PDA

View Full Version : বাংলাদেশ ও য়েস্ট ইন্ডিজের ১ম টেস্ট ১১-১৫ ফেব্রুয়ারী



DhakaFX
2021-02-02, 06:18 PM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে ২৪ সদস্য। আর দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দেয়া হয়েছে ২০ জনের প্রাথমিক স্কোয়াড। ২০ সদস্যের টেস্ট স্কোয়াডে নতুন মুখ দুজন। তারা হলেন- ইয়াসির আলী রাব্বি ও হাসান মাহমুদ।
অধিনায়ক মুমিনুল হক সৌরভের নেতৃত্বে এবারের টেস্ট দলে নেই পঞ্চপাণ্ডবের অন্যতম মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে ছাড়াই ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে পুরনো পেসার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে স্পিন বিভাগকে শক্তিশালী করবেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। এদিকে ২৪ সদস্যের ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। দলে জায়গা হয়েছে পেসার শরীফুলের। ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াডে নতুন মুখ রয়েছেন ছয়জন। তারা হলেন- ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মাহাদি হাসান।পেসার হিসেবে পুরোনোদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন। পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনকে রাখা হয়েছে।
দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসবে ১০ জানুয়ারি। ২০ তারিখ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২২ ও ২৫ তারিখ। টেস্ট সিরিজ শুরু হবে ৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় ম্যাচটি হবে ১১ ফেব্রুয়ারি তারিখ থেকে।
http://forex-bangla.com/customavatars/1127344964.jpg

DhakaFX
2021-02-04, 03:17 PM
মেহেদি হাসান মিরাজের অভিষেক সেঞ্চুরিতে ভর করে নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৩০ রান করেছে বাংলাদেশ। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে মিরাজ ব্যক্তিগত ১০৩ রান করে ফেরেন।রাকিম কর্নওয়ালের বলে বিদায় নেওয়ার আগে ১৬৮ বলে ১৩টি চার হাঁকান তিনি।এর আগে অসাধারণ ব্যাটিং করে টেস্ট ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি তুলে নেন মিরাজ। ১৬০ বলে ১৩টি চারের সাহায্যে ক্যারিয়ার সেরা এই ইনিংস খেলেন তিনি। এর আগে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৮ রানে অপরাজিত ইনিংসটি ছিল তার সেরা ব্যাটিং।
মিরাজের ব্যাটেই দলীয় দলীয় ৪০০ রানের গণ্ডি পার করে বাংলাদেশ। এর আগে নবম উইকেট জুটিতে মিরাজ ও নাঈম হাসান ৫৭ রানের জুটি গড়েছিলেন। তবে ব্যক্তিগত ২৪ রানে এনক্রুমাহ বোনারের বলে বোল্ড হন নাঈম। মিরাজের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৮ রানে শ্যানন গ্যাব্রিয়েলের বলে বিদায় নেন তাইজুল ইসলাম। বাংলাদেশ হারায় অষ্টম উইকেট।ব্যক্তিগত ৬৮ রান করে রাকিম কর্নওয়ালের বলে ফেরেন সাকিব আল হাসান। ১৫০ বল খেলে ৫টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজিয়েছিলেন তিনি।সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে দলীয় ৩০০ রান পার করে বাংলাদেশ। সপ্তম উইকেট জুটিতে তারা ফিফটিও করেছে।
টেস্ট ক্রিকেটে ২ বছর ২ মাস পর হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। সর্বশেষ ২০১৮ সালের ৩০ নভেম্বর ঢাকার মাঠে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৮০ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। এনিয়ে সাদা পোশাকে ২৫তম ফিফটি করলেন এই বাঁহাতি।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই লিটন দাশকে হারায় বাংলাদেশ। এদিন তৃতীয় ওভারে স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হন এই ডানহাতি। ৯৭ বলে ৪টি চারে ৪১ রান করেছেন তিনি।
ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন জোমেল ওয়ারিক্যান। দুই উইকেট পান রাকিম কর্নওয়াল। এছাড়া কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল ও এনক্রুমাহ বোনার একটি করে উইকেট দখল করেন।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে আগে ব্যাট করতে নামা স্বাগতিকরা প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ২৪২ রানে শেষ করে। ওপেনার সাদমান ইসলাম সর্বোচ্চ ৫৯ রান করেন।
http://forex-bangla.com/customavatars/74982467.jpg