Log in

View Full Version : # সিদ্ধান্ত নিন আপনি কোন সিস্টেম ট্রেড করবেন।



md mehedi hasan
2021-02-01, 06:58 AM
ফরেক্স মার্কেটে আমরা যারা নতুন ট্রেডার আমাদের উচিত হবে একটি নির্দিষ্ট সিস্টেম বা স্ট্রেজি দিয়ে ট্রেড করা।আপনি নানা ধরনের স্ট্রেজি এক সাথে শিখতে পারবেন না।আপনার উচিত হবে আপনার পছন্দ অনুযায়ী একটি স্ট্রেজি তৈরি করে নিতে হবে।এতে এলোমেলো ট্রেড করা থেকে মুক্তি পাবেন।

KF84
2021-02-02, 08:48 PM
আমার অভিজ্ঞতা এই বলে যে ট্রেডিং এ প্রতিনিয়ত ভাল কিছু করতে হলে অবশ্যই প্রত্যেক ট্রেডারকে যার যার উপযোগী নিজস্ব ট্রেডিং সিস্টেম তৈরি করে নিতে হবে । আর এর জন্য একজন ট্রেডারকে ডেমোতে প্র্যাকটিস করে একটি ট্রেডিং স্ট্রেটেজি তৈরি করে নিতে হবে । আর সাথে এটাও চেক করতে হবে যে আসলে ট্রেডিং সিস্টেম কতটা কার্যকরী । একটি ভাল ট্রেডিং সিস্টেম একজন ট্রেডার কে অনেক লাভ এনে দিতে পারে ।

Starship
2021-04-29, 11:32 PM
একজন ট্রেডারের ট্রেডিং সিদ্ধান্তের উপর বা ট্রেডিং কৌশলের উপর ভিত্তি করে সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে। একজন ট্রেডারের যতবেশী ট্রেডিং অভিজ্ঞতা বা ট্রেডিং কৌশল রয়েছে সে তত বেশি সাফল্য স্পর্শ করতে পারবে৷ এর জন্য নিজের ভেরিফিকেশন কৌশল প্রয়োগের জন্য প্রথমে আপনাকে ডেমো অ্যাকাউন্ট যাচাই করতে হবে যদি সাফল্য মন্ডিত হয় বা অর্জিত হয় তাহলে উক্ত কৌশল আপনি প্রয়োগ করে সফল হতে পারে। এইজন্য এইজন্য একজন ট্রেডারের সাফল্য বা কৌশল নির্ধারণের যথাযথ সচেতন হওয়া উচিত।

Mas26
2021-04-29, 11:44 PM
আসলে আমরা অনেকেই আছি অনেক এলোমেলো ট্রেড করে থাকি ফরেক্স মার্কেটে। আসলে আমরা একটি নির্দিষ্ট স্ট্রেজি মেনশন করে যদি আমরা ফরেক্স মার্কেটে কাজ করতে পারতাম তাহলে আমরা হয়তো বা সফলতার শীর্ষে থাকতে পারতাম। এলোমেলো ট্রেড করার ফলে আমরা হয় কিছু কিছু সময় প্রফিট করতে সক্ষম হয় এবং অনেক সময় আমাদের অ্যাকাউন্ট জিরো হয়ে যায় এজন্য একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করা সব চাইতে ভাল বলে আমি মনে করি।