PDA

View Full Version : গুগল অস্ট্রেলিয়া ছাড়লে বিং নিয়ে প্রস্তুত মাইক্রোসফট



FXBD
2021-02-02, 06:40 PM
প্রকাশনাকে অর্থ দেওয়া প্রশ্নে অস্ট্রেলিয়া থেকে নিজেদের সার্চ সেবা সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলো গুগল। এবার সে সুযোগ কাজে লাগাতে চাইছে মাইক্রোসফট। নিজেদের সার্চ সেবা বিং অস্ট্রেলিয়ার সার্চ চাহিদা পূরণ করতে পারবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের খবরটি জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়া নতুন আইন তৈরি করেছে। ওই আইনের আওতায় ইন্টারনেট জায়ান্ট গুগল এবং সামাজিক মাধ্যম জায়ান্ট ফেইসবুককে স্থানীয় প্রকাশকদেরকে অর্থ দিতে হবে।
http://forex-bangla.com/customavatars/893726300.jpg
বড় প্রযুক্তি জায়ান্টরা আইনটির সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের ভাষ্যে, আইনটি ‘বাস্তবসম্মত নয়’। নীতিমালা কার্যকর হলে অস্ট্রেলিয়া থেকে নিজেদের পরিষেবাগুলো সেবা সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছে গুগল। এর মধ্যে গুগল সার্চও রয়েছে। তথ্যপ্রযুক্তি শিল্পের তথ্য অনুসারে, অস্ট্রেলিয়া সার্চ বাজারের ৯৪ শতাংশই রয়েছে গুগলের দখলে।