PDA

View Full Version : কম এন্ট্রি নেয়ার অপকারিতা ও উপকারিতা।



EmonFX
2021-02-06, 10:48 PM
কম এন্ট্রি নেয়ার অপকারীতাঃ
১. নিজেরে ফরেক্স ট্রেডার ই মনে হবেনা
২.ফরেক্স ছাড়াও আরো অন্যান্য নানা বেহুদা কাজ করার ব্যাপক সময় পাওয়া যায়।
৩.অন্যরা যখন টিপি হিট করে প্রপিট ঘরে তুলবে, নিজেরে তখন নিরীহ দর্শক মনে হবে।
৪.দিন মাস,সপ্তাহ শেষে প্রপিট হলে অল্প/সামান্য হবে, যা ফরেক্স ট্রেডার হিসাবে কাউকে লজ্জায় বলা যাবেনা।

কম এন্ট্রি নেয়ার উপকারীতাঃ
১.এন্ট্রি যেহেতু কম নিবেন, সেহেতু আপনি বেস্ট সেটাপ টার অপেক্ষায় থাকবেন
২.এন্ট্রি যেহেতু কম নিবেন, তাই রিভেঞ্জ ট্রেড নেয়ার সুযোগ নেই
৩.এন্ট্রি যেহেতু কম নিবেন, তাই ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও মেনে এন্ট্রি নেয়ার চেষ্টায় থাকবেন
৪.সাইকোলজিক্যাল প্রবলেম থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে
৫.লস হলেও কম হবে,আবার প্রপিট হলেও কম হবে ঠিকই তবে কন্সিটেন্টলি ভালো কিছুই হবে ইনশাআল্লাহ ।
৬.স্টাডি বা অন্য কোন কাজ /ব্যবসায়ের জন্য প্রচুর সময় পাওয়া যাবে।
৭.বেস্ট সেটাপের কম এন্ট্রি ট্রেডিং ডিসিপ্লিন আনয়নে যথেষ্ট সহায়ক, ইত্যাদি ইত্যাদি।
মোদ্দাকথা বেস্ট সেটাপ নিয়ে স্বল্প রিস্কে অল্প এন্ট্রি হতে পারে আপনার ট্রেডিং স্টাইল কে ভিন্নতর মাত্রা প্রদানের অন্যতম উপায়।