিন্তা করব। দেখা যাক , মার্কেট ওপেন হলেই বলা যাবে কোন দিকে যেতে পারে।

anwarForex
2015-08-23, 09:51 PM
ইউরো ইউএসপি পেয়ারে লং এন্টি নিয়েছিলাম ঠিকই। কিন্ত ধরে রাখতে পরিনি । প্রফিট টার্গেট ছিল ১০০ পিপ্স। টার্গেট হিট করার পুর্বেই ৩০ পিপ্স লাভে ছেড়ে দিয়েছি। সিস্টেম অনুসরণ করলে ভাল একটা লাভ পেতাম।

শিক্ষাঃ সিস্টেম ফলো করে ট্রেড করা উচিৎ।

Nishat Tasnim
2015-08-24, 07:18 PM
বর্তমানে Eru/Usd সহ বাকি সব পেয়ারের অবস্থা খুবই খারাপ

BD ONLINE
2015-08-26, 01:50 PM
আজ যখন আমি এ পোষ্ট লিখছি তখন Eur/usd এর অবস্থান ১.১৫০০। এখান থেকে Eur/usd যে কোন দিকে মুভ করতে পারে। যদি ও গত সপ্তাহের শেষ দিকে আপ ট্রেডে ছিল এবং এ সপ্তাহের প্রথম দিন সে আপ ট্রেডেই ছিল। কিন্তু শেষ দুইদিন Eur/usd ডাউন ট্রেডে অবস্থান করছে। গত সপ্তাহের চার্ট দেখে অনেকেই মনে করছে যে, এই বুঝি Eur আপ ট্রেডে চলে গেল। কিন্তু আমার হিসেব বলছে ভিন্ন কথা। আমার হিসেব বলছে Eur/usd ডাউন ট্রেডেই থাকবে। যদি ও এটা আমার ধারনা আজকে usd অনেক নিউজ আছে। যদি কোন ক্রমে usd নিউজ খারাপ হয় তাহলে Eur আপ ট্রেডে চলে যাবে। আর যদি usd র নিউজ ভাল হয় তাহলে Eur/usd ডাউন ট্রেডে চলে যাকে। আবার আগের স্থানে অর্থাৎ ১.০০০০ এর নিচে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।

maziz6989
2015-08-27, 10:09 AM
আজকে ইউরো ইউএসডি কিছুটা বাই সাইডে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের নেক্সট টার্গেট এই পেয়ারে হল ১৪৫ বা ১৪৮ পর্যন্ত এবং এটা শুধু আমার প্রেডিকশান। কেউ যদি ট্রেড করেন তবে নিজ দায়িত্বে ট্রেড করবেন। তবে কেউ সেল সাইড নিলে কারণ সহ ব্যখ্যা করবেন। আমি বাই সাইড নেওয়ার পেছনে কারণ হল মার্কেট ওভার সোল্ড অবস্থায় রয়েছে এবং ট্রেন্ড নিউট্রাল হওয়ার জন্য কিছুটা বাই সাইডে যেতেই হবে। তবে সাধারণ ট্রেন্ড এখন ডাউনওয়ার্ড।