View Full Version : ফরেক্স শিখতে প্রশিক্ষণ এর প্রয়োজনীতা।
md mehedi hasan
2021-01-30, 08:50 AM
আমরা মনে করি আমরা নিজেরাই চেষ্টা করে ফরেক্স শিখতে পারবো।এই ধরনের চিন্তা কে আমি সাধুবাদ জানাই আর সেই সাথে আপনাকে সেলুট জানাই।কিন্তু সত্যি কথা বলতে আসলে বাস্তবতা অন্য রকম।আপনি নিজে নিজেই ফরেক্স শিখতে পারবেন কিন্তু আপনাকে এর জন্য অনেক সময় ও ডলার লস করতে হবে।আমি ব্যক্তিগত ভাবে কারো কাছে থেকে ফরেক্স শিখিনি যা শিখেছি নিজে থেকেই শিখেছি।এর জন্য আমি পাচ বছর সময় ও প্রায় ২০০ ডলার লস করেছি।আমি যদি কোন পেশাদার ফরেক্স ট্রেডারদের কাছে কিছু অর্থ এর বিনিময়ে ফরেক্স শিখতাম তাহলে আমার পাচ বছর সময় কখনো লাগতো না।আমরা কোর্স ফি ৬০০০ টাকা বেশি মনে করলাম।আর পাচ বছর ও ২০০ ডলার লস কিছুই মনে করলাম না।আসলে ফরেক্স নিজে নিজে না শিখে প্রশিক্ষণ এর মাধ্যমে শেখাই মঙ্গল কর।
EmonFX
2021-01-30, 02:53 PM
ফরেক্স ট্রেডিং করতে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। প্রশিক্ষণ ব্যতীত ট্রেডিং, প্রকৃত ব্যবসায়ের জ্ঞান না পাওয়া এবং বিজনেসের লড়াইয়ে নামার আগে দক্ষতা অর্জনে ব্যর্থ হওয়া যে কোনও ব্যবসায়ী এবং তাদের অ্যাকাউন্টের জন্য অনেক বড় ঝুঁকি। আমি বিশ্বাস করি যে প্রত্যেককে পেশাদার প্রশিক্ষণের প্রয়োজন আছে এবং অর্থের বাজারে সুযোগ তৈরি করার প্রাকটিক্যাল প্রাকটিসের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। আর্থিক বাজারের জল্পনা কল্পনা দুর্বল লোকদের জন্য নয় এবং বাজারে নিজের উপার্জিত অর্থের ঝুঁকি নিয়ে যাওয়ার আগে আপনার সত্যিকারের গাইড এবং শক্ত শিক্ষা প্রয়োজন।
পৃথিবীতে এমন কোন পেশা নেই যেখানে লোকেরা মনে করে যে তারা পেশাদার প্রশিক্ষণ এড়াতে পারে এবং কোনো ভাবে সফল হতে পারে। এক্ষেত্রে চিকিৎসক, আইনজীবি বা অন্য যে কোনও কিছু হোক না কেন, তাদের সবারই একজন পেশাদারের প্রশিক্ষণের প্রয়োজন আছে।
Starship
2021-01-30, 08:35 PM
ফরেক্স আমার মতে প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা আপনি যদি কোন বিষয়ে প্রশিক্ষণ বা অভিজ্ঞতা অর্জন না করতে পারেন তাহলে সেই বিষয়ে আপনি তেমন সুবিধা করতে পারবেন না। বিশেষ করে ফরেক্স এর আওতায় এবং পরিধি এতটাই বিশাল যে প্রশিক্ষণ ব্যতীত আপনি এখানে উন্নতি করতে পারবেন না। আমি নিজেও একজন অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারের কাছে থেকে এবং তাকে অনুসরণ করে ফরেক্স শিখেছি এবং ফরেক্সে তার দেখানো পথ অনুসরণ করছি। তাই ফরেক্সে সুবিধা নিতে হলে আগে প্রশিক্ষনের মাধ্যমে ভিত্তি শক্ত করতে হবে।
ফরেক্স শিখতে চাইলে প্রথমে পরিবর্তন আনতে হবে নিজের ইচ্ছাশক্তি । নিচ লেবেল থেকে শুরু করতে হবে সঠিক এনালাইসিস নিউজ এর সাথে মার্কেটের উপর কি প্রভাব করে সেটা আগে বুঝতে হবে। মার্কেটের ট্রেন্ড লাইন বুঝে শুনে ট্রেড নিতে হবে। মানি ম্যানেজমেন্ট উপর ফলো রেখে লট সাইজ নির্ধারণ করতে হবে। ইত্যাদি।
samun
2021-04-24, 10:51 AM
যে কোন কাজই না শিখে তা কখনো পরিপূর্ণভাবে করা সম্ভব হয় না ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে অবশ্যই দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা জ্ঞান এবং ধৈর্যের প্রয়োজন হয় এর কোন একটি ব্যতীত ফরেক্স মার্কেটে কাজ করা সম্ভব নয় ফরেক্স মার্কেটে অবশ্যই ভালোভাবে শিখে এবং প্রশিক্ষণ নিয়ে এখানে কাজ করতে হয় ফরেক্স শিখে কখনো করা সম্ভব হয় না এতে করে সাময়িক সময়ের জন্য থাকতে পারলেও দীর্ঘ সময় অতিবাহিত করা সম্ভব হয় না
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.