PDA

View Full Version : মিয়ানমার জুড়ে এবার ইন্টারনেট বন্ধ।



EmonFX
2021-02-06, 08:47 PM
13630

রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা নেয়া মিয়ানমারের সামরিক বাহিনী ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামের পর এবার সারাদেশে ইন্টারনেট সংযোগই বন্ধ করে দিয়েছে।
নেটব্লকস ইন্টারনেট অবজারভেটরি জানিয়েছে, প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে। সংযোগ সাধারণ অবস্থার চেয়ে ১৬ শতাংশ নিচে নেমে এসেছে। বিবিসি বার্মিজ শাখাও ইন্টারনেট বন্ধের খবর নিশ্চিত করেছে।

বিবিসি অনলাইন জানায়, সোমবার দেশটির সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর আজ এই পদক্ষেপ নেয়া হল। বৃহস্পতিবার ফেসবুক বন্ধের পর শনিবার রাত থেকে টুইটার ইন্সটাগ্রামও বন্ধ করে দেয় সামরিক জান্তা শাসক। এ বিষয়ে সামরিক বাহিনীর কাছ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পরপর ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল।