PDA

View Full Version : রেঞ্জ মার্কেটে টেড করা ঝুকি বেশী



anwarForex
2015-08-06, 10:49 PM
রেঞ্জ বাউন্ড মার্কেটে ট্রেড করার ঝুকি বেশী। এ সময় মার্কেটের গতি বুঝা কষ্টকর। তাই এ সময় ট্রেড না করাই উত্তম। অধিকাংশ ইকুইটি নিঃশেষ হয়- এ সময় ট্রেড করার জন্য। অনেকটা জুয়াড়ীর আচড়ন তেরী হয় -এ সময়টিতে। ব্যাক্তিগত ভাবে আমি বিশাল লসের সম্মুখীন হয়েছি এ সময় ট্রেড করে। তাই আমার নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরলাম ।

maziz6989
2015-08-07, 09:35 AM
আসলে রেন্জ রাউন্ড ট্রেডের একটা সিস্টেম আছে। এটা ফলো করলে খুব বেশি প্রফিট হয়ত করা যাবে না কিন্তু লস ও হবার সম্ভাবনা কম। আপনাকে রেন্জ সিলেক্ট করতে হবে। তার পরে টপ থেকে সেল আবার বটম থেকে বাই। তবে সব এন্ট্রি হবে সেল কনর্ফাম হওয়ার পরে , বাই ও একইরকম। টিপি হবে রেন্জ এর লাইন থেকে ১০ পিপস নিচে বা *উপরে এবং স্টপ হবে রেন্জ লাইনে দশ পিপস বাইরে।

oviice
2015-08-07, 10:59 AM
ফরেক্স করার জন্য অনেক ধরনের সিস্টেম আছে । তার মধ্যে রেঞ্জ মার্কেট একটি । এটা ফলো করলে খুব বেশি প্রফিট হয়ত করা যাবে না কিন্তু লস ও হবার সম্ভাবনা কম। আপনাকে রেন্জ সিলেক্ট করতে হবে। তার পরে টপ থেকে সেল আবার বটম থেকে বাই। তবে সব এন্ট্রি হবে সেল কনর্ফাম হওয়ার পরে , বাই ও একইরকম।

md mehedi hasan
2015-08-07, 11:59 AM
ফরেক্স মার্কট কখনো একদিকে চলেনা।ফরেক্স মার্কট কখনো উর্ধ্বমূখী কখনো নিম্নমূখি কখনো কনসলিডার অর্থাৎ সমান্তরাল ভাবে এবং কখনো ঢেউ খেলানো অর্থাৎ রেঞ্জ বাউন্স ভাবে চলে।ফরেক্স মার্কট যখন রেঞ্জ বাউন্স ভাবে চলতে থাকে তখন আমাদের উচিত ট্রেড না করা।কারন এই সময়ে ট্রেড করলে বেশি প্রফিট করা যায় না রেঞ্জ বাউন্স এর ট্রেন্ড সঠিক ভাবে না বুঝতে পারলে আপনি লস খাবেন।তাই আমার মতে এত বেশি রিক্স না নেওয়াই উচিত।কারন ফরেক্স মার্কটে রিক্স নেওয়া মানে নিজের ক্ষতি নিজে করার সামিল।

fxover
2015-09-21, 09:30 PM
রেঞ্জ বাউন্ড মার্কেটে ট্রেড করার ঝুকি বেশী। এ সময় মার্কেটের গতি বুঝা কষ্টকর। তাই এ সময় ট্রেড না করাই উত্তম। অধিকাংশ ইকুইটি নিঃশেষ হয়- এ সময় ট্রেড করার জন্য। অনেকটা জুয়াড়ীর আচড়ন তেরী হয় -এ সময়টিতে। ব্যাক্তিগত ভাবে আমি বিশাল লসের সম্মুখীন হয়েছি এ সময় ট্রেড করে। তাই আমার নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরলাম ।

না ভাই আমার মনে হচ্ছে আপনি কোথাও একটা ভুল করছেন । রেঞ্জ বাউন্ড ট্রেড করার জন্য একটা স্ট্রাটেজি আছে আপনি চাইলে সেই স্ট্রাটেজি অনুসরন করে ট্রেড করে ভালো করতে পারেন । আর মার্কেট যখন রেঞ্জ এর মধ্যে ঘুরতে থাকে তখন মার্কেট খুব বেশি মুভ করে না তাহলে আপনার একাউন্ট নিঃশেষ হলো কিভাবে ? ভাই মনে হয় এটা মানি ম্যানেজমেন্ট এর সমস্যা । আপনি কষ্ট করে একটু রেঞ্জ বাউন্ড এর স্ট্রাটেজি টা দেখে নিন , আশা করি প্রফিট করতে পারবেন ।

Ekram
2015-09-22, 10:04 AM
রেঞ্জ বাউন্ড মার্কেটে ট্রেড করার ঝুকি বেশী। এ সময় মার্কেটের গতি বুঝা কষ্টকর। তাই এ সময় ট্রেড না করাই উত্তম। অধিকাংশ ইকুইটি নিঃশেষ হয়- এ সময় ট্রেড করার জন্য। অনেকটা জুয়াড়ীর আচড়ন তেরী হয় -এ সময়টিতে। ব্যাক্তিগত ভাবে আমি বিশাল লসের সম্মুখীন হয়েছি এ সময় ট্রেড করে। তাই আমার নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরলাম ।

রেঞ্জ টাইম এ ট্রেড করা আসলেই যুকিপূর্ণ । এই সময়ে ট্রেড করা উচিত হবেনা। বরং অপেক্ষা করা ভাল কাঙ্ক্ষিত সময়টির জন্য। কাঙ্খিত সময় টি উপস্থিত হলেই আমরা বাই অথবা সেল অর্ডার প্লেস করব। তখন আশা করি আমরা লাভবান হব এবং টেনশন মুক্ত থাকতে পারব নিঃসন্দেহে।

Ekram
2015-09-22, 10:11 AM
ফরেক্স করার জন্য অনেক ধরনের সিস্টেম আছে । তার মধ্যে রেঞ্জ মার্কেট একটি । এটা ফলো করলে খুব বেশি প্রফিট হয়ত করা যাবে না কিন্তু লস ও হবার সম্ভাবনা কম। আপনাকে রেন্জ সিলেক্ট করতে হবে। তার পরে টপ থেকে সেল আবার বটম থেকে বাই। তবে সব এন্ট্রি হবে সেল কনর্ফাম হওয়ার পরে , বাই ও একইরকম।

রেঞ্জিং অবস্থায় আসলে সার্বক্ষণিক নজরদারি তে থাকে হবে। কারন কখন যে কোনদিকে টার্ন নেয় তা বলা কিন্তু মুশকিল। রেঞ্জিং অবস্থায় তাই বেশির ভাগ ট্রেডার ই বাই সেল অর্ডার প্লেস করেনা। আমি অনেক বার নিজে ট্রাই করে দেখেছি ডেমোতে বেশির ভাগ সময়ই লস হয়েছে। তাই আমার মনে হয় রেঞ্জিং এর সময় সতর্ক থাকতে হবে আমাদের কে।

shakawath
2015-09-22, 09:07 PM
আমার মতে রেঞ্জ মার্কেট এ ট্রেড করার চেয়ে না করা ভাল, বিশেষ করে নন স্ক্যল্পার দের জন্য। তবে স্ক্যল্পারদের জন্য রেঞ্জ ট্রেডিং ভাল লাভের সম্ভাবনা এনে দেয়। আমার মনে হয় এই সময় রিস্ক কম থাকে। তবে আমি রেঞ্জ মার্কেটে ট্রেড করতে পছন্দ করি না। কারণ এতে খুব দ্রুত ফলাফল পাওয়া জায় না। আর ট্রেডার সেন্টিমেন্ট নিউট্রাল থাকে।

Aunik
2015-09-23, 08:22 AM
রেঞ্জ মার্কেট যদি আপনি বুঝে জান তাহলে আপনার কাছে অনেক সহজ মনে হবে ।। এখান থেকে কুব একটা প্রফিট হইনা বললে ভুল , আসলে প্রফিট আসে আপনি কতো লতে ট্রেড করছেন তার উপরে। রেঞ্জ মার্কেট এ ট্রেড করারকিছু নিয়োম আচসে আপনি যদি সেই নিয়োম গুলা ফিলো করতে থাকেন এবং এই নিয়ম গুলা দেমো একাউন্টে প্র্যাক্টিস করতে থাকেন তাহলে আপনি মার্কেট থেকে অনেক প্রফিট তলতে পারবেন ।।

Momen
2015-09-23, 08:25 AM
হ্যা এই সময় ট্রেড করা ঝুকিপূর্ণ। কারণ এই সময় মার্কেটের গতি বুঝা যায় না। তাই এই সময় ট্রেড না করায় উত্তম।

MotinFX
2016-02-08, 12:09 PM
আমি ট্রেড করি কিন্তু এখনো রেন্জ মার্কেটে ট্রেড করার অভিজ্ঞাতা অর্জন করতে পারিনাই। এই সময়ে কোথায় থেকে ট্রেড করলে এই মার্কেট থেকে ভাল প্রপিট করতে পারব সেটা জানার চেস্টা করছি। আমি এখনো ফরেক্স সম্পর্কে সিকতেছি। আশা করি আজ পারিনাই কাল পারব এটাই আমার মত অনেক নতুন ট্রেডার ফরেক্স নিয়ে পড়ে আছে। রেন্জ ট্রেড ঝুকিপুর্ণ যদি না বুঝি তাহলে আমাদের েররকম ট্রেড করা থেকে দুরে থাকা ভাল।

md mehedi hasan
2016-02-08, 12:46 PM
ভাই আমি মনে করি যারা ফরেক্স মার্কেটে নতুন ও যারা ফরেক্স মার্কেটে এখনো বেশি দক্ষতা অরজন করতে পারেনি তাদের রেঞ্জবাউন্স এর সময় ট্রেড না করাই উচিত।কারন ফরেক্স মার্কেটে মুভমেন্ট একটি নির্দিষ্ট এলাকার মধ্যে আপডাউন করতে থাকে।আর আপনি যদি এই গতিবিধি সঠিক ভাবে বুঝতে না পারেন তাহলে আপনি লস খাবেন।আমার মতে যারা ফরেক্স মার্কেটে দক্ষ এবং ফরেক্স মার্কেটে নিজেকে প্রফফেশনাল হিসাবে গড়ে তুলেছে কেবল তাদের রেঞ্জবাউন্স ট্রেন্ডে ট্রেড করা উচিত।

Marufa
2016-02-12, 06:41 PM
মার্কেট দুই রকম অবস্থার মধ্যে থাকতে পারে । একটি হল স্ট্রং ট্রেন্ড আর অন্যটি হল রেঞ্জ । আমি মনে করি দুই ধরনের মার্কেট এর জন্য আপনার দুই ধরনের ট্রেডিং স্ট্রাটিজি থাকা প্রযোজন । কারন ট্রেডিং মার্কেটে যে স্ট্রাটিজি কাজ করবে রেঞ্জ মার্কেট এ সেই স্ট্রাটিজি কাজ নাও করতে পারে । তাই নিজের প্রয়োজন অনুসারে স্ট্রাটিজি তৈরি করে নিন ।

basaki
2016-03-24, 07:10 PM
হা আমিও তাই মনেবকরি কারন যখন রেঞ্জ মার্কেট থাকে তখন ফরেক্স মার্কেটে ট্রেড করা খুব ঝুকি থাকে যারা ফরেক্স মার্কেটে খুব বেশি অবিজ্ঞ তারা সেই সমটায় ফরেক্স মার্কেটে ট্রেড থেকে বিরত থাকে আর সেই জন্য তাদের লস ফরেক্স মার্কেটে খুব কম হয় বলে আমি মনে করি।

yasir arafat
2016-04-07, 12:29 AM
রেঞ্জ মার্কেটে কোন অ্যানালাইসিস কাজ করে না।সুতরাং আমাদের এ সময় এর থেকে দূরে থাকা উচিত।কারণ ট্রেড ওপেন করলে লসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।এ সময় আমরা নিউজ দেখে মার্কেটটা অ্যানালাইসিস করতে পারি।

sharifulbaf
2016-05-19, 03:18 PM
ফরেক্স মার্কেট যখন একটি রেঞ্জের মধ্যে থাকে তখন ট্রেডিং করা অনেক কঠিন কারন এই সময়।ট্রেড করতে হলে আমাদের স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে,যদি কোন সময় রেঞ্জ ব্রেক করে তাহলে বেশি লস হতে পারে সেই জন্য এই। পদ্ধতি অনুসরণ করে ট্রেড করতে হয়।

abdulguffer
2016-08-16, 12:04 PM
ভালো মানি ম্যানেজম্যান্ট ফলো করলে যে কোন ট্রেন্ড এ প্রফিট করা যায় । রেন্জিং এর সময় সাপোর্ট লেভেল এ বাই ট্রেড ওপেন করতে হয় এবং রেজিস্টানস লেভেল এ সেল ট্রেড ওপেন করতে হয় । আর অবশ্যই স্টপ লস ব্যবহার করতে হবে । যদি ব্রেক আউট হয় এবং ট্রেড টি লস এ যায় তখন সেটকরা স্টপ লস এ ট্রেড টি অটো বন্ধ হয়ে যাবে , ফলে বড় ধরনের লস হওয়া থেকে রক্ষা পেতে পারেন ।

milonkhanfx1993
2016-10-02, 12:18 AM
রেঞ্জ বাউন্ড মার্কেটে ট্রেড করার ঝুকি বেশী। এ সময় মার্কেটের গতি বুঝা কষ্টকর। তাই এ সময় ট্রেড না করাই উত্তম। অধিকাংশ ইকুইটি নিঃশেষ হয়- এ সময় ট্রেড করার জন্য। অনেকটা জুয়াড়ীর আচড়ন তেরী হয় -এ সময়টিতে। ব্যাক্তিগত ভাবে আমি বিশাল লসের সম্মুখীন হয়েছি এ সময় ট্রেড করে। তাই আমার নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরলাম ।

তবে অনেক সময় দেখি ডে ক্যন্ডেল এ ৭ দিন মার্কেট আপ এ যাচ্ছে আবার পরের ৫ বা ৬ দিন মার্কেট ডাউন এ যাচ্ছে সেখানে মোটামুটি ভালই প্রোফিট দেই সেক্ষেত্রে এই খানে কি ট্রেড করা উচিত নয় ভাই? আর কয়বার সাপোর্ট বা রেসিস্তান্স লেভেল টাচ করলে সেটা উইক হতে থাকে?

MoinFX
2016-10-04, 11:43 AM
আমি আপনার সাথে একমত রেন্জ মার্কেটে আমাদের ট্রেড থেকে দুরে থাকা উচিত কারন ফরেক্স মার্কেটে কিছু গুরুত্বপুর্ন দিক থাকে আর তার মধ্যে একটি হল রেন্জ মার্কেট। তবে সবকিছু দেখে আমাদের কে একটা ট্রেডের সিদ্দন্ত নিতে হবে।

nisho5533
2016-10-05, 11:29 AM
আমাদের সবার উচিত সবাইকে বাংলা ফোরামে যোগদান করায় উধভুদ্ধ করা। অার ফরেক্স বাংলা ফোরাম এমন একটা জিনিস যা কাজ করতে করতে আপনি শিখতে পারবেন আর তাও অনেক সহজে আর বাংলা ফোরামে পোষ্ট দিলে আপনার অভিজ্ঞতা অনেক বৃদ্ধি পাবে। তাই আমাদের সকলের উচিত ফরেক্স বাংলা ফোরামে পদারপন করা এবং এখান থেকে অনেক কিছু শেখা আর অনেক অভিজ্ঞতা অর্জন করা

RUBEL MIAH
2017-04-28, 02:51 PM
টপ থেকে সেল আবার বটম থেকে বাই । আমি রেঞ্জ মার্কেটে ট্রেড করতে পছন্দ করি না । আমি অনেক বার নিজে ট্রাই করে দেখেছি ডেমোতে বেশির ভাগ সময়ই লস হয়েছে । রেঞ্জিং অবস্থায় তাই বেশির ভাগ ট্রেডার ই বাই সেল অর্ডার প্লেস করেনা ।