PDA

View Full Version : লস ট্রেডের পক্ষে না বলুন



anwarForex
2015-08-06, 10:36 PM
লস ট্রেডের সংগে আরও ট্রেড কখনই যুক্ত করবেন না। একটি ট্রেড লসে গেলে -লস গ্রহন করার সহজ মানসিকতা তৈরী করতে হবে। কেউ কখনই ভাবে না সে ভূল করেছে। লসের পরও মনে হতে থাকে এখান থেকেই মার্কেট পক্ষে যাবে। তাই পুর্বের লস ট্রেডের দিকে সে আরও অর্ডার নিতে থাকে। এতে রিস্ক আরও বেড়ে যায়। অবশেষে বিশাল ক্ষতির মুখোমুখী হয়।

maziz6989
2015-08-07, 09:38 AM
খুবই সুন্দর একটা কথা বলেছেন , যার কারণে ম্যক্সিমাম ট্রেডারের একাউন্ট জিরো হয়। তবে একটা কথা নিজের অভিজ্ঞতা থেকে বলি যে , আমি নিজেই অনেক সময় মেনে নিতে পারি না। তবে এই জিনিস সঠিক ভাবে শিখতে না পারলে আ্পনি শেষ। যাই হোক শুভ কামনা সবার জন্য।

oviice
2015-08-07, 11:02 AM
বিজনেসে লাভ লস থাক্তেই পারে । তেমনি ফরেক্স মার্কেট এ লাভ লস আছে । তাই বলে , লস বাদ দিয়ে ফরেক্স মার্কেট চিন্তাও করা যাবে না । কিন্তু এই লসের পরিমান কমিয়ে কিভাবে ফরেক্স মার্কেট এ কিভাবে ভাল কিছু করা কায় , তাই নিয়ে ভাবতে হবে । তা নাহলে টিকে থাকা অসম্ভব হয়ে যাবে ।

md mehedi hasan
2015-08-07, 12:16 PM
ফরেক্স মার্কটে যখন আমরা ট্রেড করি তখন উক্ত ট্রেডটি আমাদের বিপক্ষে চলে গেলে লসকে পুণঃরুদ্ধার করার জন্য আমরা এক বা একের আধিক ট্রেড পুনরায় ওপেন করে থাকি।পরিশেষে দেখা যায় যেখানে আমার একটি ট্রেড লস হলে ১ ডলার লস হত সেখানে আধিক ট্রেড পুনরায় ওপেন করায় আপনার ১ ডলার এর বেশি লস করচ্ছেন।তাই একটি ট্রেড লস হলে লস কে পোষানোর জন্য পুনরায় ট্রেড ওপেন করা নিতান্তই বেকামির কাজ।এর ফলে একাউন্ট শূন্য হতে বেশি দিন সময় লাগেনা।

samrat
2015-08-07, 01:55 PM
লস ট্রেডের পক্ষে না বলুন।
লস ট্রেডের সংগে আরও ট্রেড কখনই যুক্ত করবেন না। কারণ একটি ট্রেড লস গেলে -লস গ্রহন করার সহজ মানসিকতাতৈরি ককনতররতে হবে। লস ট্রেডের দিকে যদি সে আরও অর্ডার নিতে থাকে। এতে রিস্ক আরও বেড়ে যায়। অবশেষে বিশাল ক্ষতির মুখোমুখী হতে হয়।

azamin
2015-08-07, 03:11 PM
কোন লোকই ইচ্ছাকৄতভাবে লসের মুখমুখি হতে চায়না। সবাই লাভের জন্যই মাকেটে আসে আর মাঝে কেউ কেউ অনাকাংখিতভাবে লসের মুখোমুখি হয়ে খাকে। মাকেটকে ভালভাবে এনালাইসিস করে বুঝে ট্রেড করলে লস এড়ানো সম্ভব হয়। লাভের জন্য তাড়াহুড়া না করে ধৈয্যসহকারে মাকেট পযবেক্ষন করা উচিৎ।

Momen
2015-08-15, 08:31 PM
আপনি যখন কোন ট্রেডে লস খাবেন তখন আপনি ট্রেড করা থেকে বিরত থাকুন। কারন ট্রেডিং এ লস হওয়ার পর আপনার মন মানসিকতা কখনোই ঠিক থাকবে না। তাই তখন যদি আপনি আর একটা ট্রেড ওপেন করেন তাহলে আপনার লস হোয়ার সম্ভবনাটা বেশি থাকে।

Ekram
2015-08-16, 01:34 PM
লস ট্রেডের সংগে আরও ট্রেড কখনই যুক্ত করবেন না। একটি ট্রেড লসে গেলে -লস গ্রহন করার সহজ মানসিকতা তৈরী করতে হবে। কেউ কখনই ভাবে না সে ভূল করেছে। লসের পরও মনে হতে থাকে এখান থেকেই মার্কেট পক্ষে যাবে। তাই পুর্বের লস ট্রেডের দিকে সে আরও অর্ডার নিতে থাকে। এতে রিস্ক আরও বেড়ে যায়। অবশেষে বিশাল ক্ষতির মুখোমুখী হয়।
ব্যাবসা মানেই লাভ আর লস থাকবেই । এই জন্য আমাদের কে ভেঙ্গে পরলে চল বেনা। কিনবা বেশি ইমুশনাল হলেও চল বেনা। ভাবাবেগ এর কারনে অনেক সময় আড়ও ভুল করতে পারি। তাই আমদের কে ভাবাবেগ নিঅন্ত্রন করে ট্রেড করতে হবে।

jahidul_dpi
2015-08-16, 04:20 PM
লস ট্রেডের সংগে আরও ট্রেড কখনই যুক্ত করবেন না।

muhim123
2015-08-17, 01:20 AM
বিজনেসে লাভ লস থাক্তেই পারে । তেমনি ফরেক্স মার্কেট এ লাভ লস আছে । তাই বলে , লস বাদ দিয়ে ফরেক্স মার্কেট চিন্তাও করা যাবে না । এবং আমার মতে মাকেটকে ভালভাবে এনালাইসিস করে বুঝে ট্রেড করলে লস এড়ানো সম্ভব হয়। লাভের জন্য তাড়াহুড়া না করে ধৈয্যসহকারে মাকেট পযবেক্ষন করা উচিৎ।

MotinFX
2015-08-17, 05:15 PM
এটাই চাই সবাই যেন লস না হয়। আপনাকে ব্যবসা করতে হলে লস হবে। আপনি দক্ষতার সাথে ট্রেড করেন তাহলে সফল হবেন। লাভ লস ব্যবসা করলে হবে তা আপনাকে মেনে নিতে হবে।

Fahim Forhad
2015-08-17, 07:57 PM
ভালো লেগেছে আপনার মন্তব্য। আমি আপনার সাথে একমত। এবং আর মনে করি লাক না ফেবার করলে শত চেষ্টাতেও কিছু হয় না।

sazid.ahmed36
2015-08-18, 01:48 AM
লস ট্রেডের সংগে আরও ট্রেড যুক্ত করা যায় জদিনা ট্রেডিং সিস্টেম অনুসারে সিগন্যাল এর অপর কনফিডেন্স ঠিক থাকে ।

Ekram
2015-08-18, 10:56 AM
লস ট্রেডের সংগে আরও ট্রেড কখনই যুক্ত করবেন না। একটি ট্রেড লসে গেলে -লস গ্রহন করার সহজ মানসিকতা তৈরী করতে হবে। কেউ কখনই ভাবে না সে ভূল করেছে। লসের পরও মনে হতে থাকে এখান থেকেই মার্কেট পক্ষে যাবে। তাই পুর্বের লস ট্রেডের দিকে সে আরও অর্ডার নিতে থাকে। এতে রিস্ক আরও বেড়ে যায়। অবশেষে বিশাল ক্ষতির মুখোমুখী হয়।
আসলে বাবস্যা মানেই ত লাভ লস । শুধুই লাভ করলে আর ট্রেড এর মজা থাকবেনা। শুধুই লাভ কিংবা শুধুই লস হলে একদম একঘেয়েমি চলে আস্তে পারে । তবে অবশ্যই সঠিক আনাল্যসিস করে ট্রেড করতে হবে । অল্প লস কিংবা লাভ এই পরিস্থিতি মেনে নেওয়া যায় । বেশি লস অবশ্যই বেদনাদায়ক।

nasir
2015-08-19, 10:49 PM
আমরা সবাই লস কে না বলি কিন্থু সবাই লাভ করতে পারি না।আমি নিজে ও অনেক টাকা লস করেছিলাম এখন ও মাঝে মাঝে করি।তার পরে ও আমরা লস কে না বলি এবং বল্ব।লস কে না বলতে হলে আমাদের কে আগে ,ভাল ভাবে ফরেক্স সম্মন্ধে জানতে হবে এবং,শিখতে হবে ।

anwarForex
2015-08-22, 11:00 AM
বিজনেসে লাভ লস থাক্তেই পারে । তেমনি ফরেক্স মার্কেট এ লাভ লস আছে । তাই বলে , লস বাদ দিয়ে ফরেক্স মার্কেট চিন্তাও করা যাবে না । এবং আমার মতে মাকেটকে ভালভাবে এনালাইসিস করে বুঝে ট্রেড করলে লস এড়ানো সম্ভব হয়। লাভের জন্য তাড়াহুড়া না করে ধৈয্যসহকারে মাকেট পযবেক্ষন করা উচিৎ।

আমি লস বাদ দেয়ার কথা বলিনি। ফরেক্স মার্কেট লাভ ও লসের মার্কেট । লস ছাড়া কেউ ব্যবসা করতে পারে না। আমি যেটা বুঝাতে চেয়েছি তা হলো কোন ট্রেড বিপক্ষে গেলে - লসটা গ্রহন করা।ঐ লস ট্রেডের দিকে নতূন আর কোন ট্রেড অপেন না করা।

maziz6989
2015-09-01, 10:52 PM
এটা এমন এক মার্কেট যেখানে বাঘা বাঘা ট্রেডারদের ও লস করতে হয়। কিন্তু আপনি লস ট্রেড কে না বললেন কোন যুক্তিতে বুঝলাম না। লস করেই তো ট্রেডাররা শেখে কেন লস হল। তাই আমার মতে লস করার দরকার আছে এবং সেই লস রিকভার করার জন্য আগের ভুল থেকে শিক্ষা নিতে হবে। একই ভুল বার বার করলে তাকে ট্রেডার বলে না।

FxAhsan
2015-09-01, 11:43 PM
লস ট্রেড এর সাথে নতুন করে কোন ট্রেড ওপেন করবেন না এতে আপনার লসের পরিমান টাই শুধু বাড়বে এছাড়া আর কিছুই হবে না,মাথা ঠাণ্ডা রাখতে শিখুন আশা করি সফল আপনি হবেন।

MotinFX
2015-09-02, 10:26 AM
ফরেক্স সম্পর্কে জানার জন্য অনেক অনেক চেস্টা করতেছি তার পরও সঠিক ট্রেড ভাবে ট্রেড অপেন করতে পরছিনা। আশা করি লস না হওয়ার জন্য চেস্টা করতেছি।

fxover
2015-09-15, 05:48 AM
লস ট্রেডের সংগে আরও ট্রেড কখনই যুক্ত করবেন না। একটি ট্রেড লসে গেলে -লস গ্রহন করার সহজ মানসিকতা তৈরী করতে হবে। কেউ কখনই ভাবে না সে ভূল করেছে। লসের পরও মনে হতে থাকে এখান থেকেই মার্কেট পক্ষে যাবে। তাই পুর্বের লস ট্রেডের দিকে সে আরও অর্ডার নিতে থাকে। এতে রিস্ক আরও বেড়ে যায়। অবশেষে বিশাল ক্ষতির মুখোমুখী হয়।

অবশ্যই না বলব । কে লস করতে চাই বলুন , আমরা কেঊ লস করতে চাই না কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমরা প্রায় ৯০ ভাগ ট্রেডার লস করে থাকি আর এর প্রধান কারন হচ্ছে যে আমরা খুব বেশি ইমোশনাল হয়ে পড়ি ট্রেড করার সময় । কিছুটা লাভ করলেই একেরপর এক ট্রেড করতে থাকি অধিক লাভের আশায় আর ফল স্বরূপ দেখা যায় যে আমরা ভুল ট্রেড করে বসি আর লস করতে করতে একাউন্ট জইরো করে ফেলি ।

swadip chakma
2015-09-24, 02:23 AM
হ্যা লস এর ব্যাপারে পোস্ট গুলো পড়ে অনেক খুশি হলাম যার কারন আমি আগে জানতাম না,আমি কিন্তু ঠিক ডেমো একাউন্টতে সেই নিয়ম যেমন একটা ট্রেড ওপেন করে যদি দেখা যায় লস হচ্ছে তাহলে আর একটি ট্রেড ওপেন করতেম,শেষ পরযন্ত দেখা যায় দুইটা ট্রেড এ লস হয়ে যাচ্ছে,এখন আমি জেনে আর কখনও দুইটা ট্রেড ওপেন করব না।

AbuRaihan
2015-10-07, 08:13 AM
কেউ ইচ্ছাকৃতভাবে লস করতে চায়না । লস হয়ে যায় আমাদের ভুলের কারণে কিংবা মার্কেট কন্ডিশন আমাদের প্রতিকূলে থাকার কারণে । ফরেক্স মার্কেটে লাভ করতে হলে ইচ্ছামত ট্রেড দিয়ে কেউ কিছু করতে পারবে না । কারণ এখানে আপনাকে অনেক বেশি কৌশলী হতে হবে । তবে আপনি কিছুটা হলে বুঝতে পারবেন কথন লস হবে এবং লাভ হবে । এক্ষত্রে অনেকে দেখা যায় একটা ট্রেড লসে গেলে আবারো সেখানে অর্ডার দেয় এবং ধারাবাহিকভাবে লস করতেই থাকে । কোন কোন সময়ে তাদের একাউন্ট জিরো হয়ে যায় । তাই লস হলে মানসিককভাবে মেনে নিয়ে সেখান থেকে শিক্ষাগ্রহণ করাই শ্রেয় ।

basaki
2016-01-29, 12:23 PM
একজন ফরেক্স ব্যবসাহিকে প্রথমেই ট্রেড ওপেন করতে হয় লস দিয়ে আর ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই লস দিতে হবে। তাই ফরেক্স মার্কেটে আপনি বলতে পারেন যে ট্রেড করে যত কম লস দেওয়া যায় ততই ভাল। আর একেবারে যে ফরেক্স মার্কেটে লস হবে না তা কেউ বলতে পারবে না।

RUBEL MIAH
2016-02-21, 05:25 PM
যে এই লস ট্রেডারের পক্ষে না বলার পক্ষপাতি তার আগেই মার্কেট সর্ম্পকে সম্যক ধানণা রাখতে হবে । যে যত বেশী মার্কেট সর্ম্পকে ধারণা রাখবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমাদের সব সময় এই লসের পক্ষপাতিত্ব যেন না হই ।

Marufa
2016-02-21, 09:52 PM
আমার এই একটি দোষ রয়েছে । যার কারনে আমি ফরেক্স থেকে ভাল ফলাফল পাচ্ছি না । আমার একটি ট্রেড লসে গেলে আমি রিভেজ্ঞ ট্রেড করি । যার ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই ভাল আসে না । এই একটি দোষ না থাকলে আমি এখন অনেক বেশি সফল হতে পারতাম । তবে আগামী মাস থেকে প্রতিজ্ঞা নিয়েছি আর রিভেঞ্জ ট্রেড করব না ।

fatemaakhter
2016-02-22, 02:29 PM
প্রথমে একটা কথা বলে রাখি যে কোন ধরনের ব্যবসায় লাভ লস উভয়ই থাকবে। তাই লস এর কথা মাথায় রেখে সবাইকে ট্রেড করতে হবে। আর দিনে যদি কইয়েক্টা ট্রেড আপনার বিপরীতে চলে যায় তাহলে আমি অই দিনের জন্য ট্রেড থেকে বিরত থাকি। আর কারন টা খুজে বের করি যাতে পরবর্তিতে এই ভুল থেকে বিরত থাকি। লস ট্রেডের সাথে আর কোন ট্রেড করবেন না ।

yasir arafat
2016-04-07, 01:52 AM
আমাদের উচিত স্টপ লস ব্যবহার করা এবং সে অনুযায়ী ট্রেড করা।যার মাধ্যমে আমরা আমাদের একাউন্টটাকে প্রটেক্ট করতে পারি।যেমন একটা ট্রেড স্টপ লস হিট করার পর আমরা আবার পরবর্তীতে অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড ওপেন করে প্রফিট করতে পারি।তাই লস রিকভার করার জন্য ঘন ঘন ট্রেড ওপেন না করাটাই উত্তম।:bravo::woo::p:dance:

ASADUR RAHMAN
2016-04-07, 09:05 PM
আপনি যখন কোন ট্রেডে লস খাবেন তখন আপনি ট্রেড করা থেকে বিরত থাকুন। বিজনেসে লাভ লস থাকতেই পারে ।লস বাদ দিয়ে ফরেক্স মার্কেট চিন্তাও করা যাবে না ।তেমনি ফরেক্স মার্কেট এ লাভ লস আছে ।ট্রেডিং এ লস হওয়ার পর আপনার মন মানসিকতা কখনোই ঠিক থাকবে না।তাই লস ট্রেডের পক্ষে না বলুন।

ahal
2016-04-23, 03:15 PM
এই জন্যই ফরেক্স এ ধ্যরজ ধরতে বলা হয় । ধ্যরজ না থাকলে আমরা এই সব পরিস্থিতির সম্মুখীন হয় । ট্রেড লস হলে আমরা চাই তখন ই আবার নতুন ট্রেড করে আবার লাভ করে আগের লস পুসিয়ে নিতে । কিন্তু এই রকম সিদ্ধান্ত আমাদের কে বার বার লসের মধ্যে ঠেলে দেয় । আমরা অতিরিক্ত ইমশন হয়ে কোন এনালাইসিস ছড়াই ট্রেড করি এবং লস করি । তাই আমি ও আপনার সাথে একমত , লস কে না বলুন , এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ট্রেড ওপেন করুন ।

basaki
2016-04-23, 04:16 PM
হা ফরেক্স মার্কেটে আপনি যদি কম কম লস করেন তবে আপনার লসটা লস হিসাবেই থাকবে তাই আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে লস করেন তবে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না তাই আপনি ভাল করে ফরেক্স শিখে ট্রেড করতে পারলে লস কম ক। হবে বলে মনে করি।

Realifat
2016-04-26, 03:23 PM
আপনি ঠিকই বলেছেন।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে অনেক কুশলতা বা বুদ্ধির সহিত।যখনই আমরা একটা ট্রেডে লস করবো তখনই আরেকটা ভালো ট্রেড হবে এমন না ভেবে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে।চেষ্টা করতে হবে ঐ রানিং ট্রেড ক্লোজ করে নেওয়ার।তারপর ভেবেচিন্তে আবার ভালো ট্রেড নেওয়ার চিন্তা করতে হবে।

dwipFX
2016-05-05, 06:22 PM
আমি আপনার সাথে একমত হতে পারলাম কারন লস হল ব্যাবসা গুরুত্বপুূর্ণ অংশ লস ছাড়া ট্রেড করছে এরকম ট্রেডার খুজে পাওয়া কঠিন। তাই লস থেকে শিক্ষানিতে হবে।

fardin222333
2016-05-08, 08:56 AM
যে কোন ব্যবসায় লাভ লস থাকতে পারে। তেমনি ফরেক্স মার্কেটে লাভ লস আছে। এখন কথা হল লস বাদ দিয়ে ফরেক্স মার্কেটে ভাবা যাবে না। এখন কথা হল এই লসের পরিমান কমিয়ে কিভাবে
ফরেক্স মার্কেট এ ভাল কিছু করা কায় , তাই নিয়ে ভাবতে দরকার । তা নাহলে টিকে থাকা অসম্ভব হয়ে যাবে ।

sharifulbaf
2016-05-18, 07:36 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের মাঝে মাঝে লাভ হবে আবার মাঝে মাঝে লস হতে পারে,তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের যে লস হয় সেই লসকে আমরা না বলতে পারি,তাই ফরেক্স মার্কেটে আমাদের সেই লসকে রিকভার করতে পারলে ভাল ট্রেডার হুয়া যায়,।

nisho5533
2016-08-21, 04:31 PM
আপনি যদি মনে করেন আপনি যে ট্রেড দিয়েছেন সেখানে আপনার লস এর পরিমান বেশি হছে তবে আমি বলব আপনি আপনার ট্রেড কাটবেন না আপনি ধরয ধরে থাকুন আপনার লস পুশিয়া যাবে | তবে আপনি অতিরিক্ত কন ট্রেড দিবেন না এতে আপনার লস আর ও বারবে| আপনি ফরেক্স মাকেট সম্পরকে আরও জানুন আপনার ফরেক্স লাইফ ভাল হবে|

vodrolok
2016-09-07, 02:46 PM
লস ট্রেডের পক্ষে না বলুন কথাটা ফরক্সের ব্যালান্স রক্ষার অন্যতম মূলনীতি। লস গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। ফরেক্সে কিছু ট্রেড লস করবেই। সাধারণত নতুনরা এই ভুল করে থাকে। মনে করে যে যে কোনো মুহূর্তে মার্কেট সুইং করবে। তাই নতুন ট্রেড ডাবল ঝুঁকি নিয়ে ওপেন করে রাখলে লাভ লোকসান মিলিয়ে লাভেই থাকা যাবে। এটা একদমই ভুল।

milonkhanfx1993
2016-09-24, 10:17 PM
লস ট্রেডের সংগে আরও ট্রেড কখনই যুক্ত করবেন না।

ভাই আমার এই বদ অভ্যাস টা আছে যখন দেখি ট্রেড লস এ যাচ্ছে আরো কয়েকটা ট্রেড ওপেন করি পরে দেখি সব গুলই লস এ যাচ্ছে,তবে যদি এমন হত যে সঠিক একটা কনফারমেশন পাচ্ছি তবে আসলে এমন হয়ত না।

Mamun13
2017-09-14, 11:13 PM
কোনো একটি ট্রেডে লস হতেই পারে এটা স্বাভাবিক বিষয়৷আপনি শুধু লাভই করবেন কিন্তু লস মেনে নিবেন না এটা কখোনোই আশা করবেন না৷লস হলে কেনো লস হলো তার কারন খুজঁবেন এবং লস অবশ্যই মেনে নিবেন৷আর একটি লস ট্রেডের পর পুনরায় আরোও ওভার ট্রেড ওপেন না করে একটু বিশ্রাম নিয়ে আস্তে ধীরে এনালাইসিস করে ট্রেড করবেন৷

Grimm
2018-01-20, 04:13 PM
আমার মনে হয় কোন ট্রেড যদি ক্ষতির দিকে যায় তাহলে সেটা আগে বন্ধ করাটাই উত্তম এতে করে যেমন আপনি ক্ষতি কম করবেন তেমনি সেটা পুনরুদ্ধার করতে সহজ হবে। আর আপনার মনটাও নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু দেখা যায় যে, কেউ কোন ট্রেড ক্ষতির দিকে গেলে সেটা রেখে দেয় আর মনে করে বাজার আবার তার দিকে যাবে আর সে তখন মুনাফা করতে পারবে, আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুল, আর এভাবে রেখে দিলে একসময় দেখতে পারবেন আপনি আপনার সম্পূর্ণ মুলধন ক্ষতি করে দিয়েছেন।

amreta
2020-01-25, 06:11 PM
ফরেক্স ফোরাম হ'ল একটি আন্তর্জাতিক নিবন্ধিত সংস্থা, যা সারা বিশ্ব জুড়ে কাজ করছে fore সাধারণ ফরেক্স কথোপকথনে ট্রেডিং বা পোস্ট করে অর্থ উপার্জনের জন্য এখানে খুব বিস্তৃত সম্ভাবনা রয়েছে oreফোরেক্স ঝুঁকিপূর্ণ ব্যবসা নয় বলে আমরা মনে করি it এটি কেবলমাত্র সেরা ব্যবসায় যা কেবল এটি সম্পর্কে জানেন যারা সফল ব্যবসায়ীদের পক্ষে।
যদি কারও কাছে ফরেক্স ট্রেডিং সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকে তবে সে তা থেকে পর্যাপ্ত অর্থ অর্জন করতে পারে।
কঠোর পরিশ্রম, জ্ঞান এবং আত্মবিশ্বাস ব্যতীত কেউ ফরেক্স ট্রেডে সফল হতে পারে না।

FREEDOM
2020-04-21, 04:27 PM
লস ট্রেডের সংগে আরও ট্রেড কখনই যুক্ত করবেন না। একটি ট্রেড লসে গেলে -লস গ্রহন করার সহজ মানসিকতা তৈরী করতে হবে। কেউ কখনই ভাবে না সে ভূল করেছে। লসের পরও মনে হতে থাকে এখান থেকেই মার্কেট পক্ষে যাবে। তাই পুর্বের লস ট্রেডের দিকে সে আরও অর্ডার নিতে থাকে। এতে রিস্ক আরও বেড়ে যায়। অবশেষে বিশাল ক্ষতির মুখোমুখী হয়।

হ্যা আপনি সম্পুর্নভাবে একটি সঠিক কথাই বলেছেন। অনেক সময়ই আসলে এটা দেখা যায় আমরা যখন কোনো ট্রেডে লস করি তখন ঐ লসে থাকা ট্রেডের সাথে আরো কিছু ট্রেড সংযুক্ত করে দেই। এতে করে আমরা আমাদের একাউন্টকে সম্পুর্ন ঝুকিতে ফেলে দেই যেটা আমাদের সবচেয়ে বড় ভুল বলেই আমি মনে করি। এজন্য আমি সকলের উদ্দেশ্যেই সবসময় বলি স্টপলস ব্যাবহার করে ট্রেড করতে এবং লসে থাকলে ওভার ট্রেডিং না করে বুঝেশুনে পড়ে ট্রেড নিতে।

Rokibul7
2020-05-02, 06:57 PM
ভাই আপনি একটা বাস্তব ব্যাপার শেয়ার করলেন,আমিও প্রথম প্রথম এমনটাই করতাম বাই টেড সেল এ চলে গেলে সেল ধরতাম।এত আমার লস সেই একই থেকে যেতো।এ রকম টেড করে নিজেকে পন্ডিত ভাবতাম।তবে এখন বাই ধরলে বাইতেই থাকি মাকেট যদি ১০০পিপস নিচে নেমে যায় তাহলে আবার ২ সেন্ট দিয়ে বাই ধরি আবার যদি ১০০ নেমে যায় তাহলে আবার বাই ধরি ৩ দিয়ে।এভাবে চলছে বতমানে।তবে এখন লস কম হয়।