PDA

View Full Version : সাফল্য কখনোও ডিজারব করা যায় না



DEARMUM100
2021-01-31, 08:27 PM
সাফল্য কখনোও ডিজারব করা যায় না।সাফল্য সবসময় আরন করতে হয়।আপনি একাডেমী কালী ভালো স্টুডেন্ট হলেই ভালো চাকুরী পাবেন এমন কোনো কথা নাই। সোও আপনার সাফল্যকে আপনি কখনোও ডিজারব করেন না। প্রত্যেকটা সাফল্য কে আপনার আরন করে নিতে হয়। সাফল্য অর্জন করার জন্য পরিশ্রম করা একান্ত প্রয়োজন।ফরেক্সে সফল হতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে।পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন করা যায় না।

EmonFX
2021-01-31, 08:35 PM
পরিশ্রম সফলতার ক্ষেত্রে 50% এগিয়ে রাখতে পারে। ফরেক্স মার্কেটে সফলতার জন্য দরকার কঠোর পরিশ্রম, অধ্যাবসায়, সময়নিষ্ঠ এবং ধৈর্যশীলতা। পাশাপাশি অতিরিক্ত লোভ ফরেক্স মার্কেটে সফলতার অন্তরায়। ফরেক্স ট্রেডিং এর সময় লোভ নিয়ন্ত্রণ করে ট্রেডিং করতে হবে। ফরেক্স মার্কেটে যে যতো বেশি পরিশ্রমী সে ততো বেশি সফলকামী। কথায় আছে পরিশ্রম সফলতার চাবিকাঠি। ফরেক্স সফলতার জন্য ধৈর্য ধরে কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে মার্কেটে টিকে থাকার অনুশীলন করতে হবে। বেশি তাড়াহুড়ো না করে মার্কেটে টিকে থাকার অনুশীলন করুন, সফলতা একদিন অবশ্যই আসবে। প্রতিদিন সময় করে রুটিনমাফিক মার্কেটে সময় দিয়ে মার্কেট এনালাইসিস করে নিজের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়াতে হবে।

ফরেক্স ট্রেডিংয়ের সময় লোভের বশবর্তী হয়ে উচ্চাভিলাষী চিন্তাভাবনা নিয়ে ট্রেড করে লস করা যাবে না। ফরেক্স মার্কেট থেকে 90 শতাংশ ট্রেডার ঝরে যায় শুধুমাত্র অতিরিক্ত লোভ এবং অধৈর্যতার কারণে। তাই ধৈর্য্য ধরে লোভ নিয়ন্ত্রণ করে ফরেক্স ট্রেডিং করতে হবে। ধৈর্য ধরুন, মূলধন রক্ষা করুন এবং মার্কেটে টিকে থাকুন, সফলতা আজ কিংবা কাল অবশ্যই আসবে।

KF84
2021-02-02, 08:13 PM
আমার মতে সফলতা অর্জনের বিষয় কারন সফলতার চূড়ায় পৌছুতে হলে একজন মানুষকে প্রচুর ধৈর্য, একাগ্রতা, শেখার আগ্রহ, মন মানসিকতা এবং পরিশ্রমের প্রয়োজন হয় । যার মধ্যে এই মন মানসিকতা আছে এক মাত্র সেই সফলতার চূড়ায় পৌছুতে পারে । তাই যারা শুধু বসে বসে স্বপ্ন দেখে যে একদিন আমিও সফলতা অর্জন করব কিন্তু বিনিময়ে কোন কাজ করেনা তারা আসলে জীবনে কিছু করতে পারেনা ।

Starship
2021-04-24, 02:00 PM
যে কোন ক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য অবশ্যই অনুশীলন ও সাধনার প্রয়োজন। সাথে প্রয়োজন পরিশ্রম ও পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জন। ফরেক্স এর ক্ষেত্রে যে যত বেশি পরিশ্রম ও অনুশীলন করবে সে তত ফরেক্স সম্পর্কে জানতে পারবেন ও দক্ষতা সম্পন্ন হবে। আর অভিজ্ঞতা ও দক্ষতাই হলো ফরেক্সে সফল হওয়ার মূল সূত্র। এই সূত্র শুধু ফরেক্সে নয় যে কোন ক্ষেত্রেই নয় পার্থিব জীবনেও প্রয়োজন।

memes
2021-04-24, 07:35 PM
সফল্য পরিশ্রমের মাধ্যমে আয়ও করে নিতে হয় । সফল্য কখনই পরিশ্রম ছাড়া ডিজারব করা যায় না । আপনার যদি সকল পরিক্ষায় ভালো নম্বর থাকে তাতে এটা বোঝায় না যে আপনি যে কোনো চাকরি ডিজারব করেন । শিক্ষাগত যোগ্যতা এবং কপোরেট কাজ দুটিই আলাদা সেক্টর । তাই আপনি সাফল্য কখনই ডিজারব করেন না সেটা নিজ পরিশ্রম ও কাজের মাধ্যমে আতস্থ করে নিতে হয়।