PDA

View Full Version : ফরেক্স করে আপনি কি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন।



md mehedi hasan
2021-02-02, 08:29 AM
আমরা যারা ফরেক্স মার্কেট এ আছি।আমাদের মনে কখনও এই চিন্তা এসেছে কি যে আমরা ফরেক্স করে আমাদের মূল্যবান সময় নষ্ট করছি।আমার কখনোই এই ধরনের কথা মনে হয় নি।তবে আমি মাঝে মাঝেই বারবার লস করার কারণে মনে হয়েছিল আমাকে দ্বারা ফরেক্স হবেনা।তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে আমারা যতটা সময় দিবো ততো টা টাকা ইনকাম এর পথ প্রশস্ত করবো।

EmonFX
2021-02-02, 11:15 AM
ফরেক্স ট্রেডিং কখনোই মূল্যবান সময় নষ্ট করা নয়। অন্যান্য বিজনেস এর মতো এটাও একটি বিজনেস। যেহেতু অন্যান্য যে কোন বিজনেস বা পেশায় আপনাকে সময় দিতে হয় সেহেতু ফরেক্সে সময় দিতে হবে এটাই স্বাভাবিক। সময় না দিলে পরিশ্রম না করলে কোন পেশায় সফলতা পাওয়া সম্ভব নয়। আমি কিছু পেতে চাইলে কিছু দিতে হবে এটা চিরাচরিত নিয়ম। সুতরাং আমি যেহেতু ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে চাই সেহেতু এখানে আমাকে সময় দেয়াটাই স্বাভাবিক। আমি যদি এটাকে সময় নষ্ট করা মনে করি তাহলে সেটা হবে বোকামি। এখানে যে যত বেশি সময় দিবে সে ততো বেশি অভিজ্ঞতা অর্জন করবে এবং সফল হবে। অন্য কোন পেশায় দৈনিক ৮ ঘণ্টা সময় দিয়ে যতটা ভালো করা যায় ফরেক্সে দৈনিক ৪ ঘণ্টা সময় দিয়ে তার থেকেও অনেক বেশি ভালো করা সম্ভব যদি আগ্রহের সাথে বা মনোযোগের সহিত সিরিয়াস ভাবে ফরেক্স ট্রেডিং করা যায়।

Starship
2021-02-02, 04:14 PM
আমার নিজের কাছে কখনো এ ধরনের প্রশ্ন জাগেনি বা এমনটা কখনো মনে হয়নি। বরং আমি ফরেক্সে সময় দিয়ে নিজের সময়কে প্রোপার ইউজ করছি মনে হচ্ছে। আমি ফরেক্সে যত বেশি সম্ভব সময় দিচ্ছি তত সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। তাদের কাছেই ফরেক্সে সময় লস হচ্ছে যাহারা শুরু শ্রম ও অনুশীলন করতে অনিহা প্রকাশ করে। তাদের কাছেই ফরেক্স সময় নষ্ট করা মনে হয়। তাই ফরেক্স শিখতে হলে পর্যাপ্ত ধৈর্যের পরিক্ষায় সম্মুখীন হতে হয় । তাহলেই একসময় ফরেক্সে আয় করতে পারবো।

KF84
2021-02-02, 10:36 PM
আমরা যারা ফরেক্স মার্কেট এ আছি।আমাদের মনে কখনও এই চিন্তা এসেছে কি যে আমরা ফরেক্স করে আমাদের মূল্যবান সময় নষ্ট করছি।আমার কখনোই এই ধরনের কথা মনে হয় নি।তবে আমি মাঝে মাঝেই বারবার লস করার কারণে মনে হয়েছিল আমাকে দ্বারা ফরেক্স হবেনা।তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে আমারা যতটা সময় দিবো ততো টা টাকা ইনকাম এর পথ প্রশস্ত করবো।
ফরেক্স ব্যবসাটি করে কেউ আসলে কখনই সময় নষ্ট করবে না জতখন পর্যন্ত সে ফরেক্স থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখছে । আর যারা শুধু লাভের চিন্তা করে ট্রেড করে কিন্তু কোন কিছু শিখে না , জানার চেষ্টা করে না , এনালাইসিস করে না শুধু সারা দিন কিভাবে কত লাভ করবে এবং কোথায় খরচ করবে সেই চিন্তায় মগ্ন থাকে তারাই দিনের পর দিন সময় নষ্ট করে থাকে । তাই আমাদের সর্বদা শেখার চেষ্টা করতে হবে ।

Sakib42
2021-02-02, 11:53 PM
একদম না, ফরেক্স করে আমি আমার সময় কে কাজে লাগিয়ে আমার জীবন প্রতিস্ত করছি, এটা একটি আয়ের উৎস যাকে ব্যাবহার করে আমরা আমাদের জীবন পরিচালনা করছি। আমরা যেই খানে কর্ম করি এবং উপার্জন করতে পারি সেই খানে আমাদের সময় নষ্ট করা কোন বিষয় না বরং আরো সময় দিয়ে কাজ করা উচিত যেনো আমি আর বড় হইতে পারি, ভালো ফলাফল অর্জন করতে পারি।

samun
2021-02-22, 09:57 PM
পরিচয় দেওয়ার সময় টাই মূল্যবান সময় ফরেক্স করে কোন সময় অপচয় হয় না কারণ ফরেক্স থেকে জ্ঞান অর্জনের পাশাপাশি ফরেস্ট থেকে ভাল আয় করা সম্ভব হয় তাই আমি ফরেক্সকে সব কাজের পাশাপাশি একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি

Devdas
2021-07-30, 01:05 PM
বর্তমান জীবনে আমরা অর্থের জন্য কত কিছুই না করি। অর্থ আয় করার জন্য আমরা আমাদের অনেক সময় নিজেদের জীবনের চেয়ে বেশী গুরুত্ব দিয়ে থাকি টাকা আয় করার জন্য। ঠিক ফরেক্স মার্কেট ও একটি টাকা আয় করার একটি ভাল মাধ্যেম। এই ফরেক্স এ সময় দিয়ে আমি আমার কোন প্রকার গুরুত্ব সময় নষ্ট করছি না বরং আমি আমার ভবিষ্যতে আয় করার রাস্তা খুজে পেয়েছি। আমি যদি সারাদিন সময় দিয়ে ফরেক্স করে থাকি এতেও আমার কোন লস নেই কারন আমি গুরুত্বপূর্ন সময় টাকা আয় করার জন্য ফরেক্স এ সময় দিয়ে *যাচ্ছি।