PDA

View Full Version : # প্রাইস একশন ট্রেডিংএ সিস্টেম বেস্ট ট্রেডিং সিস্টেম।



md mehedi hasan
2021-02-01, 06:55 AM
ফরেক্স মার্কেটে আপনি নিউজ ট্রেড করতে পারবেন।স্কালাপিং করতে পারেন বা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর  ব্যবহার করে ট্রেড করতে পারবেন আরও অনেক ধরনের পথ রয়েছে ট্রেড করার জন্য।কিন্তু এই সব স্ট্রেজির ভিতরে প্রাইস একশন ট্রেডিংএ সিস্টেম আমার প্রিয় ট্রেডিংএ সিস্টেম।কারন অন্য অন্য ট্রেডিং সিস্টেম শেখা যতটা জটিল এটা শেখা হাজার গুণ সহজ।এখানে ক্লিন চার্টে ট্রেন্ড লেভেল সিগন্যাল দেখে ট্রেড সেটআপ দিতে হয়।

habibi
2021-02-02, 04:14 PM
মূলত প্রাইস অ্যাকশান এক ধরনের বিশ্লেষণ যা আপনাকে বর্তমান মার্কেট প্রাইসের উপর ভিত্তি করে করতে হয়। এটি সবচেয়ে কার্যকরী আনাল্যসিস। মূলত এই বিশ্লেষণ আপনি আপনাকে বর্তমান মার্কেট ট্রেন্ড দেখাবে, এটি কি আপট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড। তবে এর আগে আপনাকে সাপোর্ট লেভেল এবং রেসিস্টেন্স লেভেল সঠিকভাবে সনাক্ত করতে সক্ষম হতে হবে। তারপর আপনি ভালভাবে ট্রেড করতে সক্ষম হবেন।

প্রাইস অ্যাকশানের শ্রেণীবিভাগ
১। আপ ট্রেন্ড( বাই)
২। ডাউন ট্রেন্ড (সেল)
৩। বাটারফ্লাই প্যাটার্ন
৪। ab=cd প্যাটার্ন

KF84
2021-02-03, 06:58 PM
আমি প্রাইস একশন ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করছি প্রায় এক বছর হল । আর এইটুকু সময়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা এক কথায় দারুন । প্রাইস একশন ট্রেডিং সিস্টেম এ ক্লিন চার্ট দেখতে দেখতে এক সময় মার্কেট এর অনেক মুভমেন্ট গুলি সম্পর্কে একজন ট্রেডার সহজেই পরিচিত হয়ে যেতে পারে । আর ১ থেকে ৩ টি মেজর পেয়ার নিয়ে কাজ করলে ঐ পেয়ার সম্পর্কে একজন ট্রেডার যে অভিজ্ঞতা অর্জন করবে তা দিয়েই অনেকদিন ফরেক্স এ টিকে থাকা সম্ভব ।

Montu Zaman
2021-12-05, 01:57 PM
প্রাইস একশন ট্রেডিং বুঝতে ও ট্রেড করতে শিখুন। কেননা আপনি যদি মার্কেটে প্রাইস একশন বুঝতে ও ট্রেড করতে না শিখেন, আর মার্কেট এ ট্রেড করতে নামেন, তাহলে আপনার জন্য দুঃসংবাদ আছে !! তাই প্রাইস একশন রিড করতে শিখলে আপনার ট্রেডিং যথেষ্ট উন্নত হবে আশা করা যায়। প্রাইস একশন বুঝা বা শিখা ছাড়া ট্রেড করতে নামা মানে হল একটি সম্পূর্ণ অপরিচিত শহরে ম্যাপ বা জি পি এস ছাড়া ঘুরে বেরানর মত।
16118