PDA

View Full Version : গাড়ীর এয়ার ব্যাগ নিয়ে জানা-অজানা কিছু মজার তথ্যঃ



DhakaFX
2021-02-04, 03:24 PM
13614
১। এয়ার ব্যাগ একবারই শুধু ডিপ্লয় হয়ে পারে, আর একবার ডিপ্লয় হবার পর এই এয়ারব্যাগ গুলো ৫৫-১২০ লিটার পর্যন্ত গ্যাস ধরতে সক্ষম।
২। এয়ারব্যাগ ডিপ্লয় হতে সময় নেয় মাত্র ৫০ মিলি সেকেন্ড।
৩। এয়ারব্যাগ যখন ডিপ্লয় হয় তখন এর গতিবেগ থাকে অলমোস্ট ৩২২ কিলোমিটার/ঘন্টা। কত দ্রুত ডিপ্লয় হয় ভাবেন একবার! এজন্য স্টেয়ারিং হুইল থেকে মিনিমাম ২৬ সেমি দূরে বসে ড্রাইভ করাটাই সেইফ।
৪। ডিপ্লয় এর সময় এর তাপমাত্রা অলমোস্ট ৬০-৭০ ডিগ্রী এর কাছাকাছি থাকে।
৫। এক সংস্থার জরিপে জানা যায় যে এই এয়ারব্যাগ ড্রাইভার দের জীবনের ঝুঁকি কমিয়েছে ২৯%, আর ফ্রন্ট সিটে বসা প্যাসেঞ্জার( বয়স ১৩ বছরের উপরে) এর ঝুঁকি কমিয়েছে ৩২%।
৬। ১৯৭০ সালের মাঝামাঝিতে অ্যামেরিকায় প্রথম এয়ারব্যাগ আবিষ্কার করা হয় আর ফর্ড ই প্রথম ১৯৭১ সাল থেকে তা ব্যবহার শুরু করে!
৭। এয়ার ব্যাগ কতটা সেফ? - বড় কোন দুর্ঘটনায় আপনার জীবনের ঝুঁকি ৫০% পর্যন্ত কমিয়ে দেবে!
৮। এয়ার ব্যাগ ডিপ্লয় হবার জন্য কিন্তু সিট বেল্ট বেঁধে বসতে হয়!
৯। এয়ারব্যাগ যখন ডিপ্লয় হয় তখন একটা বাজে পোড়া গন্ধ বের হয় কারণ talcum powder পোড়ার পরেই এই ব্যাগটি ডিপ্লয় হয়।