PDA

View Full Version : মানি ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিৎ?



EmonFX
2021-02-06, 09:08 PM
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি মাসে আমাদের মূলধনের উপার সর্বোচ্চ ১০%-১৫% প্রফিট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা উচিত। তাতে বছর শেষে আপনার প্রফিট দাঁড়ায় মূলধনের ১২০%-১৮০%। আমি মনে করি এটা একজন ট্রেডারের জন্য পর্যাপ্ত প্রফিট। অন্য কোন ব্যবসায় এতটা প্রফিট করা সম্ভব নয়। আমরা অনেকেই অতিরিক্ত রিস্ক নিয়ে মূলধনের ওপর প্রতিদিনই 5 থেকে 10% রিস্ক নিয়ে ট্রেড করি। কিন্তু যেটা একেবারেই কাম্য নয়। যে লক্ষ্যমাত্রা এক মাসের জন্য নির্ধারণ করা উচিত সেটা আমরা একদিনের জন্য নির্ধারণ করে ফেলি। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন থেকে এমনটা হয়ে থাকে। আর এর ফলাফল দাঁড়ায়, খুব তাড়াতাড়ি ব্যালেন্স জিরো হয়। তাই আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট তথা মূলধন রক্ষা করে ট্রেডিং পরিকল্পনা সাজানো উচিত।

Mas26
2021-05-16, 04:08 PM
আসলে ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি জানেন মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সেক্ষেত্রে আপনার অবশ্যই মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে কাজ করতে হবে। আসলে যদি মানি ম্যানেজমেন্ট থেকে ট্রেড করতে চাই তাহলে আমার প্রথমে গুরুত্ব দিতে হবে যে আমি কোন প্েয়ারে ট্রেড করব এবং এই পেয়ারটি কত পিস কত পিপেটিপস আপডাউন করে সেই আনুমানিক সেটার উপর নির্ভর করে আপনি যদি করেন তাহলে আপনার সফলতা অর্জনের সক্ষমতা অনেক বেড়ে যাবে। কারন আপনার একটু সময় লাগলো আপনি সেটা থেকে প্রফিট করতে সক্ষম হবেন।

alamsat
2021-05-18, 11:38 AM
মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি অনেকবার বলেছি। একজন ট্রেডার যদি এটা মানে তাহলে সে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবে আর যদি কেউ এটা না মানে বেশি লেভারেজ নিয়ে বড় বড় লট ব্যবহার করে ট্রেড করতে থাকে তাহলে তার পতন নিশ্চিত। কারন প্রথমে একটু প্রফিট হলেও একটি ট্রেড বিপরীতে গেলেও খেলা শেষ। তাই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা ভাল। আমি সাধারনত ১০০ ডলারে ০.০১ সেন্ট এবং ২০০ ডলারে ০.০২ সেন্ট এভাবে বাড়িয়ে বাড়িয়ে ট্রেড করার কথা বলি। এভাবে ট্রেড করতে থাকলে আপনি অবশ্যয় সফলতা পাবেন।