PDA

View Full Version : আমি যেসকল কারনে ফরেক্সে ব্যালেন্স জিরো করেছি



Starship
2021-01-30, 10:20 PM
আমি ইতিপূর্বে যে সকল কারণে ফরেক্সে ব্যালেন্স জিরো করেছি বা মার্জিন কল খেয়েছি তার মধ্যে অন্যতম কারণ গুলো হল অতিরিক্ত লোভ করে বড় লটে ট্রেড করা। এছাড়া আবেগের বশে এনালাইসিস না করে ট্রেড করার হলো আমি ব্যালেন্স জিরো করেছি। আপনার আর কি কি কারণে ব্যালেন্স জিরো করেছেন?

Sakib42
2021-01-30, 10:59 PM
আপনি আসলে একদম ঠিক কথা বলেছেন এবং যে সকল কারণ দেখিয়েছেন যে সকল কারণে মুখে পড়ে আমাদের অনেক ফোরাম মেম্বারদের একাউন্ট শূন্য হয়ে পড়েছে। একটি বিষয় দেখে ভালো লাগলো যে আপনি আপনার ভুলগুলো ধরতে পেরেছেন এবং তা নিয়ে ভবিষ্যতে ভালোমতো কাজ করবেন আমি এই আশা রাখছি। আমরা এখানে যারা কর্মরত রয়েছি তাদের সবার উচিত এই সকল বিষয়গুলো মাথায় রেখে তারপর ফোরামে আসা এবং ট্রেডিং করা অন্যথায় আমাদের বেশিরভাগ সময়ে ব্যালেন্স 0 হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সচেতন হওয়া জরুরী।

samun
2021-02-24, 04:32 PM
ফরেক্স মার্কেটে আমি একাধিকবার অ্যাকাউন্ট জিরো করেছি আরে একাউন্ট জিরো করার পিছনে সবথেকে বড় যে ভুলটি ছিল সেটা হলো আমার লোভ এবং ভুলবশত ট্রেডিং করা অনেক সময় দেখা যাচ্ছে আমি সামান্য লাভের সন্তুষ্ট না হয়ে অধিক লাভের আশায় ট্রেনগুলো পারতাম না রেখে দিতাম ফলে পরবর্তীতে মার্কেট ঘুরে এসে আমার প্রতিকূলে চলে যেত এতে করে আমার ক্ষতির সম্মুখীন হতে হতো আবার অনেক সময় না বুঝে মার্কেট এসিস্টেন্ট না দেখে ডিলেট করতাম এর ফলে ভুলের কারণে আমি ক্ষতির সম্মুখীন হতাম

Mas26
2021-02-24, 04:41 PM
ফরেক্স এ লোভ করাটা সবচাইতে বড় ভুল এই কারণেই মানুষ ধ্বংস হয়ে যায় এটা আমরা সবাই জানি কিন্তু তারপরও আমরা লোভের কারণে ধ্বংস হয়েছে জেনে শুনে ভুল নাকি এটা আমি অনেক বড় একটা অ্যাকাউন্ট জিরো করে ফেলেছি। ফরেক্সে আমার একাউন্টে 1234 ডলারের একটি একাউন্ট ছিল কিন্তু আমি না বুঝে শুনে ট্রেড নেওয়ার কারণে এবং বড় বড় ট্রেন নেওয়ার ফলে এনালাইসিস না করার কারণে আমি অনেক বড় ধরনের লস করেছি করে একদম করে ফেলেছি আমার অ্যাকাউন্ট তাই ফরেক্সের শিক্ষার কোন শেষ নাই শিক্ষা নিতে পারলেই ভুল করলাম এই ভুলের মাশুল দিতে হচ্ছে আমার আজকে।

EmonFX
2021-02-24, 05:37 PM
আপনি যথার্থই বলেছেন, এগুলোই ফরেক্স মার্কেটে ব্যালেন্স জিরো করার অন্যতম কারণ। অতিরিক্ত লোভের পাশাপাশি অধৈর্যতা ফরেক্স মার্কেটে ব্যালেন্স জিরো করার প্রধান কারণ। আমার ব্যালেন্স জিরো করা মূল কারণ লোভ এবং অধৈর্যতা। তাছাড়া ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে এনালাইসিস না করে এবং ট্রেডিং সম্পর্কে জ্ঞান অর্জন না করেই রিয়েল ট্রেডিং শুরু করা ব্যালেন্স জিরো করার প্রধানতম কারণ। এসব কারণেই আমি ইতোমধ্যে কয়েকবার ব্যালেন্স জিরো করেছি। এখন নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরানোর চেষ্টা করছি। চেষ্টা করেছি যেসব কারণে ব্যালেন্স জিরো করেছি সেইসব কারণ পুনরাবৃত্তি না ঘটানোর। ফরেক্স মার্কেটে টিকে থাকা এবং প্রফিট অর্জন করার জন্য লোভ নিয়ন্ত্রণ এবং ধৈর্যশীলতার বিকল্প নেই। ধৈর্য ধরে মার্কেটে টিকে থাকতে পারলে অবশ্যই একদিন সফলতা আসবে।

md mehedi hasan
2021-02-24, 06:57 PM
আমি আমার ফরেক্স লাইভ এর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।ফরেক্স মার্কেটে যে সব কারনে একাউন্ট জিরো হয় তার মধ্যে আমি প্রথম রাখবো লোভ।এই লোভের কারনে আমরা ডেমো প্রাক্টিস বেশি দিন না করে রিয়েল একাউন্ট খুলে ট্রেড করে একাউন্ট জিরো করে ফেলি।এই লোভের কারনে আমরা অতিরিক্ত লট সাইজ এর ট্রেড ওপেন করে লস করে একাউন্ট জিরো করি।এই লোভের কারনে আমরা ফরেক্স মার্কেটে ওভার ট্রেড করে থাকি।অতএব আমাদের উচিত লোভ নিয়ন্ত্রণ করতে শেখা।

KAZIMAJHARULISLAM
2021-03-02, 05:57 PM
আসলে ভাইয়া, ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো করার জন্য আমরাই দায়ী। কেননা আমরা সকলেই জানি যে, ফরেক্স মার্কেটের সাথে,লোভ ও আবেগের সম্পর্ক হলো,দাঁ-কুমড়ার সম্পর্কের মতো। কিন্তু তারপরও মাঝে মাঝে লোভ ও আবেগ দ্বারা প্রভাবিত হয়ে, ওভার ট্রেড করি। আবার কিছুক্ষণ পরেই যখন মার্কেট বিপরীতে যায়,তখন রিকভারি করার জন্য আরো বড়ো লটে ট্রেড ধরি। কিন্তু দিনশেষে পরিনিতি লসের দিকে ধাবিত হয়,আর একাউন্ট আস্তে আস্তে জিরো হয়ে যায়। তাই বার বার হোঁচট খেয়ে,বাজে অভিজ্ঞতা অর্জনের পর, এখন কঠোর পরিকল্পনা করছি যে,আর কখনোই লোভ ও আবেগের বশবর্তী হয়ে ট্রেডিং করবো না।

Devdas
2021-07-28, 10:56 PM
হ্যা ভাই, আমিও আপনার মত একই ভাবে আমার একাউন্ট এ ব্যালেন্স জিরো করেছিলাম। আর ফরেক্স এ প্রথম অভিজ্ঞতায় ব্যালেন্স জিরোর শিকার হয়েছিলাম। আমি তখন ফরেক্স এর সবে মাত্র কয়েক মাস পরেই আমি মার্কেট এনালাইসিস না করে শুধু মুভিং এভারেজ ফলো করে ট্রেড করেছিলাম এতে আমার তেমন কোন অভিজ্ঞতা ছাড়াই ট্রেড করার কারনে আমি প্রথমে ৪০ ডলার এর মত করে লস করে আমার একাউন্ট জিরো করেছিলাম।

Mas26
2021-07-28, 10:59 PM
আমি বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমার অ্যাকাউন্ট জিরো করেছি যেমনঃ লোভে পড়ে অনেক সময় আমার অ্যাকাউন্ট জিরো করেছি। এবং রাগের মাথায় অনেক সময় জিরো করেছি। এবং অনেক সময় বড় বড় লটে ট্রেড নেওয়ার কারণে আমার অ্যাকাউন্ট জিরো হয়েছে। আবার অনেক সময় দুমুখি ট্রেডের কারণেও অনেক লসের সম্মুখীন হয়েছে যা পরবর্তীতে একাউন্ট জিরো করতে সহায়তা করেছে।